খেলা


আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও আসরটির ঠিক আগেই নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। তবে সেই সিরিজের আগে দুবাইতে সপ্তাহখানেকের ক্যাম্প করবে। সেখানে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশগতকাল বুধবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডের ঘোষণা করেছে বিসিবি। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ৪ ক্রিকেটার। এই দল নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।আজ বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সাপোর্ট করছিল না, সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প বা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করব। ওদের জাতীয় দলের সঙ্গে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের। সে মোতাবেকই আমরা আগাচ্ছি।'আমিরাতের বিপক্ষে ম্যাচগুলো হতে পারে ২৫ ও ২৭ সেপ্টেম্বর। এরপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বিশ্বকাপ দল।তিনি আরও বলেন, ‘আমাদের ২২ তারিখে যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ব্যাক করব। এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি।’

নিজস্ব প্রতিবেদক । ১৫ সেপ্টেম্বর ২০২২


এশিয়া কাপ থেকে ছিটকে পড়ল ভারত

এশিয়া কাপ থেকে ছিটকে পড়ল ভারত

ভারত–পাকিস্তান ফাইনাল আর দেখা হলো না ক্রিকেটপ্রেমীদের। আফগানিস্তান কাল পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় এশিয়া কাপের ফাইনালে ওঠা হয়নি ভারতের। শ্রীলঙ্কাকে নিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। ভারতের এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারার বিষয়টি মেনে নিতে কষ্ট হচ্ছে দেশটির ক্রিকেটপাগল সাধারণ সমর্থকদের অনেকের।সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরেছে ভারত। রবীন্দ্র জাদেজা চোটে পড়ায় ওই দুই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে হয়েছে রোহিত শর্মাকে। জাদেজার জায়গায় ভারত ওই দুই ম্যাচে খেলিয়েছে অলরাউন্ডার দীপক হুদাকে। এমনিতে হুদা ওপরের দিকে ব্যাট করেন। কিন্তু দুই ম্যাচেই ভারতের টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছে তাঁকে জাদেজার মতো ফিনিশার হিসেবে খেলাতে।দুই ম্যাচেই সাত নম্বরে ব্যাট করতে নামেন হুদা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নাসিম শাহর বলে মোহাম্মদ নওয়াজের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৪ বলে করেছেন ১৬ রান। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পেরেছেন ৪ বল। মাদুশঙ্কার বলে আউট হওয়ার আগে রান করেছেন মাত্র ৩টি।ভারতের ফাইনাল খেলা হবে না—এটা নিশ্চিত হওয়ার পর টিম ম্যানেজমেন্টের এ জায়গাটা নিয়েই সমালোচনা করেছেন ভারত জাতীয় দলের বাইরে থাকা ওপেনার রবিন উথাপ্পা। তিনি যা বলেছেন, তার মর্মার্থ এ রকম—পণ্ডিতি করতে বা বেশি বুঝতে গিয়েই সর্বনাশ হয়েছে ভারতের!হুদাকে ‘জোর করে’ ফিনিশার বানানোর চেষ্টা যে ভারতের জন্য বুমেরাং হয়েছে, উথাপ্পা বলেছেন সেটাই, ‘গত দুই ম্যাচে ভারত যেটা করেছে, তা হলো যাদের দলে রেখেছে, তাদের সঠিক পজিশনে খেলায়নি। দীপক হুদা ফিনিশার নয়, সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ফিনিশারের ভূমিকায় খেলেনি। অতীতে ভারতের হয়েও সে এ ভূমিকায় কখনো ব্যাট করেনি।’এশিয়া কাপের সুপার ফোরের এ দুটি ম্যাচের আগে হুদার আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা মাত্র ১৭টি ম্যাচের। এমন একজনকে এভাবে বড় পরীক্ষায় ফেলে দেওয়াটা ঠিক হয়নি বলে মনে করেন উথাপ্পা, ‘এশিয়া কাপের মতো একটি টুর্নামেন্টের শেষ দিকে এসে আপনি তাকে ৬ ও ৭ নম্বরে নম্বরে নামিয়ে দিলেন। এটা তো তাকে চাপে ফেলে দেওয়া। সে নির্দিষ্ট একটা পজিশনে খেলে এবং উঁচু মাপের ব্যাটসম্যান। তাকে তার জায়গায় খেলতে দিন।’উথাপ্পা এরপর যোগ করেন, ‘আমরা এমন একটা জিনিস জোড়া লাগানোর চেষ্টা করছি, যেটা ভাঙেইনি। আমরা একটু বেশিই ভাবনাচিন্তা করে ফেলেছি।’

নিজস্ব প্রতিবেদক । ০৮ সেপ্টেম্বর ২০২২


টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিক

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে যায়। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।রোববার (৪ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়ে মুশফিক লিখেছেন, ‘সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।’মুশফিক আরও যোগ করেন, ‘আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।’

নিজস্ব প্রতিবেদক । ০৪ সেপ্টেম্বর ২০২২


সাকিব আল হাসান বিএফডিসিতে কী করছেন ?

সাকিব আল হাসান বিএফডিসিতে কী করছেন ?

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের নতুন লুকে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ফ্লোরাল-প্রিন্টের শার্টে সিলভার চেইন পরা শাকিবকে একেবারেই অচেনা লাগছিল। পুরো চেহারাটি একটি 'গ্যাংস্টার' ভাব প্রকাশ করেছে কারণ তাকে একটি 'বাংলা-সিনেমা ভিলেন' টাইপের গোঁফ দেখা গেছে, তার সাথে একটি আফ্রো-এসক হেয়ারস্টাইল রয়েছে।খ্যাতিমান ক্রীড়াবিদ ফেসবুকে নতুন ছবি পোস্ট করেছেন এবং ভক্তরা ভাবছেন যে কেন সাকিব গোঁফ রেখেছেন।সাকিব আল হাসান কি নতুন কোনো বিজ্ঞাপনের জন্য বিএফডিসিতে আছেন নাকি শীঘ্রই তাকে ঢালিউডের জমকালো জগতে অভিষেক হতে যাচ্ছে? অলরাউন্ডারের কাছ থেকে আপডেটের জন্য অপেক্ষা করাই একমাত্র কাজ।

নিজস্ব প্রতিবেদক । ২৪ জুলাই ২০২২


ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিন তারিখ ঘোষণা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দিন তারিখ ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ে নাটকীয়ভাবে পরিত্যক্ত হওয়া ব্রাজিল-আজেন্টিনার ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোর স্টেডিয়াম নিও কুইমিকা অ্যারেনাতে অনুষ্ঠিত হবে। সূত্র: মুন্ডো আলবিসেলেস্তে।এর আগে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২২ সেপ্টেম্বরের মধ্যে বাতিল হওয়া ম্যাচটি আয়োজনের নির্দেশনা দিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) বুধবারের মধ্যে ভেন্যু চূড়ান্ত করতে বলে। নির্দেশনা পেয়ে খুব বেশি দেরিও করেননি সেলেসাওরা। মঙ্গলবার (২১ জুন) তারা ম্যাচের তারিখ ও ভেন্যু চূড়ান্ত করে ফেলেন।এর আগে গত বছরের ৫ সেপ্টেম্বরে কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিল চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু ৫ মিনিট না যেতেই ম্যাচ বন্ধ। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনার চার ফুটবলার করোনা প্রটোকল ভেঙে মাঠে নেমেছেন।যে ঘটনা আলোড়ন সৃষ্টি করে ফুটবল বিশ্বে। স্থগিত হওয়া সেই ম্যাচ অবশেষে মাঠে গড়াচ্ছে। যেহেতু সেই ম্যাচটি ব্রাজিলের মাঠে ছিল, তাই ব্রাজিলকেই বুধবারের মধ্যে ভেন্যু চূড়ান্ত করার সময়সীমা বেঁধে দিয়েছিল ফিফা। অবশ্য ব্রাজিলের কোচ তিতে বাতিল হওয়া ম্যাচটি ইউরোপের কোনো একটি দেশে আয়োজনের পক্ষে ছিলেন।তবে গত এপ্রিলে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা। অপমানিত হওয়া ম্যাচটি পুনরায় না খেলতে তারা ক্রীড়া আদালতে আবেদনও করেছিল। কিন্তু ফিফা সে সময় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) নির্দেশ দেয়, সেপ্টেম্বরে ম্যাচটি খেলতেই হবে।ম্যাচ মাঠে গড়ালেও জরিমানার হাত থেকে রেহাই পাচ্ছে না দুই দলই। যেখানে শাস্তির খড়গ বেশি পড়েছে ব্রাজিলের। করোনা প্রটোকল নিশ্চিত না করতে পারায় সাড়ে ৫ লাখ সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হচ্ছে তাদের। আর নিয়ম ভাঙার দায়ে আর্জেন্টিনার জরিমানা আড়াই লাখ সুইস ফ্রাঁ।ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই দেশই। এটি কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ দেখতে কোনো সমীকরণ প্রয়োজন হয় না। নিঃসন্দেহে ধ্রুপদী এ ম্যাচ থাকবে আলোচনার কেন্দ্রে।

নিজস্ব প্রতিবেদক । ০২ জুলাই ২০২২


বাংলাদেশ, পাকিস্তান সিরিজের সময়সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড

বাংলাদেশ, পাকিস্তান সিরিজের সময়সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সেই সিরিজ খেলতে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি।বাংলাদেশ আগেই সিরিজ খেলতে নিজেদের সম্মতি দিয়েছিল, তবে পাকিস্তান সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের সূচি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল। সেটা হয়ে যাওয়ার পরই গত ২৬ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে দেশটির অংশগ্রহণ নিশ্চিত করেন।ত্রিদেশীয় সিরিজের সব পক্ষের সম্মতি পাওয়ার পর এবার সিরিজের সূচি ঘোষণা করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের ফরম্যাট হবে ডাবল হেডার, তথা প্রথম পর্বে তিন দেশই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচিবাংলাদেশ - পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)নিউজিল্যান্ড - পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)নিউজিল্যান্ড - বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)নিউজিল্যান্ড - পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)নিউজিল্যান্ড - বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)বাংলাদেশ - পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)* বাংলাদেশ সময় অনুযায়ী

নিজস্ব প্রতিবেদক । ২৮ জুন ২০২২


বাতিল হয়ে যাওয়া আর্জেন্টিনা ব্রাজিলের খেলার নতুন তারিখ ঘোষণা

বাতিল হয়ে যাওয়া আর্জেন্টিনা ব্রাজিলের খেলার নতুন তারিখ ঘোষণা

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ গতবছর সেপ্টেম্বরে মাঠে গড়িয়েছিল। তবে আর্জেন্টিনার চারজন খেলোয়াড় করোনা প্রটোকল ভঙ্গ করেছে এ অভিযোগ এনে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই সে খেলা বন্ধ করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়। সে ম্যাচ নিয়ে কোনো মীমাংসা আজও হয়নি। তবে ফিফা এবার বেঁধে দিয়েছে সময়। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আয়োজন করতে হবে বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচটি।বিশ্বকাপ বাছাই পর্ব পার হয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দুদলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপ। কিন্তু বাছাই পর্বের সে ম্যাচ না খেলে পার পাবে না সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন দল। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সে ম্যাচ আয়োজনের বাধ্যবাধকতা দিয়েছে ফিফা। সে ম্যাচের স্বাগতিক হিসেবে ব্রাজিলই ঠিক করবে পুনরায় হতে যাওয়া ম্যাচের ভেন্যু কোথায় হবে।তবে ভেন্যু ঠিক করার জন্য খুব একটা সময় নেই ব্রাজিলের হাতে। বুধবারের (২২ জুন) মধ্যে ভেন্যু ঠিক করে ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিসয়েশনকে জানাতে হবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ)। আর্জেন্টিনা সম্মতি দিলে তবেই চূড়ান্ত হবে সে ভেন্যু।এ ম্যাচের জন্য এখন পর্যন্ত তিনটি ভেন্যুর কথা ভেবে রেখেছে সিবিএফ। প্রথমটি ইউরোপের কোনো মাঠ। সেখানে যদি আর্জেন্টিনা খেলতে রাজি হয় তবে ব্রাজিল ইউরোপের কোনো একটি দলের সঙ্গেও প্রীতি ম্যাচ খেলতে চায়। সেটি সম্ভব না হলে ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা ভাবছে। যুক্তরাষ্ট্রে অনেকদিন থেকেই খেলার কথা ব্রাজিলের। সেখানে খেলা হলেও ব্রাজিল তৃতীয় আরেকটি দলের সঙ্গে খেলেবে প্রীতি ম্যাচ।যদি এ দুটির কোনোটিই সম্ভব না হয় তবে ব্রাজিলের কোনো মাঠেই আয়োজন করা হবে সুপার ক্লাসিকো। তবে সে ক্ষেত্রে অন্য কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা শূন্যের কোটায় নেমে আসবে।এ বিষয়ে কথা বলতে সোমবার (২০ জুন) সভার আয়োজন করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। বুধবার ফিফা ও এএফএকে আনুষ্ঠানিকভাবে জানালে নিশ্চিত হওয়া যাবে, কোথায় হচ্ছে ম্যাচটি।

নিজস্ব প্রতিবেদক । ২১ জুন ২০২২


‘এবারের আর্জেন্টিনা গত বিশ্বকাপের চেয়ে শক্তিশালী’

‘এবারের আর্জেন্টিনা গত বিশ্বকাপের চেয়ে শক্তিশালী’

কিছুদিন আগে লাতিন আমেরিকার চেয়ে ইউরোপের ফুটবলকে বেশি কঠিন হিসেবে মন্তব্য করেছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার কাইলিয়ান এমবাপে। তার মতে, ইউরোপিয়ান দলগুলোই লাতিন আমেরিকার দলগুলোর চেয়ে এগিয়ে থাকবে।তবে ফরাসি তরুণের সঙ্গে একমত নন গত ফুটবল বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। তার মতে, ইউরোপের মতো লাতিন আমেরিকায়ও কড়া পরীক্ষায় পড়তে হয় দলগুলোকে। পাশাপাশি এবার আর্জেন্টিনার বেশ ভালো সুযোগ দেখছেন মদ্রিচ।সোমবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন অধিনায়ক মদ্রিচই। ম্যাচ শেষে আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন তিনি।এমবাপের মন্তব্যের প্রেক্ষিতে মূল্যায়ন জানতে চাওয়া হলে মদ্রিচ বলেন, ‘আমিও জানি এখানে পার্থক্য আছে। একেক মহাদেশে একেক ধরনের ফুটবল খেলা হয়। আমি নিশ্চিত লাতিন আমেরিকায়ও অনেক ভালো দল রয়েছে, দারুণ সব প্রতিভার দেখা মেলে। ইউরোপের মতো সেখানেও সব ম্যাচ কঠিন।’২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে ছিল ক্রোয়েশিয়া। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় দুই দল। যেখানে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলে উড়িয়ে দেয় মদ্রিচের দল। তবে সেই দলের সঙ্গে এবারের দলে বেশ পার্থক্য দেখছেন মদ্রিচ।এ তারকা মিডফিল্ডার বলেছেন, ‘সবশেষ বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি। সেই ম্যাচে আমরা জিতেছিলাম। তবে এখন আমি দেখছি তারা খুবই ভালো দল। আমার মনে হয়, গত বিশ্বকাপের চেয়ে এবার তারা অনেক শক্তিশালী।’মদ্রিচ আরও যোগ করেন, ‘(লিওনেল) মেসির নেতৃত্বে তারা দারুণ একটি দল তৈরি করেছে। মেসি খুবই ভিন্ন ধরনের খেলোয়াড়। তারা সবাই এখন ঐক্যবদ্ধ। তারা খুব বেশি ম্যাচ হারেনি। এটিই অনেক কিছু প্রমাণ করে। মেসি থাকায় তারা সবসময়ই বিশ্বকাপে ফেবারিট।’

নিজস্ব প্রতিবেদক । ১৪ জুন ২০২২


সর্বাধিক পঠিত