বিনোদন


আমাকে ভালোবেসেই গরুর নাম রেখেছে : হিরো আলম

আমাকে ভালোবেসেই গরুর নাম রেখেছে : হিরো আলম

সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। তিনি এখন সারা বাংলার মানুষের কাছে পরিচিত। এবারের গরুর হাটেও তার নামটি সাড়া ফেলেছে।বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামের এক যুবক শখের বসে পালন করা একটি ষাঁড়ের (গরু) নাম রেখেছেন হিরো আলম। আর সেই ষাঁড়টিই এখন আলোচনায়।এ প্রসঙ্গে হিরো আলম জানান, ‘মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর নাম রাখে, কেউ ভাস্কর্য বানায়, কেউ টি-শার্ট বের করে। আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।’তিনি আরও বলেন, ‘যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি (গরুর মালিক) আমাকে বলেছেন- ‘আপনি মানুষের পাশে থাকেন, আপনাকে ভালোবেসেই গরুর নামটা আপনার নামে রেখেছি।’ অনেকেই আমার নাম ব্যবহার করে। এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই।’অন্যদিকে জিয়াম জানিয়েছেন, নিজ বাড়িতে তৈরি খামারে জন্ম নেওয়া ফ্রিজিয়ান জাতের এই বাছুরটিকে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে গরুটির ওজন বেড়ে ৯০০ কেজি বা ২২ মণ হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন-পালন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত দুবার করে গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত ৮ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার এই হিরো আলমের (গরু) দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় করছে। জিয়াম কোনো হাটে না নিয়ে বাড়িতে রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে গরুটি বিক্রির চেষ্টা করছেন।

নিজস্ব প্রতিবেদক । ০৩ জুলাই ২০২২


টয়লেটের পানির তৈরি বিয়ার!

টয়লেটের পানির তৈরি বিয়ার!

নিউব্রিউ (NEWBrew) নামের বিয়ারটি বাজারে নতুন হলেও সাধারণ কোনো বিয়ার নয়। সিঙ্গাপুরিয়ান এই বিয়ারটির বিশেষত্বই হচ্ছে, এটি পুনর্ব্যবহার উপযোগী করে নর্দমা তথা টয়লেটের পানি দিয়ে তৈরি!অ্যালকোহলযুক্ত পানীয়টি দেশটির ন্যাশনাল ওয়াটার এজেন্সি (পাব) এবং স্থানীয় ক্রাফ্ট ব্রিউয়ারি ব্রুয়ার্কজ এর সমন্বিত উদ্যোগে তৈরি বলে জানায় এনডিটিভি।২০১৮ সালে একটি জল সম্মেলনে বিয়ারটি প্রথম উন্মোচন হয়েছিল। সে বছরের এপ্রিল মাসে সুপারমার্কেট এবং ব্রুয়ার্কজ এর আউটলেটে বিয়ারটির বিক্রি শুরু হয়।‘আমি বুঝতেই পারিনি এটি টয়লেটের পানি দিয়ে তৈরি’- চিউ ওয়েই লিয়ান (৫৮) নামের একজন ব্যবহারকারী তার বিয়ার পানের অনুভূতির কথা বলছিলেন।“এটা ফ্রিজে থাকলে থাকতে আমার কোন আপত্তি নেই। এটার স্বাদ পুরোপুরি বিয়ারের মতো এবং আমি বিয়ার খুব পছন্দ করি।”নতুন বিয়ারটি পানির টেকসই ব্যবহার এবং পুনর্ব্যবহার করার গুরুত্ব সম্পর্কে সিঙ্গাপুরবাসীদের শিক্ষিত করার প্রচেষ্টার অংশ বলে জানিয়েছে পাব।পয়ঃনিষ্কাশন প্রক্রিয়াকরণের মাধ্যমে পানীয় জল প্রস্তুতের ধারণা সমালোচনার মুখে পড়লেও গত দশকে সমর্থন লাভ করে। কারণ বিশ্বে স্বাদু পানির সরবরাহ ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অনুমান করে জানিয়েছে ২ দশমিক ৭ বিলিয়ন মানুষ বছরে অন্তত একমাস পানির অভাব অনুভব করে।ইসরায়েল এবং সিঙ্গাপুরের মতো উন্নত অর্থনীতি যাদের সীমিত তাজা জলের সংস্থান রয়েছে তারা ইতিমধ্যে তাদের সরবরাহে প্রযুক্তিটি অন্তর্ভুক্ত করেছে। লস অ্যাঞ্জেলেস এবং লন্ডনের মতো শহরগুলি এটি অনুসরণ করার পরিকল্পনা পরীক্ষা করছে।সিঙ্গাপুরের বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি অতিবেগুনী রশ্মি দিয়ে নর্দমাকে জীবাণুমুক্ত করে এবং দূষিত কণা অপসারণের জন্য উন্নত ঝিল্লির মধ্য দিয়ে তরল প্রেরণ করে তারপর সেটিকে ব্যবহার করে।ব্রুয়ার্কজপ্রযুক্তি সম্প্রসারণ করে জনসাধারণকে বোঝানো একবার পানি প্রক্রিয়া করা হলে, এটি কেবলই পানি। যারা বিয়ারটি পান করেছেন তারা বলছেন, এটি একটি সতেজ, হালকা স্বাদের অ্যাল যা সিঙ্গাপুরের মতো গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুর জন্য উপযুক্ত।আপনি যদি লোকেদের না বলেন যে এটি বর্জ্য জল থেকে তৈরি, তারা সম্ভবত জানবে না বলে জানান গ্রেস চেন (৫২)। আপনি যদি সিঙ্গাপুরে থাকেন এবং বিয়ারটির স্বাদ গ্রহণ করতে চান তবে আপনাকে দ্রুততম সময়ে এটি সংগ্রহ করতে হবে। কোম্পানিটি আশা করছে সুপারমার্কেটের এর স্টক জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে।ব্রিউয়ার জানায়, বাজারে এই পণ্যটির বিষয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তীতে এটি বাজারে আনা হবে কিনা!

নিজস্ব প্রতিবেদক । ৩০ জুন ২০২২


সিনেমায় কাজ করেই অঢেল সম্পত্তির মালিক রাশমিকা

সিনেমায় কাজ করেই অঢেল সম্পত্তির মালিক রাশমিকা

সিনেমায় কাজ করছেন সবে ৬ বছর। এরই মধ্যে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। পুরো ভারতেই তার পরিচিতি ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি কিনেছেন রাশমিকা। তার গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি ক্লাস, অডি কিউ থ্রি আর রেঞ্জ রোভারের মতো গাড়িও।রিয়্যাল এস্টেট ব্যবসাতেও বিনিয়োগ করেছেন বিপুল অর্থ। এছাড়া বেঙ্গালুরুতে তার বর্তমানে একটি বিশাল প্রাসাদ রয়েছে, যেটার মূল্য ৪ কোটি রুপি। মুম্বাইতেও তিনি এক বিলাসবহুল বাড়ি কিনেছেন বলে শোনা যাচ্ছে। সবমিলিয়ে রাশমিকার বর্তমান সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি রুপির বেশি।রাশমিকা আত্মপ্রকাশ করেছেন ২০১৬ সালে। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে রূপালি জগতে নাম লেখান তিনি। এরপর তেলেগু সিনেমায় তার অভিষেক হয় ২০১৮ সালের ‘চালো’ দিয়ে। একই বছর তিনি ‘গীত গোবিন্দম’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। তার মিষ্টি হাসি জয় করে নেয় কোটি দর্শকের মন।এরপর ‘ইয়াজামানা’, ‘সারিলেরু নিকেব্বারু’, ‘পোগারু’ ও ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো সফল সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। বর্তমানে তিনি বলিউডেও কাজ করছেন। ইতোমধ্যে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমার শুটিং শেষ করেছেন। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’, রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ নামে আরও দুটি প্রজেক্ট রয়েছে তার হাতে।

নিজস্ব প্রতিবেদক । ২৮ জুন ২০২২


রিকশা চালাচ্ছেন তানজিন তিশা!

রিকশা চালাচ্ছেন তানজিন তিশা!

একটি তরুণী, পরনে খুব সাধারণ একটি সালোয়ার কামিজ, মলিন চেহারায় বসে আছেন রিকশার চালকের আসনে। দু’পায়ের শক্তিতে ঘোরাচ্ছেন প্যাডেল। প্রথম দেখায় অনেকেই চিনতে পারবেন না। কিন্তু খেয়াল করলে বোঝা যায়, ইনি আসলে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।কিন্তু তিশার এই হাল কেন? আসলে নাটকের প্রয়োজনেই এমন বেশভূষা ধারণ করেছেন তিনি। নাটকটির নাম ‘রিকশা গার্ল’। এতে একজন রিকশা চালক তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আহমেদ তাওকীরের রচনায় এটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকের গল্পে দেখা যাবে, শিখা একজন সংগ্রামী নারী। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংসার। প্রতিদিন সে তার রিকশা নিয়ে কাজে যায়। তবে শিখার রিকশা চালানোর পেছনে লুকিয়ে আছে রেজাউল নামের অন্য এক মানুষের গল্প।শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে। আর রুমের দরজা বাইরে থেকে তালা দেওয়া থাকে। তখন বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্যদিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। সবাই তার দিকে এমনভাবে তাকায়, যেন সে চিড়িয়াখানার প্রাণী!ব্যতিক্রম ধাঁচের এই নাটকে তিশার সঙ্গে অভিনয় করেছেন সোহেল মন্ডল। এতে একটি গান রয়েছে। যেটা লিখেছেন রবিউল ইসলাম জীবন। রফিকুল ইসলাম ফরহাদের সুরে গানটি গেয়েছেন অন্তরা রহমান। নাটকটি আসন্ন ঈদে আরটিভিতে প্রচার হবে।

নিজস্ব প্রতিবেদক । ২৮ জুন ২০২২


মুক্তির অপেক্ষায় তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা

মুক্তির অপেক্ষায় তাসনিয়া ফারিনের প্রথম সিনেমা

তাসনিয়া ফারিন, বর্তমানে ছোটো পর্দার অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী । এবার যুক্ত হলেন সিনেমার সাথে ।নাটকে অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন নির্মাতার কাছ থেকে সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছেন ফারিন। কিন্তু কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে কাজ করার প্রস্তাব যখন পেলেন, গল্প শুনেই যেন এতে কাজ করার আগ্রহ জন্মায় তার। এরই মধ্যে ৩০টিরও অধিক লোকেশনে ‘আরো এক পৃথিবী’ সিনেমার শুটিং শেষ হয়েছে। সেখান থেকে ফিরে এসে ফারিন বলেন, আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’তে আমি প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। প্রতীক্ষার ১১ বছরের জার্নির গল্প এই সিনেমা। যেখানে প্রতীক্ষা নিজের আসল পরিচয়টা খুঁজে বেড়ায়, নিজের প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত প্রতীক্ষা তা পায় কিনা, সেটি আসলে সিনেমা মুক্তির পর দেখতে হবে। আমার প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি সন্তুষ্ট। যখন যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ হয়েছে। বাংলাদেশের মতোই তারাও ভীষণ কো-অপারেটিভ। যে কারণে আমার একবারও মনে হয়নি আমি বাইরের কোনো ইউনিটের সঙ্গে কাজ করছি। অতনু দাদা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি কী চান কী করতে হবে- সবই প্রস্তুত ছিল। আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি এবং সত্যিই আমি ভীষণ প্রতীক্ষায় প্রতীক্ষাকে সিনেমার পর্দায় দেখার জন্য।এদিকে তাসনিয়া ফারিন জানান, সৈয়দ আহমেদ সাওকীর ওয়েব ফিল্ম ‘কারাগার’-এর কাজ শেষ করেছেন। এবারের ঈদে তাকে মেহেদী হাসান জনি, শিহাব শাহীন, মোস্তফা কামাল রাজ, মিফতাহ আনানের নাটকে দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক । ২৮ জুন ২০২২


বিয়ের দুই মাস পর আলিয়াকে নিয়ে মুখ খুললেন রণবীর

বিয়ের দুই মাস পর আলিয়াকে নিয়ে মুখ খুললেন রণবীর

বলিউডের অন্যতম পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বর্তমানে লন্ডনে নিজের প্রথম হলিউড চলচ্চিত্র 'দ্য হার্ট অফ স্টোন'-এর শ্যুটিংয়ে ব্যস্ত আলিয়া। অন্যদিকে, সম্প্রতিই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের আসন্ন সিনেমা 'শমশেরা'-র ট্রেলার।আলিয়ার বিয়ের পর প্রায় দুই মাস কেটে গিয়েছে। অভিনেত্রী নীতু কাপুর ছেলে রণবীরের বিয়ে এবং পুত্রবধূ আলিয়াকে নিয়ে একাধিকবার কথা বলেছেন। কিন্তু নিজের বিয়ে নিয়ে এতদিন কোনো মন্তব্য করেননি রণবীর। গেল শুক্রবার মুম্বাইয়ে 'শমশেরা'র ট্রেলার লঞ্চে এসে স্ত্রী আলিয়াকে নিয়ে মুখ খুলেছেন রণবীর।মাত্র ৪৫ দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে রণবীরের দুটি বড় চলচ্চিত্র। এ বিষয়ে কথা বলতে গিয়ে রণবীর বলেন, 'মাত্র ৪৫ দিনের ব্যবধানে আমার দুটি সিনেমা 'শমশেরা' ও 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য ভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয় সেইটা আমি জানি না।' অভিনেতা বলেন, 'সিনেমা মুক্তি ছাড়াও এটা আমার জন্য একটি বড় বছর, কারণ আমি বিয়ে করেছি। আমি সবসময় বলতাম ডাল ভাত নয়, জীবনে টাংরি কাবাব দরকার। তবে অভিজ্ঞতায় বলতে পারি ডাল-ভাত ছাড়া আর কিছুই ভালো নয়। আলিয়া আমার জন্য ডাল-ভাত-তরকারি, সঙ্গে আচার, ও-ই সবকিছু। ওর থেকে ভালো সঙ্গী কেউ হতে পারবে না আমার জীবনে।''রণবীর বলেছিলেন, আলিয়াও তার ছবিটি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত। তবে স্বামী রণবীরের মুখে নিজের প্রশংসা শুনে আলিয়া যে খুশি হবেন, তা বলাই যায়।

নিজস্ব প্রতিবেদক । ২৬ জুন ২০২২


কেমন পুরুষ পছন্দ জানালেন সাই পল্লবী

কেমন পুরুষ পছন্দ জানালেন সাই পল্লবী

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন।ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর সাই পল্লবীকে নিয়ে প্রেমের গুঞ্জন খুব একটা চাউর হয়নি। প্রেম-বিয়ে নিয়ে কথা বলতেও দেখা যায়নি তাকে। এখনো অবিবাহিত; ব্যক্তিগত জীবনে একা বলেই দাবি তার। কিন্তু ৩০ বছর বয়েসী এই অভিনেত্রীর কেমন পুরুষ পছন্দ? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই।সাই পল্লবী বলেন—‘আমি সেইসব ছেলেদের পছন্দ করি, যার হৃদয়টা খুব সংবেদনশীল। তারা যদি হৃদয় থেকে কিছু বলে আমি তা শুনতে পছন্দ করি। যারা নিজেকে নিয়ে গর্ববোধ করে সেসব পুরুষদের আমার পছন্দ নয়। যদি কেউ ফিট থাকে তবে তার বডি বিল্ড করারও প্রয়োজন নেই। যারা মেয়েদের উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করে না এবং আত্মত্যাগী তাদেরকে আমার পছন্দ।’সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিরতা পারভাম’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা গত ১৭ জুন মুক্তি পেয়েছে।নব্বই দশকে তেলেঙ্গানায় নকশালবাদের পটভূমিতে গড়ে উঠেছে ‘বিরতা পারভাম’ সিনেমার কাহিনি। এতে কমরেড রাবনার চরিত্রে অভিনয় করেছের রানা দাগ্গুবতি। রাবনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে বেনেলার। আর এই বেনেলা চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। এ ছাড়াও অভিনয় করেছেন—প্রিয়ামনি, নন্দিতা দাস, নবীন চন্দ্র, ঈশ্বরী রাও, সাই চন্দন প্রমুখ।গত ৯ মে ছিল সাই পল্লবীর জন্মদিন। এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন তিনি। ‘গার্গি’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করছেন গৌতম রামচন্দ্রন।

নিজস্ব প্রতিবেদক । ২২ জুন ২০২২


এবার পদ্মা সেতু নিয়ে গান গাইলেন হিরো আলম

এবার পদ্মা সেতু নিয়ে গান গাইলেন হিরো আলম

সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো- সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি বিকৃতভাবে রবীন্দ্রসংগীত গেয়ে তোপের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে একটি সংগঠন। সেই রেশ না কাটতেই এবার ‘পদ্মা সেতু’ নিয়ে নতুন একটি গানে কণ্ঠ দিলেন হিরো আলম।রোববার (১৯ জুন) মাওয়া এলাকায় গানটির ভিডিওচিত্রের শুটিং করছেন হিরো আলম। সোমবার (২৯ জুন) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন তিনি।‘পদ্মা সেতু’ নিয়ে গান প্রসঙ্গে হিরো আলম জানান, ‘পদ্মা সেতু নিয়ে গানের কোনো প্ল্যান ছিলো না। ভক্তদের অনুরোধেই গানটি গাওয়া। আশা করি, ভক্তদের ভালো লাগবে।’তিনি আরও বলেন, ‘আমাকে গালাগালি করার প্রয়োজন নেই। আমার গান সবাইকে শুনতে হবে না। যাদের ভালো লাগবে তারা শুনবেন। যাদের ভালো লাগবে না তারা এড়িয়ে যাবেন।’মাওয়া এলাকায় শুটিং করাকালীন হিরো আলম জানান, ‘দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন। মানুষের যত বাধাই আসুক না কেন, আপনাদের ভালোবাসার শক্তি আমার সঙ্গে থাকলে কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো ভালো কাজ করতে চাই।’

নিজস্ব প্রতিবেদক । ১৯ জুন ২০২২


সর্বাধিক পঠিত

‘তাকিয়ে রইলাম একটি উজ্জ্বল নক্ষত্রের বিরতিহীন অধঃপতন দেখে:  অমিত হাসান

‘তাকিয়ে রইলাম একটি উজ্জ্বল নক্ষত্রের বিরতিহীন অধঃপতন দেখে: অমিত হাসান

জায়েদ খান ও ওমর সানির ঘটনায় কয়েকদিন ধরে উত্তাল চলচ্চিত্রপাড়া। বাংলাদেশ শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেছেন ওমর সানি। সেখানে তিনি জায়েদের বিরুদ্ধে সংসার ভাঙা ও তাকে হত্যার হুমকির অভিযোগ আনেন।এই বিষয়ে ১২ জুন সন্ধ্যায় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবার লিখিত অভিযোগ দিয়েছেন সানি। ঠিক তার পরদিনই এক অডিও বার্তা দিয়ে বোমা ফাটালেন মৌসুমী। সেখানে তিনি দাবি করেন, জায়েদ খান ভালো ছেলে। তার ছোট ভাইয়ের মতো। ওমর সানি যেসব অভিযোগ করেছেন তা সত্যি নয়।তার অডিও বার্তাটি প্রকাশ হতেই শুরু হয় হইচই। কেউ ওমর সানিকে মিথ্যেবাদী বলছেন তো কেউ মৌসুমীকে বলছিলেন প্রতারক। ১৩ জুন সন্ধ্যায় সানি-মৌসুমীর পুত্র ফারদিন মুখ খুলেন গণমাধ্যমে। তার কথায় স্পষ্ট হয়, ওমর সানির অভিযোগ মিথ্যে নয়। ফারদিনও বলেন, তার মা মৌসুমীকে বিরক্ত করেন জায়েদ খান।শুধু তাই নয়, ফারদিনের ব্যবসায় ও পরিবারের ক্ষতি করারও চেষ্টা করছেন জায়েদ খান; দাবি করেন তিনি। তার এই বক্তব্যের পর প্রশ্ন উঠে মৌসুমীর অডিও বার্তা নিয়ে। ছেলের কাছে প্রমাণ থাকা সত্বেও মৌসুমী কেন স্বামীর বিপক্ষে গিয়ে জায়েদের সাফাই গাইলেন সেই প্রশ্ন উঠছে।এই ঘটনায় চলচ্চিত্রের মানুষেরা বিরক্ত, বিব্রত। অনেকেই গণমাধ্যমে সরাসরি কথা বলেছেন বিষয়টি নিয়ে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। অনেকেই আবার আকার ইঙ্গিতে সানি-মৌসুমীর দীর্ঘদিনের সংসার জীবনে অশান্তির আভাস পেয়ে মন খারাপ করে স্ট্যাটাস দিয়েছেন।তেমনি করে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা অমিত হাসান। সেখানে কারো নাম তিনি উল্লেখ করেননি। তবে তার স্ট্যাটাসটির নিচে বক্তব্যগুলো পড়লেই টের পাওয়া যায় সবাই ধরে নিয়েছেন অমিত সানী-মৌসুমী ও জায়েদ খানের ঘটনার দিকেই ইঙ্গিত করেছেন।তিনি আজ ১৪ জুন লেখেন, ‘তাকিয়ে রইলাম একটি উজ্জ্বল নক্ষত্রের বিরতিহীন অধঃপতন দেখে। অস্পষ্ট কুয়াশায় ঢেকে গেল। কষ্টে গড়া সম্মান দুমড়েমুচড়ে পড়লো পদতলে।’কার অধঃপতনের কথা বলেছেন ঢাকাই সিনেমার ভার্সেটাইল এই অভিনেতা? সে নিয়ে মুখ খুলতে নারাজ তিনি।সানি-মৌসুমী দম্পতির সঙ্গে অমিত হাসানের পারিবারিক বন্ধুত্বের সঙ্গে। দীর্ঘদিন তারা একসঙ্গে সিনেমায় কাজও করেছেন। অনেক সিনেমায় মৌসুমীর নায়ক হয়েছেন অমিত হাসান। শিল্পী সমিতির রাজনীতিতেও তারা ছিলেন একই মতাদর্শের। তবে সর্বশেষ নির্বাচনে মৌসুমী ও অমিত ভিন্ন দুটি প্যানেলে নির্বাচন করেন। দুজনেই জয়ী হন।

নিজস্ব প্রতিবেদক । ১৪ জুন ২০২২


অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র অভিনেতা বাংলাদেশের সিনেমায় ভিলেন

অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র অভিনেতা বাংলাদেশের সিনেমায় ভিলেন

বেশ কয়েক বছর ধরেই ঘোষণা দিয়ে আলোচনায় আছে ‘এমআর-নাইন’ সিনেমাটি। প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর শুটিং শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১৪ মে থেকে।শুরু থেকেই বলা হচ্ছিলো এই সিনেমায় অভিনয় করবেন হলিউডের কয়েকজন অভিনয়শিল্পী। অবশেষে যুক্ত হলেন ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনোদন সংবাদমাধ্যম ডেডলাইনও এই তথ্য নিশ্চিত করেছে।‘এমআর-নাইন’ শিরোনামের এই ছবিতে ফ্রাঙ্ককে খলনায়কের ভূমিকায় দেখা যাবে। এর আগে তিনি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা ক্যাপ্টেন ‘আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে’ অভিনয় করে পরিচিতি পেয়েছেন।থ্রিলার অ্যাকশন ঘরানার ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে হলিউড থেকে অ্যাভেইল এন্টারটেইনমেন্ট ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। ‘এম আর নাইন’ ছবির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।বাংলাদেশ থেকে এই ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, সানজু জন, সাজ্জাদ, জেসিয়া, আলিসা এবং হলিউড থেকে মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ। এর পরিচালক আসিফ আকবর।

নিজস্ব প্রতিবেদক । ১৪ জুন ২০২২