মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও তানজিদ তামিমের দলে থাকাটা বগুড়াবাসীর জন্য বিশাল গৌরবের বিষয়। জাতীয় দলে একই এলাকার তিন খেলোয়াড়। ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট মঞ্চের ১৫ সদস্যের তালিকায় রয়েছেন তাঁরা। বিশ্বকাপের জার্সি গায়ে মুশফিকুর রহিম তার ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোষ্ট করেন। মুহুর্তেই সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।২০০৫ সালে জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া আজকের মিস্টার ডিফেন্ডবল মুশফিকুর রহিমের আগে বগুড়ার কোন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পায়নি। দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক নিজেকে প্রমাণ করেছেন অপরিহার্য ক্রিকেটার হিসেবে।মুশফিকের পথ ধরে জাতীয় দলে জায়গা করে নেন শফিউল ইসলাম সুহাস। এই পেসার তার ক্যারিয়ার দীর্ঘ করতে না পারলেও যতদিন দলে ছিলো তত দিন দাপট দেখিয়ে শাসন করেছেন প্রতিপক্ষকে। বগুড়ার ক্রিকেট যে অনেক এগিয়ে গেছে তার প্রমাণ রেখেছেন অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট দলের হয়ে খেলা তামিম ও হৃদয়।এই দুই যুবা অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুধু খেলেনই নি, তাদের ওই দল চ্যাম্পিয়নও হয়েছিল। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা যুব বিশ্বকাপ জেতার পরই স্বপ্ন দেখেছিলেন জাতীয় দলে খেলার। সদ্য শেষ হওয়া এশিয়াকাপ ক্রিকেটের ১৭জনের দলে ঠাঁই পেয়েছিলেন তানজিদ তামিম ও তৌহিদ হৃদয়।
নিজস্ব প্রতিবেদক । ৩০ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ ক্রিকেটের মুকুটহীন সম্রাট সাকিব আল হাসান। সাকিব আল হাসান আর বিতর্ক যেন একসুতোয় গাঁথা। ক্যারিয়ারে নানা সময়ে নানা কারণে বিতর্কের জন্ম দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। কখনও সতীর্থদের সঙ্গে বাজে আচরণ করে, কখনওবা দর্শক-মিডিয়া কিংবা বোর্ডের নিয়ম ভঙ্গ করে। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের এমন আচরণে বরাবরই সমালোচানা হয়েছে। সাকিব নিজেকে শুধরে নেওয়ার কথা জানিয়েছেন, কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর কয়েক ঘন্টা যেতে না যেতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। গা থেকে ব্রিটিশ বধের গন্ধ পুরোপুরি যায়নি। এক খুনের আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইতে পৌঁছে গেলেন সাকিব।ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের কাছে তিনি কার্যত `জাতীয় সম্পদ`। কারণ তাঁর পারফরম্যান্সের উপর ভর করেই বাংলাদেশ ক্রিকেট দল বহুবার প্রায় হেরে যাওয়া ম্যাচ জিততে পেরেছে। আশা করা যায় যে আপনাদের আর বুঝতে বাকি নেই যে এখানে কোন ক্রিকেটারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। তবে শুধুমাত্র জাতীয় ক্রিকেট দলই নয়, বর্তমানে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের এই অধিনায়ক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও একাধিক চমকপ্রদ পারফরম্যান্স করছেন। BPL হোক কিংবা IPL সাকিব ম্যাজিকে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব।এর আগেও অনেকবার ভুল খবরে শিরোনাম হয়েছেন সাকিব। তারই কয়েকটি তুলে ধরা হলো-দর্শকের সঙ্গে বাজে আচরণ২০১০ সালে প্রথমবার বিতর্কিত কাণ্ড করেন সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করছিলেন সাকিব। কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় রেগে যান। হঠাৎই ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষা ব্যবহারের পাশাপাশি ব্যাট উঁচিয়ে দর্শককে হুমকি দেন। যদিও দর্শকেরও ভুল ছিল, তারপরও বাজে আচরণ থেকে নিজেকে দমিয়ে রাখতে পারেননি সাকিব।বিশ্বকাপে দর্শকদের উদ্দেশ্যে বাজে ইঙ্গিত২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর সাকিবকে ইঙ্গিত করে গ্যালারি থেকে দুয়ো আসতে থাকে। সাকিব সেটিকে ভালোভাবে নিতে পারেননি। দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙুল দেখিয়ে বাজে ইঙ্গিত করেছিলেন সাকিব।দর্শকের কলার চেপে ধরা২০১৩ সালে অটোগ্রাফ চাওয়া এক দর্শকের কলার চেপে ধরে ফের বিতর্কে জড়ান সাকিব। ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে এক দর্শক সাকিবের কাছে অটোগ্রাফ চান। কিন্তু অটোগ্রাফ দিতে অস্বীকৃতি জানান তিনি। এতে কটুক্তি করলে ক্ষুব্ধ হয়ে গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরে বসেন সাকিব।তিন ম্যাচ নিষিদ্ধ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মারতে গিয়ে লংঅনে ক্যাচ দিয়েছিলেন সাকিব। এই আউট নিয়ে টিভি ধারাভাষ্যকাররা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসে থাকা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরা দেখে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন সাকিব। আর তাতেই তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।দর্শক পিটিয়ে আলোচনায়২০১৪ সালে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেন সাকিব। ওই ঘটনায় সাকিবকে নিয়ে বেশ সমালোচনা হয়। কেন তিনি ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এলেন, বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় ওঠে।এক ম্যাচ নিষিদ্ধ২০১৫ সালের বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণ করেন রংপুর রাইডার্সের সাকিব। তার আচরণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন আম্পায়ার। এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয় তাকে।ফের আম্পায়ারের সঙ্গে বিবাদবিপিএলের প্রথম কোয়ালিফায়ারে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে মাঠেই তার সঙ্গে খারাপ ব্যবহার করেন এই অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত ওই ব্যবহারের জন্য শাস্তি পেতে হয়নি সাকিবকে।দক্ষিণ আফ্রিকায় খেলতে না চাওয়া২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ৬ মাসের ছুটি চেয়ে বসেন সাকিব। বিসিবিকে তিনি জানান, মানসিক অবসাদ কাটাতে মাঠের বাইরে থাকতে চান। কিন্তু কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি দিতে রাজি ছিলেন না। পরে বোর্ডের মধ্যস্থতায় তিন মাসের ছুটি পান সাকিব।অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবীয় যাত্রাবিসিবির অনাপত্তিপত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছিলেন সাকিব। তাকে ফিরে আসার নির্দেশ দেওয়ার পর রাগের মাথায় টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নেওয়ার হুমকি দিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।বিশ্বকাপের দলীয় ফটোসেশনে অনুপস্থিত২০১৯ বিশ্বকাপের আগে দলীয় ফটোসেশনে সাকিব ছিলেন অনুপস্থিত। ফটোসেশনের দিন মিরপুরের মাঠে উপস্থিত থাকলেও ফটোসেশনের ঘণ্টাখানেক আগে সাকিব সেখান থেকে বেরিয়ে যান। আবারও শুরু হয় বিতর্ক। পরে জানা যায়, সাকিব ফটোসেশনের কথা জানতেন না।তথ্য গোপন করে এক বছর নিষিদ্ধজুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সেটি গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব, যার এক বছর ছিল স্থগিত নিষেধাজ্ঞা। ফলে আইসিসির কাছে দোষ স্বীকার করে নেওয়া সাকিবকে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়।শ্রীলঙ্কা সফরে না যাওয়াসন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে ছুটি নিয়েছিলেন, পরে আবার আইপিএল খেলতে ছুটি চান সাকিব। শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।জৈব সুরক্ষা বলয় ভঙ্গগত ৪ জুন মোহামেডানের অনুশীলন না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করেছিলেন সাকিব। এই অনুশীলনেই জৈব সুরক্ষা ভেঙেছেন তিনি। সুরক্ষা বলয়ে না থাকা একজন নেট বোলারকে নিয়ে অনুশীলন করেছেন তিনি। এখানেই শেষ নয়, সাকিবের অনুশীলনের সময় সেখানে সাদা শার্ট পরা একজনকে দেখা যায়। জানা যায়, নেট বোলার ছিলেন মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির। আর তার সঙ্গেই সাদা শার্ট পরা ব্যক্তিটি এসেছিলেন। এমন ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষমা চান বিশ্বসেরা অলরাউন্ডার।২০২১ সালে ঢাকা প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষাবলয় ভঙ্গ করে আবার ক্ষমাও চান সাকিব। সবশেষ শুক্রবার আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে কয়েক দফা বাজে আচরণের পর মোহামেডান অধিনায়ক সাকিব নিষিদ্ধ হয়েছেন তিন ম্যাচ। জরিমানা গুনতে হবে পাঁচ লাখ টাকা।৪ প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির তদন্তে সাকিব আল হাসানের নাম।শেয়ারবাজার কারসাজির বিষয়ে সরকারি তদন্তে নাম আসায় আবার আলোচনায় ক্রিকেটার সাকিব আল হাসান। তদন্ত প্রতিবেদন অনুসারে, কারসাজির সময় সাকিব আল হাসান ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কয়েকবার `বিপুল সংখ্যক শেয়ার` লেনদেন করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)২০২১ সালের ৫ মে থেকে ২০২২ এর ১০ মার্চ পর্যন্ত ৪টি তদন্ত চালায়। বিএসইসির তদন্তে গত ২ বছরে কয়েকটি কোম্পানির শেয়ারের দাম হেরফের করার জন্য মোনার্ক হোল্ডিংসের শীর্ষ কর্মকর্তাদের দায়ী করা হয়েছে। মোনার্ক হোল্ডিংস ২০২০ সালের ১৯ অক্টোবর ব্রোকারেজ হাউস হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাকিব আল হাসান।খুনের আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর কয়েক ঘন্টা যেতে না যেতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। গা থেকে ব্রিটিশ বধের গন্ধ পুরোপুরি যায়নি। এক খুনের আসামির সোনার দোকান উদ্বোধন করতে দুবাইতে পৌঁছে গেলেন সাকিব। এমনটাই জানাচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব এমনিতেই বহু পণ্যের বিজ্ঞাপন করেন। শোরুম-দোকান উদ্বোধনেও তাকে দেখা যায়। কিন্তু ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন। ভক্ত-সমর্থকরাও এখন জেনে গেছেন, সাকিব ক্রিকেটের চেয়ে টাকার পেছনে কতটা বেশি ছোটেন। ক্রিকেটকে তিনি ব্যবহার করেন শুধু টাকা কামানোর হাতিয়ার হিসেবে। যখনই প্রয়োজন কিছু পারফর্ম করেন আর বিজ্ঞাপনের বাজারে নিজের মূল্য বাড়িয়ে নেন।সাকিবের অফিসিয়াল ফেসবুজ পেজে ঢুকলেই দেখা যাবে, ক্রিকেটের চেয়ে সেখানে বিজ্ঞাপন কতটা স্থানজুড়ে রয়েছে। স্বর্ণ আমদানি, ব্রোকারেজ হাউজ, বিদ্যুৎ, ই-কমার্স এবং ব্যাংক ব্যবসা থেকে শুরু করে হেন কোনো ব্যবসা নেই, যেখানে সাকিব নাম লেখাননি। ক্রিকেটার সাকিবের চেয়ে তাকে ব্যবসায়ী সাকিব বলাই কি এখন বেশি যুক্তিযুক্ত না? দল ঘোষণার আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব। পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে শর্ত সাপেক্ষ খেলতে চান তামিম। কিন্তু আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন অধিনায়ক সাকিব। সেই 'দ্বন্দ্ব' মেটাতে বিসিবিতে যায় মাশরাফি।বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো 'আনফিট' বা 'অর্ধেক ফিট' ক্রিকেটারকে দলে চান না।
নিজস্ব প্রতিবেদক । ৩০ সেপ্টেম্বর ২০২৩
শর্ত সাপেক্ষে বিশ্বকাপে খেলতে চান তামিম ইকবাল। কারণ পুরো ফিট নন তিনি। অন্যদিকে আনফিট খেলোয়াড়কে দলে রাখার পক্ষে নন সাকিব আল হাসান। আর দলের মধ্যে এমন অসন্তোষ থাকলে অধিনায়কত্ব করতে চান না সাকিব। দেশের প্রথম সারির এক জাতীয় দৈনিকের খবরে এমনটাই বলা হয়েছে।গতকাল ছুটি কাটিয়ে ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় ফিরেই মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় দেখা করতে যান প্রধান কোচ। সেখানে উপস্থিত ছিলেন সাকিবও। ওই আলোচনায় বিশ্বকাপের আগেই নেতৃত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে তারা বলেছে, বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চান না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সাকিব বিশ্বকাপে যেতে চান না।শুরুতে সেটি ছিল তামিম ইকবালের খেলা বা না খেলা নিয়ে। এই উদ্বোধনী ব্যাটার পাঁচ ম্যাচ খেলতে চান, এমন খবর ছড়ালেও বিষয়টি ছিল ভিন্ন। দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করে পিঠে অস্বস্তি বোধ করার কথা জানান তিনি।সেটিই পরে নির্বাচকদের কাছে জানিয়েছেন বিসিবি সভাপতি। যাতে অস্বস্তিতে পড়েছে নির্বাচক প্যানেলও। এখন আবার নতুন আলোচনা তৈরি হয়েছে সাকিব আল হাসানকে নিয়ে। জানা গেছে, বিশ্বকাপে অধিনায়কত্ব করতে চান না এই অলরাউন্ডার। এশিয়া কাপের সময়ই নেতৃত্ব দিতে না চাওয়ার কথা বোর্ডকে জানিয়েছেন সাকিব।সেখানে অবশ্য তামিম ইকবাল কোনো ইস্যু নন বলেই বিভিন্ন সূত্রের দাবি। বিশ্বকাপে ভালো করতে পারবে না দল, এমন ভাবনা থেকেই সরে দাঁড়ানোর চিন্তা সাকিবের। সঙ্গে কিছু ব্যক্তিগত বিষয়ও রয়েছে। তবে বিশ্বকাপের ঠিক আগে সাকিবকে নেতৃত্ব রাখতে চাচ্ছে বিসিবি। এ নিয়েই সোমবার দিবাগত রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সাকিব। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করা অলরাউন্ডারকে বোঝানোর চেষ্টা করেছেন তারা। মঙ্গলবারও একই চেষ্টা চলবে বলে জানা গেছে। শেষ অবধি সাকিব অধিনায়কত্ব না করলে কে দেবেন নেতৃত্ব? এ আলোচনায় সবার আগে আসার কথা লিটন দাসের। তিনি দলের সহ-অধিনায়কও। তবে অফ ফর্মে থাকা এই ব্যাটার এখন নেতৃত্ব নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে এগিয়ে আছেন তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত।
নিজস্ব প্রতিবেদক । ২৬ সেপ্টেম্বর ২০২৩
আজ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরইমধ্যে দেশের ক্রিকেটে আবারও উত্তাপ শুরু হয়ে গেছে। সাকিব-তামিম বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে দু'জনের একসঙ্গে বিশ্বকাপ যাত্রায়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাকিব-তামিম ইস্যুতে সোমবার মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। বিষয়টি সমাধানে বিসিবি ধারস্থ হয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।আগামীকালই বিশ্বকাপে যাবে বাংলাদেশ, তার আগে আজই বিশ্বকাপের জন্য দল ঘোষণার কথা। কিন্তু তার আগে হঠাৎ থমথমে হয়ে উঠেছে দেশের ক্রিকেট। আবারও তামিম ইকবালের কাছ থেকেও ঘটনার সূত্রপাত। ইস্যুটাও পুরনো, ‘ফিটনেস।’অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন তামিম। প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। ম্যাচ শেষে কথা বলেন নিজের ফিটনেস নিয়েও। জানান, এখনো শতভাগ ফিট নন তিনি।তিনি যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময় নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছেন তামিম। এমনকি এই ওপেনার কথা বলেছেন সরাসরি বিসিবি সভাপতির সাঙ্গেও। যেখানে দাবি করেছেন, নয় ম্যাচের (গ্রুপ পর্বে) বিশ্বকাপে মোটে পাঁচ ম্যাচে খেলবেন!দলের অন্যতম সেরা ব্যাটারের এমন শর্ত শুনে চটেছেন তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। বরাবরই ফিটনেসকে বাড়তি গুরুত্ব দেওয়া এই অলরাউন্ডার দিতে চান না কোনো ছাড়! আনফিট কোনো প্লেয়ারকে দলে চান না অধিনায়ক। এই এক ইস্যুতেই সাকিব নিজের সিদ্ধান্ত জানিয়েছেন বোর্ড সভাপতিকে। শোনা যাচ্ছে, তামিম ইকবাল বিশ্বকাপ স্কোয়াডে থাকলে সাকিব আল হাসান অধিনায়কের দায়িত্বে থাকতে চান না। সাকিবের নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে বিসিবি কর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্বকাপে সাকিব অধিনায়ক থাকতে চান না। কারণ হাফ ফিট কোনো খেলোয়াড় নিয়ে সে বিশ্বকাপে যেতে চায় না।’ এই নাটকের শেষ কোথায়? আজ দুপুরের মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কথা নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর। তখনই বোঝা যাবে তামিম আসলে কী করতে চাইছেন।
নিজস্ব প্রতিবেদক । ২৬ সেপ্টেম্বর ২০২৩
নারীদের নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করা নিয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির পক্ষ থেকে ভবিষ্যতের জন্যও এই ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা।আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ পেসার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের মঞ্চে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। স্বাভাবিকভাবেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছিলেন ২০ বছর বয়সী এই পেসার। তবে গত কয়েক দিনে পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই ক্রিকেটার। নারী বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে তানজিম সাকিবকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলছেন কেউ কেউ। বিসিবির তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।এরই প্রেক্ষিতে গণমাধ্যমকে আজ জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে...। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’--যোগ করেন ক্রিকেট অপারেশন্স প্রধান।ভবিষ্যতে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জালাল বলেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’প্রসঙ্গত, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। এছাড়াও সেখানে আরও কিছু লেখা ছিল। সেগুলো নিয়ে নেটিজেনরা এখন আলোচনা-সমালোচনায় ব্যস্ত। অনেকে তরুণ এই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছেন। তবে অনেকে তার পক্ষেও মতামত দিয়েছেন।এসএইচ/এফআই
নিজস্ব প্রতিবেদক । ১৯ সেপ্টেম্বর ২০২৩
এশিয়া কাপ শেষ হয়ে গেল ফর্মের তুঙ্গে থাকা নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে থাকা শান্ত হ্যামস্ট্রিংইয়ের চোট নিয়ে ফিরবেন দেশে। দেশে ফিরে শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া। শান্তর জায়গায় দলে যুক্ত হয়েছেন উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিষয়টি।চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (১৯৩) সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় ছিটকে গেলেন দল থেকে। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে যথাক্রমে ৮৯ এবং ১০৪ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।
নিজস্ব প্রতিবেদক । ০৫ সেপ্টেম্বর ২০২৩
শ্রীলঙ্কা শেষ কবে ওয়ানডে হেরেছে, সেটি বোধ হয় লঙ্কানরাও ভুলে গেছে। কম তো নয়, নিজেদের রেকর্ড টানা ১১টি ওয়ানডে জিতেছে শ্রীলঙ্কা। ওয়ানডে ইতিহাসে শ্রীলঙ্কার চেয়ে টানা বেশি ওয়ানডে জয়ের উদাহরণ আছে মোটে চারটি।এমন রেকর্ড সঙ্গী করেও আজ লাহোরে আফগানিস্তানের বিপক্ষে একটু অস্বস্তি নিয়েই খেলতে নামবে শ্রীলঙ্কা। আজ আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে গেলে যে এশিয়া কাপের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হবে সহস্বাগতিকদের। এমন অবস্থায় লঙ্কানদের চেয়ে নেট রান রেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান।পরশু আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েই নেট রান রেটের হিসাবে সুপার ফোর খেলা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। ৮৯ রানের ব্যবধানটাই নিশ্চিত করে দিয়েছে নেট রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তান—দুই দলেরই পেছনে পড়ার কোনো সম্ভাবনা নেই সাকিবদের।বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছে আফগানরা। তার ওপর আজ খেলা লাহোরের ব্যাটিং-বান্ধব উইকেটে। এই মাঠে প্রথম ব্যাটিং করলে কমপক্ষে ৬০-৭০ রানে জিততে হবে আফগানিস্তানকে। আফগানিস্তান প্রথমে ব্যাটিং করে ৩০০ রান করলে শ্রীলঙ্কাকে ২৩০ রানের মধ্যে থামাতে হবে। আর ২০০ করলে থামাতে হবে ১৩৬ রানের মধ্যে।শ্রীলঙ্কা প্রথম ব্যাটিং করে যত রানই করুক না কেন, লক্ষ্যটা ৩৫ ওভারের মধ্যে ছুঁয়ে ফেললে সুপার ওভার নিশ্চিত হবে আফগানিস্তানের। তবে শ্রীলঙ্কা ৩০০ করলে, লক্ষ্যটা ৩৮ ওভারের মধ্যে ছুঁলেও চলবে শহীদিদের।আফগানদের সাহস জোগাতে পারে দুই দলের মুখোমুখি হওয়ার সাম্প্রতিক ইতিহাসও। গত ১০ মাসে ওয়ানডেতে দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে, এর একটি ম্যাচ বৃষ্টিতে শেষ হতে পারেনি। বাকি ৫ ম্যাচের ২টিতে জিতেছে আফগানিস্তান, ২টিই শ্রীলঙ্কার মাটিতে।চোটের কারণে শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণ দুর্বল হয়ে পড়েছে। তবে ওই বোলিং আক্রমণ নিয়েই বাংলাদেশকে হারিয়েছে লঙ্কানরা।
নিজস্ব প্রতিবেদক । ০৫ সেপ্টেম্বর ২০২৩
জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন দাস। যদিও জ্বর সেরে ওঠায় আবারও দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। আজ রাতেই দেশ ছাড়ছেন বাংলাদেশের এই ওপেনার। এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ৯.১৫ মিনিটে দেশ ছাড়বেন লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও আফগানিস্তানের বিপক্ষে জিতে এশিয়া কাপের সুপার ফোর একরকম নিশ্চিত করেছে বাংলাদেশ।আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানে হওয়ায় বাংলাদেশ দলও রয়েছে সেখানে। আবার সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচটি পাকিস্তানেই খেলবে বাংলাদেশ। এ কারণে সরাসরি পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন লিটন।লিটনের নামে ইতোমধ্যেই কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকিট কাটা আছে। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ দলে তাকে চাইছে টিম ম্যানেজমেন্ট। তবে লিটনের পাকিস্তান যাত্রায় থাকছে কিছুটা যদি..কিন্তুর সমীকরণ।ইতোপূর্বে লিটন যখন আসর থেকে ছিটকে যান, তখন তার বদলি হিসেবে এশিয়া কাপ খেলতে পাঠানো হয় এনামুল হক বিজয়কে। নিয়ম অনুযায়ী এশিয়া কাপের একটি দলে ১৭ জন সদস্যই থাকতে পারেন।সেক্ষেত্রে বাংলাদেশ দলেও এখন পর্যন্ত ১৭ জন ক্রিকেটারই আছেন। লিটন গেলে সেটা দাঁড়াবে ১৮ তে। সেক্ষেত্রে অন্য কোনও ক্রিকেটারের ইনজুরি হলে এবং সেই ক্রিকেটার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে এসিসির অনুমোদন দিয়ে তবেই দলের সঙ্গে 'বৈধ উপায়ে' থাকতে পারবেন লিটন।এরই মাঝে যোগাযোগ করা হয়েছে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে। তিনি জানিয়েছেন, দলে ইনজুরি আক্রান্ত কয়েকজন খেলোয়াড় আছেন। কাজেই তাদের যে কাউকেই দেশে পাঠানোর ব্যবস্থা করা হতে পারে। একইসঙ্গে লিটনকে অনুমোদনও দিতে হবে এসিসির।
নিজস্ব প্রতিবেদক । ০৪ সেপ্টেম্বর ২০২৩
দরজার কড়া নাড়ছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। এর কদিন পরেই মাঠে গড়াবে ক্রিকেটের মেগা ইভেন্ট আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। দুই বড় আসরের আগে বারবারই ঘুরেফিরে আসছে ভারত-পাকিস্তানের ক্রিকেট দ্বৈরথ। বড় এই ম্যাচের আগে ভারতীয় ব্যাটার বিরাট কোহলির কণ্ঠে শোনা গেল পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের প্রশংসা। কোহলির মতে, বাবর আজম সম্ভবত সব ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন। দুজন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের হলেও তাদের মধ্যকার সম্পর্কটাও বেশ চমৎকার বলেই জানিয়েছেন ভিরাট। ভারতের টিভি নেটওয়ার্ক স্টার স্পোর্টসের সঙ্গে বিরাট কোহলির আলাপে উঠে এলো বাবরকে নিয়ে তার এমন মন্তব্য, ‘বাস্তবতা যাই বলুক, সম্ভবত সে (বাবর আজম) সব ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটার। এটাই সত্য। খুবই ধারাবাহিক পারফর্ম করে চলেছে। আর আমি সবসময় তার খেলা উপভোগ করি।’ ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যানচেস্টারে দুজনের প্রথম আলাপের স্মৃতিও স্মরণে রেখেছেন কোহলি, ‘তার (বাবর) সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ২০১৯ বিশ্বকাপে ম্যানচেস্টারে ম্যাচের পর। ইমাদ (ওয়াসিম) কে আমি অনূর্ধ্ব-১৯ থেকেই চিনতাম। সে বলছিল, বাবর আমার সাথে কথা বলতে চায়। আমরা বসলাম আর খেলা নিয়ে কথা হলো। আমি তার কাছে প্রথম দিন থেকেই অনেক শ্রদ্ধা এবং সমীহ দেখেছি আর সেটা বদল হয়নি।’২০১৯ সালের পর থেকে নিজেকে বিশ্ব ক্রিকেটের বড় নাম করে তুলেছেন বাবর। বর্তমানে ওয়ানডে ফরম্যাটের ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন পাক অধিনায়ক। ৮৮৬ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন তিনি। টি-টোয়েন্টি আর টেস্ট ফরম্যাটেও যে খুব পিছিয়ে তা নয়।ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টিতে বাবর আছেন র্যাঙ্কিংয়ের ৩য় স্থানে আর টেস্ট ক্রিকেটের শীর্ষ ব্যাটারদের তালিকায় তার নাম পাওয়া যাবে তালিকার চতুর্থ স্থানে। ব্যাটারদের এই তালিকায় অবশ্য বিরাট কোহলিকেও পাওয়া যাবে শীর্ষ দশে। ওয়ানডে ফরম্যাটে কোহলি আছেন নবম স্থানে।এশিয়া কাপ এবং বিশ্বকাপ সামনে রেখে বাবর আজমের উপরেই বিশেষভাবে নির্ভর করতেই হচ্ছে পাকিস্তানকে। চলতি বছরের শুরুতেই ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সেইসঙ্গে দলীয় অধিনায়কের গুরুত্বপূর্ণ দায়িত্বটাও নিতে হচ্ছে বাবরকে।
নিজস্ব প্রতিবেদক । ১৩ আগস্ট ২০২৩
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সকাল সাড়ে ৯টায় সাকিবের নেতৃত্বেই দল ঘোষণা করে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু। এ সময় উপস্থিত ছিলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক রাজ। প্রধান নির্বাচক নান্নু বলেন, মাহমুদউল্লাহকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়ে আসছে শুরুর দিকে। তার পর অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে এবং তার কৌশল। সেই চিন্তা-ভাবনা থেকেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।তিনি বলেন, ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা অবশ্যই ভালো মনে করছি। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম পরিচালনার বিষয়ে। এ নিয়ে আমাদের অধিনায়কের (সাকিব আল হাসান) সঙ্গেও আলোচনা হয়েছে।বিশ্বকাপের ভাবনায় রিয়াদ থাকবেন কিনা এমন প্রশ্নে নান্নু বলেন, বিশ্বকাপের দল এখন নয়, আপাতত এশিয়া কাপ। বিশ্বকাপের দলও আপনাদের জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আলোচনা করছি, যা নিয়ে টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসার নিয়ে খেলা এ ধরনের ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্তটা নেওয়া হয়।সব মিলিয়ে ম্যানেজমেন্টের ওপর পুরো দায় ছেড়ে দিয়ে তিনি বলেন, এই ম্যানেজমেন্টের আন্ডারে মিরাজকেই সাতে কন্ডিডার করা হচ্ছিল কয়েকটা সিরিজে। মিরাজের ওপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আট নম্বরে অতিরিক্ত পেসার বা স্পিনার যখন যেটা যে কন্ডিশনে দরকার হবে, ওভাবেই কিন্তু আগায়। টিম ম্যানেজমেন্টের অনেক পরিকল্পনা আছে, যেগুলো এখানে শেয়ার করতে পারি না। ম্যানেজমেন্টের পরিকল্পনা নিয়ে সমন্বিত সিদ্ধান্ত নিয়েই দলটা তৈরি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ১২ আগস্ট ২০২৩
সাকিব আল হাসানকে অধিনায়ক করে আজ (শনিবার) সকালে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নাম নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। তবে টাইগার স্কোয়াডে নতুন মুখ তানজীদ হাসান তামিম। এছাড়া রয়েছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও শেখ মেহেদী। এবার আরও তিনজনকে সেই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। মূল স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ পরই বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আরও তিনজনকে বাংলাদেশের অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন টপঅর্ডার ব্যাটার সাইফ হাসান, পেসার তানজিম হাসান সাকিব এবং অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসবে এশিয়া কাপের আসর। এর পরদিনই (৩১ আগস্ট) গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। পাল্লেকেলেতে টাইগারদের ম্যাচটিতে প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সাকিবের দল খেলবে লাহোরে।এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয় ও তানজীদ তামিম।স্ট্যান্ডবাই ক্রিকেটার : সাইফ হাসান, তানজিম হাসান সাকিব ও তাইজুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক । ১২ আগস্ট ২০২৩
অবশেষে হলো জল্পনা-কল্পনার অবসান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হলো সাকিব আল হাসানের নাম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে আজ (শুক্রবার) নিশ্চিত করেছেন এ খবর।আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন সাকিব। ওয়ানডেতে দায়িত্ব পাওয়ায় এখন তিন ফরম্যাটেই এক অধিনায়কের অধীনে বাংলাদেশের ক্রিকেট। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার।তামিম ইকবাল নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর সাকিবের সঙ্গে অধিনায়কের দৌড়ে ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত অভিজ্ঞতাতেই ভরসা রেখেছে বিসিবি।সাকিব এর আগে বাংলাদেশ দলকে ৫০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে ২৩ ম্যাচে। ২০১১ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপে খেলেছিল টাইগাররা।২০২০ সালে মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন তামিম। তার নেতৃত্বে ওয়ানডে সুপার লিগে সেরা তিনে থেকে শেষ করে বাংলাদেশ। তবে চোটের কারণে সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েন তামিম।জুলাইয়ের শুরুতে দেন আবেগী অবসরের ঘোষণা। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরতে হয় তামিমকে। কিন্তু চোটের সঙ্গে লড়াই করা কঠিন হয়ে পড়ায় গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে আলোচনা করে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম। সাকিব তারই স্থলাভিষিক্ত হলেন।.
নিজস্ব প্রতিবেদক । ১১ আগস্ট ২০২৩
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার কাছে হেরেছিল রুমা আক্তার বাহিনী। তবে পরের ম্যাচেই ভারতকে ১-০ গোলে হারাল তারা। ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন রুমা ও সুরভী আকন্দরা। একবার গোলপোস্ট আর ভারতের গোলকিপার খুশী কুমারীর হাতে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে অপ্রত্যাশিতভাবে গোল পেয়ে যায় বাংলাদেশ।ভারতের সীমানার ডান প্রান্তে থ্রো-ইন থেকে আক্রমণ করে বাংলাদেশ। নাদিয়া আক্তার বক্সের ভেতরে উঁচু লব ফেলেন। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে হেড করেন ভারতের আখিলা রাজন। সেটাই দুভার্গ্যবশত নিজেদের জালেই জড়িয়ে যায়। তাতে উল্লাসে ফেটে পড়ে লাল-সবুজ শিবির। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। মাথায় হাত দিয়ে হতাশায় বসে পড়েন আখিলা রাজন। ম্যাচের অন্তিম সময়ে বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থের কাছ থেকে লম্বা-গড়ানো থ্রু পাস পেয়ে বাংলাদেশের বক্সের ভেতরে বিপজ্জনকভাবে ঢুকে পড়েন ভারতের শিবানী দেবী। বিপদ বুঝে ততক্ষণে সামনে এগিয়ে আসেন স্বাগতিক গোলকিপার সঙ্গীতা। তাকে একেবারে সামনা-সামনি ফাঁকায় পেয়ে যান শিবানী। ডান পায়ে শটও নেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে তা প্রতিহত করেন সঙ্গীতা।মঙ্গলবার (২৮ মার্চ) নেপালের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। এর আগে আজ (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে ভুটানকে ৯-১ গোলে হারায় রাশিয়া।
নিজস্ব প্রতিবেদক । ২৫ মার্চ ২০২৩
বগুড়ার ছেলে তাওহীদ হৃদয়। দুরন্ত এই ছেলে পড়াশুনায় কখনো মনোযোগ দিতে পারেননি। স্বপ্নই ছিল ক্রিকেটার হওয়া। কিন্তু পরিবার থেকে যথার্থ সাহায্য পাননি। এক প্রকার তার জেদের কারণে মার কাছ থেকে টাকা নিয়ে এক বড় ভাইয়ের সাহায্যে ভর্তি হয়েছিলেন একটি একাডেমিতে। কিন্তু পরে দেখা যায় পুরো টাকাই গিয়েছে জলে।গ্রামের জমি বন্ধক রেখে যে টাকাটা দিয়েছিলেন মা, বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এসে দেখলেন সেখানে কোনো একাডেমির অস্তিত্বই নেই। সব টাকাই খুইয়ে ফেলেন প্রতারকের খপ্পরে পরে, তখন মনোবল আর কীভাবে শক্ত থাকে। এক পর্যায়ে ক্রিকেট ছেড়েই দিতে চেয়েছিলেন তিনি।কিন্তু রক্তেই যার ক্রিকেটার নেশা তাকে আটকে রাখা দায়। নজরে পড়েন খালেদ মাহমুদ সুজনের। এরপর বয়সভিত্তিক দল। এরপর নানা পথ পেরিয়ে জাতীয় দলে। আর জাতীয় দলে প্রথম ওয়ানডে ম্যাচেই পেয়েছেন সেরার পুরষ্কার। খেলেন ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস।সেই সব দিনের স্মৃতিচারণ করে ম্যাচ শেষে হৃদয় বলেন, 'যখন একাডেমিতে গিয়েছিলাম, অনেক কিছু আসলে ক্ষতি করেই গিয়েছিলাম ওখানে। তারপর একটা সময় ক্রিকেট খেলার কোনো ইচ্ছে ছিল না। পরিবার থেকেও ওভাবে কোন সাপোর্ট ছিল না, বাবার সাপোর্ট ছিল না, যদিও বাবা খেলা বুঝে না। আমি যখন জেদ ধরতাম মায়ের সঙ্গে, যতটুকু পেরেছে আর কী চেষ্টা করেছে।''একটা সময় আমার খেলার ইচ্ছে ছিল না। সেসময় সুজন স্যার আসলে সেই ছোট বেলাতেই, যখন আমি অনূর্ধ্ব-১৬ খেলি, সুজন স্যার ওখান থেকে নিয়ে এসেছে এবং উনি আসলে সুযোগ করে দিয়েছে। ওখান থেকে ফার্স্ট ডিভিশন খেলে আস্তে আস্তে ওখান থেকেই উঠে আসা,' যোগ করেন হৃদয়।তবে বর্তমানে দারুণ খুশি হৃদয়ের বাবা-মা। হৃদয়ের ভাষায়, 'অবশ্যই প্রতিটা বাবা-মায়ের প্রতিক্রিয়াই ভালো হওয়ার কথা। আমার বাবা-মাও খুশি হয়েছে। আমার মা বিশেষ করে একটু বেশি খুশি হয়েছে। উনি তো ছোটবেলা থেকেই আমাকে অন্যভাবে দেখেছে। পরিবার থেকে পড়াশোনার জন্য সবসময় চাপ দিতো, পড়াশোনার দিকে বেশি ফোকাস ছিলাম না। যতটুকু পেরেছি বেশির ভাগ সময় মাঠেই থাকতাম। বাবা-মা খুশি হয়েছে, আশেপাশের আত্মীয়-স্বজনরাও খুশি।'এছাড়া নিজ এলাকার আরেক তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের গল্পও অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন হৃদয়ের, 'মুশফিক ভাই... আমি অনেক ছোট ছিলাম ২০০৭ এর একটা কাহিনী। মুশফিক ভাই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে একটা স্টাম্প পেয়েছিলেন। তখন আমি অনেক ছোট, একদিন স্টেডিয়ামে গিয়েছিলাম। একটা প্রোগ্রামে মুশফিক ভাইয়ের কাছে যখন স্টাম্প দেখি তখন থেকেই অনেক অনুপ্রাণিত হই। ওখান থেকেই ইচ্ছে ছিল যদি একদিন খেলতে পারি জাতীয় দলে।'
নিজস্ব প্রতিবেদক । ২০ মার্চ ২০২৩
টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত স্ট্রাইকরেট অতি মূল্যবান। এ কারণেই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান সমালোচনার তীরে। এই ওপেনার সবসময় একটু ধীরগতিতে খেলার কারণে সমালোচনা শুনেছেন। অথচ রিজওয়ান নিজেও জানেন, টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইকরেট কতটা মূল্যবান। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন রিজওয়ান। রোববার অনুশীলনের আগে গণমাধ্যমে জানালেন মূলত টিম ম্যানেজমেন্ট থেকেই এমন দায়িত্ব দেওয়া হয়েছে। আর তা কিছুটা বিব্রতকর হলেও দলের প্রয়োজনে এভাবেই খেলে যেতে চান রিজওয়ান।রিজওয়ান বলেন, ‘এটা খুব কঠিন ভূমিকা। কখনও কখনও এটাকে খুব বিব্রতকর মনে হয়। তবে নিজের কাজটা আমি জানি। দল আমার কাছে যা চায়, সেটাই করতে চাই আমি। কোচ, অধিনায়ক, মালিকপক্ষ ও পুরো কুমিল্লা দলে সবাই আমার পারফরম্যান্সে খুশি। এমন একজনকে তারা চায়, যে গোটা দলের ‘অ্যাংকর’ হবে।’রিজওয়ান আরো বলেন, ‘আমি চেষ্টা করি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে দলের চাওয়া পূরণ করার। ক্রিকেটে আমার আদর্শ এবি ডি ভিলিয়ার্স, তাকে খুব ঘনিষ্ঠভাবে অনুসরণ করি। তিনি টেস্ট ক্রিকেটে যেমন পারফর্ম করেছেন, তেমনি টি-টোয়েন্টিতেও। আমিও সেটাই চেষ্টা করি।’
নিজস্ব প্রতিবেদক । ২৪ জানুয়ারি ২০২৩
গত বছরের ৩০ ডিসেম্বর বড় চমক হয়ে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপ ছাড়ার খবর। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কছেদের পর ক্লাবহীন থাকা পর্তুগিজ অধিনায়ক যোগ দিয়েছেন সৌদি আরবের পেশাদার লিগের দল আল নাসরে। ক্লাবটির হয়ে রোনালদোর এখনও অভিষেক না হলেও বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের ফুটবলে অভিষেক হচ্ছে রোনালদোর।সৌদি অলস্টার দলের হয়ে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। আর অভিষেকেই তার হাতে থাকছে অধিনায়কের আর্মব্যান্ড। হোক না প্রীতিম্যাচ, তবুও ম্যাচটি ছড়াচ্ছে উত্তাপ। এই ম্যাচ দিয়ে যে দীর্ঘ দুই বছর পর মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সবশেষ মুখোমুখি হয়েছিলেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। সে সময় লিওনেল মেসি খেলেন বার্সেলোনায় আর ক্রিস্টিয়ানো রোনালদোর ঠিকানা ছিল য়্যুভেন্তাস।সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাত ১১টায়।ম্যাচটি দেখা যাবে বেইন স্পোর্টসে। আমেরিকায় ম্যাচটি লাইভ স্ট্রিম করবে ফুবো টিভি। এছাড়াও ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে পিএসজির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। তাই দর্শকরা চাইলে পিএসজির ফেসবুক, ইউটিউব অ্যাকাউন্ট থেকেও উপভোগ করতে পারবেন ম্যাচটি। ম্যাচটি দেখতে ইতোমধ্যে ২০ লাখ ফুটবলপ্রেমী টিকিটের আবেদন করেছে। যদিও কিং ফাহাদ স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৭০ হাজার। যেখানে গাদাগাদি করে সর্বোচ্চ ৮০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। এ ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে এত আগ্রহের কারণ আছে আরও একটা। পিএসজির জার্সি গায়ে দেখা যেতে পারে সময়ের অন্যতম সেরা দুই তারকা নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকেও। চার তারকাকে এক সঙ্গে দেখার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না কেউই।
নিজস্ব প্রতিবেদক । ২০ জানুয়ারি ২০২৩
২০২২ সালের ১৮ ডিসেম্বর ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেন লিওনেল মেসি। এর ঠিক এক মাস পর আবারও সেই কাতারেই অবস্থান করছেন তিনি। আর সেখানে থেকেই এক মাস আগের রাজকীয় সেই স্মৃতি মনে করলেন মেসি।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছেন মেসি। সেখানে তিনি জানান, বিশ্বকাপ জয়ের এক মাস পার হয়ে গেলেও এখনও তার বিশ্বাসই হচ্ছে না। মেসির করা সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও সংযুক্ত দেখা গেছে। ভিডিওতে দফাইনালে আর্জেন্টিনার গোল এবং ম্যাচের শেষ দিকে মার্টিনেজের সেই দুর্দান্ত সেভটি দেখা গেছে। একই সাথে ভিডিওতে তুলে ধরা হয় টাইব্রেকারের শেষ শটের মুহূর্ত এবং ছাদখোলা বাসে সংবর্ধিত হওয়ার দৃশ্যগুলো। ভিডিওর ক্যাপশানে মেসি লিখেন, ‘জীবনের সবচেয়ে সুন্দরতম মাসগুলোর একটি পার করলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়াতেই সবকিছু সুন্দর লাগছে। তবে এর আগেও কী দারুণ একটি মাসই না কাটিয়েছি। কত সব চমৎকার স্মৃতি জমা হয়েছে। সতীর্থদের সঙ্গে কাটানো দিনগুলো, একসঙ্গে কাটানো মুহূর্তগুলো, কথা বলা, ট্রেনিং সেশন, যা কিছু উল্টাপাল্টা, সবই মিস করছি।’মেসি আরও যোগ করেন, ‘স্রষ্টাকে ধন্যবাদ। আমি বলেছিলাম, জানতাম তিনি আমাকে ট্রফিটা দেবেন। তবে অর্জনের পরের সময়টা কেমন হবে, সেটা আমি কল্পনা করতে পারিনি। আমি ভুল ছিলাম না। কারণ, জয়োৎসবে মানুষের এত উন্মাদনা আমি কখনোই কল্পনা করিনি।’পোস্টের একেবারে শেষ লাইনে মেসি লিখেছেন, ‘এক মাস পেরিয়ে গেছে, আমরা ... বিশ্বচ্যাম্পিয়ন!’
নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে ঢাকায় আনার উদ্যোগ সফল হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা।আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আজ প্রথম আলোকে বলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।’বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায়, সেই প্রশ্ন আসে। কাজী সালাউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।’ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।’
নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩
ক্যারিবিয়ান কিংবদন্তি সাবেক ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) এসেছেন ধারাভাষ্যকার হিসেবে। সোমবার চট্টগ্রামের সাগরিকায় তাকে দেখা গেল টাইগার দুই পেসার মাশরাফি বিন মুর্তজা এবং তাসকিন আহমেদের সঙ্গে খোশ গল্পতে। এই তিন পেসারের আড্ডাতে ছিল ক্রিকেটের একাল সেকাল নিয়ে প্রশ্ন উত্তর। কথা বলেছেন বোলারদের বর্তমান সময়ে বল করা কঠিন সেই প্রসঙ্গে। তাদের সেই আলাপচারিতা তুলে ধরা হলো এখানে-কার্টলি অ্যামব্রোস: ক্রিকেট অনেক পাল্টে গেছে। আমি যখন খেলেছি তখন ভিন্নরকম ছিল। অবশ্য তখন টি-টোয়েন্টি ছিল না। শুধুমাত্র ওয়ানডে ও টেস্ট ছিল। এখন খেলার ধরনও বদলে গেছে। বলতে দ্বিধা নেই, খেলাটা এখন ব্যাটসম্যানদের হয়ে গেছে। তারা প্রভাবশালী, বোলারদের জন্য কাজটা কঠিন গেছে। উইকেটও পরিবর্তন হয়েছে বেশ। সারাবিশ্বেই বছর বছর উইকেট কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি সেখানেই ভালো মানের উইকেট পাবেন, যেখানে বল বাউন্স হবে এবং সেই বাউন্সের বিপরীতে ব্যাটসম্যান স্ট্রোকস খেলবে, লো এবং স্লো উইকেটে যা কঠিন। সঙ্গে সেখানে বোলারদের জন্য কিছু থাকবে (ইশারায় সুইংয়ের কথা বুঝিয়েছেন)। আসলে ব্যাট-বলের পরীক্ষা হওয়া প্রয়োজন। কিন্তু এখনকার দিনে খেলাটা একতরফা হয়ে যাচ্ছে। মাশরাফি বিন মুর্তজা: এমনকি টেস্ট ম্যাচে প্রচুর রান হয়। ৪০০-৫০০ রান হচ্ছে... কার্টলি অ্যামব্রোস: আমি জানি। এটা সত্যিই পাগলাটে। মাশরাফি বিন মুর্তজা: আমি কিন্তু তোমাকে ১৯৯৯ সালে ঢাকায় বোলিং করতে দেখেছি। তুমি কি এখন ধারাভাষ্যটাকে পেশা হিসেবে নিয়েছ?কার্টলি অ্যামব্রোস: কয়েক বছর আগে আমি ধারাভাষ্য দেওয়া শুরু করি।মাশরাফি বিন মুর্তজা: এখন?কার্টলি অ্যামব্রোস: খুব বেশি না। মাশরাফি বিন মুর্তজা: জানো কেন তোমাকে আমি এটা জিজ্ঞেস করছি? কার্টলি অ্যামব্রোস: কেন?মাশরাফি বিন মুর্তজা: কারণ তোমার সঙ্গে শিগগিরই সেখানে দেখা হবে। নিজের ইংরেজি পোক্ত করার চেষ্টায় আছি। এই ছেলেটা (তাসকিনকে দেখিয়ে) নিজেকে অনেক পরিবর্তন করেছে। শেষ দুই বছর সবখানে পারফর্ম করছে। দক্ষিণ আফ্রিকায় ৬ উইকেট পেয়েছিল। ৪ উইকেটও আছে ওর। নিউ জিল্যান্ডে অসাধারণ বোলিং করেছিল। সুযোগ হলেও ওর সঙ্গে একটু কথা বলে নিও (তাসকিনকে মাশরাফি)।কার্টলি অ্যামব্রোস: এটা খুব গুরুত্বপূর্ণ। আমি ক্রিকেটারদের বিচার করি সারাবিশ্বে তারা কোথায় কোথায় পারফর্ম করেছে। কেউ কেউ ঘরের মাঠে খুব শক্তিশালী কিন্তু দেশের বাইরে ভুগতে থাকে। সেরা ক্রিকেটার হতে হলে তোমাকে অবশ্যই যেকোনো কন্ডিশনে টিকে থাকতে হবে এবং সারাবিশ্বে ঘুরে ফিরে পারফর্ম করতে হবে। এবং তুমি সঠিক পথেই আছো। তাসকিন আহমেদ: হ্যাঁ। আমি এখনও সেই প্রক্রিয়ায় আছি। তার থেকে কাটার করা শিখছি (মাশরাফিকে দেখিয়ে)। কার্টলি অ্যামব্রোস: এটা খুব গুরুত্বপূর্ণ। তাসকিন আহমেদ: এখনও পুরোপুরি শেখা হয়নি। তবে শিখছি। মাশরাফি বিন মুর্তজা: ও এখন ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করছে। ধারাবাহিকভাবে ১৪৩, ১৪৪ এর মতো বোলিং করে যাচ্ছে। কার্টলি অ্যামব্রোস: সেটা কিন্তু ধীর গতির উইকেটে...মাশরাফি বিন মুর্তজা: হ্যাঁ। কার্টলি অ্যামব্রোস: তারমানে হচ্ছে ও যদি ভালোমানের উইকেট পায় তাহলে কিন্তু আরো দ্রুত বোলিং করতে পারবে। সঙ্গে বৈচিত্র্যও থাকলে আরো ভালো। মাশরাফি বিন মুর্তজা: আমি ওকে নিশ্চিত করতে বলেছি যে, ও যেন অবশ্যই ফিটনেস ঠিক রাখে। ফিটনেস বলতে ওর স্ট্রেন্থ। যেমন ওয়ার্কআউট। কারণ এখনকার ক্রিকেট ব্যস্ত সময়। টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট ম্যাচের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের এসব ম্যাচ রয়েছে।কার্টলি অ্যামব্রোস: হ্যাঁ প্রচুর খেলা। যেটা তোমাকে করতে হবে, আমি খেয়াল করেছি অনেক খেলোয়াড় জিমে প্রচুর সময় দেয়। আমার তাতে একটা অভিযোগ আছে। জিমে যাও। নিজেকে শক্তিশালী করো। কিন্তু বডি বিল্ডার হওয়ার কোনো প্রয়োজন নেই। ফাস্ট বোলার হিসেবে তোমাকে সাবলীল এবং নমনীয় থাকতে হবে। ওয়েট ট্রেনিংয়ে আপনি কেবল নিজেকে শক্তিশালী করতে পারেন। মনে রাখতে হবে জিমে কেবল প্রচুর দৌড়াতে হবে। মাঠে অনেক বোলিং করতে হবে। জিমে গিয়ে পেশিশক্তি বাড়িয়ে তুমি ফিট হবে কিন্তু ম্যাচে ফিট হওয়ার জন্য তোমাকে প্রচুর দৌড়াতে হবে, প্রচুর বোলিং করতে হবে। তাতে তুমি ভেতর থেকে শক্তিশালী হবে। যেটা দিয়ে তুমি আন্তর্জাতিক ক্রিকেটে পুরস্কৃত হবে। আমি বলছি না যে তোমাকে জিমে যেতে হবে না। কিন্ত ওখানে গিয়ে তোমাকে শক্তিশালী হতে হবে। সব সময় মনে রাখবে, প্রচুর দৌড়াতে হবে ও বোলিং করতে হবে।মাশরাফি বিন মুর্তজা: তুমি জানো আমি ওকে কি উপদেশ দিয়েছি? ‘মাসল গিভস ইউ লেডি, লেগস গিভ ইউ মানি। চয়েজ ইস ইয়র্স।’কার্টলি অ্যামব্রোস: হ্যাঁ সত্যিই সিদ্ধান্ত তোমার। তাসকিন আহমেদ: হ্যাঁ আগে আমি বিশালদেহী ছিলাম। কিন্তু পা শক্তিশালী ছিল না। এখন আমার পা শক্তিশালী হয়েছে, এদিকগুলো।মাশরাফি বিন মুর্তজা: সঙ্গে এটাও বলেছি, পেশি শক্তি দিয়ে শুধু বোলিং করলেই হবে না।কার্টলি অ্যামব্রোস: সেটাই। প্রচুর দৌড়াতে হবে। প্রচুর বোলিং করতে হবে। আমি অনেক দেখেছি, জিমে যাচ্ছে, বডি বানাচ্ছে কিন্তু ৪ ওভার বোলিং করার পর তাদের আর খুঁজে পাওয়া যায় না। পেসারদের জন্য পা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাঁধ কখনো ক্লান্ত হবে না। তুমি যদি ক্লান্ত হয়ে যাও তাহলে এক সপ্তাহও বোলিং করতে পারবে না। সেজন্য দুই পায়ের শক্তি খুব গুরুত্বপূর্ণ। তোমার পা যতটা শক্তিশালী হবে তত তুমি শক্তিশালী হবে।
নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩
দেশের আরচ্যারির পোস্টার বয় রোমান সানা শৃঙ্খলাজনিত কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ। গত বছরের ১৪ নভেম্বর বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন রোমান সানার নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশ করে। নতুন বছরের প্রথম দিনে রোমান সানা আরচ্যারি ফেডারেশনের কাছে নিজের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চিঠি নিয়ে ফেডারেশন এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের চিঠি সম্পর্কে বলেন, ‘রোমানের আবেদন আমরা পেয়েছি। তার দেওয়া পত্রের ব্যাপারে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হবে।’ নভেম্বর মাসের পর কার্যনির্বাহী কমিটির আর সভা হয়নি। পরবর্তী সভা কবে হবে এই প্রসঙ্গে ফেডারেশন সাধারণ সম্পাদক বলেন,‘ কার্যনির্বাহী কমিটির সভায় অনেক ইস্যুই থাকে। দুই-একটি ইস্যুর জন্য সাধারণত সভা ডাকা হয় না। বেশ কয়েকটি ইস্যু নিয়েই আমরা সভা করব।’ রোমান সানা টঙ্গীস্থ আরচ্যারি ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন। রোমান সানা জাতীয়-আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২ বছর অংশগ্রহণ করতে পারবেন না এবং আরচ্যারি ক্যাম্পেও থাকতে পারবেন না। রোমান এখন তাঁর সংস্থা বাংলাদেশ আনসারে রয়েছেন। রাসেল মাহমুদ জিমি, সাকিব আল হাসানসহ দেশের অন্য খেলার তারকারাও শৃঙ্খলার কারণে নানা সময় নিষেধাজ্ঞায় ছিলেন। পরবর্তীতে ফেডারেশনগুলো সাজার মেয়াদ কমিয়ে এনেছে।
নিজস্ব প্রতিবেদক । ১৬ জানুয়ারি ২০২৩