তালাকপ্রাপ্ত নারী মানেই ‘এভেইলেবল’ না- এমনটাই মন্তব্য করলেন অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেন ‘দেবী’ অভিনেত্রী।শবনম ফারিয়া বলেন, ‘আমাদের আশেপাশের কিছু মানুষ মনে করে, যদি কেউ তালাকপ্রাপ্ত হয়, তাহলে তারা ‘‘এভেইলেবল। ’’ না বন্ধু, বিবাহবিচ্ছেদ তাঁর স্ট্যান্ডার্ড মোটেও নিচে নামায় না।শবনম ফারিয়া মনে করেন বিবাহ বিচ্ছেদ খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এমনটা কোনো মেয়ের সঙ্গে ঘটলে তিনি তাঁর যোগ্যতা অনুযায়ী সঙ্গী পেতে পারেন। তাঁর এই বক্তব্যকে ভক্তরা অনেকেই স্বাগত জানিয়েছেন।ফারিয়া বলেন,‘এমনকি যদি সে তালাকপ্রাপ্তও হয় সে এমন কাউকে খুঁজে পেতে পারে যে, তাঁর স্ট্যান্ডার্ড ধারণ করে। এমন একজন যোগ্য মানুষ পেতে পারে যে তাঁর পাশে দাঁড়াবে। যোগ্যতা মানে শিক্ষা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আয়, চেহারা, উচ্চতা সবকিছুই। তাই কাউকে ভুল ভাইব দেওয়ার আগে সাবধান থেকো।
নিজস্ব প্রতিবেদক । ১০ নভেম্বর ২০২২
রবিবার (৩০) বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে ভারত। এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি দেশটির অন্যতম ব্যাটিং ভরসা বিরাট কোহলি। তার ওপর ছেড়ে দিয়েছেন একটি সহজ ক্যাচ। এরমধ্যেই সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারতীয় এই ক্রিকেট তারকার হোটেল রুমের একটি ব্যক্তিগত ভিডিও।এভাবে ব্যক্তিগত পরিসরের ছবি ইন্টারনেটে তুলে ধরার বিরুদ্ধে সরব হয়েছেন বিরাট ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।বলিউড অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওর কিছু অংশ শেয়ার করে লিখেছেন, ‘ব্যক্তিগত পরিসরের ছবি তুলে ধরার অভিজ্ঞতার মুখে আগেও পড়েছি, যেখানে ফ্যানেরা কোনও সহানুভূতি বা করুণা দেখায়নি কিন্তু এটা সেই অভিজ্ঞতার থেকেও খারাপ। খুবই অসভ্যতামি ও অমানবিক এবং যেই এই ভিডিও দেখবে সে এটাই বলবে যে সেলিব্রিটি হয়েছে তো এরকম হবেই, তাদের জানা উচিত যে তারাও এই সমস্যার অংশ আর এটা তোমার বেডরুমেও হতে পারে। তাহলে এর সীমা কোথায়?’কোনও এক পাপারাৎজির তোলা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই বিরাট ও আনুশকার পাশে দাঁড়িয়েছে। কমেন্ট বক্সে অনেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে তুলে নেওয়ার পরামর্শ দেন। এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই নিম্ন রুচির পরিচয়’। অনেকেই হোটেলের বিরুদ্ধে মামলার কথা তুলেছেন। এক নেটিজেন লিখেছেন, ‘ম্যানেজারের চাকরি গেল, এটা খুবই চিপ।’ অন্য এক ব্যক্তির মত, ‘এভাবে কারোর ব্যক্তিগত পরিসরে অনাধিকার অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না। সে কোনও সেলেব হোক কিংবা কোনও সাধারণ মানুষ।’ভিডিও শেয়ার করে নিজের ক্ষোভ জানিয়েছেন বিরাটও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আমি বুঝি যে, ফ্যানরা তাদের ফেভারিট প্লেয়ারদের দেখলে উচ্ছ্বসিত হয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকে। এই বিষয়টি নিয়ে আমি সবসময় প্রশংসা করেছি। কিন্তু এই ভিডিও সাংঘাতিক। আমার প্রাইভেসি নিয়ে আমি ভীত। যদি আমি নিজের হোটেল রুমেই কোনও ব্যক্তিগত পরিসর না পাই, তাহলে সেটা আমি কোথায় প্রত্যাশা করতে পারি? এরকম পাগলামি আর ব্যক্তিগত পরিসর ভেঙে দেওয়া আমার কাছে সঠিক নয়। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করতে শিখুন। তাদের বিনোদনের পণ্য ভাববেন না।'
নিজস্ব প্রতিবেদক । ০১ নভেম্বর ২০২২
তাদের বয়সের ব্যবধান ৩২ বছরের। তবে এই ব্যবধান দুজনের প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই তো বাধা-বিপত্তি এড়িয়ে একে অপরের হাত ধরেছেন ৫২ বছর বয়সী শিক্ষক ও ২০ বছরের প্রেমিকা। পাকিস্তানের এই দম্পতির প্রেমকাহিনি নিয়ে চলছে জোর আলোচনা।জোয়া নুর বি.কমের ছাত্রী। সাজিদ আলি তার শিক্ষক। পড়তে পড়তেই শিক্ষককে মন দিয়ে ফেলেন জোয়া। সাজিদের ব্যক্তিত্ব আকৃষ্ট করে তাকে। তাই বয়সের পার্থক্যকে তুড়ি মেরে প্রেমের জোয়ারে নিজেকে ভাসিয়ে দেন এই তরুণী।তবে হুট করেই জোয়ার প্রেমে পড়েননি পঞ্চাশোর্ধ্ব সাজিদ। তিনি প্রথম দিকে ছাত্রীর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু জোয়ার প্রেমের টানে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি সাজিদ। শেষমেশ তিনিও প্রেমে হাবুডুবু খান। আর তারপরই দুজনের চার হাত এক হয়। এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের প্রেমের কাহিনি শুনিয়েছেন জোয়া ও সাজিদ।জোয়া জানিয়েছেন, কলেজেই সাজিদকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু প্রথমে তা প্রত্যাখ্যান করেন সাজিদ। ‘আমাদের মধ্যে ৩২ বছরের পার্থক্য। আমরা বিয়ে করতে পারি না’, জোয়াকে এ কথা বলেছিলেন সাজিদ। তবে মনের মানুষকে কাছে পেতে নাছোড়বান্দা মনোভাব ছিল জোয়ার। তাই প্রাথমিকভাবে তার প্রস্তাব সাজিদ ফিরিয়ে দিলেও তিনি ভেঙে পড়েননি। আবার ছাত্রীকে বিয়ে করা নিয়ে সাজিদেরও কোনো গোঁড়ামি ছিল না। সিদ্ধান্ত নেওয়ার জন্য এক সপ্তাহ সময় নিয়েছিলেন সাজিদ।বিয়ের বিষয়ে দুজনের পরিবার থেকেই আপত্তি ওঠে। কিন্তু কোনো বাধাই তাদের প্রেমে পরিণতি ঠেকাতে পারেনি। বর্তমানে সুখেই সংসার করছেন তারা।
নিজস্ব প্রতিবেদক । ৩১ অক্টোবর ২০২২
মুক্তির ১৬ দিন পরও হুমড়ি খেয়ে সিনেমাটি দেখছেন দর্শক। বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড—পাকিস্তানি সিনেমায় এমন দৃশ্য নতুন। এত বেশি আয়ের মুখ আগে দেখেনি পাকিস্তানি অন্য কোনো সিনেমা। পাকিস্তানের ইন্ডাস্ট্রির সাপেক্ষে সিনেমার বাজেটও অকল্পনীয়। সিনেমাটির নাম দ্য লেজেন্ড অব মওলা জাট। পরিচালক বিলাল লাশহারি।শুটিং শুরুর সময় খবর ছড়িয়েছিল, সিনেমার বাজেট ৫০ কোটি পাকিস্তানি রুপি। শুনে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি দর্শক। তাঁদের কাছে এ বাজেট এতটাই অকল্পনীয়। এত টাকা তুলে আনার মতো এত বড় বাজার তো পাকিস্তানের সিনেমার নেই। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) বলছে, শেষ পর্যন্ত ৭০ কোটিতে গিয়ে দাঁড়ায় ছবির বাজেট। সিনেমাটি ১৩ অক্টোবর মুক্তি পায়। এই প্রথম বিশ্বের ২৩টি দেশের ৪০০ হলে একযোগে মুক্তি পেল পাকিস্তানি কোনো সিনেমা। প্রথম দিন থেকেই ভালো ব্যবসা করতে থাকে দ্য লেজেন্ড অব মওলা জাট। মাত্র ১০ দিনে পাকিস্তানি সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ে ১০০ কোটি পাকিস্তানি রুপি আয় করে জাট। প্রথম সপ্তাহে শুধু পাকিস্তান থেকেই সিনেমাটি ১১ কোটি ৩০ লাখ রুপি আয় করে, এটিও ছিল নতুন রেকর্ড। এর আগে সালমান খানের সুলতান পাকিস্তান থেকে প্রথম সপ্তাহে ১১ কোটি ২৫ লাখ রুপি আয় করেছিল। সমালোচকেরা বলছেন, ছবিটি দিয়ে পাকিস্তানি সিনেমার নতুন জন্ম হলো।পাঞ্জাবের এক গ্রামের পটভূমিতে সিনেমার গল্প। শুরুতেই জেভা নাট ও তার সাঙ্গপাঙ্গরা সরদার জাটদের ওপর আক্রমণ করে। এই আক্রমণে মারা যায় সরদার জাট ও তার স্ত্রী। বেঁচে যায় সরদারের ছেলে মওলা জাট। দানি নামের এক নারীর কাছে বড় হতে থাকে মওলা। একদিন দানির ছেলে মওলাকে তার শিক্ষকের কাছে নিয়ে যায়। এই শিক্ষক কুস্তি শেখান। শুরুতেই মওলার পারদর্শিতা শিক্ষককে মুগ্ধ করে। একসময় কুস্তিগির হিসেবে মওলার খ্যাতি ছড়িয়ে পড়ে। হঠাৎ এক রাতে ভয়ংকর দুঃস্বপ্ন মওলাকে অতীতে নিয়ে যায়। মওলা গ্রামে ফিরে গিয়ে এক বৃদ্ধের কাছে জানতে পারে, অত্যাচার, অপহরণ, ধর্ষণসহ নাট পরিবারের অপকর্মে গ্রামের মানুষ অতিষ্ঠ। মওলার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এ খবরে চলে যায় নাট পরিবারের কাছে। এই পরিবারের বর্তমান শাসক নুরি নাট জ্বালিয়ে দেয় মওলাদের গ্রাম। শুরু হয় নতুন সংগ্রাম।কেন সিনেমাটি দর্শকের এত ভালো লেগেছে? গল্পটির উপস্থাপনা ও একের পর এক চমক দর্শককে পর্দা থেকে চোখ সরাতে দেয় না। ঐতিহাসিক সিনেমার প্রেক্ষাপট মানেই বড় পরিসর। সাজসজ্জা, মেকআপ, যথাযথভাবে সময়কে ধরতে না পারলে দর্শক মুখ ফিরিয়ে নেবেন—এমন ভাবনা শুরু থেকেই পরিচালকের ছিল। ক্যারিয়ারের এই দ্বিতীয় সিনেমা নিয়ে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। ২০১৯ সালের পবিত্র ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তির কথা থাকলেও কপিরাইট নিয়ে প্রযোজককে ভুগতে হয়েছে।কারণ, অনেকেই মনে করেছিলেন, এটি ১৯৭৯ সালে মুক্তি পাওয়া মওলা জেট ছবির সরাসরি রিমেক। কখনো শুটিংয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা। পরে শুরু হয় করোনার সংক্রমণ। যাহোক, সবকিছু ছাপিয়ে সিনেমাটি এখন পাকিস্তানি ইন্ড্রাস্টিতে সুবাতাস বইয়ে দিয়েছে। অ্যাকশন, ড্রামা, ফ্যান্টাসি ঘরানার সিনেমাটি আন্তর্জাতিক বাজারে পাকিস্তানি সিনেমাকে জায়গা করে দিচ্ছে। দেশটির কোনো সিনেমা এর আগে ১০০ কোটি রুপি আয় করতে পারেনি। আয়ের দিক থেকে পাকিস্তানের দ্বিতীয় সিনেমা জওয়ানি ফির নাহি আনি-২। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল ৭০ কোটি রুপি। তৃতীয় আয় করা সিনেমা লন্ডন নাহি জাউঙ্গা, চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে ৫৫ কোটি রুপি।‘দ্য লেজেন্ড অব মওলা জাট’-এর প্রশংসা করে গার্ডিয়ান, বিবিসি, আল-জাজিরা, ভ্যারাইটিসহ বিশ্বের বড় বড় গণমাধ্যম খবর প্রকাশ করেছে। মুক্তির প্রথম সপ্তাহেই আল-জাজিরা লিখেছিল, মাত্র ১৫ লাখ ডলার বাজেটের সিনেমা প্রথম সপ্তাহেই সারা বিশ্ব থেকে ২৩ লাখ ডলার আয় করেছে।সিনেমাটির প্রযোজক আমারা হিকমত আল-জাজিরাকে বলেন, ‘২০১৪ সাল থেকে আমরা সিনেমাটির কাজ শুরু করেছি। চেয়েছি, এ সিনেমা আমাদের অন্য সিনেমা থেকে আলাদা করে নির্মাণ করতে। আমাদের চেষ্টা সফল। আশা করছি সিনেমাটি পাকিস্তানি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেবে। যাঁরা এখানে সিনেমায় বিনিয়োগ করেন, তাঁদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।’ গার্ডিয়ান-এর সিনেমা সমালোচক ক্যাথ ক্লার্ক লিখেছেন, ‘গেম অব থ্রোনস ও গ্ল্যাডিয়েটর-এর মোলাকাত এই সিনেমা...প্রতিটি মিনিট উপভোগ করেছি।’২০১৩ সালে প্রথম ছবি ‘ওয়ার’ দিয়েই ভারতের রামগোপাল ভার্মার মতো পরিচালকের প্রশংসা পেয়েছিলেন বিলাল লাশহারি। দ্বিতীয় সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’ তো তাঁকে নিয়ে গেল অন্য উচ্চতায়। সিনেমাটির শুধু পরিচালনাই নয়, ক্যামেরা, সম্পাদনা, চিত্রনাট্যের কাজও নিজেই সামলেছেন তিনি। সিনেমাটি নিয়ে বিলাল আল-জাজিরাকে বলেন, ‘অনেক দেশ বিশ্ববাজারে বিভিন্ন ধরনের সিনেমা রপ্তানি করছে। তাদের মধ্যে আছে হলিউডের ওয়েস্টার্ন, বলিউডের মিউজিক্যাল, জাপানের সামুরাই বা হংকংয়ের কুংফু ফিল্ম। “পাঞ্জাবি গান্ডাসা” পাকিস্তানি ধারার সিনেমা। এই ধারায় ফিরে গিয়ে ধারাটিকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেছি।’ সিনেমায় মওলা জাট চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খান, নুরি নাট চরিত্রে অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী। আরও আছেন মাহিরা খান, হুমাইমা মালিক, গহর রশিদ প্রমুখ।২৮ অক্টোবর পর্যন্ত সিনেমাটির সর্বমোট আয় ছিল ১১৫ কোটি রুপি। শুধু পাকিস্তান থেকেই রেকর্ড গড়ে আয় হয়েছে ৩৩ কোটি রুপি। আন্তর্জাতিক বাজার থেকে আয় করে ৮২ কোটি রুপি। এটিও নতুন রেকর্ড।
নিজস্ব প্রতিবেদক । ৩১ অক্টোবর ২০২২
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয় আর গান-বাজনার পর এবার তাকে পাওয়া যাবে আবৃত্তিকার হিসেবে। ‘হাসিওয়ালা’ শিরোনামের একটি ফিল্ম নির্মাণ করা হবে আর সেখানে হিরো আলম শোনাবেন কবিতা। আট মিনিট দৈর্ঘ্যের এই ফিল্মের নির্মাতা ও কবিতা লিখেছেন অতিন্দ্র কান্তি অজু।তিনি বলেন, ‘হিরো আলমকে নিয়ে নানাজন নানাভাবেই কাজ করেছেন। এবার আমরা চেয়েছি তাকে নিয়ে সিরিয়াসভাবে কাজ করব। এই উদ্যোগ থেকে হিরো আলমকে দুই মাস ধরে আবৃত্তিচর্চার মধ্যে রেখেছি। তাকে আবৃত্তি শিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদীব। তার নির্দেশনাতেই হিরো আলম আবৃত্তি করছেন। যার ফলে আমরা বলতে পারি খুব ভালো একটা কাজ হবে এটা।’হিরো আলম বলেন, ‘আমার জীবন নিয়ে এই কবিতা লেখা হয়েছে। সেটা আমি আবৃত্তি করব। আর কবিতার সঙ্গে অভিনয় করব আমি, রিয়া মনিসহ কয়েকজন। আমার দুঃখ-দুর্দশা এই কবিতার মাধ্যমে উঠে আসবে। আমার মনে হয়, এটা আমার জীবনের সেরা কাজগুলোর একটা হতে যাচ্ছে।’
নিজস্ব প্রতিবেদক । ২৩ অক্টোবর ২০২২
আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। আজ তার ৩৮তম জন্মদিন। আশরাফুল আলম সাঈদ ১৯৮৫ সালের ২২ অক্টোবর বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম।হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের (ক্যাবল পরিচালনা) ব্যবসায় নামেন। ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন।আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন।এসময় মুশফিকুর রহিমসহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।ফলে তিনি ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে আলোচিত হন।ইয়াহু ইন্ডিয়ার এক জরিপ অনুসারে সেসময় ভারতীয় অভিনেতা সালমান খানের চেয়ে আলমকে বেশিবার গুগলে অনুসন্ধান করা হয়েছে।১১ আগস্ট ২০১৭ তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়।২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিয়ে আবার আলোচনায় আসেন। ২০১৮ সালের গুগল অনুসন্ধানের প্রবণতায় বাংলাদেশে দশম অবস্থানে থাকেন হিরো আলম।১৬ অক্টোবর ২০২০ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা ‘সাহসী হিরো আলম’। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। পরে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেন ও তার প্রথম গান ছিল “বাবু খাইছো”।এরপর তিনি বেশ কিছু গান ও ভিডিও ইন্টারনেটে ছাড়েন, যার মধ্যে অন্যতম ছিল কয়েকটি রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি। তবে রবীন্দ্র সঙ্গীত ও নজরুলগীতি ছাড়ার পর তার বিরুদ্ধে এগুলো বিকৃত করে গাওয়ার অভিযোগ ওঠে।২০২২ সালের ২৭ জুলাই, বাংলাদেশে পুলিশের গোয়েন্দা শাখা হিরো আলমকে তাদের কার্যালয়ে ডেকে নিয়ে যায়। পরে কখনও অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না, বিকৃত করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।ছাড়া পেয়ে হিরো আলম বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে তার প্রতি মানসিক নির্যাতন ও অশোভন আচরণ করার অভিযোগ আনেন। হিরো আলমের উক্তি অনুসারে পুলিশ তাকে বলে যে, “তোর চেহারা কি হিরোর মতো? আয়নায় একবার নিজের চেহারা দেখেছিস? হিরোদের চেহারা কেমন হয় সিনেমায় দেখিস না? তোর হিরো আলম নাম পরিবর্তন করবি”।পরে হিরো আলমকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান গাইতে নিষেধ করায় গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হয়। এছাড়া নাম থেকে ‘হিরো’ শব্দটি বাদ দেওয়া ও চেহারা নিয়ে তাচ্ছিল্য করার বিষয়টিকে অনেকে বর্ণবাদী আচরণ বলে আখ্যায়িত করেন।বিষয়টি বিবিসি, এএফপি-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেরও খবর হয়।
নিজস্ব প্রতিবেদক । ২৩ অক্টোবর ২০২২
সিনেমা অঙ্গনে বর্তমান সময়ে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে চিত্রনায়ক শাকিব-বুবলী’র বিয়ে, সন্তান আর বিচ্ছেদের খবর। সম্প্রতি গুঞ্জন উঠেছে গত ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। আর বিষয়টি নিয়ে এই দুই তারকার কোনো বক্তব্য নেই বলে সেই গুঞ্জন আরও জোরেশোরে ছড়িয়ে যাচ্ছে।অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বুবুলী। দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘বর্তমানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন সুবাতাস বইছে। অথচ আমরা সবাই মেতে আছি, অন্যের ব্যক্তিজীবন নিয়ে। এই চর্চাটা ঠিক না। আসলে পর্দার শিল্পী হিসেবে আমি বলব, ব্যক্তিজীবন ব্যক্তিজীবনেই থাক। এটাকে নিয়ে কেন সবার এত মাথাব্যাথা! সবখানে এখন এই চর্চা, কেন? সবার এত জানার আগ্রহ কেন? এমন পরিস্থিতিকে কাজ করতে গেলেও তো মানসিকভাবে ভালো থাকা যায় না।’তারকা শিল্পীদের ব্যক্তিজীবন সম্পর্কে ভক্ত-দর্শকদের আগ্রহ বরাবরই অনেক বেশি। প্রচলিত আছে, শিল্পীদের ব্যক্তিজীবন বলে কিছু নেই। তাই সবাই জানতে চায়, আপনাদের প্রসঙ্গে। সম্প্রতি বিচ্ছেদের যে গুঞ্জন উঠেছে তা কতটুকু সত্য?উত্তরে বুবলী বলেন, ‘যদি বিচ্ছেদেই হতো তাহলে বিয়ে সংবাদটি প্রকাশ্যে কেন আনলাম? আমি মনে করি, এসব গুজব কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছে। এর কোনো ভিত্তি নেই। আমি শুধু এটুকু বলি, এসব গুজবে কান দিবেন না। সময় হলে আমিই বিষয়টি সামনে আনব; যেভাবে বিয়ে আর সন্তানের প্রসঙ্গটি সামনে এনেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এ ধরনের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান করছি।’উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।
নিজস্ব প্রতিবেদক । ১১ অক্টোবর ২০২২
শাকিব খান-বুবলীর বিয়ে-সন্তান বর্তমান সময়ের বহুল আলোচিত বিষয়। সন্তানের খবর প্রকাশ্যে আনলেও বিয়ের বিষয়ে সরাসরি কথা বলতে দেখা যায়নি শাকিব খানকে। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন শাকিব।শাকিব খান বলেন, ‘আমি কমপক্ষে শতাধিক সিনেমায় অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।’বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার বিষয়ে শাকিব খান বলেন, ‘আমি তো নায়কের বাইরে সাধারণ একজন মানুষ। আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে সময়ের আগে ওরা সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। সাধারণ মানুষের কাছে এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়। আরে প্রেম-বিয়ে তো মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আমার এই ব্যক্তিগত ব্যাপারগুলো কখনই সাধারণ মানুষের সামনে আনতে চাই না। আমি মানুষকে উন্নত কাজ দিয়ে সুখী করতে চাই।’এরই মধ্যে শাকিব খান কয়েকটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। খুব শিগগির সেসব সিনেমার শুটিং শুরু করবেন বলেও জানান এই নায়ক।
নিজস্ব প্রতিবেদক । ০৬ অক্টোবর ২০২২
অবশেষে জল্পনা-কল্পনার পর শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলী। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি স্থিরচিত্র পোস্ট করে তাঁর বিয়ের খবরটি জানালেন। লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। একই সঙ্গে শাকিব খানের সঙ্গে তোলা তাঁর ৩টি ছবি প্রকাশ করেন। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি। নিজেদের মতো করেই দুজনে চলচ্চিত্রের কাজ করে গেছেন। এরই মধ্যে ২৭ সেপ্টেম্বর বুবলী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন? শেষ পর্যন্ত সত্যি সত্যি জানা যায়, বুবলী মা হয়েছেন, তাও ২০২০ সালের ২১ মার্চ। গত শুক্রবার তাঁরা দুজন আনুষ্ঠানিকভাবে সন্তানের বিয়য়টি সামনে আনলেন।
নিজস্ব প্রতিবেদক । ০৩ অক্টোবর ২০২২
চিত্রনায়িকা অপু বিশ্বাসের পর শাকিব খানের সন্তানের মা হয়েছেন নায়িকা শবনম বুবলী। শুক্রবার সকালেই এই জুটির সন্তানের ছবি প্রকাশ্যে এসেছে। সন্তান জন্মের আড়াই বছর পর বিষয়টি কেনো প্রকাশ্যে আনলেন নায়িকা বুবলী, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শাকিব খানের সঙ্গে দেশের সিনেমার নবাগত এক নায়িকার সম্পর্কের খবর মিলেছে। ওই নায়িকার নাম পূজা চেরি।শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেন পূজা চেরি। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্যতা। এরপরই সম্পর্কে জড়িয়েছেন তারা, এমনটাই দাবি করেছেন ঢাকাই সিনেমার এক প্রযোজক।পূজার সঙ্গে শাকিবের এই সখ্যতা কানে পৌছেছে বুবলীরও। সেটা মেনে নিতে না পেরেই সন্তান নিয়ে প্রকাশ্যে এসেছেন তিনি। শাকিবকে চাপে ফেলার জন্যই বুবলী হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বলে জানান সেই প্রযোজক।শুধু তাই নয়, এই প্রযোজকের দাবি- শাকিবের পক্ষ থেকে পূজার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল। প্রযোজক আরও জানান, শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা গলুই সিনেমার শুটিং থেকে। পূজা যে সম্প্রতি আমেরিকার ভিসা পেয়েছেন, সেটির পেছনে শাকিব খানের সাহায্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।যদিও এ বিষয়ে পূজা চেরি বা শাকিব খানের কারোরই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত কয়েকদিন ধরেই নিজেদেরকে আড়ালে রেখেছেন শাকিব খান ও পূজা চেরি জুটি।
নিজস্ব প্রতিবেদক । ০১ অক্টোবর ২০২২
একসঙ্গে জুটি বেঁধে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের পর তাঁদের দেখা যায় ‘৮৩’ ছবিতে। তবে ‘৮৩’ ছিল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে। ছবিটিতে দীপিকা ও রণবীরের চেনা রসায়ন ঠিক পাওয়া যায়নি। অনেক দর্শকের তাই চাওয়া ছিল, আবারও একসঙ্গে ছবিতে অভিনয় করুন তাঁদের প্রিয় তারকা।সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার সঙ্গে নতুন ছবি করা নিয়ে জানতে চাওয়া হয় রণবীরের কাছে। উত্তর দিতে গিয়ে এই তারকা বলেন, ভক্তদের জন্য শিগগিরই ‘সুইট সারপ্রাইজ’ দেবেন তিনি।একসঙ্গে জুটি বেঁধে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বিয়ের পর তাঁদের দেখা যায় ‘৮৩’ ছবিতে। তবে ‘৮৩’ ছিল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের গল্প নিয়ে। ছবিটিতে দীপিকা ও রণবীরের চেনা রসায়ন ঠিক পাওয়া যায়নি। অনেক দর্শকের তাই চাওয়া ছিল, আবারও একসঙ্গে ছবিতে অভিনয় করুন তাঁদের প্রিয় তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার সঙ্গে নতুন ছবি করা নিয়ে জানতে চাওয়া হয় রণবীরের কাছে। উত্তর দিতে গিয়ে এই তারকা বলেন, ভক্তদের জন্য শিগগিরই ‘সুইট সারপ্রাইজ’ দেবেন তিনি।তবে এই ‘সুইট সারপ্রাইজ’ কী, তা খোলাসা করেননি অভিনেতা। অনেকে মনে করছেন, সম্পর্কের এক দশক পূর্তিতে একসঙ্গে জুটি বেঁধে নতুন ছবির ঘোষণা দেবেন তাঁরা। কেউ আবার দীপিকার সাম্প্রতিক অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি মাথায় রেখে অনুমান করছেন—হয়তো মা–বাবা হতে যাচ্ছেন এই তারকা দম্পতি।
নিজস্ব প্রতিবেদক । ০১ অক্টোবর ২০২২
সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক দিন থেকেই। অবশেষে বিষয়টি সামনে এসেছে।মা-বাবা হয়েছেন তারা। তাদের পুত্র সন্তানের বয়স আড়াই বছর।দু’জনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র একটি সংবাদপত্রকে বিষয়টি নিশ্চিত করেছে।অবশেষে বুবলী তার ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোষ্টের মাধ্যমে প্রকাশ করেছেন। পোষ্ট টি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-'আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি'। 🙏🏻❤️
নিজস্ব প্রতিবেদক । ৩০ সেপ্টেম্বর ২০২২
শবনম বুবলি ও সাইমন সাদিক প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত 'চাদর' সিনেমায়। গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন লোকেশনে।এই সিনেমায় আরো অভিনয় করছেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু,সীমান্তসহ অনেকেই। সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।সাইমন সাদিক বলেন, 'গত ১৪ দিন চাদর সিনেমায় শুটিং করছি। দারুণ গল্পের একটা সিনেমা। এখানে একজন কবির চরিত্রে অভিনয় করছি আমি। দর্শকরা মুগ্ধ হবেন সিনেমাটা দেখে এইটুক বলতে পারি।'বুবলি বলেন, 'গত ১৪ দিন ধরে চাদর সিনেমার শুটিং করছি। এই সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে। আমার অভিনীত চরিত্রটিতে অভিনয় করার সুযোগ আছে। 'চাদর' সিনেমাটা দিয়ে এফডিসি দীর্ঘ অনেকবছর পর সিনেমা প্রযোজনা করছে এটা সত্যি আমার জন্য ভালোলাগার ঘটনা।'
নিজস্ব প্রতিবেদক । ২৯ সেপ্টেম্বর ২০২২
তারকাদের জীবন আলোচনা আর সমালোচনায় ঘিরে থাকে বছরজুড়ে। সারা পৃথিবীতেই এ চর্চা রয়েছে। ঢালিউডও ব্যতিক্রম নয়। ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন নতুন নয়।সম্প্রতি ফের সেই গুঞ্জন উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর।গতকাল অন্তর্জালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাঝারি দামের, সীমিত পরিষেবা হোটেলগুলোর একটি হিলটন গার্ডেন ইনের সামনে বেশ কিছু ছবি প্রকাশ করে শবনম বুবলী ক্যাপশন জুড়েছেন, ‘থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ’।আজ একই হোটেলের সামনে নিজের ছবি শাকিব খান অন্তর্জালে প্রকাশ করেছেন। তার পর থেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। তবে কি ইঙ্গিতে দুই তারকা তাঁদের সম্পর্কের বার্তা দিলেন? এমন জল্পনা সিনেপাড়ায়।যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি শাকিব-বুবলী। চিত্রনায়িকা বুবলী সব সময়ই দাবি করে এসেছেন, শাকিব খান তাঁর অভিভাবকের মতো। যদিও একাধিক বার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনকে জড়িয়ে নানা মন্তব্য করেছেন।গুঞ্জন তো গুঞ্জনই, সত্যটা বলবে সময়।
নিজস্ব প্রতিবেদক । ২৮ সেপ্টেম্বর ২০২২
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলী মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দুটি ছবি প্রকাশ করেছেন। যেখানে নায়িকার বেবি বাম্প দেখা গেছে।ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘মি উইথ মাই লাইফ।’ এরপর অনেকগুলো ভালোবাসার ইমোজি। তার ওপরে হ্যাশট্যাগে লেখা ‘থ্রোব্যাক আমেরিকা’। বুবলীর পোস্ট থেকেই স্পষ্টই বোঝা যাচ্ছে এই বেবি বাম্পটি অনেক আগের। যখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। এ নিয়ে নেটিজেনদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে কী মা হয়েছিলেন নায়িকা বুবলী?আজ (২৭ সেপ্টেম্বর) শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন। এদিন অপু ও শাকিব সামাজিক মাধ্যমে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জয়কে শাকিবের শুভেচ্ছা জানিয়ে পোস্টের পরই মূলত বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বুবলী।এর আগে বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছিল বুবলীর সঙ্গে শাকিব খান প্রেম করছেন। দুজন বিয়ে করছেন বলেও মিডিয়ায় গুঞ্জন আছে! ফলে বুবলীর বেবি বাম্পের ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন নায়িকার এই সন্তানের পিতা শাকিব খান! তবে এ বিষয়ে কথা বলার জন্য বুবলীকে ফোন কল ও ফেসবুকে মেসেঞ্জারে যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢালিউড উত্তাল ছিল বুবলীর মা হওয়ার খবরে। ছড়িয়েছিল, ‘বীর’ সিনেমার শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এ ছবির কিছু গান ও দৃশ্যে বুবলীর রহস্যময় উপস্থিতি সেই খবরের পক্ষেই হাওয়া দিয়েছিল।বুবলীর বেবি বাম্পের পোস্টবুবলীর বেবি বাম্পের পোস্টএরপর বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রে অনেকটা আড়ালেই ছিলেন বুবলী। কেন আড়ালে ছিলেন? এ প্রশ্নে গণমাধ্যমকে এড়িয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। যদিও সে সময় শোনা যাচ্ছিল মা হতেই যুক্তরাষ্ট্রে গেছেন বুবলী। কন্যাসন্তানের মা হয়েছেন নায়িকা।এরপর ২০২১ সালের জানুয়ারিতে একটি টেলিভিশন চ্যানেলে বুবলীকে প্রশ্ন করা হয়েছিল মা হতে যাচ্ছেন কি না? এ প্রশ্নের সরাসরি জবাব দেননি বুবলী। অবশ্য মা হতে যাওয়া কিংবা মা হয়েছেন এমন প্রশ্নের জবাব কখনোই সরাসরি নাকচ করেননি ‘বসগিরি’ নায়িকা।সে সময় বুবলী বলেছিলেন, ‘ব্যক্তিগত কোনো কিছু আমি কখনোই রিভিল করি না। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে রেসপেক্ট করি। থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সব কিছু জানতে পারবেন। সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা না-ও থাকতে পারে। তবে কথা দিচ্ছি, সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাব। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। দর্শকদের বলব আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান না দিতে।’মঙ্গলবার বুবলীর প্রকাশিত ছবি আর আগের জবাবের মিল পাওয়া যাচ্ছে। বুবলী এমন দিনে এই ছবি প্রকাশ করলেন যেদিন শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন। ফল নেটিজেনরা সহজেই হিসাব মেলাচ্ছেন। বুবলী–ভক্তরা প্রিয় তারকার এমন খুশির সংবাদে ফেসবুকে শুভকামনা জানাচ্ছেনও। কেউ কেউ বুবলীর সন্তানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক । ২৭ সেপ্টেম্বর ২০২২
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর-আলিয়া। বিয়ের দুই মাস যেতেই সুখবর দেন নবদম্পতি। তাদের ঘর আলো করে আসতে চলেছে নতুন অতিথি। তাকে নিয়ে যুগলের পরিকল্পনার শেষ নেই।আলিয়াকে ভালোবেসে সাতপাকে বেঁধেছেন রণবীর। সন্তান সম্ভবা স্ত্রীর পঞ্চমুখ বলিউড সুপারস্টার। সুযোগ হলেই দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর আলিয়া সঙ্গে দাম্পত্য নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন। আলিয়ার এক অভ্যাসের কথা সামনে এনে বলেন, ও যখন ঘুমোয় তখন ও আড়াআড়িভাবে সরতে থাকে। ফলে বিছানায় আর জায়গা থাকে না। ওর মাথা এক জায়গায় থাকে, পা আরেক জায়গায়। আর আমি বিছানার এক কোণে পড়ে থাকি। খুব কষ্ট করতে হয়।রণবীরের কোন স্বভাবটি আলিয়ার সবচেয়ে পছন্দ? আর অপছন্দই বা কোনটি? একই প্রশ্ন আসে হবু মায়ের কাছেও। বলিউড সেনসেশন বলেন, ওর চুপ করে থাকাটা আমার খুব ভালো লাগে। শ্রোতা হিসেবে ও খুবই ভালো। আবার এই চুপ করে থাকাটাই অনেক সময় সহ্য করে নিতে হয়। কখনো কখনো তো কথার উত্তরও দেওয়া উচিত।সম্প্রতি এই জুটির ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেয়েছে। দীর্ঘদিন পর বলিউডে কোনো সিনেমা হিট হলো। ইতোমধ্যে বিশ্বজুড়ে ৪০০ কোটির ব্যবসা করেছে ছবিটি।'ব্রহ্মাস্ত্রে'র প্রচারের জন্য শহরের নানা প্রান্তে ছুটে গেছেন রণবীর-আলিয়া। প্রতি মুহূর্তে হবু মাকে চোখে চোখে রেখেছিলেন রণবীর। অভিনেতা যদিও বলেন, আলিয়াকে ছাড়া তার এক মুহূর্তও চলে না। তার কথায়, আমি মুখে বলি যে আমি স্বাধীনচেতা। কিন্তু বাস্তবে আমি ওর (আলিয়ার) ওপর খুবই নির্ভরশীল। ও কোথায় আছে, তা না জেনে আমি বাথরুমেও যাই না, খাই না। ওকে আমার সবসময় পাশে চাই। সবসময় যে কথা বলতে হবে, তা নয়। ও আমার পাশে বসে থাকলেই হবে।সূত্র: হিন্দুস্তান টাইমস
নিজস্ব প্রতিবেদক । ২৭ সেপ্টেম্বর ২০২২
তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের চতুর্থ সিজন ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে অবমুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়ে।এ নাটকের কয়েকটি পর্বের সংলাপকে ‘নোংরা’ বলে মন্তব্য নাট্যপ্রেমীদের। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ধারাবাহিকের নির্মাতা কাজল আরেফিন অমি। ঘোর আপত্তি উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। একসময় নাটকটি বয়কটের ডাকও দেওয়া হয়।নাটকটির অন্যতম প্রধান চরিত্র পাশাকে একটি সংলাপে বলতে শোনা যায়— ‘এই যৌনকর্মীর ছেলে’। এ সংলাপ নিয়েই প্রথমে আপত্তি শুরু হয়। তার পর পুরো নাটকে বিভিন্ন সংলাপে ব্যবহৃত অশ্লীল গালাগালের প্রসঙ্গ টেনে আনেন নেটিজেনরা। এসব অশ্লীল সংলাপ সমাজে বিরূপ প্রভাব ফেলছে— এ অভিযোগ করে নাটকটি বয়কটের ডাক দেন তারা।অবশেষে দর্শকদের সমালোচনা ও আপত্তির মুখে সেসব পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল ঘুরে দেখা যায়, চতুর্থ সিজনের ৭৪, ৭৫ ও ৭৬তম পর্ব মুছে ফেলা হয়েছে। পাশাপাশি ধ্রুব টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের সেই স্ট্যাটাস পাঠকের উদ্দেশ্যে হুবহু প্রকাশ করা হলো—‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি।’‘ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব; যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া। এ ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
নিজস্ব প্রতিবেদক । ২৬ সেপ্টেম্বর ২০২২
বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। আর ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাহারা মিতু। নায়িকার পাশাপাশি মিতু আত্মপ্রকাশ করেছেন গীতিকার হিসেবেও। আর তার লেখা গীতিকবিতায় কণ্ঠ দিলেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।জাহার মিতুর ভাষ্য, ‘আমি “পাখি পাখি” শিরোনামে একটা গান লিখেছিলাম। সে গানটা ছবির পরিচালক সুমন ধর খুব পছন্দ করেছেন। তখন তিনি জানান, এই গানটা “শত্রু” ছবিতে রাখতে চান। গতকাল সোমবার এফডিসিতে গানটির শুটিং হয়েছে।’নবাগত এই চিত্রনায়িকা জানান, ‘পাখি পাখি’ গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। আর জনপ্রিয় শিল্পী আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার অঙ্কিতা।এদিকে, ‘শত্রু’ সিনেমায় মিতু অভিনয় করবেন প্রিয়ন্তী চরিত্রে। যেখানে তাকে দেখা যাবে একজন বখাটে ও নেশাগ্রস্ত মেয়ের ভূমিকায়। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। পর্দায় তার নাম দুর্জয়। সুমন ধরের পরিচালনায় অ্যাকশন থ্রিলারধর্মীর এই সিনেমায় বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা মিশা সওদাগরকে।
নিজস্ব প্রতিবেদক । ২০ সেপ্টেম্বর ২০২২
ভারতশাসিত জম্মু ও কাশ্মীর অংশের পরিস্থিতি স্থিতিশীল। আবার কাশ্মীরে দল বেঁধে হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ এসেছে। ৩০ বছর পর জম্মু ও কাশ্মীরে আবার খুলছে সিনেমা হল। রোববার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা কাশ্মীরে দুটি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন। দুটি প্রেক্ষাগৃহের মধ্যে একটি পুলওয়ামা ও অন্যটি সোপিয়ান জেলায় অবস্থিত। আজ মঙ্গলবার থেকে হলগুলোয় সিনেমা প্রদর্শন শুরু হবে।উদ্বোধনের পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা টুইটে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের জন্য একটি ঐতিহাসিক দিন। পুলওয়ামা ও সোপিয়ানে দুটি সিনেমা হল উদ্বোধন করা হলো।’তিনি এই সিনেমা হলগুলো সোপিয়ান ও পুলওয়ামারের স্থানীয় বাসিন্দা ও যুবসমাজকে উৎসর্গ করেছেন। সিনেমা ছাড়াও এখানে তথ্যপ্রযুক্তি বিষয়ে যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মনোজ সিনহা। এই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ এসে ভিড় করেছিল।ভারতীয় সংবাদমাধ্যম জানায়, হলে প্রথম সিনেমা হিসেবে দেখানো হবে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। শিগগিরই ডোডা, রাজৌরি, পুঞ্চ, কিশতওয়ার, অনন্তনাগ, রাজৌরির মতো এলাকায়ও এমন মাল্টিপ্লেক্স চালু হবে। এ ছাড়া জানা গেছে, শ্রীনগরের শিবপোরা এলাকায় অবস্থিত মাল্টিপ্লেক্সটি আগামী সপ্তাহে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। যেখানে মোট ৫২০ জন বসার ব্যবস্থার জন্য ৩টি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, যাতে রয়েছে কাশ্মীরের ঐতিহ্যের ছোঁয়াও।আশির দশকের শেষ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রায় ১২টি সিনেমা হল চালু ছিল। কিন্তু নব্বইয়ের দশকের শুরুর দিকে বিভিন্ন কারণে একে একে বন্ধ হয়ে যায় হলগুলো। তার পর থেকে এ উপত্যকায় সিনেমা হল খোলার অনেক চেষ্টা করা হয়।
নিজস্ব প্রতিবেদক । ২০ সেপ্টেম্বর ২০২২
আধুনিক বাংলা চলচ্চিত্রের বরপুত্র ও ফ্যাশন আইকন সালমান শাহ’র জন্মদিন আজ। দর্শকের হৃদয়ের মণিকোঠায় তার নামটি আজও জ্বলজ্বলে। ক্ষণজন্মা এই নায়ক মাত্র ২৭টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটকের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজও তিনি তাই আছেন।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মায়ের নাম নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। সালমানের জন্ম নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তবে চলচ্চিত্রে তিনি সবার কাছে সালমান শাহ নামেই পরিচিত ছিলেন। বেঁচে থাকলে আজ ৫১ পেরিয়ে ৫২ বছরে পা দিতেন নায়ক সালমান শাহ।সালমান শাহ পড়াশোনা করেন খুলনার বয়রা মডেল হাইস্কুলে। ১৯৯৩ সালে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সালমান-মৌসুমী জুটি বেঁধে অভিনয় করেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে। রাতারাতি তারকা বনে যান এই জুটি। সেই থেকে সালমান শাহকেও আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তী সময়ে সালমান শাহ-শাবনূর জুটি ভীষণ আলোচিত হয়।মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করেন সালমান শাহ। সেগুলোর প্রায় সবগুলোই সুপারহিট। তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, তোমাকে চাই, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন ইত্যাদি।চলচ্চিত্রে অভিষেকের আগের বছর অর্থাৎ ১৯৯২ সালের ১২ আগস্ট খালার বান্ধবীর মেয়ে সামিরা হককে বিয়ে করেন সালমান শাহ। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎই সালমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এদিন ঢাকার ইস্কাটনে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য থেকে যায়। অনেকেই সালমান শাহর মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরার দিকে অভিযোগের আঙুল তোলেন। পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সালমান শাহ আত্মহত্যা করেছিলেন বলেই জানায়।
নিজস্ব প্রতিবেদক । ১৯ সেপ্টেম্বর ২০২২