বৃহস্পতিবার রাতেই ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছাবে। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ২০১৫ সালের পর আবার বাংলাদেশে আসছে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ৪ ও ৭ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলায় হবে প্রথম দুই ওয়ানডে। তৃতীয় ওয়ানডে হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। এরপর বন্দরনগরীতেই হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট আবার ঢাকায়। মিরপুরে প্রথম দুই ওয়ানডের টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ১৫০০ এবং সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে দুই দলের খেলা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ১ হাজার টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের জন্য খরচ করতে হবে ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে ২০০ টাকায়। এবারও অনলাইনে পাওয়া যাবে না টিকিট। মাঠে বসে খেলা দেখতে হলে আগ্রহীদের টিকিট কাটতে হবে নির্ধারিত কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে। ৩ ডিসেম্বর থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত টিকিট বিক্রি হবে। এছাড়া ম্যাচ ডেতে কাউন্টার থেকেও মিলবে টিকিট। চট্টগ্রামে অনুষ্ঠিত ওয়ানডে ও টেস্টের টিকিটের মূল্য পরবর্তীতে ঘোষণা করবে বিসিবি।
নিজস্ব প্রতিবেদক । ০২ ডিসেম্বর ২০২২
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটি। এ কারণেই কাতার বিশ্বকাপকে স্মরণীয় করে রাখার বাড়তি আগ্রহ পাঁচবার বিশ্বকাপে খেলা মেসির।আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা এবার ঘুচাতে চান অধিনায়ক লিওনেল মেসি। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর যেন পাল্টে যায় হিসাব-নিকাশ।ওই একই হারে যেন জাতীয় দুর্যোগ নেমে আসে আর্জেন্টিনায়। দেখা দেয় গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কা।দ্বিতীয় ম্যাচেই লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম পয়েন্ট শুধু নয়, অর্জন করেছে আত্মবিশ্বাসও।ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি জানান, এখন আর সৌদির ম্যাচ নিয়ে ভাববার অবকাশ নেই। দলের এখন এগিয়ে যাওয়ার সময়। তাদের দৃষ্টি এখন চ্যাম্পিয়ন ট্রফির দিকে।আর্জেন্টিনার অধিনায়ক বলেন, এখন আর হাল ছেড়ে দেওয়া যাবে না। পুরো টুর্নামেন্ট পড়ে আছে। আর ভুল করা যাবে না। আমরা জানতাম দর্শক এমনভাবেই আমাদের সমর্থন দেবে। তাদের মর্যাদা রাখতে পেরেছি।মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে গোল করেন মেসি। আর ৮৭ মিনিটে তার অ্যাসিস্ট থেকেই দ্বিতীয় গোল করেন এনজো ফার্নান্দেস।এই ম্যাচে গোল করে কিংবদন্তি অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনার পাশে বসলেন মেসি। বিশ্বকাপে মেসির গোল সংখ্যা এখন ৮।একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও করেন তিনি।তবে দলের এমন গুরুত্বপূর্ণ জয়ের পর ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবছেন না মেসি। তার দাবি আর্জেন্টিনার বিশ্বকাপ সবে শুরু হলো।
নিজস্ব প্রতিবেদক । ২৮ নভেম্বর ২০২২
খবরটা হঠাৎ করেই চাউর। তবে এর সত্যতা নিশ্চিত করতে পারেননি স্বয়ং সার্বিয়ান কোচ দ্রাগান স্তয়কোভিচ। তিনি এমন খবরে বেশ অবাক! ব্রাজিল কেন এমনটা করতে যাবে? তাঁর সাফ কথা।আজ রাতে লুসাইল স্টেডিয়ামে (বাংলাদেশ সময় রাত একটা) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছেন নেইমার-রিচার্লিসন-রাফিনিয়া-ভিনিসিয়ুসরা। ম্যাচের আগে ব্রাজিল একটু রাখঢাকই রাখছে। এখনো পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়ে তেমন কোনো আভাস দেননি কোচ তিতে। তবে হঠাৎ করেই গুজব রটেছে, ব্রাজিল না কি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে। কিন্তু সার্বিয়ান কোচ স্তয়কোভিচের প্রশ্ন, এমন গোয়েন্দাগিরি যদি ব্রাজিল করেও থাকে, তাতে তাদের লাভ খুবই সামান্য। এমন কিছুর আশঙ্কা অবশ্য উড়িয়েই দিয়েছেন এই কোচ।আল রাইয়ানের আল আরাবি স্পোর্টস কমপ্লেক্সে রাস্তার এপার-ওপারে ব্রাজিল আর সার্বিয়ার বেজ ক্যাম্প। কেউ কারও চেয়ে খুব দূরে নেই। সার্বিয়ান কোচ স্তয়কোভিচ ব্রাজিলের ড্রোন ওড়ানোর খবরের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ব্রাজিল কেন আমাদের ওপর ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাবে? তাদের এসবের প্রয়োজন নেই। ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার। আমরা এমন কিছু নই, যে তাদের ড্রোন উড়িয়ে কৌশল বুঝতে হবে।’গোটা বিষয়টিকেই গুজব মনে করেন স্তয়কোভিচ, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’আজকের ম্যাচে ব্রাজিল প্রথম থেকেই যে আক্রমণে ঝাঁপাবে, এটা জানেন স্তয়কোভিচ। কিন্তু বিনা চ্যালেঞ্জে নেইমার-রিচার্লসন-কাসেমিরোদের যে সার্বিয়া ছেড়ে দেবে না, সেটিও জানিয়ে রেখেছেন স্তয়কোভিচ। কোচ তিতে তাঁর বিশ্বকাপ স্কোয়াডে রেখেছেন ৯ ফরোয়ার্ডকে। এ নিয়ে কিছুটা রসিকতাই করেছেন স্তয়কোভিচ, ‘আমাদের বিপক্ষে ব্রাজিল ৪ স্ট্রাইকার খেলাবে, এটা নিশ্চিত। কিন্তু, রক্ষণে খেলবে কারা? আদৌ কি কেউ খেলবে?’ব্রাজিলের প্রতি একরাশ শ্রদ্ধাই আছে সার্বিয়া কোচের, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’নিজের দল সার্বিয়াকে নিয়ে স্তয়কোভিচের মূল্যায়ন, ‘আমরা এখন অনেক পরিণত দল। আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপে আগে খেলে আত্মবিশ্বাসী, তবে এবারের বিশ্বকাপ আমাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ।’
নিজস্ব প্রতিবেদক । ২৫ নভেম্বর ২০২২
তিন বছর ধরে অপরাজিত থাকা আর্জেন্টিনার বিপক্ষে যেখানে লড়াই করাই ছিল বড় চ্যালেঞ্জ, সেই আর্জেন্টিনার বিপক্ষেই বিজয় কেতন ওড়ালো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের তালিকায় নিজেদের নামটি লিখিয়ে নিল সৌদি।‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের বিপক্ষে প্রথম সাক্ষাতের উপলক্ষ্যটা রাঙিয়ে নিলেন তারা।এদিকে সৌদি আরবের কাছে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ হারের পর পরের দুই ম্যাচ জয়ছাড়া কোনো পথ খোলা নেই বলে মনে করছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন তিনি।বিশ্বকাপে সৌদি আরবের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষেও মাঠে নামতে হবে মেসি-ডি মারিয়াদের। প্রথম ম্যাচের হতাশাকে ঝেড়ে ফেলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান স্কালোনি।তিনি বলেন, ‘উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এটা নিয়ে এত বিশ্লেষণও আমরা করতে চাই না। আজকের দিনটা হতাশার। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ফিফা র্যাং কিংয়ের ৩ নম্বর দল আর্জেন্টিনা। স্কালোনির বিশ্বাস এক ম্যাচ হারে দলের ফেভারিট তকমা মুছে যায়নি।তিনি যোগ করেন, ‘ম্যাচের আগে আমরা ফেভারিট হিসেবে নেমেছিলাম। এখনো তাই আছি। বিশ্বকাপে এমনটা হতেই পারে। যে বিষয়গুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো নিয়ে কাজ করতে হবে। দুটা ম্যাচ আছে। সেগুলোতে মরিয়া হয়ে খেলতে হবে আমাদের।’ম্যাচে সৌদি আরবের অফসাইড ফাঁদে পড়ে ৩ গোল হাতছাড়া হয় আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর তারা গোছানো ফুটবল খেলতে পারেনি। তার পরও স্কালোনি মনে করেন প্রস্তুতি বা পরিকল্পনার ঘাটতি ছিল না।তিনি বলেন, ‘আমরা এর চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে এ টুর্নামেন্টে নামতে পারতাম না। ফুটবলের বিষয়টি এমনই। আর বিশ্বকাপ পুরো ভিন্ন একটা টুর্নামেন্ট। শুরুর ম্যাচ হেরেছি কিন্তু লড়াই করার জন্য আমাদের দুটো ম্যাচ বাকি।’
নিজস্ব প্রতিবেদক । ২৩ নভেম্বর ২০২২
মোকছেদুল মুমীন জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যানস ক্লাব,বঙ্গবন্ধু হল শাখার কমিটি গঠন করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাব এর নবনির্বাচিত সভাপতি সামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিয়াদের স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং এ মো: রনিকুল ইসলাম রনিকে সভাপতি( অর্থনীতি, ১১ব্যাচ) ও নাফিজ আহমেদ কে সাধারণ সম্পাদক ( টিপিএস,১১ব্যাচ) নির্বাচিত করা হয়।কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি শাকিল,সাংগঠনিক সম্পাদক আবিদ আল সাকিব, দপ্তর সম্পাদক সাগর আহমেদ ও প্রচার সম্পাদক হিসেবে বিল্লাল হোসেনের নাম ঘোষণা করা হয়।জাতির জনক বঙ্গবন্ধু হলের নবনির্বাচিত সভাপতি মো. রনিকুল ইসলাম রনি বলেন, এই বার বিশ্বকাপের সেরা দল আর্জেন্টিনা এটা মানতেই হবে। যা আমাদের ক্যাম্পাসের পছন্দের তালিকায় রয়েছে সবার শীর্ষে। আর্জেন্টিনা সাপোর্টারদের উদ্দাম ও ভালোবাসা ছড়িয়ে পড়েছে সব খানে যা দেখে বিশ্বকাপের উন্মাদনা আরো বেড়ে গেছে। বিশ্বকাপে শিরোপা এই বার আমাদেরই থাকবে আশা করি। বিশ্বকাপকে ঘিরে হলের কিছু প্লান প্রোগ্রাম করা হয়েছে যা সফলতার সাথে সম্পাদন করা হবে। আর অবশ্যই অন্য দলের সাপোর্টারদের প্রতি ভালোবাসা রইলো একই সাথে খেলা দেখার আমন্ত্রণ রইলো সবাইকে। আর বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ুক সবার মনে এই আশায় করি।নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ বলেন, আর্জেন্টিনা বরাবরই আমার প্রিয় দল। ছোট বেলা থেকেই আমি আর্জেন্টিনার সমার্থক। আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি উচ্ছ্বসিত। আমি চাই আমরা সব আর্জেন্টিনা ভক্ত ও অন্য দলের সবাই যেন মিলেমিশে এইবার বিশ্বকাপ উপভোগ করতে পারি। আর শিরোপা টা যেন প্রিয় দল আর্জেন্টিনার হাতেই উঠে।উল্লেখ্য যে, ১৮ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখার আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক । ২৩ নভেম্বর ২০২২
রাত পোহালেই বিশ্বকাপ শুরু। পর্দা ওঠার পর পরই ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার।বিশ্বকাপের ফেভারিট দল না হলেও এ ম্যাচের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। কারণ উদ্বোধনী ম্যাচ দিয়েই জানা যাবে কেমন আয়োজন হতে চলেছে কাতার বিশ্বকাপ।আর সেই ম্যাচটি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে উঠল এক গুরুতর অভিযোগ।ম্যাচটিকে পাতানো হবে বলে অভিযোগ তোলা হয়েছে। বলা হচ্ছে, কাতারকে নাকি ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর! বিশ্বকাপ যুদ্ধের প্রথম ম্যাচেই জয় চায় কাতার, যা স্বাগতিক দলকে এনে দেবে মর্যাদা। সমর্থকদের মাঝে তৈরি করবে উৎসাহ-উদ্দীপনা। স্বাগতিক হিসেবে এমন আবহ তৈরি করা জরুরি মনে করছে কাতার।তাই জয় নিশ্চিত করতে প্রতিপক্ষে ইকুয়েডরের ৮ জন ফুটবলারকে সাত মিলিয়ন ডলারেরও বেশি ঘুস দিয়েছে কাতার ফুটবল সংস্থা!এক টুইটে এমন অভিযোগ তুলেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক ব্রিটিশ গবেষণা কেন্দ্রের আঞ্চলিক প্রধান আমজাদ তাহা।আমজাদ তাহা সেই টুইটে দাবি করেছেন, ইকুয়েডর ম্যাচ ছেড়ে দেবে কাতারকে। কারণ কাতার উদ্বোধনী ম্যাচ জেতার জন্য ইকুয়েডরের আটজন ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে। দ্বিতীয়ার্ধে করা গোলে ইকুয়েডরকে হারাবে কাতার। কাতারের পাঁচজন এবং ইকুয়েডর শিবিরের ভিতর থেকেই এমন খবর পাওয়া যাচ্ছে। তবে আশাকরি এটা ভুল খবর। আর এই খবর প্রকাশিত হওয়ায় ম্যাচের ফলাফলকেও প্রভাবিত করবে। ফিফার এমন দুর্নীতির বিরোধিতা করুক।তাহার এই টুইট ইতোমধ্যে ১২ হাজারের মতো রিটুইট হয়েছে। ৮ হাজারের কাছাকাছি কোট টুইট হয়েছে।এমনটা হওয়ারই কথা। কারণ টুইটারে আমজাদ তাহা'র ফলোয়ার সংখ্যা চার লাখের বেশি। তার ওপর বিশ্বকাপ ম্যাচ নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ।অবিশ্বাস্য হলেও সত্য, এমন গুরুতর অভিযোগের টুইট ভাইরাল হওয়ার পরও কাতার সরকার বা কাতার ফুটবল ফেডারেশন এখন পর্যন্ত এ নিয়ে টু শব্দটি করেনি। এমনকি ফিফা এবং ইকুয়েডর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।
নিজস্ব প্রতিবেদক । ২০ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপের পর্দা ওঠছে ২০ নভেম্বর। বিশ্বকাপকে সামনে রেখে কাতারে আসতে শুরু করেছে দলগুলো। সেইসঙ্গে নিজ দলকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আসতে শুরু করেছে সমর্থকরা। কাতার মুসলিম দেশ হওয়ায় বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদের মেনে চলতে হবে কিছু নিয়মকানুন। নিয়ম ভঙ্গ করলেই হতে পারে জেল।কাতারে আসা বিদেশী সমর্থকদের জানিয়ে দেওয়া হয়েছে খোলামেলা পোষাক পরিধান না করতে। কমপক্ষে কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে বলা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারবেন। কিন্তু খোলামেলা ও অশ্লীল পোশাক পরিধান করা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, যে কোন জায়গাতেই শরীর ঢাকা পোশাক পরতে হবে নারী সমর্থকদের।কাতার বিশ্বকাপের প্রযুক্তি বিভাগের প্রধান জানান, উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকছে স্টেডিয়ামে। নিষেধাজ্ঞা অমান্য করলেই দোষীকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন।
নিজস্ব প্রতিবেদক । ১৯ নভেম্বর ২০২২
দরজায় কড়া নাড়ছে বললেও ভুল হবে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর তিন দিনও বাকি নেই। চলছে ক্ষণগণনা।এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে রেখেছে আয়োজক দেশ কাতার। এমন প্রস্তুতিতে ভূয়সী প্রশংসাও কুড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এ খুদে দেশটি। বিশেষ করে যেসব স্টেডিয়ামে হবে ৩২ দলের খেলা। প্রশংসা পাওয়ারই কথা। যে দেশে ফুটবলের সে রকম কোনো পরিকাঠামোই ছিল না, তারাই হাজার হাজার কোটি টাকা খরচ করে একের পর এক চোখধাঁধানো স্টেডিয়াম বানিয়ে দিয়েছে। মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। তার মধ্যে নজর কেড়েছে আল থুমামা স্টেডিয়াম। টুপির আদলে তৈরি এ স্টেডিয়াম। দূর থেকে বা বার্ডস আইতে এ স্টেডিয়ামকে দৈত্যাকার এক টুপি মনে হবে। এই টুপি কাতারে বিশেষ ঐতিহ্য বহন করে। এর নাম গাহফিয়া। শুধ কাতারই নয়; আরব দেশের পুরুষরা নিজেদের ঐতিহ্য ধরে রাখতে এই গাহফিয়া টুপি পরে থাকেন। অনেক জায়গায় একে তাকিয়া হ্যাটও বলা হয়।গাহফিয়া স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৪০ হাজার দর্শক। কাতারের রাজধানী দোহা থেকে ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এটি। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচসহ একটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ধারণক্ষমতা ৪০ হাজার হলেও করোনা ইস্যু ও ব্যয় সংকোচনের জন্য ২০ হাজারের বেশি দর্শক প্রবেশ করতে দেবে না কর্তৃপক্ষ।টুপির ডিজাইনে আল থুমামা স্টেডিয়াম বিশ্ববাসীর নজর কাড়লেও দর্শনার্থীরা বেশি খুশি হবেন এর বাইরের পরিবেশে।স্টেডিয়ামের আশপাশের এলাকায় বিশেষ ধরনের চিত্তাকর্ষক অভিনব নকশা করা হয়েছে। অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ৪০ ভাগ বেশি বিশুদ্ধ পানি সংরক্ষণও নিশ্চিত করা হয়েছে সেখানে৷স্টেডিয়ামটির ভেতরের দৃশ্যস্টেডিয়ামটির ভেতরের দৃশ্যআল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যেসব ম্যাচগ্রুপ পর্ব১. ২১ নভেম্বর, গ্রুপ 'এ', সেনেগাল-নেদারল্যান্ডস, রাত ১০টা২. ২৩ নভেম্বর, গ্রুপ 'ই', স্পেন-কোস্টারিকা, রাত ১০ টা৩. ২৫ নভেম্বর, গ্রুপ 'এ', কাতার-সেনেগাল, সন্ধ্যা ৭ টা৪. ২৭ নভেম্বর, গ্রুপ 'এফ', বেলজিয়াম-মরক্কো, সন্ধ্যা ৭ টা৫. ২৯ নভেম্বর, গ্রুপ 'বি', ইরান-যুক্তরাষ্ট্র, রাত ১ টা৬. ১ ডিসেম্বর, গ্রুপ 'এফ' কানাডা-মরক্কো, রাত ৯ টাদ্বিতীয় রাউন্ড৭. ৪ ডিসেম্বর, ডি-১ : সি-২, রাত ৯ টা
নিজস্ব প্রতিবেদক । ১৮ নভেম্বর ২০২২
বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি নিতে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।প্রস্তুতি ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাটি দুবাই স্পোর্টসে দেখতে পারবেন আর্জেন্টাইন ভক্তরা।এদিকে ফেবারিট তকমা লাগিয়ে নিজেদের ওপরে বাড়তি চাপ তৈরি করতে রাজি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ‘আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। কারণ এটি ফুটবল। কী ঘটবে সেটি ফুটবলে আগে থেকে বলে দেওয়া কঠিন। এটি সুন্দর খেলা, কিন্তু মাঝে মাঝে ভীষণ পরিবর্তনশীল। আমাদের খেলোয়াড়েরা ভালো অবস্থানে রয়েছে। আর কিছুটা ভাগ্যও সঙ্গে থাকলে আমরা ভালো কিছু করতে পারব।’কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
নিজস্ব প্রতিবেদক । ১৭ নভেম্বর ২০২২
চলতি মাসের ২০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। কার হাতে উঠবে এই আসরের শিরোপা, তা নিয়ে চলছে নানা আলোচনা। চলতি বিশ্বকাপ নিয়ে এবার ভবিষ্যৎ বাণী করলেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্সেল দেশাই।তিনি মনে করেন, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল দিতে পারে নতুন চমক। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়ার মতো এবার চমক উপহার দিতে পারে স্বাগতিক কাতার, উঠতে পারে শেষ আটে। আর শিরোপা জয়ের দৌড়ে দেশাই এগিয়ে রাখছেন আর্জেন্টিনাকে। তার মতে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিততে পারে।দেশাই আরও বলেন, ‘২০০২ সালের পর দক্ষিণ আমেরিকার কোনো দল বিশ্বকাপ জেতেনি। হয়তো এবারই দক্ষিণ আমেরিকার কোনো দলের সময়।’ফেভারিটের তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও নিজের দেশের সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না দেশাই। কিলিয়ান এমবাপ্পে-করিম বেনজেমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে, এটিই খেলাটির জাদু।’সব মিলিয়ে দেশাইয়ের মতে, ‘২০০২ সালে আমি কোরিয়া-জাপানে খেলেছি। সেবার কোরিয়া খুব ভালো খেলেছিল। তারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল এবং সেমিফাইনালেও খেলেছিল। এটি অসাধারণ এক ব্যাপার ছিল। আমরা তাই প্রার্থনা করছি, কাতার যেন দ্বিতীয় রাউন্ডে ওঠে।’সূত্র: সিজিটি নিউজ।
নিজস্ব প্রতিবেদক । ১৭ নভেম্বর ২০২২
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা। তার আগে অবশ্য আরও একটা ম্যাচ খেলবে দলটি, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তাদেরই মাঠে হবে প্রীতি ম্যাচটি। তার আগে দলটির কোচ রোদোলফো আরুবারেনা শিষ্যদের হুঁশিয়ারই করে দিয়েছেন রীতিমতো। মেসিকে ছোঁয়াও যাবে না এই ম্যাচে!রোদোলফো এখন আমিরাতের দায়িত্বে থাকলেও তার জন্ম বুয়োনোস এইরেসে। খেলোয়াড়ি জীবনে গায়ে চড়িয়েছেন বোকা জুনিয়র্স দলের জার্সিও। সেই তিনি এবার জন্মভূমি আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছেন। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আমিরাতের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে রোদোলফো জানিয়েছেন, দলের খেলোয়াড়দেরকে মেসির বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি, ম্যাচের মধ্যে মেসিকে কোনো অবস্থায় যেন কড়া ট্যাকল না করা হয়। সবচেয়ে ভালো হয়, ওকে ছোঁয়াই না হয়।’ নিজ দেশ খেলছে বিশ্বকাপে, তার আগে তার দলের মুখোমুখি হয়েই প্রস্তুতি সারতে চায় মেসির আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে তিনি জানালেন, শিষ্যদেরকে তার এই হুঁশিয়ারি মূলত দেশের প্রতি ভালোবাসা থেকেই এসেছে। তিনি বলেন, ‘বলতে পারেন, এটা আমার দেশের প্রতি দুর্বলতা। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবে কাতারে। তার আগে এই প্রস্তুতি ম্যাচ আমাদের কাছে স্মরণীয় হয়ে গিয়েছে মাঠে নামার আগেই।’ গ্রহের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুখোমুখি হবে দল। তাই আর্জেন্টাইন কোচ রোদোলফো জানালেন, আমিরাতের খেলোয়াড়দেরকে পরামর্শ দেওয়ার জন্য মেসিকে বিশেষভাবে অনুরোধ করবেন তিনি।তার কথা, ‘লিওর মতো ফুটবলারের দেখা তো চাইলেই মেলে না। সেই সুযোগ পাচ্ছে এই দল। তাই ওর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেলে উপকৃত হবে সংযুক্ত আরব আমিরাত দল। আশা করব, ও আমার এই অনুরোধ রক্ষা করবে।’
নিজস্ব প্রতিবেদক । ১৬ নভেম্বর ২০২২
নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। যার প্রভাবে এখন থেকেই তোড়জোড় শুরু হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গঠনের কার্যক্রম। অবশ্য এবার জানা গেল বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণের তারিখ।চলতি মাসের শেষ দিকে প্লেয়ার্স ড্রাফটস অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্র। আগামী ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত এক হোটেলে।এদিকে ড্রাফটের আগেই বিদেশী তারকা কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলে অন্তর্ভূক্ত করেছে পাকিস্তানি তারকা শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকে। রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে।এছাড়া সিলেট স্ট্রাইকার্সের অধিনাযকের দায়িত্বে মাশরাফি বিন মর্তুজার সাথে বিদেশী হিসেবে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিসকে দেখা যাবে। ফরচুন বরিশাল ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। সঙ্গে ক্রিস গেইল, রাখিম কর্ণওয়াল, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ইফতিখারকে।
নিজস্ব প্রতিবেদক । ১৪ নভেম্বর ২০২২
১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। ফাইনালে ওঠার লড়াইয়ে এমন লক্ষ্য সামনে থাকলে স্নায়ুচাপে ভোগা অস্বাভাবিক নয়। কিন্তু ইংল্যান্ডের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও অধিনায়ক জস বাটলারের ব্যাটে চাপের কোনো লক্ষণই দেখা গেল না। ভারতের বোলারদের কচুকাটা করে রেকর্ড জুটি গড়ে তারা দলকে তুললেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত আসরের দ্বিতীয় সেমিফাইনালে রোহিত শর্মাদের ১০ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে ইংলিশরা। টস হেরে আগে ব্যাট থেকে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত। জবাবে ২৪ বল হাতে রেখে বিনা উইকেটে ১৭০ রান তুলে জয় নিশ্চিত করে বাটলারের দল।আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড।
নিজস্ব প্রতিবেদক । ১১ নভেম্বর ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে গেছে পাকিস্তান। ভারত না ইংল্যান্ড? রোববার ফাইনালে কে তাদের প্রতিপক্ষ হবে, জানা যাবে আজ বৃহস্পতিবার। পাকিস্তান অবশ্য চাইছে ভারত ফাইনালে উঠুক। দলের সেরা তারকা মোহাম্মদ রিজওয়ান সে কথাই বললেন। তিনি বললেন, আমাদের ছেলেরা চাইছে বৃহস্পতিবার ভারত জিতুক। পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেডেনও চান ভারতের বিপক্ষে খেলতে।তবে চাওয়ার আগে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হবে ভারতকে। তা জানতে ক্রিকেটবিশ্বের দৃষ্টি অ্যাডিলেডের ওভালের মাঠে।আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় সেমিফাইনাল।কিন্তু তার আগেই ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এ সাবেক অলরাউন্ডারের ভবিষ্যদ্বাণী, ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ইংল্যান্ডই হওয়ার সম্ভাবনা বেশি।পাকিস্তানের টিভি চ্যানেল সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারের সময় শহিদ আফ্রিদিকে সঞ্চালক বলেন, ভারত-ইংল্যান্ড দুই দলকেই কার্যত সমান-সামন দেখাচ্ছে, তাই কি?দ্বিমত পোষণ করলেন আফ্রিদি।এর ব্যাখ্যায় বুমবুমখ্যাত তারকা বলেন, ‘এটা ঠিক যে, দুদলেই যথাযথ ভারসাম্য। দুই দলই ভালো খেলছে। উভয় দলের আগের পারফরম্যান্স খারাপ নয়। তবে ইংল্যান্ডকে আমি ওপরে রাখব। ৬০-৬৫ শতাংশ এগিয়ে থাকবে ওরা। ওদের কম্বিনেশন ও শক্তি অসাধারণ, তা সে ব্যাটিংয়ের দিকেই তাকান বা বোলিংয়ের দিকে। ওদের স্পিন বোলিংও খুব ভালো।’খেলাটা হবে অ্যাডিলেডের ওভালে যেখানে ইংল্যান্ড দল কখনো খেলেনি। এ কথা শোনার পর একটু থমকে গিয়ে আফ্রিদি ফের ইংল্যান্ডকেই সমর্থন করলেন। বললেন, ‘আমি ইংল্যান্ডকেই এগিয়ে রাখব। তবে বড় ম্যাচে যারা কম ভুল করবে তারাই জিতবে। যে দলের ১১ খেলোয়াড় নিজেদের একশ শতাংশ মেলে ধরবে, তারাই জিতবে।’
নিজস্ব প্রতিবেদক । ১১ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দলে ছিলেন ৪৬ ফুটবলার। ১৫ জন কমিয়ে সেই দল এবার ৩১ জনে নামিয়ে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। ১৪ নভেম্বর আরও ৫ জন বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব।ফিফার বিধি অনুযায়ী, প্রথম ম্যাচের এক সপ্তাহ আগে খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার সুযোগ পাবে দলগুলো। কয়েকজন খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে শেষ সময়ের সুযোগটি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।যাঁরা আছেন ৩১ জনের দলেগোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসোডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনামিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওসফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।অন্যদিকে কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। লাতিন পরাশক্তিদের বিশ্বকাপ দলে বড় চমক রবার্তো ফিরমিনোর বাদ পড়া। চলতি মৌসুমে লিভারপুলের এই তারকা খেলোয়াড় ছন্দে থাকলেও তাঁকে দলে রাখেননি তিতে।ফিরমিনোর বাদ পড়া ছাড়া ব্রাজিল দলে আর তেমন কোনো বড় চমক নেই। চোটে পড়ে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন ফিলিপ্পে কুতিনিও।ষষ্ঠ শিরোপায় চোখ রেখে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপের অপেক্ষার ২০ বছর হতে চলল। সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ানদের দাপটে খুব বেশি সুবিধা করতে পারেনি সেলেসাওরা। ২০১৪ সালে নিজ দেশের বিশ্বকাপের সেমিফাইনালে খেলায় ২০০২ সালের পর ব্রাজিলের সর্বোচ্চ অর্জন।২৬ সদস্যের ব্রাজিল দলগোলরক্ষকঃ আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)।ডিফেন্ডারঃ অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (সেভিয়া), দানি আলভেস (পুমাস), দানিলো (জুভেন্টাস), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ব্রেমের (জুভেন্টাস)।মিডফিল্ডারঃ কাসেমিরো (ম্যান ইউনাইটেড), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), ব্রুনো গিমারেস (নিউক্যাসল), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), এভারতন রিভেইরো (ফ্ল্যামেঙ্গো)।ফরোয়ার্ডঃ নেইমার (পিএসজি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), আন্তনি (ম্যান ইউনাইটেড), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)।
নিজস্ব প্রতিবেদক । ০৮ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপ শুরুর দিন এগিয়ে আসছে। বিভিন্ন দেশের সমর্থকেরাও প্রস্তুত করছেন নিজেদের। কেউ এরই মধ্যে হয়তো কাতারে পা রেখেছেন, কেউ আবার সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এর মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের জন্য দুঃসংবাদ দিয়েছে বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাঁদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা সমর্থকও আছেন এ তালিকায়। কাল এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।শহরের বিচার ও নিরাপত্তামন্ত্রী মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সহিংস সমর্থকেরা এখানে এবং কাতারেও আছেন। আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই আর তাই সহিংসরা (সমর্থক) স্টেডিয়ামের বাইরে থাকবে।’ডি’আলেসান্দ্রো এরপর বিষয়টি ব্যাখ্যা করলেন, ‘“বারাস” (সহিংস সমর্থক) সমর্থকগোষ্ঠীর সঙ্গে জড়িত ব্যক্তিরা এ তালিকায় আছেন, যাঁরা হিংস্র কাজে যোগ দেন এবং “ত্রাপিতোজ”–এর (অবৈধ ব্যবসা) সঙ্গে জড়িত। (বিচ্ছেদ ঘটা মা–বাবার) যেসব সন্তান নিজের খরচ মেটাতে পারেন না, তাঁরাও আছেন এই তালিকায়।’কাতারে সমর্থকদের ওপর নিয়ন্ত্রণে কড়া নিরাপত্তাব্যবস্থা থাকবে। অফিশিয়ালরা আগেই জানিয়েছেন, ‘বিশ্বকাপে যেমন হয়ে থাকে, বিভিন্ন দেশের পুলিশকে পাঠানো হবে কাতারের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে কাজ করার জন্য।’ কাতার দূতাবাসের গত জুনে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় একটি চুক্তি সই করে। বিশ্বকাপে আর্জেন্টিনার সহিংস সমর্থকেরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সে জন্য এই চুক্তি করা হয়।ডি’আলেসান্দ্রো আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢোকা থেকে যে ৬ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হয়েছে, তাঁদের মধ্যে প্রায় ৩ হাজার সমর্থক ‘বারাব্রাভাস’ সমর্থকগোষ্ঠীর সদস্য। সহিংস আচরণের কারণে তাঁদের স্থানীয় ফুটবল ম্যাচ দেখাও নিষিদ্ধ। ‘বারাব্রাভাস’ আর্জেন্টিনার উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী।কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী তিন দল—সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবেন লিওনেল মেসিরা।
নিজস্ব প্রতিবেদক । ০৮ নভেম্বর ২০২২
সাত সকালে নেদারল্যান্ডস একটা অঘটনই ঘটিয়ে বসল। ১৩ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, তাতে বিদায়ঘণ্টাও বেজে গেল দলটির। এই জয়ে বাংলাদেশের সামনে খুলে গেল সম্ভাবনার দুয়ার। এখন পাকিস্তানকে হারিয়ে দিতে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের শেষ চারে চলে যাবে লাল সবুজের দল।বিস্তারিত আসছে...
নিজস্ব প্রতিবেদক । ০৬ নভেম্বর ২০২২
অ্যাডিলেড ওভালে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সেমিফাইনালে টিকে থাকার দৌড়ে সুপার টুয়েলভের এ ম্যাচ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে চাইবে বাংলাদেশ।ভারতের জন্য সমীকরণটা আরেকটু সহজ। আজ জিতলে সেমিফাইনালের টিকিট প্রায় পেয়েই যাবে রোহিত শর্মার দল। এমন ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশে কে কে থাকতে পারেন, তা নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।লোকেশ রাহুল রানখরার মধ্যে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে তাঁকে রোহিত শর্মার সঙ্গী করার কথা নিশ্চিত করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। স্টাইলিশ এই ওপেনারের ওপর এখনো ভরসা রাখছে ভারতের টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব ‘অটোমেটিক চয়েস’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ডাক’ মারা দীপক হুদাও থাকবেন একাদশে, এমন খবরই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।ভারতের ব্যাটিং অর্ডারে ‘পাওয়ার হিটার’ ও পেস অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়ার খেলাও নিশ্চিত। সমস্যা উইকেটকিপারের জায়গাটি নিয়ে। পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান দিনেশ কার্তিক। জানা গেছে, চোট থেকে তিনি সেরেও উঠেছেন। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আজ কার্তিকের খেলা নিশ্চিত নয় বলেই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। ম্যাচের আগে তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা কালই জানিয়েছিলেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।কার্তিককে না খেলালে ঋষভ পন্তকে দেখা যেতে পারে তাঁর জায়গায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ৪৩ রান দেওয়া স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকেও খেলানো হতে পারে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে এই সংস্করণে ৯ ডেলিভারির মধ্যে দুইবার আউট করেছেন অশ্বিন। পেস আক্রমণে দেখা যেতে পারে মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংকে।ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, দীনেশ কার্তিক/ঋষভ পন্ত, হার্দিক পাণ্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও অর্শদীপ সিং।
নিজস্ব প্রতিবেদক । ০২ নভেম্বর ২০২২
রুদ্ধশ্বাস উত্তেজনা! দাঁড়িয়ে গ্যাবার গ্যালারি! উৎকণ্ঠায় দুই দলের সমর্থকরাই। পেন্ডুলামের মতো ম্যাচটা দুলছিল দুই দিকেই। জিততে পারে যে কেউ! ঠিক তখনই কি-না অধিনায়ক বল তুলে দিলেন মোসাদ্দেক হোসেনের হাতে! শেষ ওভারের ৬ বলে ১৬ রান আটকাতে হবে তাকে। এমন দৃশ্যপটে সত্যিকারের সমর্থকের দম বন্ধই হয়ে আসে। ছক্কা হজম করে উত্তেজনা বাড়ালেও মোসাদ্দেক শেষমেশ নিরাশ করলেন না। নাটকীয়তা ছড়াল ঠিকই কিন্তু শেষ হাসি বাংলাদেশেরই!হোবার্টের পর ব্রিসবেনে লেখা হলো আরেকটি জয়ের গল্প! ৩ রানের জয়ে বেঁচে থাকল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার স্বপ্নটাও!গ্যাবার সবুজ গালিচায় টস ভাগ্যটা ছিল বাংলাদেশেরই পক্ষে। তারপর ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিতে বাংলাদেশ তুলে ২০ ওভারে ১৫০ রান। জবাব দিতে নেমে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে জিম্বাবুয়ে আটকে যায় ১৪৬ রানে। শেষ ওভারে জিততে জিম্বাবুয়ের দরকার ছিল ১৬ রান। সাকিব বল তুলে দেন মোসাদ্দেক হোসেনের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে ভুল করলেন না তিনি! রোমাঞ্চ সঙ্গী করে মাঠ ছাড়ল টাইগাররা।অথচ গ্যাবার গ্যালারিতে ঢোকার আগে যেন মাটিতে পা পড়ছিল না তাদের। হাসিমুখে গলা ছেড়ে জিম্বাবুয়ের সমর্থকরা বলে যাচ্ছিলেন, বাংলাদেশকে উড়িয়েই দেবে তাদের দল। আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মাথাটাই যেন এলোমেলো হয়ে গিয়েছিল দলটির। বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে যেন হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া। উড়তে থাকা সেই দলটাকেই মাটিতে নামিয়ে এনেছেন সাকিব আল হাসানরা। শেষ ওভারের রুদ্ধশ্বাসে ম্যাচটা জিতে নিল বাংলাদেশ। চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দুটি জয় নিয়ে সেমির পথে এগিয়ে গেল দল। অবশ্য সামনে কঠিন দুই প্রতিপক্ষ ভারত-পাকিস্তান!হোবার্টের ম্যাচের কথাটাই যেন মনে করিয়ে দিচ্ছিলেন তাসকিন আহমেদ। যেখানে শুরুতেই নেদারল্যান্ডসের দুই উইকেট তুলে নিয়ে জয়ের পথটা তৈরি করে দিয়েছিলেন। এবারও শুরুতেই তার জোড়া আঘাত। এরপর মুস্তাফিজুর রহমানও খোলস ভেঙে যখন বেরিয়ে তখন টাইগারদের আটকায় কে? ষষ্ঠ ওভারে দ্য ফিজ জোড়া উইকেট নিয়ে ম্যাচটা হয়ে যায় বাংলাদেশেরই।তাসকিন আহমেদ প্রথম ওভারেই তুলে নেন উইকেট। বিস্ময়কর হলেও সত্য চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে নিজের প্রথম ওভারে উইকেট শিকার করলেন তাসকিন। এই পেসার রোববার ফেরান জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে। তৃতীয় ওভারে এসে ইনফর্ম এই পেসার ফেরান ক্রেইগ আরভিনকে। তার ওভারের চার নম্বরে বলে আরভিন ওয়াইড লাইনের কাছ দিয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালান, ব্যস বল ব্যাট ছুঁইয়ে জমা পড়ে নুরুল হাসান সোহানের গ্লাভসে।তারপর মুস্তাফিজ ম্যাজিক। নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজ। তবে বল হাতে মন্দ ছিলেন না। এবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেকে ফের ফিরে পেলেন কাটার মাস্টার। এক ওভারেই তুলেন ২ উইকেট। মিল্টন শুম্বাকে দিয়ে শুরু। এবার সিকান্দার রাজাকে পথ দেখিয়ে স্বস্তি এনে দেন গ্যালারিতে।পাওয়ার প্লেতে বাংলাদেশ দারুণ সফল। ৬ ওভার শেষে ৩৬ রান দিয়ে দল তুলে নেয় জিম্বাবুয়ের ৪ উইকেট। এরপর সে চাপটা জিম্বাবুয়ের ওপর শেষ পর্যন্ত ধরে রেখেছে বাংলাদেশ। তার পরই শেষ ওভারের নাটক। তবে দিনশেষে হাসিমুখটা বাংলাদেশেরই। এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতির হলেও শেষটাতে কিছুটা লড়েছে বাংলাদেশ দল। প্রথম ১০ ওভারে ৬৩, শেষ ১০ ওভারে ৮৭। তার পথ ধরেই ঠিক দেড়শ বাংলাদেশের। অবশ্য খোলস ছেড়ে বেরিয়ে আসা নাজমুল হোসেন শান্ত না লড়লে বিপাকেই পড়ে যেতো বাংলাদেশ। লড়েছেন সাকিব আল হাসানও। তাদের ব্যাটেই ভাল একটা ভিত পেয়েছে দল। তবে অন্যরা আরেকটু সঙ্গ দিতে পারলে স্কোরটা আরও বড় হতে পারতো। কিন্তু জিম্বাবুয়ে সেই সুযোগ দেয়নি। তাদের বোলিং ছিল বেশ আটসাটো। কিন্তু ফিল্ডিংয়ে ক্যাচ ছাড়ায় স্বস্তি পেয়েছেন গ্যাবায় হাজির বাংলাদেশের দর্শকরা। কিন্তু সেসব আর কাজে লাগাতে পারেননি টাইগার ব্যাটসম্যানরা।তার আগে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। কোন রান না করেই সাজঘরের পথ ধরে বিশ্বকাপের ঠিক আগে দলে আসা সৌম্য সরকার। এমন বিদায়ে অনাকাঙ্ক্ষিত একটা রেকর্ডের পথেও আছেন সৌম্য। এনিয়ে টি-টোয়েন্টিতে ১১ বার শূন্যতে আউট হলেন বাংলাদেশের এই ব্যাটার। তার চেয়ে বেশি ১২ বার আউট হয়ে দুঃস্বপ্নের রেকর্ডটা দখলে কেভিন ও'ব্রায়েনের।ফর্ম ধরে রাখার ইঙ্গি দিয়েই শুরুটা হয়েছিল লিটন দাসের। চার মেরে বুঝিয়ে দেন কিছু করতে চান তিনি। কিন্তু তেমন কিছুই করা হলো না এদিন। ব্লেসিং মুজারাবানির বলে স্কুপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ তুলে দেন। শেষ হয় তার শান্তর সঙ্গে ২৩ বলের ২২ রানের জুটি। ১২ বলে ১৪ তুলে আউট লিটন।পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩২ রান তুলতে পারে বাংলাদেশ। হারায় দুই উইকেট। এখানেই বড় পুঁজির সম্ভাবনাটা ধাক্কা খায়। তারপর পথ দেখালেন শান্ত-সাকিব। দুই বাঁহাতি জিম্বাবুয়ের বোলারদের বেশ শাসন করলেন। গ্যাবার উইকেটে বেশ লড়লেন দু'জন। তবে শন উইলিয়ামস ভয়ঙ্কর হয়ে উঠা এই জুটির সর্বনাশ করে দেন। উইলিয়ামসকে ছক্কা হাঁকাতে গিয়ে ভুল করে বসেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের টাইমিংটা ঠিকঠাক হয়নি। বল উঁচুতে উঠে জমা হয় ব্লেসিং মুজারাবানির হাতে। ৪৪ বলে ৫৪ রানের এই জুটিই ম্যাচে বাংলাদেশের সেরা।সাকিব ২০ বলে এক চারে ২৩ রান তুলে ধরেন সাজঘরের পথ সাকিব। তবে নাজমুল হোসেন শান্ত হাফসেঞ্চুরি তুলে নেন। টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পেলেন বিশ্বকাপের বড় মঞ্চে। অনেক সমালোচনা সয়ে তাকে দলে রাখা নির্বাচকরা নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন শান্তর ৪৫ বলের ফিফটিতে।তিন ম্যাচ খেলে ফেললেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ফিফটি। আর টি-টোয়েন্টিতে ১১ ম্যাচ পর বাংলাদেশের কোনো ওপেনার তুললেন হাফসেঞ্চুরি। সবশেষ গত ৩১ জুলাইয়ে জিম্বাবুয়েকে পেয়েই ৫৬ রান করেন লিটন।নিজের সেরা ইনিংস খেলার ম্যাচে শান্ত এক ১ ছক্কা ও ৭ চারে ৫৫ বলে তুলেন ৭১ রান। আফিফ থামেন ১৯ বলে ২৯ রানে। মেহেদী হাসান মিরাজের যায়গায় খেলতে নামা ইয়াসির আলি রাব্বী ১ বলে ১। গ্যাবার টি-টোয়েন্টি আদর্শ উইকেটে পুঁজিটা অবশ্য কম ছিল না সেটি তো দুপুর গড়াতেই প্রমাণ হয়ে গেল!জিম্বাবুয়ের সঙ্গে ২৫ বছর ধরে খেললেও মজার ব্যাপার হলো বিশ্বকাপে এবারই প্রথম দেখা। আরও একটা প্রথম সঙ্গী হলো বাংলাদেশের। ব্রিসবেনের গ্যাবায় প্রথম ম্যাচ খেলতে নেমেই হাসিমুখ। এবার অ্যাডিলেড মিশন। যেখানে অপেক্ষায় ভারত-পাকিস্তান। জায়ান্ট বধ করতেই পারলেই খুলে যাবে বিশ্বকাপের সেমি-ফাইনালের দরজা!
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে ঝড় তুলেছিলেন শাকিরা। এক গান দিয়ে রাতারাতি সারা দুনিয়ার তরুণদের তারকা হয়ে ওঠেন এই লাতিন গায়িকা। তাঁর গান আর নাচের ছন্দে যেন ভিন্নমাত্রা পেয়েছিল বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। এরপর কেটে গেছে এক যুগ। মাঝে দুবার বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হলেও ‘ওয়াকা ওয়াকা’র মতো স্মরণযোগ্য কিছু আর কেউ উপহার দিতে পারেনি। শাকিরা–ভক্তদের জন্য সুখবর ১২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন তিনি। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন তিনি।চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না গায়িকার। স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে বিচ্ছেদ, কর ফাঁকির মামলা—বারবার খবরের শিরোনাম হয়েছেন শাকিরা। সেখান থেকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করে নিশ্চিতভাবেই ছন্দে ফিরতে চাইবেন তিনি। তবে কেবল শাকিরাই নন, স্প্যানিশ দৈনিক মার্কার খবর বিশ্বকাপের উদ্বোধনীতে আল বাইত স্টেডিয়ামে আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা দুয়া লিপা এবং এই সময়ের অন্যতম আলোচিত কোরীয় ব্র্যান্ড বিটিএস। যদিও ফিফা অথবা শিল্পীদের পক্ষ থেকে এ খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দুই তারকা শিল্পীর পারফরম্যান্সের প্রায় সবকিছুই চূড়ান্ত। বিটিএস বিশ্বকাপের মতো বড় মঞ্চে গাইলে এশীয় ব্যান্ড দলটির জন্য সেটা হবে এক অনন্য অর্জন।১৯৬২ সালে, চিলি বিশ্বকাপ দিয়ে শুরু হয় বিশ্বকাপের উদ্বোধনীতে থিম সিংয়ের চল। সেবার পারফর্ম করেছিল চিলির ব্যান্ড লস র্যাম্বলার্স ও আর্জেন্টিনার গায়ক হরগে রগাস। এরপর থেকে নিয়মিত বিশ্বকাপের থিম সং থাকলেও সম্ভবত সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় রিকি মার্টিনের ‘দা কাপ অব লাইফ’।
নিজস্ব প্রতিবেদক । ১৮ অক্টোবর ২০২২