আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, আমার সত্যি খালেদা জিয়ার জন্য কষ্ট লাগে। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি। শেখ হাসিনা বলেছিলেন- মানুষ অসুস্থ হলে সে যদি শত্রুও হয়, তার জন্য দোয়া করবে। লন্ডন থেকে নির্দেশ আসছে আর আপনারা বাংলাদেশে বসে লাফাচ্ছেন।শনিবার (২৭ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জে ২নং রেলগেট এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।খেলার জন্য তারিখ চেয়ে শামীম ওসমান বলেন, আপনারা খেলতে চান, আমরাও খেলতে চাই। আপনারা আমাদের সঙ্গে কবে খেলবেন বলেন। তারিখ দিন কবে খেলবেন।তিনি বলেন, আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলবো অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। সারা দেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তিনি আরও বলেন, আমাদের রাজনীতি করার কথা ছিল না বঙ্গবন্ধু বেঁচে থাকলে। বঙ্গবন্ধু আর পনেরো বছর পেলে বাংলাদেশ জাপানের মতো উন্নত দেশ থাকত। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের স্বপ্ন না, তিনি আগামী দিনের সুন্দর বাংলাদেশের ভবিষ্যৎ। জাতির পিতার কন্যাকে বলতে চাই- হতে পারেন আপনি নীলকণ্ঠী, চেষ্টা করেছি আপনার মতো হওয়ার। আমাদের ভুল থাকলে ভুল ধরিয়ে দেন। আপনারা তা করছেন না।আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনাদের টার্গেট সরকার ফেলে দেওয়া নয়, শেখ হাসিনাকে ফেলে দেওয়া। ওরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। ওরা ওদের জায়গায় ঠিক আছে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিভক্ত। বলেছিলাম- আমি স্লোগান দেব, আপনারা বক্তৃতা দিয়েন। সবাই তো বুঝল না। অনেকেই বুঝে না বোঝার ভান করেন। তারা আমাদের হুমকি দেন। তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ হয়েছেন। আল্লাহ তাকে সুস্থ রাখুক। তাদের সময় আমার বাড়ি-ঘরে আগুন দেওয়া হয়েছিল, আমার বহু লোককে হত্যা করা হয়েছিল। আমি যদি দোয়া করি আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। লন্ডন থেকে যিনি হুকুম দিচ্ছেন, ছেলে হয়ে তো আসলেন না বাংলাদেশে। বুকে কলজে নাই নাকি সাহস নাই? আপনি লন্ডনে আরামে থাকেন নিজের ছেলের বউ তো বড় নামকরা ডাক্তার। শাশুড়ি তো মায়ের মতোই। তিনিও তো আসতে পারতেন, আসলেন না। তাদের একজন মেয়েও আছে। দাদীকে দেখতে তো একবারও আসলেন না।
নিজস্ব প্রতিবেদক । ২৭ আগস্ট ২০২২
সংবিধান সংশোধনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, 'সংবিধান যদি কালকেই সংশোধন হয়, আমরা এর আওতায় পড়ে যাব। ১৮তম হলে তার আওতায় পড়ে যাব। ১৯তম হলেও আমরা তার আওতায় পড়ে যাব। এতে আমাদের কোনো অসুবিধা বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা অবশ্যই সংবিধান মান্য করব।’‘রাজনৈতিক শক্তি বা দল কিংবা রাজনৈতিক শরীক দলগুলো যারা আছে, তাদের নিজেদের তরফে চেষ্টাগুলো করে যেতে হবে। যাতে নির্বাচনের সময় রাজনৈতিক পরিবেশটা ভোটাধিকার প্রয়োগের জন্য অনুকূল হয়। নির্বাচনের সময় সব দল ও অংশীজনের আন্তরিক কমিটমেন্ট প্রয়োজন।'নির্বাচনকে 'কঠিন কাজ' উল্লেখ করে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবিলা করতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন।আজ সোমবার বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।সিইসি বলেন, 'নির্বাচনের সময় যেটা হবে, তখন সরকার থাকবে। যে সরকারই হোক, একটা সরকার তো থাকবে। সরকার আমাদের সহযোগিতা করবে। আমরা সরকারের ওপর প্রাধান্য বিস্তার করতে পারব। আমরা বলব, এই এই সহযোগিতাগুলো আমাদেরকে দিতে হবে। আমরা বিশ্বাস করি, সরকার তখন না করতে পারবেন না, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।'তিনি আরও বলেন, 'আইনের আলোকেই আমরা সরকারের কাছ থেকে সহযোগিতা চাইব এবং সে বিষয়েও আমাদের ভূমিকাটা দেখবেন। আমাদের ওপরে আরোপিত ক্ষমতাটার কমান্ড আমার হাতে। কিন্তু, শক্তিটা পুলিশের হাতে, শক্তিটা বিজিবির হাতে, শক্তিটা সেনাবাহিনীর হাতে। শক্তিটা আমার হাতে নয়, কমান্ডটা আমার হাতে আছে। আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে, সেই ধরনের অবস্থা আমাদেরকে সৃষ্টি করতে হবে। নির্বাচনের প্রয়োজনেই সেটি অপরিহার্যভাবে প্রয়োজন।'
নিজস্ব প্রতিবেদক । ২৫ জুলাই ২০২২
চরম গরমে নাকাল ইউরোপের জনজীবন। বিভিন্ন দেশে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। একই সঙ্গে চলছে দাবানল। গত মঙ্গলবার ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল কোথাও কোথাও। আর নিজের বাগানে সূর্যের তাপে ডিম ভেজে দাবদাহ কতটা তীব্র, তারই জানান দিলেন যুক্তরাজ্যের একজন নারী। খবর জিও নিউজের।ঘটনা গত মঙ্গলবারের। তাপমাত্রার রেকর্ড রাখার পর থেকে দিনটি ছিল যুক্তরাজ্যের সবচেয়ে উষ্ণতম দিন। চলছিল তীব্র তাপপ্রবাহ। একই সঙ্গে ধেয়ে আসছিল দাবানলও। এদিন সূর্যের তাপে ডিম ভাজেন জর্জিয়া লেভি। সূর্যের আলোয় তাঁর ডিম ভাজার ঘটনা নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। জর্জিয়া লেভি এ ঘটনার একটি ভিডিও চিত্র তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, লেভি তাঁর উঠানে থাকা বাগানে একটি খালি কড়াই রাখছেন। এরপর সেখানে ঘি ঢেলে একটি ডিম ভেঙে দেন। সূর্যের তাপে এভাবে এক ঘণ্টা রাখার পরে ডিমটি ভাজা হয়ে যায়। তাতে সস মাখিয়ে ভাজা ডিমটি খান লেভি। যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের মতে, একটি ডিম রান্না বা ভাজার জন্য ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। কিন্তু জর্জিয়ার ডিম ভাজাতে সেটা মনে হয় না। ডিম ভাজতে তাঁর অত তাপমাত্রার প্রয়োজন হয়নি। তবে কড়াইটি তাপ সঞ্চয় রাখতে পারে। এ জন্য প্রয়োজনের চেয়ে কম তাপে ডিম ভাজা হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদক । ২১ জুলাই ২০২২
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের সমস্যাই সরকারের পতন ত্বরান্বিত করবে । শুরু হয়ে গেছে আসল খেলা। তিনি বলেন, ‘আমি না, অর্থনীতিবিদেরা বলছেন প্রতিটি ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। জনগণ ফুঁসে উঠছে, ফুঁসে উঠবে এবং সমস্যাই তাদের পতন ত্বরান্বিত করবে।’আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের দুর্নীতি দায়ী—এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘এ সমস্যা যে সৃষ্টি হবে, তা আমরা বহু আগেই। দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। একটা জায়গা না, সব জায়গাতেই তাদের লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা। এই দুর্নীতি পয়েন্ট অব নো রিটার্নে চলে গেছে। একইভাবে শ্রীলঙ্কায় যে অবস্থার সৃষ্টি হয়েছে।’মির্জা ফখরুল বলেন, এরা এভাবে টাকা চুরি করেছে। এক দিন তাদের হিসাব দিতেই হবে। এই হিসাব না দিয়ে তারা যেতে পারবে না। তাদের জনগণের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং বিচার হবে।তিনি আরও বলেন, পত্রিকায় দেখেছি ১৭৬০ কোটি টাকা বছরে তাদের জন্য গুনতে হবে। এতে প্রমাণিত শুধুমাত্র দুর্নীতি করার জন্য, বিশেষ কোম্পানিকে অর্থ বানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে, এতে নিজে উপকৃত হওয়ার কারণে এই কাজটা করেছে সরকার।বিএনপির এ নেতা বলেন, এমন কোনো পরিকল্পনা, এমন কোনো প্রজেক্ট হাতে নেওয়া উচিত নয় যেটা আমরা চালাতে পারব না। সে ধরনের জুতা কেনা উচিত যেটা আমরা পরতে পারব। পায়ের মাপের বাইরে জুতা কিনলে তা পরা সম্ভব হবে না। আজ তাই ঘটছে। এটার মূল্য দিতে হচ্ছে জনগণকে। আমরা অবিলম্বে এই দুর্নীতির কারণে সরকারের পদত্যাগ দাবি করছি।প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এখন হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ও নির্বাচন কমিশন তারা মনে করে যে, দেশের সব মানুষ আহাম্মক। গত ১০ বছর ধরে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগের অধীনে, কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এ কথা শামসুল হুদা (সাবেক সিইসি) বলেছেন। শেষ মুহূর্তে একেএম নুরুল হুদা তার চাকরি যাওয়ার পরে এই কথা বলেছেন। আর বর্তমান সিইসি এখনই বলে দিচ্ছেন, যে এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। গতকাল তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
নিজস্ব প্রতিবেদক । ১৯ জুলাই ২০২২
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সকল অপচেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের কঠোর অবস্থানের বার্তা দিতে আগামীকাল ২০ জুলাই বুধবার সকালে নড়াইল যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধিদল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে গত ১৫ জুলাই শুক্রবার নড়াইলের লোহাগড়া উপজেলায় দীঘলিয়া সাহা পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক সপ্তাহ আগেই নড়াইলে ফেসবুকে এক কলেজ ছাত্রের পোস্টকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনা ঘটে।নড়াইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের যাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা কঠোর অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপরাধে যেই অপরাধী হোক তাকে বিচারের আওতায় আনতে হবে। নড়াইলে নিরপরাধ মানুষের উপর সংঘবদ্ধভাবে হামলা, দোকানপাট লুট, ভাঙচুর, উপাসনালয়ে হামলা করা হলো। যারা ক্ষতিগ্রস্ত তারা তো কোনো অপরাধ করেনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট কঠোর অবস্থান। বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্ম ও মতের লোকজন এদেশে শান্তিতে বসবাস করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়ে আমরা সেখানে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। নড়াইলের এই ঘটনা মুক্তিযুদ্ধের চেতন বিরোধী, বাংলাদেশ বিরোধী। যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে কঠোর বিচার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
নিজস্ব প্রতিবেদক । ১৯ জুলাই ২০২২
সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করতে পারে।শিক্ষামন্ত্রী দীপু মনি রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের জানিয়েছেন।দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন কর্তৃপক্ষ এসএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে। ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।এর আগে, করোনা মহামারির কারণে প্রায় ৪ মাস পিছিয়েছিল এসএসসি পরীক্ষা। সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানান, শিক্ষামন্ত্রী রোববার এবারের এসএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করার জোরালো সম্ভাবনা রয়েছে।'তিনি এসএসসি ও সমমানের পরীক্ষার সঙ্গে সম্পর্কিত সব বিষয় তদারকি করছেন', তপন কুমার সরকার বলেন। এর আগে ৬ জুলাই দীপু মনি বলেছিলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ও পাঠ্যবই হারানো শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে। বন্যা দুর্গত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক দেওয়ার পরই সরকার স্থগিত থাকা এসএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে।
নিজস্ব প্রতিবেদক । ১৪ জুলাই ২০২২
বাংলাদেশের জনপ্রিয় মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হিরো আলমের নামে ভারতীয় বাক-বাকুম এপসে ফেক একাউন্ট খুলে অশ্লীল পোষ্ট করেন কে বা কাহারা।এ বিষয়ে হিরো আলম ফেসবুক লাইভে এসে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমি ঈদের আগে ভারতে যাই। ভারতীয় একটি সংস্থা অনলাইন ' বাক-বাকুম 'নামে এপস লঞ্চ করে। সেখানে আমি আমার নিজের নামে অ্যাকউন্ট খুলে ভিডিও পোষ্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।আমি লক্ষ্য করেছি ঐ এপসে কে বা কাহারা আমার ছবি ব্যবহার করে আমার নামের পরিবর্তে 'কাউয়া আলম' নাম দিয়ে অশ্লীল ছবি-ভিডিও শেয়ার করছে যা আমার প্রফেশনাল জীবনে সম্মানে আঘাত হেনেছে।এ ব্যাপারে হিরো আলম বাংলা ওয়্যারকে বলেন, আমার নামে যে বা যারা এই অশ্লীল ছবি-ভিডিও শেয়ার করছেন, বা ভবিষ্যতে করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।
Harun Ur Rashid । ১৩ জুলাই ২০২২
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের (৫১) ব্যক্তিগত জীবন নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। তবে তিনি ব্যক্তিগত জীবনের সবকিছু খুব বেশি সামনে আনেন না। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। ইলনের মস্তিষ্কে চিপ স্থাপনবিষয়ক আরেক উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউরালিংকের শীর্ষ নির্বাহী শিভন জিলিস এ যমজ সন্তানের জন্ম দিয়েছেন।আদালতের নথি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে মাস্ক ও জিলিস ওই যমজ সন্তানের নাম পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেন। আবেদনে বাবা ও মায়ের নামের শেষাংশ শিশুদের নামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়। এক মাস পরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একজন বিচারক ওই আবেদন অনুমোদন করেন।কোনো সূত্র উল্লেখ না করে বিজনেস ইনসাইডার তাদের এক প্রতিবেদনে বলেছে, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার অধিগ্রহণ করলে তা পরিচালনার জন্য শিভন জিলিসের নাম শোনা যাচ্ছে।৩৬ বছর বয়সী জিলিস তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে নিউরালিংকের পরিচালন এবং বিশেষ প্রকল্পের পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন। নিউরালিংকে তিনি ২০১৭ সালের মে মাস থেকে কাজ শুরু করেন। একই সময়ে তিনি টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকল্প পরিচালক হিসেবেও কাজ শুরু করেন। তিনি সেখানে ২০১৯ সাল পর্যন্ত কাজ করেন। তিনি ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদেরও সদস্য।ইলন মাস্কের এই যমজ সন্তানসহ মোট সন্তানসংখ্যা ৯। এর মধ্যে কানাডার সংগীতশিল্পী গ্রিমসের ঘরে তাঁর দুই সন্তান রয়েছে। ইলন মাস্কের সাবেক স্ত্রী কানাডার লেখক জাস্টিন উইলসনের ঘরেও তাঁর পাঁচ সন্তান রয়েছে। যমজ সন্তানের বিষয়ে ইলন মাস্ক ও জিলিসের কাছে রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হলে তাঁরা সাড়া দেননি।
নিজস্ব প্রতিবেদক । ০৮ জুলাই ২০২২
নির্বাচনকালীন সরকারের বাইরে নির্বাচন নিয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় বিএনপি। নির্বাচন কমিশনের (ইসি) আসন্ন সংলাপেও না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। ২০ জুলাই বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করেছে ইসি।জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে মতবিনিময়ের পরপরই এবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে উন্মুক্ত সংলাপে বসতে যাচ্ছে ইসি। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। কোরবানির ঈদের পর ১৭ জুলাই সংলাপ শুরু হবে। ৩১ জুলাই আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসির এ কার্যক্রম শেষ হবে।জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশনও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করছে। এর আগে শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সাবেক নির্বাচন কমিশনারসহ সাংবাদিকদের সঙ্গে কয়েক ধাপে সংলাপ করেছে।শুরু থেকেই নির্বাচনকেন্দ্রিক সব ধরনের সংলাপ বর্জন করে আসছে বিএনপি। ইসি গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আনুষ্ঠানিক সংলাপ বর্জনের মধ্য দিয়ে এর শুরু। এর পর ইভিএম নিয়ে ইসির মতবিনিময়েও যায়নি বিএনপি।রাষ্ট্রপতির সংলাপের সময় বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি বলেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ছাড়া শুধু নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপকে কেবল সময়ের অপচয় বলে মনে করে বিএনপি। তাই তারা অর্থহীন কোনো সংলাপে অংশ নেবে না।এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যখন এই নির্বাচন কমিশন তৈরি করা হয়, আমরা প্রথম থেকেই এর কিছুতেই সম্পৃক্ত নই। আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। এই সরকার পদত্যাগ করবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে ছাড়া আমরা নির্বাচনে যাব না।’বিএনপির নীতিগত অবস্থান হচ্ছে, তারা আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না। আলোচনা হবে শুধু নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়—এটাই তাদের মূল দাবি।
নিজস্ব প্রতিবেদক । ০৭ জুলাই ২০২২
চট্টগ্রামের রাউজানে যৌতুকের টাকা না পেয়ে মো. আলমগীর তালুকদার (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী তাওহিদুন্নেসাকে (২৫) নির্যাতনের অভিযোগ উঠেছে।গত রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্যাতিত গৃহবধূ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তবে কবে হাসপাতাল ছাড়বেন, তা জানা নেই তার।জানা গেছে, গত মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যৌতুকের টাকার জন্য তাওহিদুন্নেসাকে মারধর করেন তার স্বামী আলমগীর তালুকদার। তার আর্তচিৎকারে এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।নির্যাতনের শিকার তাওহিদুন্নেসার বাবা মোস্তাক আহমেদ বলেন, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে চরম নির্যাতন করা হয়েছে। কী করব কিছুই বুঝতে পারছি না।অভিযুক্ত স্বামী মো. আলমগীর তালুকদার জানিয়েছেন, যৌতুকের জন্য আমার স্ত্রীকে মারধর করিনি। মূলত, বিয়ের সময় আমার স্ত্রী এইচএসসি পাস বলে জানিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে। কৌতূহলবশত স্ত্রী তাওহিদুন্নেসাকে পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম দিনে আদায়কৃত টাকার উপর ভিত্তি করে পুরো বছর আয় কত হবে তা বের করতে বলেছিলাম। কিন্তু সে কোনো হিসাব করতে পারেনি। যোগ-বিয়োগ, গুণ-ভাগ কিছুই জানে না। মূলত, পদ্মা সেতুর টোল আদায়ের বাৎসরিক হিসাব বের করতে না পারায় মারধর করেছি।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এরপরও আমি খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।উল্লেখ্য, ৪ বছর আগে রাউজান উপজেলায় বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর গশ্চির প্রয়াত সালেহ আহম্মদ তালুকদারের ছেলে মো. আলমগীর তালুকদারের সঙ্গে বাশঁখালী উপজেলার উত্তর জলদী গ্রামের মোস্তাক আহম্মদের মেয়ে তাওহিদুন্নেসার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ০৫ জুলাই ২০২২
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে তিনি সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর পুত্র ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ তার পরিবারের সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আজ সোমবার (৪ জুলাই) সকাল ৮টার কিছুক্ষণ পরে টুঙ্গিপাড়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দেন।পরে সেতুর মাঝামাঝি গিয়ে পুত্র ও কন্যাকে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সেতু পার হয়ে জাজিরা প্রান্তের ফলকের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। সেখানে প্রায় আধাঘণ্টার মতো যাত্রা বিরতি নেয় প্রধানমন্ত্রীর গাড়িবহর। যাত্রা বিরতি শেষে আবারও তারা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা শুরু করেন।বিকালে হেলিকপ্টার যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদক । ০৪ জুলাই ২০২২
একতা এক্সপ্রেসের ছাড়ার সময় ছিল সকাল ১০টা ১০ মিনিটে। কিন্তু প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ‘ট’ নম্বরে থাকা প্রায় শতাধিক যাত্রী ফেলে দিয়েই চলে যায় ট্রেনটি।জানা গেছে, একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ধরা পড়ে। তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। কিন্তু এ বগির জন্য টিকিট কাটা যাত্রীরা বিষয়টি অবগত ছিলেন না বলে জানান।তাদের দাবি, তারা নির্ধারিত সময়ের আগেই বগির নম্বর দেখে আসন গ্রহণ করেন। কিন্তু মূল ট্রেন ছেড়ে গেলেও তারা বিষয়টি টের পাননি। ত্রুটির কথা তাদের কেউ জানায়নি।তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টা সময় সবাইকে অবগত করা হয়েছে। আগে যারা বিষয়টি জেনেছে, তারা অনেকেই অন্য বগিতে উঠে চলে গেছে।এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমে জানান, আমরা এ বিষয়ে সকাল ৯টায় ঘোষণা দিয়েছি। তবুও কিছু যাত্রী ট্রেনটি মিস করেছেন। আমাদের কাছে অতিরিক্ত বগি নেই, তাই যারা যেতে পারেননি তাদের টিকিট ফেরত নেয়া হয়েছে। এরপর থেকে বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার কথাও জানান রেলের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক । ০৪ জুলাই ২০২২
ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে পদ্মা সেতু হয়ে সড়কপথে প্রথমবারের মতো টুুঙ্গিপাড়া গেছেন প্রধানমন্ত্রী।সোমবার (৪ জুলাই) সকাল আটটায় গণভবন থেকে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে পৈত্রিক বাড়িতে প্রবেশ করেন তিনি।এর আগে সকাল আটটা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে ওঠেন সেতুতে।ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সে সময় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ক্যামেরায় ছেলের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী।পরে দুপুর সাড়ে ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ছবি পোস্ট করেছেন।সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর প্রায় ৪০ মিনিট বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ। সোয়া ১০টায় সেখান থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক । ০৪ জুলাই ২০২২
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার বিকেল পৌনে ৬টায় আওয়ামী লীগের প্রতিনিধি দল মরদেহ গ্রহণ করে শ্রদ্ধা জানান।এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি প্রমুখ।এর আগে ২ জুলাই কিডনি জটিলতা, হৃদরোগে আক্রান্তসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান মুকুল বোস। চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
Harun Ur Rashid । ০৩ জুলাই ২০২২
সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হিরো আলম। তিনি এখন সারা বাংলার মানুষের কাছে পরিচিত। এবারের গরুর হাটেও তার নামটি সাড়া ফেলেছে।বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামের এক যুবক শখের বসে পালন করা একটি ষাঁড়ের (গরু) নাম রেখেছেন হিরো আলম। আর সেই ষাঁড়টিই এখন আলোচনায়।এ প্রসঙ্গে হিরো আলম জানান, ‘মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর নাম রাখে, কেউ ভাস্কর্য বানায়, কেউ টি-শার্ট বের করে। আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।’তিনি আরও বলেন, ‘যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি (গরুর মালিক) আমাকে বলেছেন- ‘আপনি মানুষের পাশে থাকেন, আপনাকে ভালোবেসেই গরুর নামটা আপনার নামে রেখেছি।’ অনেকেই আমার নাম ব্যবহার করে। এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই।’অন্যদিকে জিয়াম জানিয়েছেন, নিজ বাড়িতে তৈরি খামারে জন্ম নেওয়া ফ্রিজিয়ান জাতের এই বাছুরটিকে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করেছেন। নিয়মিত খাবার ও পরিচর্যা করার ফলে দিনে দিনে গরুটির ওজন বেড়ে ৯০০ কেজি বা ২২ মণ হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খড়, তাজা ঘাস, খৈল, ভুষি, চালের কুড়া, ভুট্টা, ভাতসহ পুষ্টিকর খাবারের মাধ্যমে লালন-পালন করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত দুবার করে গোসল করানো, পরিষ্কার ঘরে রাখা ও রুটিন অনুযায়ী ভ্যাকসিন দেওয়াসহ প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত ৮ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট উচ্চতার এই হিরো আলমের (গরু) দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় করছে। জিয়াম কোনো হাটে না নিয়ে বাড়িতে রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে গরুটি বিক্রির চেষ্টা করছেন।
নিজস্ব প্রতিবেদক । ০৩ জুলাই ২০২২