খালেদা যদি সংলাপে যেতেন গণতন্ত্রের নতুন দুয়ার খুলে যেত-কাদের

নিজস্ব প্রতিবেদক । ১৪ জানুয়ারি ২০২৩

খালেদা যদি সংলাপে যেতেন গণতন্ত্রের নতুন দুয়ার খুলে যেত-কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে খালেদা জিয়া যদি গণভবনে সংলাপে যেতেন তাহলে গণতন্ত্রের পথে নতুন দুয়ার খুলে যেতে পারত। আওয়ামী লীগ রাজনীতিতে বিষোদ্গার, পাল্টাপাল্টি চায়না। সুষ্ঠু রাজনীতি চর্চায় সবাইকে আন্তরিক হতে হবে।’ 

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে শুধু দেয়াল তুলেছে, সেতু তৈরির চেষ্টা করেনি।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছি। তারপরও খালেদা জিয়ার ছেলের মৃত্যুর পর শেখ হাসিনা তার বাড়িতে গেছেন। ঘরের দরজা, বাইরের গেট সব বন্ধ করে দিয়েছে। ইস ইট ডেমোক্রেসি? (এটা কি গণতন্ত্র)। অপমান করে তাকে বের করে দেওয়া হয়েছে। আমাদের দোষটা কোথায়?’

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে আগামী নির্বাচন। সেটা আগামী বছরের জানুয়ারি মাসে হবে বলে নির্বাচন কমিশন আভাস দিয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে করণীয় সম্পর্কে গত বৃহস্পতিবার এমপিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশ আমরা পালন করছি। একইসঙ্গে আমরা বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করছি। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমদের পাঁচ মাস আমদানি করার মতো রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে জমা আছে। আমাদের মুদ্রাস্ফীতি ৯-এর ওপর চলে গিয়েছিল। এখন ৮ এর নিচে নেমে গেছে। আইএমএফের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ।’

এসময় চট্টগ্রামে মেট্রোরেলের ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

সভায় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি