নিজস্ব প্রতিবেদক । ০২ ডিসেম্বর ২০২২
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশ ছাড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে বর্তমান শেখ হাসিনা সরকার বিদেশে অর্থ পাচার করছে।
তিনি বলেন, 'এটা খুব দুঃখজনক যে সরকার দেশের কথা একেবারেই মনে না রেখে সবকিছু বিদেশে পাচার করছে। দেখে মনে হচ্ছে দেশের প্রতি তাদের কোনো আস্থা নেই। তারা নিজেরাও বাইরে চলে যাবে এবং সেটার পূর্বপ্রস্তুতি হিসেবে টাকা পাচার করছে।'
দলের নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করে ড. কামাল হোসেন আজ এসব কথা বলেন। ঢাকার মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণফোরাম সভাপতি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে অব্যবস্থাপনা, দলীয়করণ ও দুর্নীতি ফলে দেশ আজ ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে।
'মুক্তিযুদ্ধের স্বপ্ন ও অর্জনগুলি দেশের কিছু দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী মহলের জন্য আজ বিসর্জন হতে চলেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। আর্থিক খাতে এসব দুর্নীতিগ্রস্তদের বিচারহীনতা, ক্রমাগত অর্থপাচার, লুটপাট আজ মহামারি আকার ধারণ করছে। সরকারের উচ্চ পর্যায় থেকে যেখানে দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেখানে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট জাতির জন্য দুর্ভাগ্যজনক।'
গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে ড. কামাল বলেন, 'পত্র-পত্রিকাগুলোতে দেখবেন এসব ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট তথ্য আছে। দেশের অর্থনীতি অনেকাংশে ধ্বংস হয়ে গেছে। পত্রিকার তথ্যগুলোকে গুরুত্ব না দিলে অর্থনীতি ভেঙে পড়বে এবং ফল হিসেবে বেকারত্ব বাড়বে, আয় কমে যাবে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।'
তিনি বলেন, 'সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয় অর্থনীতিকে বাঁচাতে দুর্নীতি ও অর্থপাচার রোধ করতে হবে।'