নিজস্ব প্রতিবেদক । ২১ ফেব্রুয়ারি ২০২৩
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ‘আপত্তিকর’ একটি ভিডিও নিয়ে নগরীজুড়ে চলছে তোলপাড়। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ম্যাসেঞ্জার ও হোওয়াটসঅ্যাপে তা ছড়িয়েছে গত দুদিনে।
নগর আওয়ামী লীগের শীর্ষ পদের নেতার এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। তবে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। যদিও ভিডিও ফাঁস হওয়ার পর ডাবলু সরকারের অনুসারীরা নীরব ভূমিকায় রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতাকর্মীদের অনেকেই জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির প্রশ্ন জড়িত। তাই নিরপেক্ষভাবে এটির সাংগঠনিক ও আইনি তদন্ত হওয়া উচিত।
কারসাজির মাধ্যমে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়ানোর অভিযোগে ডাবলু সরকার শনিবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ও কারসাজির মাধ্যমে ভিডিওটি ছড়ানো হচ্ছে।
নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভিডিওটি এডিট করা। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার শরীরের ওপরের অংশ আমার। আমি অনেক সময় জিমে খালি শরীরে থাকি। সেখান থেকে ভিডিওটি নিয়ে অন্য ব্যক্তির শরীরের নিচের অংশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।’
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। ‘নতুন সময়’ নামে একটি অনলাইন পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে এজাহারে। ১৭ জানুয়ারি বিকালে ডাবলু সরকার থানায় এ সংক্রান্ত এজাহার দাখিল করেন। শনিবার অভিযোগটি মামলা আকারে রেকর্ড করা হয়।
ওই থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ডাবলু সরকারের করা মামলাটি তদন্ত করে জানান, তিনি শিগগির মামলার তদন্ত শুরু করবেন। ভিডিওটির ফরেনসিক পরীক্ষা করা হবে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে দলের সাংগঠনিক অবস্থান জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন রোববার বলেন, ‘নিঃসন্দেহে বিষয়টি স্পর্শকাতর। ভিডিওটি দেখিনি। তবে এ বিষয়ে শুনেছি।’