নির্বাচন নিয়ে বিদেশিদের নির্দেশনা গ্রহণ করবেনা আ. লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক । ১৭ ফেব্রুয়ারি ২০২৩

নির্বাচন নিয়ে বিদেশিদের নির্দেশনা গ্রহণ করবেনা আ. লীগ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের কোন পরামর্শ অথবা কোন নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না।

তিনি বলেন, “নির্বাচন নির্বাচনের গতিতেই যথাসময়ে অনুষ্ঠিত হবে, আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য সুষ্ঠু হবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভুমিকা পালন করবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।”

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থা ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে তাদের সাথে। এসময় ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিরা ঐ বৈঠকে অংশগ্রহণ করেন।

ওবায়দুল কাদের বলেন, “ইউরোপীয় ইউনিয়ন চায় বিএনপিসহ সকল দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটা সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হোক। তারা ত্রুটিমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, আমরাও তাদের বলেছি একটি সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকার যা যা করণীয় তাই করবে।”

“আগামী নির্বাচন কেমন হবে, বিএনপি নির্বাচনে আসবে কিনা, ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলে তা জানা যায়,” যোগ করেন তিনি।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে দল রাস্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের ডায়ালগ প্রত্যাখ্যান করে তারা ডেমোক্রেসি চায়না। বিএনপির মনের দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না কারণ তারা জানে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসবে। হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।

তিনি বলেন, “আমাদের কাছে তথ্য রয়েছে, বিএনপি আবারও ২০১৪-১৫ সালের মত আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে, তারা আন্দোলনের নামে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করতে চায়।”

এজে/

রাজনীতি