বিনোদন


শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন ২ বাংলা সিনেমা

শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন ২ বাংলা সিনেমা

আগামীকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন ২ বাংলা সিনেমা। একটি হলো মুশফিকুর রহমান গুলজার পরিচালিত 'দুঃসাহসী খোকা', অন্যটি এসডি রুবেল পরিচালিত 'বৃদ্ধাশ্রম'।এই ২টি সিনেমার পাশাপাশি শাহরুখ খানের হিন্দি সিনেমা 'জওয়ান' চলবে। সিনেমাটি গত ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে। 'জওয়ান' ২৫ সেপ্টেম্বর ১ হাজার কোটির ক্লাব ঢুকে গেছে।ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, এরইমধ্যে সিনেমাটি প্রায় ১ মিলিয়ন ডলার আয় করেছে বাংলাদেশে। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ২ লাখ ৫৯ হাজার ১০০ টাকা। বাংলাদেশের প্রেক্ষাগৃহে 'জওয়ান' সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হবে আগামীকাল মুক্তি পেতে যাওয়া নতুন ২ বাংলা সিনেমাকে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোর জীবন নিয়ে নির্মিত হয়েছে 'দুঃসাহসী খোকা'। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন মুশফিকুর রহমান গুলজার। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। আরও আছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, মাহমুদা মাহাসহ অনেকেই।মুশফিকুর রহমান গুলজার বলেন, 'সিনেমাটি অনেক যত্ন নিয়ে বানিয়েছি। অনেক প্রস্তুতি, গবেষণা ছিল। এখানে শিল্পী বাছাই থেকে শুরু করে সবকিছুতেই আমার ভালোটা দেওয়ার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর কিশোরবেলার এই গল্প দর্শককে আচ্ছন্ন করবে বলেই আমার বিশ্বাস। দর্শকরা হলে এসে সিনেমাটি দেখবেন আশা করছি।'মুক্তি পাচ্ছে আরেকটি সিনেমা 'বৃদ্ধাশ্রম'। মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করছে না অনেক সন্তান। বয়স হলে মা-বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। শেষ জীবনে সন্তান-পরিজন ছাড়া কেমন কাটে মা-বাবার জীবন? এমন প্রেক্ষাপটেই তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম।এস ডি রুবেল পরিচালিত প্রথম সিনেমা এটি। পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। আরও আছেন ববি, হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।এসডি রুবেল বলেন, 'অনেক দিনের ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রম নিয়ে সিনেমা বানাব। এতে গুরুত্বপূর্ণ কিছু সামাজিক বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে মা-বাবাকে নিয়ে সন্তানরা নতুন করে ভাববেন, আরও সচেতন হবেন। জওয়ান সিনেমার কারণে হলসংখ্যা খুব অল্প। কিন্তু আমার বিশ্বাস যারা দেখবেন তাদের মন ছুঁয়ে যাবে।'

নিজস্ব প্রতিবেদক । ২৮ সেপ্টেম্বর ২০২৩


পরূমনি অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি সম্প্রচার বন্ধ!

পরূমনি অভিনীত ওয়েব সিরিজ পাফ ড্যাডি সম্প্রচার বন্ধ!

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি অভিনীত ওয়েব সিরিজ ও সিনেমা ‘পাফ ড্যাডি’র প্রচার, সম্প্রচার ও প্রদর্শন বন্ধ করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডির ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী।তিনি দাবি করেন, ‘সুনির্দিষ্ট নীতিমালা না থাকার সুযোগে সুকৌশলে পরবর্তী প্রজন্মের মাঝে অশ্লীলতা ছড়িয়ে তাদের বিপথে নেওয়ার মানসে এবং সহজে টাকা উপার্জনের জন্য একটি মহল ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সম্প্রতি এই প্ল্যাটফর্মে অসংখ্য অশ্লীল ওয়েব ফিল্ম রিলিজ হয়েছে। আমাদের প্রাপ্ত তথ্য মতে এমন অসংখ্য মুভি রয়েছে। এসব প্ল্যাটফর্মের প্রায় সকল মুভিতেই কমবেশি যৌন সুড়সুড়ির দৃশ্যসহ ব্যাপক হারে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, দেশি সংস্কৃতি বিরোধী গল্প ও দৃশ্য উপস্থাপন করা হয়।’ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’ প্রসঙ্গে নোটিশে তিনি উল্লেখ করেন, ‘মুভিতে কোনও পজিটিভ মেসেজ ছিল না! প্রদর্শিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নেগেটিভ মেসেজ হলো, বিবাহবহির্ভূত সম্পর্ককে প্রোমোট করা, বিয়েতে নিরুৎসাহিত করা, আধ্যাত্মিক মনীষীর চরিত্রকে অত্যন্ত বাজেভাবে হরণ করা, প্রতি মুহূর্তে যৌন সুড়সুড়ির দৃশ্য উপস্থাপন করা। এ ছাড়া ওই মুভিতে আর কোনও মেসেজ নেই। যা নতুন প্রজন্মের জন্য অশনিসংকেত। বৃহৎ স্বার্থে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য আপনার হস্তক্ষেপ একান্ত কাম্য।’ওয়েব সিরিজটি দ্রুত সরানোর কথাও আইনি চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, ‘আগামী তিন দিনের মধ্যে পাফ ড্যাডি ওয়েব সিরিজের প্রদর্শনী বন্ধ করা। সেন্সর বোর্ড পুনর্গঠন করে তাতে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তি কমপক্ষে আইন বিষয়ে অভিজ্ঞ এবং ধর্মীয় পণ্ডিত যুক্ত করা। ওটিটি প্ল্যাটফর্মসহ ইউটিউব/ফেসবুকে অর্থাৎ অনলাইনে প্রদর্শনের জন্য নির্মিত সব ভিডিওর জন্য সেন্সর নীতিমালা প্রণয়ন করে কঠোরভাবে প্রয়োগ করা। কোনও শৈল্পিক ছোঁয়া বহির্ভূত অশ্লীল ইঙ্গিতবাহী সব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোডের নীতিমালা প্রণয়ন করা। এসব অডিও/ভিডিও/গল্প/কার্টুন/পিকচার আপলোড করা হলে ফিল্টারিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে দ্রুত মুছে ফেলা ও দোষীকে আইনের আওতায় আনাসহ সময়োপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’এ বিষয়ে আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বলেন, ‘এটি দায়িত্ববোধ থেকে করেছি। আমাদের সন্তানরা কী দেখছে? এসব নিয়ে কথা না বললে এটা অব্যাহত থাকবে। আমরা চাই, চলচ্চিত্র নির্মাণ কর্তৃপক্ষ নিয়মনীতির আওতায় সুস্থ ধারার চলচ্চিত্র আনুক। আমাদের সন্তানরা যেন ওই সব চলচ্চিত্র দেখে কিছু শেখে। এসব চলচ্চিত্রে কী শেখার আছে। আমি আশাবাদী, কর্তৃপক্ষ বিষয়টি দেখে এসব বন্ধ করবে।’‘পাফ ড্যাডি’ যৌথভাবে পরিচালনা করেছেন সহিদ-উন-নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন আজাদ আবুল কালাম, আব্দুন নূর সজল ও পরী মণি।

নিজস্ব প্রতিবেদক । ২৪ সেপ্টেম্বর ২০২৩


বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

বিয়ের ছবি নিয়ে মুখ খুললেন সাই পল্লবী

দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত ও জনপ্রিয় নায়িকা সাই পল্লবীর সঙ্গে পরিচালক রাজ কুমারের বিয়ে হয়ে গেছে। এমন গুঞ্জন নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক রাজকুমারের সঙ্গে অভিনেত্রীর ছবি রীতিমতো ভাইরাল। দু’জনের গলায় ফুলের মালা। পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন তারা। এর পর থেকেই শুরু হয় গুঞ্জন।তবে এসব ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি।শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে পল্লবী লিখেছেন, ‘গুঞ্জনকে আমি কখনও পাত্তা দিই না। কিন্তু কোনো গুঞ্জনে যখন পরিবার, বন্ধু, কাছের মানুষরা জড়িয়ে পড়েন, তখন সে বিষয়ে মন্তব্য করা ছাড়া উপায় নেই।’এরপরই পল্লবী লিখেছেন, ‘আমার বিয়ের ছবিটি সত্যি নয়। একটি সিনেমার পূজা অনুষ্ঠানের ছবি। ওই ছবির অর্ধেক অংশ কেটে অন্তর্জালে বিয়ের মিথ্যা খবর ছড়ানো হয়েছে। এমন অস্বস্তিকর পরিস্থিতি ছড়ানো জঘন্য কাজ।’

নিজস্ব প্রতিবেদক । ২৩ সেপ্টেম্বর ২০২৩


আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের বিয়ে সম্পন্ন

আয়মান সাদিক ও মুনজেরিন শহিদের বিয়ে সম্পন্ন

আকদ অর্থাৎ বিয়ে সম্পন্ন হয়েছে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদের। আজ শুক্রবার জুম্মার নামাজের রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে আকদ সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে আয়মান সাদিকের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে রাজধানীর সেনাকুঞ্জে আগামী ২৩ সেপ্টেম্বর।এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার তারিখ বলা হয়েছিল। পরে সে কার্ডের সত্যতা পাওয়া যায়। আয়মান সাদিক ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন।এটা এমন একটি প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনা মূল্যে দিয়ে থাকে।

নিজস্ব প্রতিবেদক । ১৫ সেপ্টেম্বর ২০২৩


বিয়ে করতে যাচ্ছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

বিয়ে করতে যাচ্ছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

বিয়ে করতে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় ইন্টারনেটভিত্তিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক এবং একক স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক মুনজেরিন শহীদ। শিক্ষার্থী ও তরুণ সমাজে তুমুল জনপ্রিয় দুই সেলিব্রিটির মধ্যে এতদিন প্রেমের যে গুঞ্জন ছিল অবশেষে তা সত্যি হচ্ছে।আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সেনাকুঞ্জ মিলনায়তনে আয়মান-মুনজেরিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিকটতম বন্ধু-বান্ধবীরা দুজনের বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের ছবি দিয়ে আয়মান সাদিক ও মুনজেরিন শহীদকে তাদের সোশ্যাল মিডিয়ায় শুভ কামনা জানিয়েছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে ফেসবুকে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ওই কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে।কুমিল্লায় জন্ম নেওয়া আয়মান সাদিক একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং ইন্টারনেট ব্যক্তিত্ব। তিনি ২০১৫ সালে ‘১০ মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। এটা এমন এক প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনামূল্যে দিয়ে থাকে। এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত ও বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র।মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শতভাগ বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন।মুনজেরিন শহীদ মূলত আলোচনায় আসেন ‘১০ মিনিট স্কুল’র একজন শিক্ষিকা হিসেবে। তিনি এই প্লাটফর্মে শিক্ষার্থীদের ইংরেজী শিখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

নিজস্ব প্রতিবেদক । ১৩ সেপ্টেম্বর ২০২৩


চিত্রনায়িকা পপি তিন বছর ধরে নিখোঁজ, কোথায় আছেন তিনি

চিত্রনায়িকা পপি তিন বছর ধরে নিখোঁজ, কোথায় আছেন তিনি

পরিচিতজনদের কাছে দারুণ আড্ডাবাজ হিসেবে পরিচিত ছিলেন চিত্রনায়িকা পপি। যেখানেই থাকতেন, চারপাশ জমিয়ে রাখতেন। খোলা মনের পপি সবার সঙ্গে হাসিখুশি বজায় রেখে কথা বলতেন। ঢালিউডের খোলা মনের মানুষটি নেই কোনো শুটিংয়ে। নেই কোনো নতুন ছবির খবরেও। চলচ্চিত্র–সংশ্লিষ্ট আড্ডায়ও তাঁর দেখা পাওয়া যায় না। কাছের দু–একজন ছাড়া কেউ জানেন না পপি এখন কোথায়। যাঁরা জানেন, তাঁদের মুখে কুলুপ এঁটে রেখেছেন। নিজেদের থেকে পপি প্রসঙ্গে কিছুই বলতে চান না। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী পপিকে বছর তিনেক ধরে কোথাও দেখা যায় না। আড়ালে যাওয়ার কদিন পর চাউর হয়, বিয়ে করে তিনি সংসারী হয়েছেন, এমনকি তিনি মা–ও হয়েছেন। এত কিছুর পরও তাঁকে ক্যামেরার সামনে পাওয়া যায়নি।হঠাৎ তাঁকে দেখা যায় তবে সামনাসামনি নয়, ভিডিও বার্তার মাধ্যমে তিনি প্রকাশ্যে এসেছিলেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে ফেসবুকে ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন তিনি। সেখানে তিনি তাঁকে নিয়ে সৃষ্ট রহস্যের সুরাহা করেননি। বলেননি, কোথায় আছেন? কেমন আছেন? সেই ভিডিওতে তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জন্য ভোট চান। তাঁদের বিজয়ী করতে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের কাছে ভোট দেওয়ার অনুরোধও করেন।পপির ৫ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যায়। পপি সেই ভিডিওতে বলেছিলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’পপি তাঁর ভিডিও বার্তায় জানিয়েছিলেন, শিল্পী সমিতির একটিমাত্র লোকের কারণে, তাঁর পলিটিক্স এবং তাঁর অনেক রকম অসহযোগিতার কারণে তাঁকে বারবার অপমানিত হতে হয়েছে। শুধু তাঁকে নয়, রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। তাঁদের ব্যবহার করে এই চেয়ারে ওই লোক বসেছেন—সেখানে বসে বিভিন্ন অপকর্মের চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা গুটিকয় তাতে সায় দেননি। যার কারণে তিনি ভিকটিম। তাঁর মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের চিঠি দেওয়া হয়। এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।এদিকে আড়ালে যাওয়ার আগে পপি ২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা। পরের বছরের মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল। তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি। খবর গোপনই রাখেন ছবির পরিচালক ও প্রযোজক। মাঝেমধ্যে কাজ নিয়ে পপির সঙ্গে আলাপ–আলোচনা চলতে থাকে। শুটিং শুরু হওয়ার আগের মাস পর্যন্ত এ রকমই ছিল। এরপর হঠাৎ আড়ালে চলে যান পপি। এর পর থেকে কোথাও তাঁকে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ব্যবহার করা মুঠোফোন-হোয়াটসঅ্যাপও বন্ধ।ঢালিউড তারকা মৌসুমীর ফুফাতো বোন পপি, ওমর সানীর শ্যালিকা। মৌসুমীর পরিবারও কিছু জানে না কোথায় আছেন তিনি। তাঁদের সঙ্গেও যোগাযোগ নেই। এদিকে পপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পপি আসলে এখন মিডিয়ার সামনে আসতে চাইছে না। সে তার মতো করে ভালো আছে।’ আরেকজন বললেন, সংসার নিয়ে শান্তিতে আছেন পপি। তাঁকে খোঁজার চেষ্টা করে কোনো লাভ নেই। তাঁর কাছে ইন্ডাস্ট্রির সবার মুঠোফোন নম্বর আছে। সময় হলে তিনি নিজেই প্রকাশ্যে আসবেন।পপি প্রসঙ্গে তাঁর আরেক ঘনিষ্ঠজন বলেন, ‘আমার সঙ্গে তার হঠাৎ কথা হয়। কিন্তু কী করছে, কোথায় আছে—এসবের কিছুই জানতে চাই না। আমি মনে করি, প্রত্যেক মানুষের প্রাইভেসির প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত। কথা হলে শুধু এটুকু জিজ্ঞেস করি, কেমন আছে। সে–ও জানায়, বেশ ভালো আছে। আসলে তার ভালো থাকাটাই আমাদের কাছে সবচেয়ে জরুরি। যেখানে থাকুক ভালো থাকুক। তার জন্য সব সময় শুভকামনা।’

নিজস্ব প্রতিবেদক । ২৬ আগস্ট ২০২৩


মান-অভিমান ভুলে ফের একত্রিত হলেন রাজ-পরী

মান-অভিমান ভুলে ফের একত্রিত হলেন রাজ-পরী

মান-অভিমান ভুলে ফের একত্রিত হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পতি। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিললো এই জুটির। পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সকলেই ধরে নিচ্ছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলে গেলেন রাজ-পরীমণি।প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

নিজস্ব প্রতিবেদক । ১৭ আগস্ট ২০২৩


বিয়ে করেছেন তাসনিয়া ফারিণ

বিয়ে করেছেন তাসনিয়া ফারিণ

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত রয়েছেন।তবে তিনি কি করেন, সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনো। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “সাড়ে আট বছরের সম্পর্কের পর ১১ আগস্ট আমরা অফিসিয়ালি একত্রে হবার সিদ্ধান্ত নিয়েছি।”অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, “আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো।আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনও অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করব।”অভিনেত্রী আরো জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিবার পরিবেষ্টিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আকদ হয়েছে।তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি।ভক্ত অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন ফারিন।এর আগে একবার ফারিণের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছিল, বর তার কাজিন। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানান, ফারিন এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ৬ মাস হল। বিয়ের পর তারা মালদ্বীপ যায় হাণিমুনে। আমি পুরো বিষয়টি জানি। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। অবশেষে সোমবার (১৪ আগস্ট) বিয়ের কথা প্রকাশ্যে আনলেন ফারিণ।

নিজস্ব প্রতিবেদক । ১৪ আগস্ট ২০২৩


সর্বাধিক পঠিত

‘ভুলভাল’ ইংরেজি বলা নিয়ে যা বললেন জায়েদ খান

‘ভুলভাল’ ইংরেজি বলা নিয়ে যা বললেন জায়েদ খান

এমনিতেই ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানকে নিয়ে সমালোচনার অন্ত নেই। তার মধ্যে সম্প্রতি ‘ভুলভাল’ ইংরেজি বলা নিয়ে নেটমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন এই নায়ক। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, ‘টানা ১৫ মিনিট ইংরেজি বললে টেন্স ভুল হতেই পারে। আমি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে আসিনি। আর সবচেয়ে বড় কথা হলো, ভাষা কেন এসেছে? নিজের বক্তব্য অপরকে বোঝানোর জন্য। আমি বোঝাতে পেরেছি কি না সেটাই মুখ্য।’সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আসলে কিছু মানুষ রয়েছে, যারা অন্যকে টেনে নামানোর চেষ্টা করে। সেখানে আমি টানা ১৫ মিনিট ইংরেজি বলে গেলাম—সেটা পজিটিভলি দেখা উচিত ছিল যেখানে, সেখানে তারা ভুল ধরছে। ওই যে বলে, যাকে দেখতে পারে না, তার চলন বাঁকা। এরা আসলে অযোগ্য, অযোগ্যরা খুঁজে খুঁজে অন্যের ভুল বের করে।’কথা প্রসঙ্গে উদাহরণস্বরূপ সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইনজামামুল হকের ইংরেজিতে দুর্বলতার বিষয়টি তুলে আনেন জায়েদ খান। তার কথায়, ‘পাকিস্তানের ক্রিকেটার ইনজামামুল হক কোনো দিনও ইংরেজি বলতে পারেননি। তাকে প্রশ্ন করা হতো উর্দুতে। এসব ক্ষেত্রে অনেক জায়গায় দোভাষী থাকে। যারা ভাষা অনুবাদ করে দেয়। সেই জায়গায় আমি নিজেই ইংরেজি বলে গেছি।’এ তো গেল জায়েদ খানের ইংরেজিতে আটকানোর প্রসঙ্গ। সাম্প্রতিক ট্রেন্ড ‘নারী কীসে আটকায়’ প্রশ্নেও নিজের অভিমত ব্যক্ত করেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে, নারীরা জায়েদ খানে আটকায়। আর জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে।তিনি আরও জানান, নারীরা তাকে নিয়ে কখনো বাজে মন্তব্য করেন না। করে শুধু ছেলেরা। কারণ ছেলেরা তাকে নিয়ে ঈর্ষা করে। এ প্রসঙ্গে একটি ঘটনার কথাও উল্লেখ করেন অভিনেতা।তার ভাষায়, ‘একজন ছেলে আমার ছবিতে বাজে মন্তব্য করেছিল। কিন্তু এরপরেই তার স্ত্রী আমাকে মেসেজ দিয়ে বলেছে, আপনি আমার হাজবেন্ডের কথায় কিছু মনে করবেন না। উনি আপনাকে নিয়ে জেলাস করেছে।’দিন কয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন জায়েদ খান। এর মধ্যেই ব্যস্ত হয়ে পড়েছেন বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে নানা কাজে। ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমায় টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান।শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল বলরুমে ছবিটির সেন্সর সনদ হস্তান্তর করা হয়। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

নিজস্ব প্রতিবেদক । ১৩ আগস্ট ২০২৩


‘আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে’

‘আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে’

যুক্তরাষ্ট্রে বড় ছেলে আব্রামকে নিয়ে ঘুরে বেড়ানোর পর এবার ছোট ছেলে শেহজাদকে নিয়ে বেড়াতে যাওয়ার বিষয়ে কথা বললেন শাকিব খান।আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। গত ৪ জুলাই তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।১ মাস ৫ দিন পর ঢাকায় ফিরে ছেলেদের সম্পর্কে শাকিব খান বলেন, 'গত মাসে আমার বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছি।আব্রাহাম ও শেহজাদের জন্য সবসময় আমার ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।'শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে শাকিব খান কথা বলেছেন তার সিনেমা 'প্রিয়তমা' নিয়েও।তিনি বলেন, 'শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই "প্রিয়তমা" চলছে সবখানে ভালো যাচ্ছে। এটা বাংলা সিনেমার নতুন পথ উন্মোচন করলো।'শিগগির প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান ছবিতে অভিনয় করবেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার নাম 'দরদ'।

নিজস্ব প্রতিবেদক । ১০ আগস্ট ২০২৩


শাকিব অপুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে মুখ খুললেন বুবলি

শাকিব অপুর যুক্তরাষ্ট্র সফর নিয়ে মুখ খুললেন বুবলি

যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার পথ ধরে কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন চলে গেছেন অপু বিশ্বাস ও তাদের সন্তান আব্রাম খান জয়। অনুমান করা যাচ্ছিল, শাকিবের ডাকেই তারা যাচ্ছেন। সেই অনুমানের শতভাগ প্রমাণও মিলেছে ইতোমধ্যে। নিউইয়র্কের বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গেছে শাকিব-অপুকে। তাদের মধ্যকার ‘বন্ধন’ দেখে যে কারও মনে হতে পারে, ভেঙে যাওয়া সংসার জীবন ফের জোড়া লাগিয়েছেন!তবে বিষয়টি মোটেও সহজ না। কারণ অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে করেছেন শাকিব। এই সংসারেও রয়েছে এক পুত্র, শেহজাদ খান বীর। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের অবনতি হয়েছে, তারা আলাদা থাকছেন, এগুলো সবার জানা কথা। তবে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা, সেটি অস্পষ্ট। দুজনেই বিষয়টি এড়িয়ে চলছেন এখনো।এরমধ্যেই যখন অপুর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতা বাড়ল, তখন স্বাভাবিকভাবেই বুবলীর প্রসঙ্গ চলে আসে। তাদের যুক্তরাষ্ট্র সফর নিয়ে বুবলী কী ভাবছেন, জানতে কৌতূহলী দর্শক-ভক্তরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, তিনি আপাতত নিজের কাজ ও সন্তান নিয়ে ব্যস্ত।এর আগে এক সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘শেহজাদের বাবাও আমি, মা-ও আমি। অনেক দায়িত্ব। ওর যত্ন নেওয়া, সিনেমার কাজ, সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। এর মধ্যে অন্য কিছু ভাবার সময়ই নেই। আমার পুরোটা সময় সন্তান এবং নিজের জন্য।’বুবলীর মন্তব্যে স্পষ্ট, শাকিব-অপুর নতুন অধ্যায় নিয়ে খুব একটা ভাবেন না তিনি। তবে কি শাকিবের সঙ্গে তার পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে? আর কখনও তারা এক হবেন না? এমন প্রশ্নের উত্তরে বুবলীর জটিল জবাব, ‘নো কমেন্টস’।শাকিব-অপুর আমেরিকা সফরের ছবি-ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে অনেকটা আড়ালেই ছিলেন বুবলী। তবে দু-তিন দিন ধরে তাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। অংশ নিয়েছেন ‘প্রহেলিকা’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে। যেখানে শোবিজের গুণী শিল্পীরা ছবিটি দেখেছেন এবং করেছেন ভূয়সী প্রশংসা।অন্যদিকে শাকিব-অপু-জয়ের সর্বশেষ উপস্থিতি দেখা গেছে নায়াগ্রা জলপ্রপাতে। রোববার বিকালে তারা নায়াগ্রা দেখতে গিয়েছিলেন। এর পর রাতে সেখানকার চোখ ধাঁধানো আতশবাজি উপভোগ করেছেন তারা। ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গেও কিছুটা আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন অপু বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক । ২৫ জুলাই ২০২৩


বিবিসির বিশ্লেষণ : বলিউড কেন ‘যৌনতাবাদী’

বিবিসির বিশ্লেষণ : বলিউড কেন ‘যৌনতাবাদী’

ভারতের জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রশিল্প বলিউডকে প্রায়ই ‘পুরুষের জগৎ’ হিসেবে বর্ণনা করা হয়।দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। তবে নতুন এক গবেষণায় বলিউডে পর্দা ও পর্দার বাইরে লিঙ্গসমতার করুণ চিত্র উঠে এসেছে।২১০ কোটি মার্কিন ডলারের চলচ্চিত্রশিল্প বলিউডে প্রতিবছর শত শত সিনেমা মুক্তি পায়। বিশ্বব্যাপী এসব সিনেমার প্রচুর দর্শক রয়েছেন।দর্শক-ভক্তদের চিন্তাভাবনা-কল্পনার ওপর সিনেমা ও চলচ্চিত্র তারকারা যে প্রভাব ফেলছেন, তা জোরের সঙ্গেই বলা যায়।কিন্তু পশ্চাৎগামিতা, কুসংস্কার প্রচার ও লিঙ্গবৈষম্যের জন্য বছরের পর বছর ধরে বলিউডের অনেক সিনেমার সমালোচনা হচ্ছে।ভারতের মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের (টিস) গবেষকেরা হিন্দি সিনেমায় পিতৃতন্ত্রের দাপট কতটা প্রকট, তা পরিমাপের চেষ্টা করেছেন। বলিউড নিয়ে এই প্রথম এ ধরনের গবেষণা হলো।গবেষকেরা তাঁদের গবেষণার জন্য ২০১৯ সালের বক্স-অফিস হিট হওয়া সিনেমাগুলোর মধ্য থেকে ২৫টি বাছাই করেন।এ ছাড়া ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যকার ১০টি নারীকেন্দ্রিক চলচ্চিত্র গবেষকেরা বেছে নিয়েছিলেন। ২০১২ ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি বাসে এক ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন। এ নিয়ে তখন ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ হয়। এর জেরে ভারত সরকার নারীর বিরুদ্ধে যৌন নিপীড়ন-সংক্রান্ত কঠোর আইন প্রবর্তন করে। এই ঘটনার পর বলিউডের সিনেমার গল্পে কোনো পরিবর্তন এসেছে কি না, তা দেখতে চেয়েছিলেন গবেষকেরা।গবেষণার জন্য বাছাই করা বক্স-অফিস হিট সিনেমাগুলোর মধ্যে ছিল ‘ওয়ার’, ‘কবির সিং’, ‘মিশন মঙ্গল’, ‘দাবাং ৩ ’, ‘হাউসফুল ৪ ’, ‘আর্টিকেল ১৫ ’।আর নারীকেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে ছিল ‘রাজি’, ‘কুইন’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ইত্যাদি।গবেষকেরা বাছাই করা সিনেমাগুলোর প্রায় দুই হাজার চরিত্র বিশ্লেষণ করেন। সিনেমায় চরিত্রগুলোর পেশার ধরন বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এ ছাড়া তাঁরা যৌনতা-সংক্রান্ত গৎবাঁধা ধারণা, ঘনিষ্ঠতা, হয়রানির মতো বিভিন্ন বিষয়ের আলোকে সিনেমাগুলো বিশ্লেষণ করেছেন।গবেষকেরা সিনেমাগুলোতে অংশ নেওয়া এলজিবিটিকিউ প্লাস ও প্রতিবন্ধী চরিত্রের সংখ্যা গুনে দেখেছেন। সিনেমায় তাঁদের চরিত্র কীভাবে চিত্রায়িত করা হয়েছে, তা তাঁরা দেখেছেন।সিনেমাগুলোতে কতজন নারী পর্দার পেছনে কাজ করেছেন, সে বিষয়টিও খতিয়ে দেখেন গবেষকেরা।গবেষকেরা এই উপসংহারে পৌঁছান, নারীকেন্দ্রিক সিনেমাগুলো কিছুটা আশাবাদ তৈরি করে। কিন্তু বক্স-অফিস হিট হওয়া সিনেমাগুলো যৌনতাবাদী ও পশ্চাদ্গামী। এসব সিনেমায় নারী, এলজিবিটিকিউ প্লাস, প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব শোচনীয়।যেমন গবেষণায় বিশ্লেষণ করা সিনেমাগুলোর চরিত্রের ৭২ শতাংশই পুরুষ। ২৬ শতাংশ নারী। ২ শতাংশ অন্যরা।গবেষণা প্রকল্পটির প্রধান অধ্যাপক লক্ষ্মী লিঙ্গম বলেন, বলিউডের সব বড় বড় পুরুষ চরিত্রের ওপর ভর করে বড় অঙ্কের আয় আসছে। আর চলচ্চিত্র নির্মাতারা বলছেন, খুব শক্তিশালী নারী চরিত্র দর্শকদের সঙ্গে যায় না।লক্ষ্মী বিবিসিকে বলেন, বলিউডে ভিন্ন কিছু করার চেষ্টা খুব কমই হয়েছে। কারণ, পুরুষতান্ত্রিকতা সিনেমার গল্পের ধারণা ও বর্ণনাকে আচ্ছন্ন করে রাখে। নির্মাতাদের মধ্যে এমন বিশ্বাস তৈরি হয়েছে যে এই ধরনের গল্পই দর্শক টানতে পারে, অর্থ আনতে পারে। তাই তারা এই সূত্রের মধ্যেই থাকেন।লক্ষ্মী আরও বলেন, সিনেমায় নায়ককে উচ্চবর্ণের পুরুষ হতে হবে। প্রধান নারী চরিত্রকে হতে হবে হালকা-পাতলা, সুন্দরী। তাঁকে হতে হবে নম্র, বিনয়ী, যিনি কথার চেয়ে অঙ্গভঙ্গির মাধ্যমে সম্মতিসূচক ভাব প্রকাশ করেন। যৌনতা প্রকাশ করে—এমন পোশাক পরেন তিনি।পর্দায় চরিত্রগুলো যে ভূমিকা পালন করে, তাতে একটি সংকীর্ণ লিঙ্গগত দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ রয়েছে বলে উল্লেখ করেন লক্ষ্মী। এ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাগুলোতে অভিনয় করা প্রধান নারী চরিত্রের ৪২ শতাংশ ছিলেন চাকরিজীবী, যা বাস্তবতার চেয়ে অনেক বেশি। কিন্তু সিনেমায় এই নারী চরিত্রগুলোর পেশা ছিল খুব গৎবাঁধা ধরনের।লক্ষ্মী বলেন, ১০ জনের মধ্যে ৯ জন পুরুষ চরিত্র সিদ্ধান্ত গ্রহণমূলক ভূমিকায় ছিলেন। এই চরিত্রগুলো ছিল সেনা কর্মকর্তা, পুলিশ, রাজনীতিবিদ ও গডফাদার। অন্যদিকে, নারী চরিত্রের বেশির ভাগই চিকিৎসক, নার্স, শিক্ষক ও সাংবাদিকদের ভূমিকায় অভিনয় করেছেন। ১০ জনের মধ্যে মাত্র ১ জন নারী সিদ্ধান্ত গ্রহণের ভূমিকায় ছিলেন।গবেষণায় এলজিবিটিকিউ প্লাস চরিত্রগুলোর চিত্রায়ণে বড় ধরনের সমস্যা দেখা গেছে। তারা কখনোই সিদ্ধান্ত গ্রহণের ভূমিকায় ছিল না। চরিত্রকে প্রায়ই যৌনতাপূর্ণ রসিকতায় যুক্ত থাকতে দেখা গেছে। প্রতিবন্ধী চরিত্রের উপস্থিতি ও চিত্রায়ণও ভালো ছিল না।লক্ষ্মী বলেন, চলচ্চিত্র নির্মাতারা বলছেন, তাঁরা পর্দায় যা দেখাচ্ছেন, সেটিই বাস্তবতা। কিন্তু আরও অনেক বাস্তবতা রয়েছে, যা তাঁরা দেখান না।

নিজস্ব প্রতিবেদক । ১৫ জুলাই ২০২৩


'প্রিয়তমা' দেখতে স্বপরিবারে প্রেক্ষাগৃহে প্রতিমন্ত্রী পলক

'প্রিয়তমা' দেখতে স্বপরিবারে প্রেক্ষাগৃহে প্রতিমন্ত্রী পলক

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। এবার এ সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে হাজির হলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।রোববার (২ জুলাই) বিকালে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গিয়েছেন পলক। তা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন— ‘আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে! অধীর আগ্রহে অপেক্ষা করছি সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখব বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সাথে।’শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াৎ, লুৎফুর রহমান জর্জ, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত, সহিদ-উন-নবী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

নিজস্ব প্রতিবেদক । ০৩ জুলাই ২০২৩


'হিরো আলম বগুড়া' পেজের বিরুদ্ধে বাড্ডা থানায় জিডি রিয়ার

'হিরো আলম বগুড়া' পেজের বিরুদ্ধে বাড্ডা থানায় জিডি রিয়ার

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রিয়া চৌধুরী (৩৪) নামের এক নায়িকাকে গালিগালাজ করার অভিযোগে ‘হিরো আলম বগুড়া’ পেজের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।শুক্রবার (৯ জুন) ডিএমপির বাড্ডা থানায় রিয়া চৌধুরী এই জিডি করেন। জিডি নম্বর ৬৪৪।জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ, গত ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে হিরো আলমের সহযোগী রিয়া মনি (২৭) নামের এক মেয়ে তাকে অশ্লীল গালিগালাজ করেন। এতে হিরো আলমের ইন্ধন রয়েছে। যার কারণে সামাজিকভাবে তার মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে মামলার জন্য আবেদন করা হবে।থানায় সাধারণ ডায়েরির বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, আমার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য রয়েছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি। কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করা হয়েছে। আর পেজ তো আমি চালাই না, পেজের অ্যাডমিনরা চালায়। ‌সে (রিয়া চৌধুরী) প্রমাণ দিক যে আমি তাকে গালিগালাজ করেছি। এছাড়া জিডি কোনো ফ্যাক্টর নাকি!এ বিষয়ে বাড্ডা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, জিডিটি গতকাল (শুক্রবার) হয়েছে। জিডির একটি কপি ডিএমপির সাইবার ক্রাইমে পাঠানো হয়েছে। সাইবার ক্রাইম বিষয়টি এখন তদন্ত করবে। সাইবার ক্রাইমের তদন্তের পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক । ১১ জুন ২০২৩


অভিনেত্রী তানজিন তিশার ভিডিও ফাঁস!

অভিনেত্রী তানজিন তিশার ভিডিও ফাঁস!

টিভি জগতের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার মধ্যরাতে হঠাৎ করেই অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি এবং ভিডিও ফাঁস হয়। যদিও প্রকাশের ১৭ মিনিট পরেই সেসব ভিডিও-ছবি মুছে ফেলা হয়। সেই ভিডিও ও ছবিতে দেখা যায়, তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে।সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এ তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ভিডিওতে আরও দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন।যদিও ভাইরাল এ বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি এ অভিনেত্রী তিশা।এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রাজের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটি আমরা সবাই জানি— প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না।

নিজস্ব প্রতিবেদক । ৩১ মে ২০২৩


নতুন গান নিয়ে আসছেন শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস

নতুন গান নিয়ে আসছেন শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস

এই মাসে রিলিজ হচ্ছে জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস এর‘জীবন চলার পথে’ শিরোনামে একটি নতুন নাশিদ।গানটি লিখেছেন গাজী খাইরুল ইসলাম এবং সুর করেছেন হাসান আহমেদ। কম্পজিশন করেছেন সালমান সাদিক সাইফ এবং ভিডিও নির্মাণ করেছেন নজরুল ইসলাম। ।গানটি আসবে হ্যাভেন টিউনের ইউটিউব চ্যানেলে। শিল্পী আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, আমার অন্যান্য গানের মত এই গানও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। তাছাড়া এই গানটিতে মানুষের জীবন চলার পথে যে দুঃখ বাধা আসে সে দুঃখ বাধা ত্যাগ করে। আল্লাহ তায়ালা ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার সম্পর্কে বলা হয়েছে। গানটি অডিও ভিডিও ভিন্ন ধারাই করা হয়েছে এবং কক্সবাজার ও ঢাকার বিভিন্ন স্থানে ভিডিও ধারন করা হয়েছে। আমার বিশ্বাস–দর্শকরা আমার এই গানকেও পছন্দ করবে। আব্দুল হাসিব বিন ইদ্রিস এর জন্ম যশোর জেলার কোতয়ালী থানায়। দুই ভাইয়ের মধ্যে আব্দুল হাসিব সবার ছোট। শৈশব থেকেই ইসলামি সঙ্গীতের প্রতি আগ্রহ। বাবার সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠান বা ওয়াজ মাহফিলে যাওয়া হত। গাওয়া হতো ইসলামি সঙ্গীতও।এরপরে জনপ্রিয় সঙ্গীতশিল্পী গাজী আনাস রাওশান এর মাধ্যমে আব্দুল হাসিব বিন ইদ্রিস যোগ দেন হ্যাভেন টিউন এ। সেখান থেকেই তার উত্থান। একে একে এই পর্যন্ত তিনি গেয়েছেন ১৫ এর বেশি ইসলামি সঙ্গীত। ইউটিউব ও ফেসবুক ছাড়াও ৩০০ টিরও বেশি অডিও ভিডিও প্লাটফর্ম এ রয়েছে তার গান।আব্দুল হাসিব বিন ইদ্রিস বলেন, ইসলামি সঙ্গীত হলো আমার ভালো লাগার একটি জায়গা। মৃত্যু পর্যন্ত আমি ইসলামি গান গেয়ে মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দিতে চাই।

নিজস্ব প্রতিবেদক । ১৭ মে ২০২৩


অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের সন্তানের বাবা কে?

অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের সন্তানের বাবা কে?

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত মাসেই অনুরাগীদের এ সুখবর দিয়েছেন তিনি। তবে সন্তানের বাবা কে? তা নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে। একদিন আগেও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিজের স্ফীতোদরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ইলিয়ানা।সাদা-কালো ভিডিওতে তিনি, আর তার কাছেই রয়েছে তার পোষ্য। ইলিয়ানার হাতে কফির কাপ। ভিডিওতে লেখা, ‘লাইফ লেটলি’, আবহে ‘আ বিউটিফুল মর্নিং’ গান। নিজের জীবনের এই সময় যে চুটিয়ে উপভোগ করছেন অভিনেত্রী, তা স্পষ্ট এই ভিডিও থেকেই। তবে অস্বস্তিও যে কম রয়েছে, এমনটি নয়।গর্ভাবস্থার এই সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় হবু মাকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি থেকে অভিনেত্রী জানান, রাতে ঘুমোতে পারছেন না। বিছানার ওপর শুয়ে ঘুমানোর চেষ্টা করছেন। সেই ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখলেন, যখনই ঘুমের চেষ্টা করছি, তখনই পেটের ভেতর ড্যান্স পার্টি শুরু হয়ে যাচ্ছে।বছর কয়েক আগে পর্যন্তও অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন ইলিয়ানা ডি’ক্রুজ। তাকে একাধিকবার ‘স্বামী’ বলেও উল্লেখ করেছেন তিনি। ২০১৯ সালে সম্পর্কে চিড় ধরে ইলিয়ানা ও অ্যান্ড্রুর। তার পর থেকে নিজের প্রেমজীবন নিয়ে নীরবই থেকেছেন ইলিয়ানা।সম্প্রতি ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তার। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে চর্চিত যুগলকে। ইলিয়ানার অনাগত সন্তানের বাবা ক্যাটরিনার ভাই-ই কিনা, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী।

নিজস্ব প্রতিবেদক । ০৬ মে ২০২৩


ভেঙ্গে যাচ্ছে শবনম ফারিয়ার দ্বিতীয় সংসার!

ভেঙ্গে যাচ্ছে শবনম ফারিয়ার দ্বিতীয় সংসার!

২০১৯ সালে বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু ১ বছর ৯ মাসেই সেই সংসার ভেঙ্গে যায়। এর কিছুদিন পর তাকে ঘিরে নতুন প্রেম-বিয়ের খবর সামনে আসলে এ প্রসঙ্গে এক প্রকার মুখে কুলুপ এঁটে ছিলেন তিনি। এরপর ২০২২ সালের মে মাসে জানা যায় ২ মাস আগে বিয়ে করেছেন ফারিয়া। কিন্তু কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘শবনম ফারিয়ার দ্বিতীয় সংসারটিও ভেঙে গেছে’।তবে বিয়ের মতো এই প্রসঙ্গেও নীরবতা পালন করছেন তিনি। কিন্তু সোমবার (০১ মে) রাত দেড়টার দিকে মোহাম্মদ জাহিন খান নামের একটি অ্যাকাউন্ট থেকে শবনম ফারিয়াকে ট্যাগ দেয়া এক পোস্টে যেন ‘বিস্ফোরন’ ঘটলো। যেখানে অভিনেত্রীর দিকে অভিযোগের ফিরিস্তি দেখা গেছে।শবনম ফারিয়া নিজে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখলেন ‘গসিপ।’ শবনম ফারিয়ার ফোন বন্ধ থাকায় এই গসিপের বিবরণ জানা সম্ভব হলো না।জাহিনের পোস্টের কয়েক ঘণ্টা আগেই ফারিয়া একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছেন, ‘কিছু মানুষ জীবনে আসে শিক্ষা হয়ে! ২০২১ ও ২০২২ ছিল ভুল মানুষের সঙ্গে সাক্ষাৎ ও কাছাকাছি যাওয়ার বছর। ২০২৩ ভালোর দিকে যাচ্ছে। অপ্রয়োজনীয় ভুয়া লোকজন এমনিতেই দূরে চলে যাচ্ছে! কাছের মানুষ আরো কাছে আসছে। হালকা ও ভালো লাগছে। তরুণদের জন্য একটা উপদেশ, কেউ আপনার সঙ্গে যতো ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, যদি তার কোনো প্রকার মানসিক সমস্যা (উদ্বেগ ও বিষন্নতা ছাড়া) কিংবা কোনো মাদক সংশ্লিষ্টতা থাকে, সবসময় তার থেকে দূরে থাকবে। তারা ক্ষতিকর। যতদিনে তুমি বুঝবে যে তারা ক্ষতিকর, সেটা অনেক দেরি হয়ে যাবে। সাবধান থাকো।’এরপর জাহিন খান নামের ওই আইডির পোস্টে নিজেকে শবনম ফারিয়ার ‘এক্স হাসবেন্ড’ দাবি করেন। তার ভাষ্য এমন- ‘মাদকাসক্তি, মানসিক রোগ নিয়ে শবনম ফারিয়ার যে পোস্ট, সেটা আমাকে নিয়ে; আমি তার এক্স হাসবেন্ড। আমি সবাইকে অনুরোধ করছি এক পক্ষের কথা শুনে বিচার না করে আমার কথাগুলো শোনার। আমি যুক্তরাষ্ট্রে চাকরি, বন্ধু-বান্ধব নিয়ে ভালোই ছিলাম। এরপর আমি বাংলাদেশে আসি এবং শবনম ফারিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু আমি একটা অপরাধে গ্রেপ্তার হই, যেটা আসলে আমি করিনি। বন্ধুরা আমাকে ওই মামলায় যুক্ত করে ফেলে। কয়েক মাস কারাগারে থাকার পর আমি জামিন পাই। বলতে ভুলে গেছি, আমি গ্রেপ্তার হওয়ার আগেই আমরা বিয়ে করেছিলাম।’জাহিন তার পোস্টে আরো লেখেন, যখন আমি জেল থেকে বের হয়ে আসি, তখন থেকেই ফারিয়ার আচরণে পরিবর্তন দেখতে পারি। সে রীতিমতো আমাকে গালাগাল ও মারধর করত! একটা পর্যায়ে ব্যাপারটা এতো বাজে হয়ে যায় যে, আমি কাউকে বলতেও পারিনি। পরবর্তীতে আমি জানতে পারি যে, তার (ফারিয়া) আগের বিয়েটাও এমনই ছিল। এমন জীবন আমি চাইনি, এমন বিয়ে-ভালোবাসা আমি চাইনি, যেখানে একে-অপরের প্রতি কোনো সম্মানবোধ থাকবে না।’বর্তমানে দেশের বাইরে রয়েছেন জানিয়ে জাহিন বলেন, দেশত্যাগ করা ছাড়া আমার কোনো পথ ছিল না। প্রত্যেকটা উপায়ে সে আমার ক্ষতি করতে চেয়েছিল। এমনকি তার প্রভাবশালী বন্ধুদের দিয়ে আমাকে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। আমাদের সম্পর্ক চলাকালীন বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। কিন্তু একজন পুরুষের গল্প সবসময় আড়ালেই থেকে যায়।’তবে শবনম ফারিয়া দাবি করেছেন, এটা ফেক অ্যাকাউন্ট। জাহিন খান নয়, তিনি যাকে বিয়ে করেছেন তার নাম জাহিন রহমান। তবে বিয়ে, সংসার নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এ অভিনেত্রী।২০২২ সালের মে মাসে ঈদ উৎসবে জাহিনসহ পারিবারিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বিয়ের ইঙ্গিত দেন ফারিয়া। তবে সেখানে বরের নাম-পরিচয় উল্লেখ করেননি।

নিজস্ব প্রতিবেদক । ০২ মে ২০২৩


পদ্মা সেতুতে ছবি তুলে তোপের মুখে বুবলী

পদ্মা সেতুতে ছবি তুলে তোপের মুখে বুবলী

পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তুলেছেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী।শনিবার দুপুর ২টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের চারটি ছবি পোস্ট করেছেন বুবলী। এতে দেখা যায়, কালো পোশাকে পদ্মা সেতুর রেলিং ধরে পোজ দিয়েছেন তিনি। পাশেই দাঁড় করানো রয়েছে তার কালো একটি প্রাইভেটকার। ছবিগুলোর ক্যাপশনে কিছু না লিখলেও শুধু ভালোবাসার ইমো দিয়েছেন নায়িকা। ছয় ঘণ্টার ব্যবধানে ৮৩ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে ছবিগুলোতে। মন্তব্য পড়েছে সাড়ে প্রায় ছয় হাজার।ছবিগুলো যে নেটিজেনদের পছন্দ হয়েছে, মন্তব্যে তাদের অনেকেই তা প্রকাশ করেছেন। তবে সেই সঙ্গে সরকারি নির্দেশনা অমান্য করে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় তোপের মুখেও পড়েছেন এই নায়িকা। অনেকেই মন্তব্যের ঘরে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।একজন নেটিজন লিখেছেন, ‘ছবি অনেক সুন্দর লাগছে। পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ। আইন অমান্যকারীকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হোক।’আরেকজন লিখেছেন, ‘প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নিয়ম ভঙ্গ করার জন্য উনাকে আইনের আওতায় আনা হোক।’অন্য একজন লিখেছেন, ‘প্রশাসন কি এদের চোখে দেখে না।’ আবার কেউ লিখেছেন, ‘এদের কেউ জরিমানা করে না?’ এমন অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুর ওপরে কোনো যানবাহন থামানো যাবে না এবং গাড়ি থেকে নেমে ছবি তোলা বা হাঁটাহাঁটি করা যাবে না; এমন বেশ কিছু নিয়ম করে গত বছর ২৩ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক । ২৯ এপ্রিল ২০২৩


ঘোড়া পছন্দ করেন রাজকুমারী শেখ মাহরা

ঘোড়া পছন্দ করেন রাজকুমারী শেখ মাহরা

রুপালি পর্দার নন, তিনি বাস্তবের রানি। তবু তার জনপ্রিয়তা কোনো চলচ্চিত্র তারকার থেকে কম নয়! তিনি সুন্দরী তো বটেই, সেই সঙ্গে তার চেহারায় রয়েছে আভিজাত্য। বরাবরই তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে। তিনি মোটেও কোনো সাধারণ কন্যা নন। তিনি রাজকন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে চর্চার শেষ নেই।এই রাজকুমারী যার রূপের ছটায় মোহিত সবাই, তিনি হলেন— শেখ মাহরা বিন্ত মহম্মদ বিন রশিদ আল মাকতুম। সংক্ষেপে সবাই তাকে শেখ মাহরা নামেই চেনেন। দুবাইয়ের রাজকুমারী শেখ মাহরা। সংযুক্ত আরব আমির শাহির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা তিনি।সম্প্রতি বিয়ে হয়েছে রাজকুমারীর। মাহরার বিয়ের খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। ১৯৯৪ সালে দুবাইয়ে জন্ম মাহরার। রাজকুমারী তিনি। ফলে ছোট থেকেই রাজঘরানায় বড় হয়ে ওঠা তার। ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। এ বিষয়ে তার ডিগ্রিও রয়েছে।রুপালি পর্দার তথাকথিত নায়িকাদের মতোই বেশ ফ্যাশনিস্তা মাহরা। বিভিন্ন ধরনের পোশাকে প্রায়শই নিজেকে মেলে ধরেন এই রাজকুমারী। ইনস্টাগ্রামে মাহরার নানা আঙ্গিক ছবিতে মজে তার অনুরাগীরা। দেখে মনে হবে যেন, কোনো মডেল। ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি অনুরাগী তার।ঘোড়ার প্রতি মাহরার প্রেমও নজর কেড়েছে সমাজমাধ্যমে। তার বাবার মতোই ঘোড়া ভালোবাসেন মাহরা। আর এর আভাস পাওয়া গেছে ইনস্টাগ্রামে। ঘোড়ার সঙ্গে মাহরার বিভিন্ন ছবি দেখা গেছে।

নিজস্ব প্রতিবেদক । ১০ এপ্রিল ২০২৩