বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটের পাশাপাশি বিজ্ঞাপন জগতেও তার পদচারণা বহুদিন আগে থেকেই।সম্প্রতি একটি শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। এপ্রিলের মাঝামাঝি এ সিনেমাটি প্রকাশ হবে বলে জানা গেছে।নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছেন, এই রমজানে শর্টফিল্মটির মাধ্যমে মানুষের জন্য নতুন বার্তা দিবেন সাকিব।প্রতিষ্ঠানটি এক বার্তায় জানিয়েছে, সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ, সব ক্ষেত্রেই সাকিব একজন চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সম্ভবত এটাই প্রতিফলন থাকছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর নাম কিংবা গল্প সম্পর্কে বিস্তাারিত জানানো হয়নি।
নিজস্ব প্রতিবেদক । ০২ এপ্রিল ২০২৩
‘দেশে আঠারো কোটি লোক থাকতে আপনারা শুধু আমাকেই দেখতে পান। আমাকে নিয়েই কথা বলেন।’- নাট্যজন মামুনুর রশীদের করা এক মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে এভাবেই বললেন হিরো আলম।সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এই মুখ মামুনুর রশীদকে পাল্টা দিয়ে বলেন, ‘আমি নাকি দেশের রুচি নষ্ট করে ফেলছি, সমাজ নষ্ট করে ফেলছি। যদি তাই হয়, দেশে এত যে রুচিশীল মানুষ আছেন, তারা কেন সমাজের রুচি ফিরিয়ে আনতে পারছে না?’সোমবার রাতে ফেসবুক লাইভে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর বলে যান, ‘আপনারা আমাকে বাঁচতে দিচ্ছেন না। যেখানেই যাচ্ছি শুধু টর্চারিংয়ের শিকার হচ্ছি। সব রুচি নষ্টের কারণ যদি আমি-ই হয়, তাহলে একদিন লাইভে এসে আত্মহত্যা করে ফেলব। আর আমি আত্মহত্যা করলে এর জন্য দায়ী থাকবে রুচিশীল মানুষেরা।’সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। যে উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।’গত ২৪ ফেব্রুয়ারি দেশ রূপান্তরে প্রকাশিত ‘দেশে রুচির দুর্ভিক্ষ চলছে’ শিরোনামে নিজের কলামেও এসব বিষয় উল্লেখ করেন মামুনুর রশীদ।হিরো আলম ও বর্তমান প্রেক্ষাপটে জনসাধারণের রুচি নিয়ে নাট্যজন মামুনুর রশীদের এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নজর এড়ায়নি হিরো আলমের। এরপর বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার রাত সাড়ে দশটার দিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন হিরো আলম।এই সমাজের সুশীল লোকেরা তাকে গ্রহণ করতে পারে না দাবি করে হিরো আলম বলেন, ‘যাদের চেহারা সুন্দর, দেখতে ভালো, টাকা আছে, ব্যাকগ্রাউন্ড ভালো এবং মামা-খালু আছে, তারা হচ্ছে সমাজের সুশীল লোক। আমি তো সুশীল না, চেহারা খারাপ, দেখতে ভালো না। তাই আমাকে নিয়ে এত কথা উঠে।’কড়া কণ্ঠে হিরো আলম বলেন, ‘আমি তো কখনো কারো কাছে যায়নি যে আমাকে কাজ দেন। আমাকে আপনারা তৈরি করেননি। মামুনুর রশীদ স্যার, আপনি তো আমাকে তৈরি করেননি।’নিজের কাজের কথা তুলে ধরে হিরো আলম বলেন, ‘এফডিসির কয়েকজন ৫০০ টাকার পরিচালক আছেন যারাও কি না আমাকে নিয়ে নানান কথা বলে। আমাকে তো আপনারা তৈরি করেননি, আমি কারও কাছে যাইনি। আমি শুধু আমার কাজ করে যাচ্ছি, ফাউন্ডেশন চালাচ্ছি। অনেকে বলে এই ফাউন্ডেশনের নামে নাকি আমি ব্যবসা করছি!’তিনি আরও বলেন, ‘আপনারা যারা রুচিশীল মানুষ তারা কেন সমাজের রুচি বদলাতে পারছেন না? আমি যদি এত সমস্যা হয়, তাহলে আপনারা আমাকে মেরে ফেলেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, হয় আমাকে জেলে বন্দি করে রাখেন, নয়তো দেশ থেকে বের করে দিন।’হিরো আলমের দাবি তাকে সুন্দরভাবে কেউ বাঁচতে দিচ্ছে না, ‘রাজনৈতিক জায়গা হোক, সিনেমার জায়গা হোক, সবখানে আমি শুধু টর্চারিংয়ের শিকার হচ্ছি। আমাকে মানুষ বাঁচতে দিচ্ছে না।’
নিজস্ব প্রতিবেদক । ২৮ মার্চ ২০২৩
চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খান প্রযোজক রহমত উল্ল্যাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।মামলার অভিযোগে উল্লেখ করা হয়, চার বছর আগে শাকিব খান বাংলা ছায়াছবি ‘অপারেশন অগ্নিপথ’ নামে ছবিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হন। এ সিনেমায় নায়িকা হিসেবে শিবা আলী খানকে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়া যান। শিবা আলী খান ভিসা জটিলতার কারণে শুটিং করতে অস্ট্রেলিয়ায় যেতে পারেনি। তার জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে শাকিবকে অভিনয় করার প্রস্তাব দেন রহমত উল্ল্যাহ। তবে শাকিব তার ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি নাকচ করে দেন।পরবর্তীতে একদিন শুটিং শেষে শাকিবকে রিফ্রেশমেন্টের জন্য ক্লাবে নিয়ে যান। সেখানে ওই নারীসহ আরও ২-৩ জন অপরিচিত লোকজনকে দেখতে পান শাকিব। মামলার আসামি রহমত উল্ল্যাহসহ অন্যদের নিয়ে একসাথে ক্লাবে খাওয়া-দাওয়াসহ বিভিন্ন প্রকার পানীয় পান করেন। একপর্যায়ে শাকিব অসুস্থবোধ করেন। হোটেলে ফেরত আসার সময় রহমত উল্ল্যাহ এবং অন্য ২-৩ জন লোককে খুঁজে না পেয়ে ওই নারীর কাছ থেকে বিদায় নেন শাকিব। গভীর রাতে শাকিব হোটেলে ফেরত আসতে গেলে ওই নারী তাকে জানান, 'আপনি যেহেতু অসুস্থবোধ করছেন, তাহলে চলেন আমি আপনাকে হোটেল রুমে পৌঁছে দিয়ে আসি।' শাকিব অনেকটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়ে হোটেল রুমের উদ্দেশে রওনা দেন। আসার সময় বেশি অসুস্থ হয়ে পড়লে শাকিব অজ্ঞান হয়ে যান।অভিযোগে আরও উল্লেখ করা হয়, অজ্ঞান হয়ে যাওয়ার পরদিন সকালে আসামি রহমত উল্ল্যাহ শাকিবকে ফোনে জানান, 'তুমি রাতে ওই মহিলার সাথে কী করেছো সবকিছুর ভিডিও ক্লিপ আমার হাতে। তুমি যদি আমাকে এক লাখ ডলার চাঁদা না দাও তাহলে সমস্ত ভিডিও ক্লিপ এবং ওই নারীকে নিয়ে পুলিশের কাছে গিয়ে তোমার নামে অভিযোগ করবো এবং তুমি বাংলাদেশে যেতে পারবে না।' এ অবস্থার একপর্যায়ে শাকিব ভয় পেয়ে যান। শাকিব ভয়ে এবং তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে আসামি রহমত উল্ল্যাহকে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেন। পরে আসামি রহমত উল্ল্যাহ তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখয়ে মোট ৪০ লাখ টাকা চাঁদা নিয়েছেন। পরবর্তীতে চাঁদা দিতে না পারায় শাকিবকে জানানো হয় যে তোমার নামে অস্ট্রেলিয়ায় অভিযোগ করা হয়েছে। চাঁদা দেওয়া বন্ধ করে দিলে আসামি রহমত উল্লাহ বিভিন্ন জায়গায় ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যমে এবং শাকিবের পরিবারের সদস্যদের কাছে মিথ্যাচার ও কুৎসা রটাতে থাকেন। ২০২৩ সালের ১৬ মার্চ রহমত উল্ল্যাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে এক লাখ ডলার চাঁদা দাবি করেন ও প্রাণনাশের হুমকি দেন।এর আগে বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। এদিন শাকিব খান আদালতে উপস্থিত হন। এরপর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আদালত আগামী ২৬ এপ্রিল আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেন।এরপরে আরেকটি মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে যান শাকিব। তবে আদালত আগামী সোমবার মামলা ফাইল করতে আসতে বলেন।এর আগে ২০ মার্চ রাতে শাকিব খান মামলা করতে গুলশান থানায় যান। প্রায় দেড়ঘণ্টা থানার ভেতরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর থানা থেকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক । ২৪ মার্চ ২০২৩
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন হিরো আলম। বিমানবন্দরে নেমেই পুলিশের কাছে পুরস্কার দাবি করলেন তিনি।রোববার সকাল ৮টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের কাজ শেষ করে বাইরে অপক্ষেমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পুরস্কার দেওয়া যুক্তি হিসেবে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিত— আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত।হিরো আলম বলেন, ‘ঢাকার উদ্দেশে বিমানে রওনা দেওয়ার আগে শনিবার বিকালে দুবাইয়ে মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষ্যে নিজের গাওয়া ইসলামিক গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। রমজানে এবার চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে।বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম। এর মধ্যে দুবাইয়ে একটি সোনার দোকান উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক । ১৯ মার্চ ২০২৩
চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেফতারের পর ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারের পর তাকে আদালতে নেওয়া হয় সেখানে থেকে তাকে কারাগারে পাঠানো হয়।এর আগে শনিবার সকালে চিত্রনায়িকা ওমরাহ পালন শেষে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন, মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মাহির স্বামী রকিব সরকার এখনও পলাতক।মাহিয়া মাহিকে আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সকালে ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন মাহি।এর আগে শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।এ ছাড়া জমিদখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।
নিজস্ব প্রতিবেদক । ১৯ মার্চ ২০২৩
বাগদানের তিন বছরের মাথায় বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ১ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কঠিন সময়ে তার জন্য দোয়া ও আশীর্বাদ চান। তিনি ভালো আছেন এবং ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার।বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনা করেন নুসরাত। সেখানেই সংবাদমাধ্যমকে ফারিয়া জানান, ভীষণ ব্যস্ততায় সময় কাটছে তার। গত একমাসে তিনি পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। এর মধ্যে কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিং করেছেন।বিচ্ছেদের কারণ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি।তিনি বলেন, এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলব, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই।
নিজস্ব প্রতিবেদক । ১৩ মার্চ ২০২৩
ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর সঙ্গে অপু বিশ্বাসের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। বুবলী লিখেছেন—আমার পারিবারিক শিক্ষা আমাকে কখনো দুমুখো সাপের আচরণ করতে শেখায়নি। সুবিধাবাদী হতে শেখায়নি, ধর্ম নিয়ে একেকবার একেক মিথ্যা কথা বলে সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলা করে বোকা বানাতে শেখায়নি। গিরগিটির মতো রঙ বদলাতে শেখায়নি। কাউকে ছুরি মেরে পরক্ষণেই নিজের কোনো সুবিধা হবে ভেবে সেই ছুরি মারা জায়গায় ব্যান্ডেজ করতে শেখায়নি। বিভিন্ন মানুষকে নিয়ে নানান টকশোতে অপমান করে কথা বলে নির্লজ্জের মতো হাসতে শেখায়নি। মানুষকে অসম্মান করতে শেখায়নি, হিংসা শেখায়নি, কাউকে মিথ্যা অপবাদ দিতে শেখায়নি। কাউকে নানান অপমান করে আবার নিজের স্বার্থে সময় বুঝে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলতে শেখায়নি। বাস্তবজীবনেও অভিনয় করতে শেখায়নি। তাই আমি হয়তো আপনাদের অনেকের সঙ্গে ইনিয়ে-বিনিয়ে নাটক করতে পারি না।’‘আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই। কারও নোংরা ব্যক্তিস্বার্থ উদ্ধারে আমাকে নিয়ে বা আমার ব্যক্তিজীবন নিয়ে কেউ কোনো বেফাঁস মন্তব্য করলে বা কোনো ইঙ্গিতপূর্ণ কথা বলার চেষ্টা করলে তার বা তাদের বিরুদ্ধে আমি দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল।’তিনি আরও লেখেন— ‘কিছু দিন পর পর যে ব্যক্তি এসব নোংরা খেলা শুরু করে বা যাদেরকে দিয়ে করায় তাদের সব কিছু সোশ্যাল মিডিয়া, পত্রিকা ও ইউটিউবে রয়েছে, যা ডকুমেন্ট হিসেবে যথেষ্ট এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’বুবলী লিখেছেন— ‘এসব নোংরামি পাত্তা দেওয়ার রুচি থাকে না বলেই এসব নিয়ে আমার কথা বলা হয় না; কিন্তু চুপ থাকাকে যদি সে বা তারা সুযোগ পাওয়া মনে করে, তা হলে তা হবে তাদের চরম ভুল...।’সম্প্রতি সংবাদমাধ্যমে বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেছেন অপু। তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছেন। এতেই চটেছেন বুবলী। শুধু মামলা করবেন বলেই ক্ষান্ত হননি। এর উত্তরও পোস্টে দিয়েছেন বুবলী।এর আগে সংবাদমাধ্যমকে অপু বলেছিলেন, ‘পৃথিবীতে আমার কাছে সব সন্তানই পবিত্র। সব বাচ্চাই আমার স্নেহের। সন্তানের মানসিক বিকাশের জন্য পুঁথিগত বিদ্যার চেয়ে পারিবারিক শিক্ষা অতিজরুরি, দরকার। মানুষের সঙ্গে আচার-আচরণ কেমন হবে, আমি আমার বাচ্চাকে সেই শিক্ষা দিচ্ছি। তিন লাইনের বার্তায় সেটিই প্রকাশ করেছি আমি।’এ ছাড়া বুবলীকে ইঙ্গিত করে সমালোচনা করেন অপু। তার পরই অপুর নাম না নিয়ে নিজের ফেসবুকে উত্তর দেন বুবলী।এজে/
নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩
বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা করছে পুলিশ। তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এই জরিমানা করে হাইওয়ে পুলিশ।খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। কিন্তু পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে জরিমানা করা হয় তাকে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনের মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। গাড়িটি আটকের পর ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ০৮ ফেব্রুয়ারি ২০২৩
বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া আশরাফুল আলম ওরফে হিরো আলমের নাম নিয়ে বিতর্কে যেতে চান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি।’রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।বগুড়া ৪ আসনে হিরো আলমকে হারিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘যার কথা বলছেন, এ নাম নিয়ে অহেতুক আমি আর বিতর্কে আমি যেতে চাই না। বিএনপি একটা উদ্দেশ্য নিয়ে যা করেছে, সে উদ্দেশ্যটা সফল হয়নি, এটুকুই।’উপ-নির্বাচনে ভোট কম পড়েছে, মানুষ ভোট দেয়ার প্রতি কেন আগ্রহ হারাচ্ছে- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর সব দেশেই উপ-নির্বাচনে মানুষের আগ্রহ কম থাকে। কেননা এটা দিয়ে তো সরকারের বা এটা দিয়ে খুব বেশি লাভ-ক্ষতি কেউ খুঁজে পায় না।’জাতীয় নির্বাচনেও কি এ রকমই থাকবে- জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন আর উপ-নির্বাচন কি এক কথা হলো? এখানে কতগুলো বিষয় আছে। জাতীয় নির্বাচনে প্রধান-প্রধান দলগুলো অংশগ্রহণ না করলে সেখানে তারতম্য হবে। কিন্তু যেহেতু জাতীয় নির্বাচনে সরকার গঠনের বিষয় আছে, সেখানে অবশ্যই পার্সেন্টেজ (ভোটার উপস্থিতি) অনেক বেশি হবে।’এজে/
নিজস্ব প্রতিবেদক । ০৬ ফেব্রুয়ারি ২০২৩
দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এবার নতুন ব্যবসায় নামছেন সানাই।শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্বামীসহ লাইভে আসেন সানাই। সেখানেই নতুন ব্যবসা শুরুর ঘোষণা দেন তিনি।ক্যাপশনে লিখেছেন, নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি আমরা। আপনাদের সর্বাত্নক সহযোগীতা কামনা করছি।সানাই জানান, বিয়ের পর থেকেই আমরা একটা বিজনেস শুরুর প্ল্যান করছি। সর্বোচ্চ তিন মাসের মধ্যে আমাদের শাড়ির ব্যবসা শুরু করব। প্রথমে আমরা অনলাইনে শুরু করছি। তারপর কোনো মার্কেটে একটি দোকান নিতে চেষ্টা করব। সবাই কেমন সাড়া দেয়, আমি সেটি জানতে চাচ্ছি।তিনি আরও বলেন, আমি গুলশানে থাকি বলেই শুধু গুলশান এলাকার বাসিন্দাদের জন্য শাড়ি বিক্রি করব এমনটা নয়। ধানমন্ডি বা রাজধানীর অন্য যে কোনো এলাকার বাসিন্দাদের কাছেও আমার পণ্য পৌঁছে দিতে চাই। আমি সব ধরণের ক্রেতার সঙ্গেই ব্যবসা করতে চাই।প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে আলোচনায় আসেন তিনি। যদিও পরে শোনা যায়, মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। সে সময় তিনি এমপির পরিচয় গোপন রেখেছিলেন। ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।
নিজস্ব প্রতিবেদক । ২৯ জানুয়ারি ২০২৩
মাঝে মাত্র একদিন বাকি। এরপরই বড় পর্দায় ধরা দেবেন বলিউড বাদশা। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা তর সইছে না শাহরুখ ভক্তদের। ‘পাঠান’ মুক্তি উপলক্ষে কোনো প্রচারে যোগ দিচ্ছেন না। কিন্তু প্রতিনিয়ত টুইটারে ‘আস্ক মি এনিথিং’ পর্বে যোগ দিয়ে ভক্তদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন।মুক্তির তারিখ যত এগোচ্ছে ভক্তদের ভিড় তত বাড়ছে শাহরুখের বাড়ির সামনে। অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে এদিন মান্নাতের ছাদে এসে চমকে দিলেন এসআরকে। রবিবার (২২ জানুয়ারি) রাতে গাঢ় সবুজ শার্ট ও ডেনিমে মান্নাতের ছাদে শাহরুখ। হাত নাড়ছেন অনুারাগীদের উদ্দেশে। মুখে সেই চিরচেনা হাসি। শাহরুখকে দেখতে উপচে পড়ছে ভিড়, গাড়ি আটকে যায় সাধারণ মানুষের।পরে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষমাও চেয়ে নেন এসআরকে। শাহরুখকে একনজর দেখতে পেয়ে আপ্লুত অনুরাগীরা। অভিনেতা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় লেখেন, ‘সকলকে ধন্যবাদ এমন এক অসাধারণ সন্ধ্যার জন্য।’অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। প্রথমদিনেই ‘পাঠান’ দেখে ফেলতে চাইছেন অনেকে। তার আগে হু হু করে বিক্রি হচ্ছে প্রথমদিনের টিকিট। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ফার্স্ট ডেতে ‘পাঠান’ দেখার জন্য ২ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রায় ৩৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে ইতোমধ্যেই।উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’। এতে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে।
নিজস্ব প্রতিবেদক । ২৪ জানুয়ারি ২০২৩
বলিউড আইটেম গার্লখ্যাত নোরা ফাতেহিও ছিলেন সুকেশ চন্দ্রশেখরের নজরে। পাবেন বিলাসবহুল গাড়ি-বাড়ি, তবে তার জন্য প্রেমিকা হতে হবে তাকে। এমনটিই নাকি প্রস্তাব করা হয়েছিল নোরাকে।সম্প্রতি নিজের জবানবন্দিতে এ বলিউড সুন্দরী জানান, সুকেশকে তিনি চিনতেন না, সরাসরি আলাপও হয়নি। প্রথমবার সুকেশকে সরাসরি দেখেন প্রতারণা মামলার তদন্ত চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে।নোরার এক ভাইয়ের সঙ্গে মধ্যস্থতাকারী পিঙ্কি ইরানির মাধ্যমে যোগাযোগ করেন সুকেশ। আদালতে দেওয়া জবানবন্দিতে এমনটিই দাবি করেন ‘দিলবার’ কন্যা।দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নোরা জানান, ২০০ কোটি টাকার যে আর্থিক জালিয়াতির মামলায় সুকেশ অভিযুক্ত, সেই মামলায় প্রতারণার শিকার হয়েছেন তিনি নিজেও। পিঙ্কি ইরানি তাকে বলেছিল, সুকেশের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু প্রেমিকা হিসেবে নোরাকেই নাকি চান সুকেশ। এদিন আদালতে দেওয়া জবানবন্দিতে বিস্ফোরক তথ্য ফাঁস করেন নোরা। তার দাবি— ‘বলিউডে এমন অনেক নায়িকা আছেন, যারা সুকেশের সঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন।’যদি সুকেশের সঙ্গে পরিচয়ই না থাকে, তবে কেন তার কাছ থেকে বিলাসবহুল গাড়ি উপহার নিয়েছিলেন? ইডির এমন প্রশ্নে নোরা জানান, সুকেশ নন, পিঙ্কি ইরানি চেন্নাইয়ের এক অনুষ্ঠানের পারিশ্রমিক হিসেবে তাকে বিএমডব্লিউ উপহার দিয়েছিলেন। সুকেশ যে একজন ঠগবাজ এবং ২০০ কোটি টাকা জালিয়াতির মামলায় জড়িত তা ইডির গ্রেফতারের পরেই জানতে পেরেছিলেন তিনি।প্রসঙ্গত বুধবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে মুখ খোলেন জ্যাকুলিন। তিনি বলেন, ‘সুকেশ আমাকে ভুল পথে চালিত করেছে। আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে। আমার জীবন বিপর্যস্ত করে দিয়েছে।’ এ ছাড়া সুকেশ নিজের পরিচয় গোপন রেখে তার সঙ্গে প্রতারণা করেছে বলেও জানান জ্যাকুলিন।
নিজস্ব প্রতিবেদক । ২২ জানুয়ারি ২০২৩
সিনেমা নিয়ে আলোচনায় আসা তাঁর জন্য নতুন খবর নয়। ঢাকায় ‘ডুব সাঁতার’, ‘গেরিলা’, ‘দেবী’; অন্যদিকে কলকাতায় ‘ঈগলের চোখ’, ‘বিসর্জন’, ‘কণ্ঠ’, ‘রোববার’সহ একাধিক সিনেমা দিয়ে নিজেকে বারবার ছাড়িয়ে গেছেন জয়া আহসান। গত বছর থেকে এই অভিনেত্রী সিনেমার বাইরে ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনা সৃষ্টি করেছেন। বছরজুড়েই ভক্তরা নতুন এক জয়াকে দেখেছেন। সেই ছবিগুলো নিয়েই এবার মুখ খুললেন জয়া।কখনো কালো, কখনো গোলাপি, সাদা, হলুদ—বাহারি সব পোশাকে ফেসবুকে ছবি পোস্ট করেন জয়া। ব্যতিক্রম সাজে জয়াকে এর আগে এভাবে দেখা যায়নি। জয়ার সেসব ছবি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে শত শত ভক্ত তাঁদের ফেসবুক ও নাটক-সিনেমার গ্রুপগুলোতে শেয়ার করেন। ভক্তদের এমনও মন্তব্য দেখা গেছে, এ যেন ষোড়শী! অনেকে লিখেছেন, জয়ার ছবিগুলো থেকে চোখ যেন ফেরানো যায় না। ছবিগুলো নিয়ে গণমাধ্যমেও খবরের শিরোনাম হন এই অভিনেত্রী।জয়া আহসানের পোস্ট করা ছবিগুলো কি শুধুই ফটোশুট, নাকি নতুন কোনো সিনেমার লুক? কেন জয়া প্রতিবারই আলাদা লুকে ছবি পোস্ট করছেন। ছবিতে ওঠে আসা জয়ার পরিবর্তন কি বিশেষ কোনো কারণে? এমন প্রশ্ন ছিল এবার জয়ার কাছে। শুনে সাধারণভাবেই জয়া বলতে থাকেন, ‘না না, এগুলো বিশেষ কারণে নয়। এগুলো সিনেমার লুকও নয়। এটাকে আমি সে রকম কিছু বলব না। একজন শিল্পীর নানা রকম ফটোশুট থাকে। নানা রকমের গেটআপে থাকতে হয়। আর্টিস্টের তো আর মেল বা ফিমেল হয় না। যখন যেটা প্রয়োজন, সেভাবে তৈরি হতে হয়। সেই জায়গা থেকেই মাঝেমধ্যে ছবিগুলো পোস্ট করি। হয়তো বলতে পারেন, আমার ভালো লাগে, এসবই। তবে এগুলো একেবারেই সিনেমার কোনো লুক নয়।’প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায়, যার প্রাথমিক নাম ‘কড়ক সিং’। সিনেমায় তাঁর সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাংঘি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।গত শনিবার শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এখনো ভারতে ব্যস্ত রয়েছেন। এ মাসেই ঢাকায় ফিরবেন। জয়ার কাছে জানতে চাই বলিউড সিনেমায় তাঁর চরিত্র কী ধরনের। এমন প্রশ্নে শুনেই চুপ হয়ে গেলেন জয়া। বললেন, ‘এগুলো এখনোই কিছু বলা যাবে না। শুধু একটুকু বলব, চরিত্রে একটা বাঙালিয়ানা আছে।’
নিজস্ব প্রতিবেদক । ২২ জানুয়ারি ২০২৩
কয়েকদিন পরই প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের জন্মবার্ষিকী। তার আগেই মৃত্যু হলো অভিনেতার অত্যন্ত প্রিয় পোষা কুকুর ল্যাব্রাডর ফাজের। সুশান্তের মৃত্যুর পর থেকেই শোকে কাতর ছিল কুকুরটি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শোকের খবরটা দিয়েছেন সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং।সুশান্তের সঙ্গে ফাজের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে লিখেছেন, ফাজ, তুমি তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে যোগ দিলে। তোমাদের অনুসরণ করব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত হৃদয় ভাঙা থাকবে।সুশান্তের মৃত্যু আজও মেনে নিতে পারেন না তার অনুরাগীরা। দেখতে দেখতে কেটেও গিয়েছে প্রায় আড়াই বছর। জানা যায়, অভিনেতার মৃত্যুর পর মুম্বাই থেকে ফাজকে পটনায় নিয়ে এসেছিলেন তার বাবা। সুশান্তের মৃত্যুর পর থেকেই মনমরা ছিল সে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। কিছুদিন আগেই যে হাসপাতালে অভিনেতার ময়নাতদন্ত হয়েছিল, সেখানকার এক মর্গকর্মীর বিস্ফোরক সাক্ষাৎকার সামনে আসে। তার দাবি, সুশান্তের দেহ দেখে আত্মহত্যা করেছেন বলে মনে হয়নি। বরং মনে হয়েছিল যে, তাকে খুন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩
ধনুক দিয়ে তীর ছোড়া কঠিনতম খেলাগুলোর মধ্যে একটি। হাত ও চোখ সর্বোচ্চ ব্যবহার করলে সঙ্গে দক্ষতা থাকলে নিশানায় গিয়ে আঘাত হানে তীর। তবে শ্যানন জোনস নামে অস্ট্রেলিয়ায় এক তরুণী পা দিয়ে তীর ছুড়ে বিশ্বরেকর্ড গড়ে নাম লিখিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে।হাতের ওপর ভর করে পা দিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিশানায় আঘাত হেনেছেন তিনি।গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শ্যানন জোনস ২০২২ সালের আগস্টে পা দিয়ে ১৮.২৭ মিটার দূরের একটি নিশানায় সফলতার সঙ্গে তীর দিয়ে আঘাত হানেন। তিনি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ‘পা দিয়ে দূরতম তীর ছোড়া’ ক্যাটাগরিতে বিশ্বরেকর্ড গড়েছেন।অস্ট্রেলিয়ার সেভেননিউজ জানিয়েছে, ২৩ বছর বয়সী শ্যানন জোনস তার বিশ্বরেকর্ড গড়া ভিডিওটি ২০২২ সালের আগস্টে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের কাছে স্বীকৃতির জন্য পাঠান। এরপর ১২ জানুয়ারি তিনি জানতে পারেন তার বিশ্বরেকর্ডটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে।মঙ্গলবার (১৭ জানুয়ারি) শ্যানন জোনসের এ ভিডিওটি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।এদিকে শ্যানন জোনস একবারের চেষ্টাতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন এমনটি নয়। তিনি দীর্ঘ ছয় বছর পা দিয়ে তীর ছোড়ার অনুশীলন করেছেন।শ্যানন ১৩ জানুয়ারি বিশ্বরেকর্ড গড়া ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডধারী। আমার আবেদন গতকাল গৃহীত হয়েছে। তাই আমি বলতে পারি আমি বিশ্বের সবচেয়ে সেরা ফুট আর্চার (পায়ের তীরন্দাজ)।’ভিডিও দেখুন এখানে - https://youtube.com/shorts/MpN2Z3blFRw?feature=share
নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩
প্রতীক বরাদ্দের পরই জমে উঠেছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ আসনের (সদর) আসনের উপ-নির্বাচনের প্রচারণা।ভোটারদের কাছে বার্তা পৌঁছানোর জন্য দ্রুত পোস্টার-ব্যানারও ছাপানো হয়েছে।তবে প্রতীক বরাদ্দ পাওয়ার একদিন পর হাইকোর্টে রিট করে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পান হিরো আলম। তাই বুধবার (১৮ জানুয়ারি) প্রতীকগ্রহণ করেন তিনি। তবে তার চাওয়া সিংহ প্রতীকের পরিবর্তে তাকে দেওয়া হয় একতারা প্রতীক।বুধবার (১৮ জানুয়ারি) বগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিরো আমলের হাতে একতারাপ্রতীক তুলে দিন।
নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩
বলিউড সিনেমা 'পাঠান' মুক্তির আগে বয়কটের ডাক দিয়েছিলেন বিজেপি নেতারা। শাখরুখ খানের এ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। এতে অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে শুরু হয় বিক্ষোভও। বিতর্কে রঙ লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে— এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা। এ পরিস্থিতিতেই এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সম্প্রতি বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী মোদি।গত ১৬ ও ১৭ জানুয়ারি— দুদিনের জন্য নয়াদিল্লিতে বিজেপির কার্যনির্বাহী বৈঠক বসেছিল। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রচারের রোডম্যাপ থেকে শুরু করে দলীয় কর্মীদের মনোবল জোগানো হয় এ বৈঠকে। মঙ্গলবার বৈঠকের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি সিনেমা নিয়ে বিতর্ক ও সেই বিতর্কে বিজেপি নেতাদের শামিল হওয়া নিয়ে সতর্ক করেন। প্রধানমন্ত্রী বিজেপি নেতাদের সতর্ক করে বলেন, ‘কিছু সিনেমা নিয়ে কয়েকজন এমন মন্তব্য করেন, যা সারাদিন টিভি ও সংবাদমাধ্যমে দেখানো হয়। এ ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।’রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা— সম্প্রতি ‘পাঠান’ সিনেমা ও তার গান ‘বেশরম রঙ’ নিয়ে যে বিতর্ক ও বয়কট ট্রেন্ড শুরু হয়েছে, তা নিয়েই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। বেশ কিছু বিজেপি নেতা ওই গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে আপত্তি তুলেছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের দাবি, গেরুয়া বিকিনি পরিয়ে ‘সস্তার প্রচার’ করার চেষ্টা করেছেন সিনেমার নির্মাতারা। হিন্দুত্বের ভাবমূর্তি বা মনোভাবকে আঘাত করে এমন কোনো সিনেমা মহারাষ্ট্রে দেখাতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। অন্যদিকে মধ্য প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রও দাবি করেন, যদি ওই আপত্তিকর দৃশ্য বাদ না দেওয়া হয়, তবে রাজ্যে পাঠান সিনেমাকে মুক্তি পেতে দেওয়া হবে না।সূত্র: টিভি নাইন
নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩
ভালোবেসে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে বিয়ে করেছিলেন মডেল-অভিনয় শিল্পী মারিয়া মিম। তবে তাদের ভালোবাসার টেকেনি৷ প্রথম সন্তান আরশ হোসেন জন্ম নেওয়ার কয়েক বছর পরই তারা আলাদা হয়ে যান। সম্প্রতি সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মিম। মিমের অভিযোগ— সিদ্দিক আরশকে নিজের কাছে রাখতে কূটকৌশল অবলম্বন করছেন। মঙ্গলবার মধ্যরাতে সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ এনে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মিম। তিনি লিখেন— আরশের পরীক্ষা শেষ হওয়ার কারণে কয়েক দিনের জন্য ওর বাবার বাসায় গিয়েছিল। এটা যেতেই পারে বেড়াতে, স্বাভাবিক। যখন আমি আরশকে বাসায় নিয়ে আসি, তখন বোঝা যায় ওকে ব্রেন ওয়াশ করা হয়েছে। এটি আবার দু-তিন দিন পর ঠিক হয়ে যায়। আবার সব কিছু নরমাল হয়ে যায়।তিনি আরও বলেন, আরশ যখন ওই বাসায় যায়, তখন ওর মাথায় দেওয়া হয় ১২ বছর হলে তোমাকে কোর্টে নেবে তখন তুমি বলবা বাবার কাছে থাকব। এসবই এই ছোট বাচ্চাকে বলা হয়। এখন আমার কথা হলো— এত কষ্ট করে বাচ্চা লালন করছি আমি, স্কুল থেকে শুরু করে সব কিছু ভরণপোষণ আমি করি। আমি বড় করছি আর সে বড় করে নিয়ে যাবে ১২ বছর হলে। আমি এখন মামলা দেব যে, বাচ্চা নিয়ে ব্রেন ওয়াশ করে পাঠানো হয়। যখনই বাসায় যায় তখনই এমনটি করে। আমি এর শেষ দেখে ছাড়ব।জানা গেছে, মিম এখন এই অভিযোগে সিদ্দিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন। তবে সাবেক স্ত্রীর অভিযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে অভিনেতা সিদ্দিকের মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি হননি। তিনি চাইতেন, ছেলেকে সময় দিক মিম, পাক্কা গৃহিণী হয়েই থাক। এ নিয়ে ঝামেলা বাধে দুজনার। ২০১৮ সালে তারা আলাদা হয়ে যান। বর্তমানে মিমের কাছেই থাকে তাদের একমাত্র সন্তান।
নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩
বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটেরপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।গতকাল (সোমবার) বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী হিরো আলম প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটদায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে বিবাদী করা হয়েছে।এর আগে, বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মো. আশরাফুল হোসেন আলম ওরফেহিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন হিরো আলম।প্রসঙ্গত, বগুড়া-৪ ও ৬ এই দুই আসনেই উপ-নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। গত ৮ তারিখে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সেখানের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। জানানো হয়, নির্দল প্রার্থী হিসাবে লড়াই করতে হলে সেখানের ভোটার সমর্থন আছে তা সই করে একটি ফর্ম জমা দিতে হয়। কিন্তু ওই তালিকায় গরমিল আছে। এই কারণে তাঁর মনোনয়ন পত্র বাতিল করা হয়। এর পরে তাঁর মনোনয়ন গ্রহণ করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন হিরো আলম। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ করে নির্বাচন কমিশন।
নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩
কলকাতার নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অভিনয় ছাড়ছেন। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন পর্দার ‘ফেলুদা’। আর এখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা।সব্যসাচী চক্রবর্তীর কথায়, ‘আমার কাছে পুরো পৃথিবী থেকে অনেক সিনেমার প্রস্তাব আসছে। সবাইকে না বলে দিয়েছি। আপাতত কোনো সিনেমাতেই নাম লেখাচ্ছি না। আমি সিনেমা থেকে বিদায় নিচ্ছি। এখন অবসরের সময়। আমি নিজের মতো করে বাকি সময় কাটাতে চাই।’গুণী এই অভিনেতা আরও যোগ করেন, ‘এখন আমি সবাইকে না বলে দিচ্ছি। আমি আর কাজ করব না। আমার সময় শেষ। আমি এখন অবসরে। আমি আলাদা হয়ে গেছি। এতদিন অন্যের জন্য কাজ করেছি। এখন শুধুই নিজের জন্য কাজ করব।’অবসরের সময়টায় কী করবেন সেটাও জানালেন সব্যসাচী, ‘এই সময়ে পছন্দের খাবার খাব, ঘুমাব, বই পড়ব, টেলিভিশন, ওটিটি দেখব, খেলা দেখব—আপাতত এই পরিকল্পনা।’উল্লেখ্য, ‘গন্ডি’র পর আবারও বাংলাদেশের ফখরুল আরিফিনের সিনেমায় কাজ করেছেন সব্যসাচী চক্রবর্তী। যেটির নাম ‘জেকে ১৯৭১’। চলমান ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি। সেটির অভিনেতা হিসেবে অতিথি হয়ে তার ঢাকায় আসা।
নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩