খেলা


ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়, সাকিবের লড়াইয়ের পরও বড় হার

ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশের বিদায়, সাকিবের লড়াইয়ের পরও বড় হার

টানা দুই হারে ফাইনালে যেতে না পারার শঙ্কাটা প্রবলই ছিল। তবে কাগজে কলমে একটা সম্ভাবনা টিকে ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানের বিশাল হারে সেই সম্ভাবনাটাও শেষ হয়ে গেছে বাংলাদেশের। তাসমান সাগরপাড়ে ত্রিদেশীয় সিরিজ থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আজ বুধবার টসে জেতে। অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডকে। তবে তার এই সিদ্ধান্ত যে মোটেও ঠিক ছিল না, স্বাগতিকরা যেন প্রমাণ করে চলেছে সেটাই। ইনিংসের শুরু থেকে চড়াও হয়েছিল বাংলাদেশের ওপর। পঞ্চম ওভারে শরিফুল ইসলাম ফিন অ্যালেনকে বিদায় করলেও পাওয়ারপ্লেতে দলটি তুলে ফেলে ৫৪ রান। নিউজিল্যান্ডের বড় রানের সোপানটা গড়া হয়ে যায় তখনই। মাঝের ওভারেও নিউজিল্যান্ডের রান রেট কমেনি একটু। দশ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৮৭। পরের ওভারে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। মার্টিন গাপটিলের সঙ্গে ডেভন কনওয়ের জুটিটা গিয়ে থামে ইনিংসের ১৪তম ওভারে। গাপটিলকে ফেরান এবাদত হোসেন। এরপর ফিফটি করেন কনওয়ে। তাকে সাইফউদ্দিন ফেরান ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে। দুই বলের বিরতিতে মার্ক চ্যাপম্যানকেও ফেরান তিনি। তাতে ১৬৩ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে অবশ্য রান পাহাড়ে চাপা পড়ার শঙ্কা একটুও কমেনি বাংলাদেশের।বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল রানের সংগ্রহটা এরপর নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৪ বলে তিনি খেলেন ৬০ রানের ইনিংস। তাতেই নিউজিল্যান্ড ২০ ওভার শেষে তুলে ফেলে ২০৮ রান।বড় লক্ষ্য তাড়া করতে নামলে শুরুটা ভালো হতে হয়। তবে সফরকারীরা সে ভালো শুরুটা পায়নি। ওপেনার নাজমুল হোসেন শান্ত শুরু থেকেই ছিলেন নড়বড়ে। দু’বার ‘জীবন’ পেয়েও ঠিক কাজে লাগাতে পারেননি সুযোগটা। ১১ বলে ১২ রান করে ফিরেছেন তিনি।বাজে শুরুর পর নাজমুল হোসেন শান্ত যখন ফিরছেন, বাংলাদেশের রান তখনো পড়ে আছে ২৪-এ, ওভার চলে গেছে ৩.৩টি। এরপর সৌম্য সরকারকে সঙ্গী হিসেবে পান ওপেনার লিটন। মিলনের সেই ওভারে একটা চার মারেন তিনি।টিম সাউদির করা এরপরের ওভারে একটা ছক্কা হাঁকান তিনি। তাতে দারুণ কিছুর আভাসও দিচ্ছিলেন বৈকি! পাওয়ারপ্লের শেষ ওভারে তিনি বিদায় নেন মাইকেল ব্রেসওয়েলকে লং অনের ওপর দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে। ৪৭ রানে দ্বিতীয় উইকেট খোয়ায় বাংলাদেশ।এরপর সাকিব আল হাসানকে সঙ্গী হিসেবে পান সৌম্য। শুরুটা ভালো ছিল না তার। ১০ বল পর্যন্ত ছিলেন নিজের ছায়া হয়েই। এরপরই তিনি হাত খুলতে শুরু করেন। মাইকেল ব্রেসওয়েলের করা ইনিংসের অষ্টম ওভারে হাঁকান দুটো চার, ইশ সোধির পরের ওভারে আরও একটা।তবে অ্যাডাম মিলনের করা ইনিংসের ১০ম ওভারে ছন্দপতন ঘটে তার। তিনিও উইকেট ছুঁড়ে দিয়ে আসেন লিটনের মতোই হাফ-হার্টেড এক শটে, ক্যাচ দেন লং অনে। ১০ ওভার শেষে ৯০ রান তুলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। পরের লড়াইটা সাকিব একাই লড়েছেন। ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার মিছিল দেখেছেন। তার মধ্যেই তুলে নিয়েছেন নিজের ফিফটি। সৌম্য যখন বিদায় নিচ্ছেন, সাকিবের রান তখন ১৫ বলে ২৬ আর দলের রান ছিল ১০ ওভার শেষে ৯০। ১৯তম ওভারে যখন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাকিব ফিরছেন, তখন তার রান ৪৪ বলে ৭০, আর দলের রান মোটে ১৫৩। যার মানে দাঁড়াচ্ছে পরের ৮.২ ওভারে সাকিব খেলেছেন ২৯ বল, রান তুলেছেন ৪৬। আর বাকিরা ২১ বল খেলে তুলেছেন ১৭ রান। শেষ পাঁচ ব্যাটার মিলে ৩১ বল খেলে তুলেছেন ২৪ রান। সাকিবের নিঃসঙ্গ লড়াইটা পরিষ্কার হয়ে গেছে এখানেই। বাংলাদেশও ম্যাচটা হেরেছে অবধারিতভাবে। ৪৮ রানের এই হারে ত্রিদেশীয় সিরিজ থেকেও বিদায় নিল সাকিবের দল।

নিজস্ব প্রতিবেদক । ১২ অক্টোবর ২০২২


রোনালদোর ‘৭০০’ গোল উদ্‌যাপন সতীর্থদের সাথে

রোনালদোর ‘৭০০’ গোল উদ্‌যাপন সতীর্থদের সাথে

এক গোলে দৃশ্যপটের কতটা পরিবর্তন! এই তো কয়েক দিন আগেও যে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এত সমালোচনা হলো, সেই রোনালদোই এখন উৎসবের উপলক্ষ। রোববার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচে গোল করে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এ মাইলফলকে পৌঁছানো সতীর্থকে নিয়ে উৎসবে মেতে উঠেছেন তাঁর ইউনাইটেড সতীর্থরা।প্রথমে ক্লাবের পক্ষ থেকে রোনালদোকে উপহার দেওয়া হয়েছে পেছনে ৭০০ লেখা একটি জার্সি। সেই জার্সি নিয়ে ক্লাবের সব সতীর্থের সঙ্গে ছবি তুলেছেন রোনালদো। ক্লাবের সবার পক্ষ থেকে ক্লাবের অফিশিয়াল টুইটারে অভিনন্দন জানানো হয়েছে পর্তুগিজ উইঙ্গারকে। এর আগে রোনোলদো টুইট করে লিখেছেন, ‘আমরা সবাই মিলে কী অসাধারণ এক কীর্তিই না অর্জন করেছি! সব সতীর্থ, কোচ, ক্লাব, পরিবার ও বন্ধু এবং অবশ্যই আমার ভক্তদের ধন্যবাদ।’সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রাফিকসে রোনালদো তাঁর খেলা চার ক্লাবকেই স্মরণ করেছেন। রোনালদোর পেশাদার ফুটবলের শুরু নিজের দেশের ক্লাব স্পোর্তিং, সেই ক্লাবের হয়ে করেছেন মাত্র ৫ গোল।এরপর ইউনাইটেডে প্রথম দফায় ১১৮ গোল আর চলমান দ্বিতীয় দফায় এ নিয়ে ২৬ গোল। ক্লাব ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বেশি গোল রিয়াল মাদ্রিদের হয়ে, ৪৫০টি। ইউনাইটেডে দ্বিতীয় দফায় খেলতে আসার আগে জুভেন্টাসের জার্সিতে করেছেন ১০১ গোল।যে দলের বিপক্ষে রোনালদো ৭০০তম গোল করেছেন, সেই এভারটনের কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড রিয়াল মাদ্রিদের সাবেক তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন। ল্যাম্পার্ড বলেছেন, ‘এটা অসাধারণ। সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। আমরা এই যুগে রোনালদো-মেসি দুজনকেই পেয়েছি। এরা দুজনই ফুটবলের ইতিহাসের সেরা।’ ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোল করার তালিকায় রোনালদোর ঠিক পেছনেই আছেন মেসি। আর্জেন্টাইন এই তারকার গোল ৬৯১টি।

নিজস্ব প্রতিবেদক । ১১ অক্টোবর ২০২২


অভিষেকেই হ্যাটট্রিক তৃষ্ণার

অভিষেকেই হ্যাটট্রিক তৃষ্ণার

৬ষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বল। বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা তিনটা বলই ফেললেন এক জায়গায়। লেন্থ থেকে ভেতরে ঢোকা বল মিস করলেন ব্যাটাররা। তিন বলেই কাবু তিন ব্যাটার। অভিষেকেই হ্যাটট্রিকের কীর্তি গড়লেন তৃষ্ণা।৬ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মালয়েশিয়ার অধিনায়ক উইনফ্রেড দুরাইসিঙ্গামকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু তৃষ্ণার। পরের বলে একইভাবে তিনি ছাঁটেন মাস ইলিয়াকে। মাস লাইন মিস করে হন এলবিডব্লিউ। হ্যাটট্রিক বলটাও একই জায়গায় রাখেন তৃষ্ণা। ব্যাটার মাহিরাহ ইসমাইলও খুঁজে পাননি উত্তর। তার স্টাম্প উড়ে যায়। হ্যাটট্রিকের আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন তিনি।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোন বোলারের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৮ সালে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের এশিয়া কাপে বাংলাদেশ করে ১২৯ রান। জবাবে তৃষ্ণার তোপে ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে মালয়েশিয়া।গত বছর ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে ৬ উউকেট নিয়ে আলোচনায় আসেন তৃষ্ণা। বাঁহাতি পেসার হওয়ায় বাড়তি একটা সুবিধা ছিল তার। ডানহাতি ব্যাটারদের বেলায় বল ভেতরে ঢোকানোর দক্ষতা থাকায় জাতীয় দলে ডাক পড়তে দেরি হয়নি। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেক তৃষ্ণার। এরপর খেলেছেন ৫ ম্যাচ। টি-টোয়ন্টি স্কোয়াডে একাধিকবার থাকলেও ম্যাচ পাচ্ছিলেন না তিনি। সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ বাছাইপর্বে জাহানারা আলমের জায়গায় ডাক পেয়েছিলেন, একাদশে সুযোগ মেলেনি। এবার এশিয়া কাপেও প্রথম দুই ম্যাচ থাকতে হয় বাইরে। মালয়েশিয়ার বিপক্ষে তাকে সুযোগ দিয়ে বাজিমাত করল টিম ম্যানেজমেন্ট।

নিজস্ব প্রতিবেদক । ০৬ অক্টোবর ২০২২


সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান-ইংল্যান্ড

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে পাকিস্তান-ইংল্যান্ড

১৭ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো সিরিজ খেলতে আসে ইংল্যান্ড ক্রিকেট দল। আর এসেই সিরিজ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইংলিশরা। পাকিস্তানের বিপক্ষে সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ বাকি থাকতে দুই দলই ৩-৩ সমতায় রয়েছে।আজ (২ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। আজ যে দল জিতবে তারাই প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে।কারণ, ২০০৫ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে ইংলিশরা তো খেলতেই আসেনি। আর সেই সময়ে টি-টোয়েন্টি ছিল ভবিষ্যতের অপেক্ষায়। যদিও এরমধ্যে দুই দলের মধ্যকার সিরিজে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ইংলিশরা। পাকিস্তানের দুই সিরিজ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ৪টিতে।কেবল সিরিজ নয় দুই দলের মধ্যকার ২৭ সাক্ষাতে ১৬টিতে জিতে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ইংলিশরা। বিপরীতে পাকিস্তানিরা জিতেছে ৯ টি-টোয়েন্টি।যদিও এই সিরিজে দুই দলই আছে সমান সমান অবস্থানে। দুই দলই এই সিরিজে ব্যাট-বল দুই ক্ষেত্রেই নিজেদের আধিপত্য দেখিয়েছে। যদিও শেষ ম্যাচে মাঠে নামার আগে কিছুটা ব্যাকফুটে আছে পাকিস্তানিরা। দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী শারীরিক অসুস্থতার জন্য ছিটকে গেছেন।সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন/ আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মঈন আলী (অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।

নিজস্ব প্রতিবেদক । ০২ অক্টোবর ২০২২


ইন্দোনেশিয়ায় ফুটবল খেলায় সংঘর্ষে ১৭৪ জন নিহত

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলায় সংঘর্ষে ১৭৪ জন নিহত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ফুটবল ম্যাচগুলোর নিরাপত্তাব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। পূর্ব জাভা প্রদেশের একটি স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলনের ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানির পর আজ রোববার এ নির্দেশ দেওয়া হয়েছে। পদদলনের ঘটনায় এ পর্যন্ত ১৭৪ জন নিহত ও ১৪০ জন আহত হয়েছেন। খবর রয়টার্স ও বিবিসির।গতকাল শনিবার রাতে মালাং শহরের কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩-২ গোলে হারায় পেরসেবায়া। ইন্দোনেশিয়া পুলিশ বলছে, হারের পর স্টেডিয়ামে থাকা আরেমার দর্শকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাঁদের থামাতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এতে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় হুড়োহুড়িতে অনেকেই পদদলনে নিহত হন।আজ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির সকার অ্যাসোসিয়েশনকে বলেছেন তারা যেন এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লিগা ওয়ান ম্যাচগুলো স্থগিত রাখে। গতকালের ঘটনাটিই যেন দেশের ‘সবশেষ ফুটবল ট্র্যাজেডি’ হয় তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।ইন্দোনেশিয়ার প্রধান নিরাপত্তামন্ত্রী মাহফুদ এমডি বলেছেন, গতকাল রাতে ওই স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৩৮ হাজার। তবে গতকাল সেখানে ৪২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফিফা বলছে, খেলার ম্যাচগুলোতে পুলিশের ‘ভিড় নিয়ন্ত্রণ গ্যাস’ ব্যবহার করা উচিত নয়। ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) বলেছে, তারা তদন্ত শুরু করেছে। ঘটনাটি ‘ইন্দোনেশীয় ফুটবলের ভাবমূর্তি বিবর্ণ’ করেছে।ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচগুলোতে সহিংসতার ঘটনা নতুন কিছু নয়। আরেমা এফসি এবং পেরসেবায়া সুরাবায়াও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী।

নিজস্ব প্রতিবেদক । ০২ অক্টোবর ২০২২


৬ বছর পর সিপিএল চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

৬ বছর পর সিপিএল চ্যাম্পিয়ন জ্যামাইকা তালাওয়াশ

আইপিএলের সর্বশেষ আসরে ফাইনাল খেলেছে রাজস্থান রয়্যালস। শিরোপা জিততে পারেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) একই ভাগ্য বরণ করতে হলো রয়্যালস পরিবারের আরেকেটি দলের। আজ সিপিএলের ফাইনালে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৮ উইকেটে হেরে শিরোপা জিততে পারেনি বার্বাডোজ রয়্যালস। ২০১৬ সালের পর এই প্রথম সিপিএলের শিরোপা জিতল জ্যামাইকা তালাওয়াশ।ফাইনালের আগে ১১ ম্যাচে মাত্র ২ বার হারা বার্বাডোজ ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটাও হয় দুর্দান্ত। রাকিম কর্নওয়াল ও কাইল মেয়ার্স প্রথম উইকেটে ৩৫ বলে ৬৩ রানের জুটি গড়েন। ৩৬ রানে ফেরেন কর্নওয়াল আর মেয়ার্স ফেরেন ২৯ রানে। তিনে ব্যাট করা আজম খান তুলে নেন অর্ধশতক। ৪০ বলে করেন ৫১ রান। টপ অর্ডারের এই তিন ব্যাটসম্যানকে ফেরান ফাবিয়েন অ্যালেন। শেষ পর্যন্ত ২০ ওভার ১৬১ রানে থেমেছে বার্বাডোজের ইনিংস।নতুন বলে জামাইকার প্রধান ‘অস্ত্র’ ছিলেন মোহাম্মদ আমির। টুর্নামেন্টে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৯ উইকেট ছিল পাকিস্তানের সাবেক এই পেসারের। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে চোটে পড়েন আমির। আমিরের অনুপস্থিতিতে নতুন বলের দায়িত্ব যার কাঁধে পড়ে, সেই মিগায়েল প্রিটোরিয়াস পাওয়ার প্লেতে ২ ওভার দেন ২৪ রান। শুরুতে আমিরকে মিস করলেও, ফাবিয়েন অ্যালেন ও নিকোলসন গর্ডনের দারুণ বোলিংয়ে শেষমেশ আমিরের অনুপস্থিতি আর টের পায়নি তালাওয়াশ। ২৪ রানে ৩ উইকেট নেন অ্যালেন। গর্ডনের শিকার ৩৩ রানে ৩ উইকেট।বার্বাডোজকে বল হাতে শুরুতেই উইকেট এনে দিয়েছিলেন কাইল মেয়ার্স। রানের খাতা খোলার আগেই ফিরিয়েছেন কেনার লুইসকে।যদিও ১৬২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে জিততে অসুবিধা তালাওয়াশের। ব্রেন্ডন কিংয়ের ৫০ বলে ৮৩ রানের ইনিংসে ২৩ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় জ্যামাইকা তালাওয়াশ। শামারা ব্রুকস করেন ৩৩ বলে ৪৭ রান। ব্রেন্ডন কিং ফাইনালে ৮৩ রানের ইনিংস খেলার পরও ম্যাচসেরা হন ২৪ রানে ৩ উইকেট নেওয়া অ্যালেন। টুর্নামেন্টসেরা ব্রেন্ডন কিং।

নিজস্ব প্রতিবেদক । ০১ অক্টোবর ২০২২


বিশ্বরেকর্ড গড়তে চলেছে আর্জেন্টিনা

বিশ্বরেকর্ড গড়তে চলেছে আর্জেন্টিনা

ইকুয়েডরের সঙ্গে স্বাগতিক কাতারের ম্যাচ দিয়ে আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। এর দুদিন পরেই সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।আর ওই ম্যাচে জিতলেই বিশ্বরেকর্ড ছোঁয়া হয়ে যাবে আলবিসেলেস্তেদের। আর দ্বিতীয় ম্যাচে রেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে আর্জেন্টিনা।তবে তার আগে ১৬ নভেম্বর আবুধাবিতে অনুষ্ঠিতব্য আরব আমিরাতের বিপক্ষে জয় পেতে হবে মেসিদের। এটি জিতলে টানা সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা। এ রেকর্ডের বর্তমান মালিক রবের্ত মানচিনির ইতালি। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজিত ছিলেন দ্য ব্লুজরা। এই ৩১ ম্যাচের মধ্যে তারা জয় পায় ৩০ ম্যাচে, ড্র হয় সাতটি। মঙ্গলবার জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে টানা ৩৫ ম্যাচ জয়ে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা। সমান ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নজির রয়েছে আলজেরিয়া, স্পেন ও ব্রাজিলের।এবার এ তিন দেশকে ছাড়িয়ে যাওয়ার মিশনে আবুধাবির মাঠে নামবেন স্কালোনির শিষ্যরা। সে ম্যাচ জিতে টানা ৩৬ জয় পাবে নীল-সাদা জার্সির দল।আর কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলেই টানা ৩৭ জয়ে ইতালিকে ছুঁয়ে বিশ্বরেকর্ডে ভাগ বসাতে পারবে আর্জেন্টিনা। পরের ম্যাচে মেক্সিকোকে হারাতে পারলে বিশ্বরেকর্ডটি এককভাবে নিজেদের করে নিতে পারবে লিওনেল মেসিরা।প্রায় তিন বছর আগে ২০১৯ সালের কোপা আমেরিকায় সবশেষ পরাজয়ের স্বাদ নিয়েছিলেন মেসি-মার্টিনেজরা। কোপার সেই আসরে ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এর পর আর কোনো ম্যাচ হারেনি আলবিসেলেস্তেরা।

নিজস্ব প্রতিবেদক । ২৯ সেপ্টেম্বর ২০২২


মাঠে মেসির প্রতি ভক্তের ভালবাসা, নেইমার-রিচার্লিসন পেলেন কলা

মাঠে মেসির প্রতি ভক্তের ভালবাসা, নেইমার-রিচার্লিসন পেলেন কলা

আজ জ্যামাইকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগের দিন ফ্লুতে ভুগছিলেন, তাই শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে ম্যাচের ৫৬তম মিনিটে মাঠে নেমে তিনি করেছেন জোড়া গোল। আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে তিনবার ভক্তবিড়ম্বনার শিকার হয়েছেন মেসি। জ্যামাইকার বিপক্ষে ম্যাচে নিরাপত্তাবলয় ভেদ করে তিনবার তিন মেসিভক্ত মাঠে ঢোকে।এ জন্য নিউ জার্সির রেড বুলস অ্যারেনার নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ভক্তদের এমন কাণ্ডে খেলাও বন্ধ থাকে কিছুক্ষণ। মেসির অটোগ্রাফ, সেলফি কিংবা একটু স্পর্শ করাই ছিল ভক্তদের উদ্দেশ্য। এদিকে মেসিদের মতো প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিলও। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পার্ক দেস প্রিন্সেসে ৫-১ গোলে জয় পেয়েছে সেলেসাওরা।ম্যাচে জোড়া গোল করেছেন রাফিনহা। অন্য দুটি গোল এসেছে রিচার্লিসন ও নেইমারের পা থেকে। তবে এই ম্যাচে দর্শকদের ভালোবাসার পরিবর্তে ‘কলা’ পেয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রিচার্লিসন। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের ১৯তম মিনিটে গোলটি করেন রিচার্লিসন। গোলের পর মাঠের ডান দিকের কোনায় উদযাপনের সময় তাকে কলা ছুড়ে মারে এক দর্শক।কলাটি লাথি মেরে মাঠ থেকে ফেলে দেন ফ্রেড। কিন্তু তাতে ক্ষান্ত হয়নি সমর্থকরা। এরপর কলার সঙ্গে আরো কিছু ছুড়ে মারতে থাকে তারা। ঘটনা শেষ হয়নি এখানেও। রাফিনহার করা তৃতীয় গোলেও একই ঘটনা ঘটে। তখন কলাটি কুড়িয়ে রেফারিকে দেন এই বার্সা তারকা। এমনকি নেইমারের পেনাল্টি শট নেওয়ার সময়ও ঘটে।এ ঘটনায় এক বিবৃতি দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ), ‘দুর্ভাগ্যবশত, গোলের পরে দ্বিতীয় ব্রাজিলিয়ান গোলদাতা রিচার্লিসনের দিকে একটি কলা ছুড়ে দেওয়া হয়েছিল। সিবিএফ বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী অবস্থান নিয়েছে এবং যেকোনো পক্ষপাতমূলক কাণ্ডকে প্রত্যাখ্যান করে।’

নিজস্ব প্রতিবেদক । ২৮ সেপ্টেম্বর ২০২২


মেসির জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার

মেসির জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার

ফ্লুতে আক্রান্ত হওয়ার পর লিওনেল মেসি পুরো ফিট না থাকায় জায়গা পেলেন বেঞ্চে। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পাওয়া হুলিয়ান আলভারেজ লক্ষ্যভেদ করতে বেশি সময় নিলেন না। রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মহাতারকা নামলেন বিরতির পর। শেষদিকে পায়ের জাদুতে নিজের সামর্থ্যের ছাপ রাখলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে জ্যামাইকাকে উড়িয়ে দিল লিওনেল স্কালোনির শিষ্যরা।বুধবার যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেড বুল অ্যারেনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আলভারেজ তাদেরকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন মেসি। এই জয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নিজস্ব প্রতিবেদক । ২৮ সেপ্টেম্বর ২০২২


কাল আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল!

কাল আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল!

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া ভোর ৬টায় নিউ জার্সির মিয়ামি স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, ফ্লু-তে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেসি। যে কারণে জ্যামাইকার বিপক্ষে ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে। এর আগে চলতি আন্তর্জাতিক বিরতির প্রথম প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেন মেসি। একটি গোল করেন লাউতারো মার্টিনেজ। হন্ডুরাসের বিপক্ষে জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা।তবে মেসির খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ লিওনেল স্ক্যালোনি। জানা গেছে, সেরা ফুটবলারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে তারা। শেষ পর্যন্ত যদি মেসি খেলতে নাই পারেন তাহলে তার জায়গায় খেলবেন হুলিয়ান আলভারেজ।ফিফা আন্তর্জাতিক বিরতিতে এটি শেষ ম্যাচ হলেও বিশ্বকাপের আগে আগামী নভেম্বরের মাঝামাঝিতে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা।এদিকে, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরও একটি ম্যাচ হাতে থাকলেও তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচটিই ব্রাজিলের জন্য শেষ প্রস্তুতির সুযোগ। এর আগে চলমান ফিফা উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে ফ্রান্সের লে হার্ভে স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হয় ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলে ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

নিজস্ব প্রতিবেদক । ২৭ সেপ্টেম্বর ২০২২


আমিরাতের বিপক্ষে আজ যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

আমিরাতের বিপক্ষে আজ যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবেন টাইগাররা। মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। দুর্বল আমিরাতের বিপক্ষে গত রাতে প্রথম ম্যাচে বলতে গেলে বেগ পেয়েই জিততে হয়েছে বাংলাদেশকে। দলের পারফরমেন্স মোটেই আশানুরুপ ছিল না। তাই দ্বিতীয় ম্যাচে পারফরমেন্সের উন্নতি ঘটানও লক্ষ্য টাইগারদের। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৮ রান তুলে বাংলাদেশ। বাজে শুরুর পরও লড়াকু পুঁজি পায় টাইগাররা। আরব আমিরাত ইনিংসের শেষ পর্যন্ত আফজাল খান ক্রিজে থাকায়, কপালে চিন্তার ভাঁজ ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত ঘাম ঝড়িয়ে জিততে হয়েছে বাংলাদেশকে।ম্যাচটিতে ফিল্ডিংয়ের সমস্যাটা ভলোভাবে আবারও ফুটে ওঠে। ক্যাচ ড্রপ, ফিল্ডিং মিস বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয়। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত/সাব্বির রহমান, আফিফ হোসেন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ/হাসান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক । ২৭ সেপ্টেম্বর ২০২২


মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে দর্শক ছিল ৬০ হাজারের বেশি। তাঁদের তৃপ্তির ঢেঁকুর তুলে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন লিওনেল মেসি। নিজে করেছেন জোড়া গোল, তার মধ্যে শেষটি চোখে লেগে থাকবে অনেক দিন। আর আর্জেন্টিনাও অপরাজিত থাকার ধারায় আছে। কাতার বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টাইন সমর্থকদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কী হতে পারে!এই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। হার্ড রক স্টেডিয়ামে ৬৪ হাজার ৪২০ দর্শক যে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮০তম মধ্য আমেরিকার এই দেশের খেলা দেখতে যাননি, তা বলাই বাহুল্য। সেই মেসিই মূল আকর্ষণ, সঙ্গে বাকিরা। হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে মেসির জোড়া গোল—এতটুকুতেই বোঝা যায়, তৃপ্তি মিটেছে দর্শকদের।আর্জেন্টিনার আক্রমণে মেসি যেমন নেতৃত্ব দিয়েছেন, তেমনি ম্যাচে তারা এগিয়েও যায় পিএসজি তারকার একটি মুভ থেকে। ১৬ মিনিটে মেসির দুর্দান্ত পাসে বাঁ প্রান্তে আনমার্কড হয়ে পড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপু গোমেজ। তাঁর ক্রস থেকে গোল করেন লওতারো মার্তিনেজ। হন্ডুরাস ধারে ও ভারে পিছিয়ে থাকলেও হাল ছাড়েনি। চড়াও হয়ে খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টিটা হজম করতে হয় এমন খেলার জন্যই। নিজেদের বক্সে আর্জেন্টাইন জিওভান্নি লো সেলসোর জার্সি টেনে ধরে পেনাল্টি হজম করেন হন্ডুরাসের ডিফেন্ডার মার্সেলো স্যান্টোস। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন মেসি।দ্বিতীয়ার্ধে বদলি হয়ে নামা এনজো ফার্নান্দেজ বাঁ প্রান্ত থেকে বক্সের মুখে পাস বাড়ান মেসির প্রতি। আর্জেন্টাইন তারকা বক্সের বাইরে থেকে বলে এমনভাবে কিক নিলেন যে পুরোপুরি ‘চিপ’ বলা যায় না আবার চিপের মতোই—বাঁ পাকে চামচের মতো ব্যবহার করে বলটা এমনভাবে তুললেন যে হন্ডুরাস গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে!আর্জেন্টিনা এই নিয়ে ৩৪ ম্যাচ অপরাজিত রইল। ২০১৯ কোপা আমেরিকা সেমিফাইনালে সর্বশেষ হেরেছিল লাতিন আমেরিকার দলটি। জাতীয় দলের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চসংখ্যক ম্যাচ অপরাজিত থাকার নজির। ৩৭ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষে ইতালি। আর্জেন্টিনার হয়ে এ নিয়ে ১৬৩ ম্যাচে ৮৮ গোল করলেন মেসি। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইতিহাসে মেসিই সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে মেসি। তাঁর সামনে ৮৯ গোল করা মালয়েশিয়ার মোখতার দাহিরি, ১০৯ গোল করা ইরানের আলী দাইয়ি এবং ১১৭ গোল নিয়ে সবার ওপরে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।নিউইয়র্কে আগামী মঙ্গলবার অন্য প্রীতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

নিজস্ব প্রতিবেদক । ২৪ সেপ্টেম্বর ২০২২


কাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা!

কাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা!

আজ রাত সাড়ে ১২টায় ফ্রান্সের স্টেড ওসেন স্টেডিয়ামে ঘানার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চার দিনের মাথায় একই সময় পিএসজির মাঠ পার্ক দ্য প্রাসে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার অপেক্ষায় তিতের দল। ২০০২ সালে পর বিশ্বকাপ জেতা হয়নি আর সেলেসাওদের। বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন তিতে। ৪-২-৩-১ ফর্মেশনে ঘানার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগের পাঁচ প্লেয়ার হবেন- পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস, রাফিনহা এবং রিচার্লিশন।অপর দিকে বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় নিজেদের দুই ম্যাচের প্রথমটি খেলতে নামবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস।এখন পর্যন্ত হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ২০১৩ সালে ৩-১ ও ২০১৬ সালে ১-০ গোলে জিতেছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রায় ছয় বছর পর আবার বিশ্ব ফুটবলের তলানির দিকের দলটির মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা।হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ:এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিসান্দ্রো মার্টিনেজ, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, পাওলো ডিবালা, লউতারো মার্টিনেজ ও হোয়াকিন কোরেয়া।

নিজস্ব প্রতিবেদক । ২৩ সেপ্টেম্বর ২০২২


দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো ইংল্যান্ড

দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো ইংল্যান্ড

বাবরের রেকর্ড সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তাঁর রেকর্ড জুটিতে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় পেয়েছে পাকিস্তান। ২০০ রানের লক্ষ্যে বাবর খেললেন ৬৬ বলে ১১০ রানের ইনিংস, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়লেন ২০৩ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটি। তাতেই ১০ উইকেটের জয় পেল পাকিস্তান, সিরিজে সমতা আনলো ১-১ ব্যবধানে। রিজওয়ান অপরাজিত ছিলেন ৫১ বলে ৮৮ রানে।বাবর-রিজওয়ানের জুটি রান তাড়ায় টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল এ দুজনেরই, গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁরা গড়েছিলেন অবিচ্ছিন্ন ১৯৭ রানের জুটি। ইংল্যান্ডের বিপক্ষেও এটি রেকর্ড রান তাড়া। আর বাবর প্রথম পাকিস্তান ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন একাধিক টি-টোয়েন্টি সেঞ্চুরি। বিস্তারিত আসছে…

নিজস্ব প্রতিবেদক । ২৩ সেপ্টেম্বর ২০২২


জামালপুরে ‘মেসি’র বাড়ি' দেখতে উৎসুক জনতার ঢল

জামালপুরে ‘মেসি’র বাড়ি' দেখতে উৎসুক জনতার ঢল

ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপের দিনক্ষণ। বাড়ছে সারা বিশ্বে উত্তেজনা, উন্মাদনা, উদ্দীপনা । সবাইকে ছাড়িয়ে বাংলাদেশের সমর্থকেরা যেন সবদেশ থেকে এগিয়ে থাকে এই উন্মাদনায়।আর এ সবকিছুকেই ছাপিয়ে ভিন্নমাত্রার সংযোজন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাতনা পূর্বপাড়া গ্রামের 'নেইমার' ও 'মেসি'র দুইটি বাড়ি। এই গ্রামের বাদশা আলমের ছেলে শামীম হাসান প্রায় ২ মাস পরিশ্রম করে তার বাড়িটিকে গড়ে তুলেছেন আর্জেন্টিনা ও মেসিময় করে। ইসলামপুর সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র শামীম হাসান তার পুরো বাড়টিকে আর্জেন্টিনার পতাকার রঙে একেছেন। আর বাড়ির সামনের অংশে মেসির বিশাল আকৃতির ছবি একেছেন, আর একপাশে ম্যারাডোনার ছবি।বাড়িটি নিজেই রঙ করেছেন তিনি, আর মেসি ও ম্যারাডোনার ছবি একেছেন তার পাশের বাড়ির স্বপন মিয়া। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভীষণ ভক্ত এই সমর্থকের এই কাজের সিংহভাগের খরচ জোগাড় করেছেন তার বাড়ির পাশে করা একটি ছোট দোকানের আয় থেকে। লেখাপড়ার পাশাপাশি ঐ দোকানটি পরিচালনা করেন তিনি। তিনি বলেন, 'আমার এই বাড়িটি নিয়ে এলাকার সবার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে । তাছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ফুটবল ভক্তরা আসছেন আমাদের এই বাড়িটি দেখতে। আমি চাই মেসির মতো খেলোয়াড় আমাদের দেশে তৈরি হোক।'তিনি বলেন, 'আর্জেন্টিনার সমর্থকেরা যদি মেসির বাড়ি তৈরি করতে পারে আমরা কেন পারবো না নেইমারের বাড়ি তৈরি করতে। আমি ব্রাজিলের সমর্থকদের কথা চিন্তা করে ব্রাজিলের পতাকা রঙে আমার বাড়িটি রাঙ্গিয়েছি আর বাড়ির নাম দিয়েছি ব্রাজিল বাড়ি।'জামালপুর শহরের গেইটপাড় কদমতলা থেকে আগত ব্রাজিল সমর্থক জাহাঙ্গীর আলম বলেন, 'আমি অনেক উৎসাহ নিয়ে এখানে এসেছি এবং খুব ভালো লাগল। অনেক দূর-দূরান্তের জেলার মানুষেরা আসছে এই বাড়ি দুটো দেখতে।'

নিজস্ব প্রতিবেদক । ২১ সেপ্টেম্বর ২০২২


টি-টেন লিগে নাম লেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

টি-টেন লিগে নাম লেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবালের পর এবার টি-টেন লিগে নাম লেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।টি-টেনের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগেই নতুন করে ড্রাফটে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।সর্বশেষ এবার ড্রাফটে নাম উঠলো মুস্তাফিজের। বিষয়টি নিশ্চিত করে টি-টেন কতৃপক্ষ তাদের ফেসবুক পেজে লেখে, “ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমান্থা চামেরা, মুস্তাফিজুর রহমান, তাবরেজ শামসি, এবং টাইমাল মিলস সবাই #AbuDhabiT10 সিজন ৬ খসড়ার তালিকায় জন্য যোগ দিয়েছেন!”তামিম-মুস্তাফিজের পাশাপাশি ক্রিকেটের ছোট এই ফরম্যাটে নাম লিখিয়েছেন জেসন রয়, ডেভিড মালানের মত তারকা ক্রিকেটার। এছাড়া নাম রয়েছে রেজা হেনরিক্স কিংবা জেমস ভিন্সের মত ক্রিকেটারদের।

নিজস্ব প্রতিবেদক । ২০ সেপ্টেম্বর ২০২২


সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে ওবায়দুল কাদেরের অভিনন্দন

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে ওবায়দুল কাদেরের অভিনন্দন

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি'র অভিনন্দন'সাফ নারী চ্যাম্পিয়নশিপ' ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ নারীফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বরুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশনারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেন, বাংলাদেশের নারী ফুটবল দলের সদস্যরা অক্লান্ত পরিশ্রম ও কঠোর অনুশীলনের মাধ্যমে সাফ নারী চ্যাম্পিয়নশিপ’ ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করেছে। দীর্ঘ প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত জয়ে তারা বাংলাদেশের ফুটবলকে অগ্রযাত্রার নতুন সোপানে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দল হয়ে উঠেছে ক্রীড়া নৈপুণ্যের এক অনবদ্য প্রতীক।তাদের হার না মানা লড়াকু মানসিকতা নতুন প্রজন্মের মধ্যে অদম্য অনুপ্রেরণা সৃষ্টি করবে। এই বিজয় আগামী প্রজন্মের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে- ফুটবলকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয়ে আবদ্ধ শক্তিশালী মানসিকতাসম্পন্ন খেলোয়াড় সৃষ্টিতে সহায়ক হবে। সাফ নারী চ্যাম্পিয়নশিপ-এর অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য ও অব্যাহত জয়যাত্রা প্রত্যাশা করি। ফুটবলসহ ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রেই এগিয়ে যাক বাংলাদেশ।তিনি বলেন, বাঙালির বিশ্বজয়ের স্বপ্নসারথি সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার ক্রীড়াবান্ধব সরকার। ক্রীড়াবান্ধৰ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ কর্মপরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বে দেশের অন্যান্য খাতের মতো ক্রাড়ীঙ্গনের উন্নয়নেও বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমান সরকার। তারই একটি অনন্য স্মারক বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্য। বাংলাদেশ নারী ফুটবল দলের এই সাফল্যের অন্তর্নিহিত উৎস হলো বর্তমান সরকারের গৃহীত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট আয়োজন। যার মাধ্যমে সারাদেশে মেধাবী খেলোয়াড়দের যোগ্যতা প্রমাণের সুযোগ সম্প্রসারিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক । ১৯ সেপ্টেম্বর ২০২২


সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে আদম তামিজির অভিনন্দন

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে আদম তামিজির অভিনন্দন

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক আদম তমিজি হক। সারাদেশকে জয়ের উচ্ছ্বাসে ভাসানোর জন্য আদম তমিজি নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।তিনি বলেন, নারী ফুটবল দলের গৌরবময় এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করলো নতুন মাইলফলক।আদৃ তমিজি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচসহ বাফুফের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় শুরু হয়ে ফাইনালের শিরোপা লড়াই। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল সাবিনা খাতুনরা। দ্বিতীয়ার্ধে এসে প্রথমে একটি গোল হজম করে তারা। ম্যাচ পরিণত হয় ২-১ এ। এর কিছুক্ষণ পর আবারও গোল করে বাংলাদেশ এবং শিরোপা জয় নিশ্চিত করে নেয়।বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র এবং কৃষ্ণা রানী সরকারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ। সোমবার নেপালের কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেলেই প্রথমার্ধে ২ গোল দেয়।দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে স্বাগতিক নেপাল। যার ধারাবাহিকতায় ৭০ মিনিটে একটি গোল পরিশোধ করে ফেলে নেপাল। আনিতার দারুণ এক শট জড়িয়ে যায় বাংলাদেশের জালে।তবে, ২-১ গোলকে নিরাপদ মনে করেননি বাংলাদেশের মেয়েরা। যে কারণে আরও একটি গোল আদায়ের লক্ষ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে তারা। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৭৭তম মিনিটেই গোল আদায় করে নেয় বাংলাদেশ। কৃষ্ণা রানী সরকারের দ্বিতীয় গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলের ব্যবধানে।

নিজস্ব প্রতিবেদক । ১৯ সেপ্টেম্বর ২০২২


দক্ষিণ এশিয়ায় ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ইতিহাস গড়ার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। যাদের বিপক্ষে জয় অধরা হয়েই আছে। শঙ্কা তো ছিলই। কিন্তু যে দিনটা বাংলাদেশের, যে দিনটা কৃষ্ণা-শামসুন্নাহারের, সেদিন তো বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়বেই। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ।সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। অর্জন করল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব।বাংলাদেশের হয়ে দুটি গোল করেনছেন কৃষ্ণা রানি সরকার। আর ১টি গোল করেন শামসুন্নাহার। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন আনিতা বাসেত।

নিজস্ব প্রতিবেদক । ১৯ সেপ্টেম্বর ২০২২


মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

শেষ মঞ্চে দাঁড়িয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। মঙ্গলবার বিকেলে নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফয়সালা হবে দক্ষিণ এশিয়ার এই টুর্নামেন্টে নতুন চ্যাম্পিয়ন হয় কারা? বাংলাদেশ বা নেপাল- যারা জিতবে তারাই প্রথমবারের মতো মাথায় পরবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ-নেপালের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ১৩ দিনব্যাপী এই টুর্নামেন্ট। নারী সাফের আগের ৫ আসরের চ্যাম্পিয়ন ভারত নেই। দক্ষিণ এশিয়ার শক্তিশালী এই দলটিকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে স্বাগতিক নেপাল।সেমিফাইনালে নেপাল ১-০ গোলে হারিয়েছে ভারতকে। অন্যদিকে গ্রুপপর্বে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। তাই মোটা দাগে বলে দেওয়া যায় এবারের আসরের সেরা দুই দলই ফাইনালমঞ্চে। দুই দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি।ফাইনালে মুখোমুখি হওয়া বাংলাদেশ ও নেপাল- এখনও কোনো গোল হজম করেনি। বাংলাদেশ চার ম্যাচে গোল দিয়েছে ২০টি, নেপাল ৩ ম্যাচে দিয়েছে ১১টি। বাংলাদেশ ও নেপালের যে দলই চ্যাম্পিয়ন হোক তাদের ভাঙতে হবে প্রতিপক্ষের শক্ত রক্ষণ দেওয়াল।যে ধারায় খেলে দুই দল ফাইনালে উঠেছে তাতে কোন দলকে আগেভাগে ফেভারিট বলে দেওয়ার উপায় নেই। দিনটি যাদের থাকবে তারাই ঘরে তুলে সাফের শিরোপা। নেপালের অন্যতম শক্তি হবে তাদের সমর্থক। এটা ধরেই নেওয়া যায় দশরথ রঙ্গশাল স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে দেবে স্বাগতিক দর্শকরা।আরেকটি বিষয় হলো নেপালি দর্শকরা গ্যালারিতে চুপচাপ বসে থাকে না। তারা সারাক্ষণ উৎসবের আমেজে দলকে সমর্থন দেয় এবং উৎসাহ যোগায়। বাংলাদেশ এখন পর্যন্ত সব ম্যাচই দর্শক অনুকূলে খেলে এসেছে। এই প্রথম খেলতে হবে গ্যালরির প্রতিকূলে।বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ হতে পারে অন্যতম ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার অনুপস্থিতি। তিনি ভুটানের বিপক্ষে সেমিফাইনালের সময় ডান পায়ের মাংসপেশিতে টান পেয়ে মাঠ ছেড়েছিলেন ১২ মিনিটে। শনিবার পর্যন্ত স্বপ্নার অবস্থা উন্নতির দিকে ছিল। আজ শেষ অনুশীলনে বোঝা যাবে ভারতের বিপক্ষে জোড়া গোল স্বপ্না ফাইনালের একাদশে থাকছেন কি না।

নিজস্ব প্রতিবেদক । ১৯ সেপ্টেম্বর ২০২২