দেশজুড়ে


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।নতুন দাম অনুযায়ী লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে এবার ৭ টাকা আর খাসির চামড়ায় ৩ টাকা বাড়ানো হয়েছে।বাণিজ্যমন্ত্রী জানান, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা। ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা।এ ছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

নিজস্ব প্রতিবেদক । ০৫ জুলাই ২০২২


যাত্রীসহ বগি রেখেই স্টেশন ছাড়ল ট্রেন

যাত্রীসহ বগি রেখেই স্টেশন ছাড়ল ট্রেন

একতা এক্সপ্রেসের ছাড়ার সময় ছিল সকাল ১০টা ১০ মিনিটে। কিন্তু প্রায় সোয়া এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ‘ট’ নম্বরে থাকা প্রায় শতাধিক যাত্রী ফেলে দিয়েই চলে যায় ট্রেনটি।জানা গেছে, একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ধরা পড়ে। তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। কিন্তু এ বগির জন্য টিকিট কাটা যাত্রীরা বিষয়টি অবগত ছিলেন না বলে জানান।তাদের দাবি, তারা নির্ধারিত সময়ের আগেই বগির নম্বর দেখে আসন গ্রহণ করেন। কিন্তু মূল ট্রেন ছেড়ে গেলেও তারা বিষয়টি টের পাননি। ত্রুটির কথা তাদের কেউ জানায়নি।তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টা সময় সবাইকে অবগত করা হয়েছে। আগে যারা বিষয়টি জেনেছে, তারা অনেকেই অন্য বগিতে উঠে চলে গেছে।এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমে জানান, আমরা এ বিষয়ে সকাল ৯টায় ঘোষণা দিয়েছি। তবুও কিছু যাত্রী ট্রেনটি মিস করেছেন। আমাদের কাছে অতিরিক্ত বগি নেই, তাই যারা যেতে পারেননি তাদের টিকিট ফেরত নেয়া হয়েছে। এরপর থেকে বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার কথাও জানান রেলের এই কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক । ০৪ জুলাই ২০২২


১৫-২০ দিনের মধ্যেই শরীয়তপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস চলবে

১৫-২০ দিনের মধ্যেই শরীয়তপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস চলবে

আগামী ১৫-২০ দিনের মধ্যেই শরীয়তপুর-ঢাকা রুটে বিআরটিসি বাস চলাচল করবে বলে জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। বুধবার (জুন ২৯) রাত সাড়ে ৮টায় শরীয়তপুর শহরে তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।ইকবাল হোসেন অপু বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের উন্নয়নের মহারাণী। তার বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার সততা ও সাহসিকতার কারণেই আজ পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আর পদ্মা সেতুর চালুর সঙ্গে সঙ্গে শরীয়তপুরের মানুষ সড়কের সুফল না পাওয়ায় আমি ব্যক্তিগত ভাবে ব্যথিত। পদ্মা সেতুর প্রথম থেকে উদ্যোগ নিলে আগেই রাস্তা হয়ে যেত। আগে উদ্যোগ নেওয়া হয়নি।’সংসদ সদস্য অপু বলেন, ‘আমি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য হওয়ার পরই শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাককে নিয়ে উদ্যোগ গ্রহণ করি। কোভিডের মধ্যেও টেন্ডার হয়েছে, ভূমি অধিগ্রহণ হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি, কাজ চলমান আছে, শরীয়তপুরবাসী সুফল পাবেন ইনশাল্লাহ।’তিনি বলেন, ‘সাময়িক কষ্টের জন্য শরীয়তপুরের মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আস্থা রাখুন, কাজ দ্রুত শেষ হবে। নির্ঘিঘ্নে শরীয়তপুর যেতে পারবেন। আমিও এই জনপদের সন্তান। আমি এখানেই বসবাস করে। এই সড়ক দিয়েও আমি যাতায়াত করি। আমাদের শরীয়তপুর সদর-ঢাকা রুটেও বিআরটিসির বাস চলবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এ সদস্য বলেন, ‘আমরা রাজনীতি করিই সাধারণ মানুষের জন্য। আমি বিআরটিসির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করছি। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এই রুটে বিআরটিসি চালু হবে বলে আশা করছি।’এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক । ৩০ জুন ২০২২


পদ্মা সেতুর সামনে মোটরসাইকেল চালকদের রাস্তা অবরোধ

পদ্মা সেতুর সামনে মোটরসাইকেল চালকদের রাস্তা অবরোধ

পদ্মা ব্রিজের জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করে রাখে আর এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। মোটরসাইকেল চালকরা অভিযোগ করে বলেন ফেরি বন্ধ থাকায় তারা ফেরি দিয়েও চলাচল করতে পারছেনা, মোটরসাইকেল পিকআপ ভ্যান করে ঢাকায়ও নিয়ে যেতে পারছেনা। এ কারণে রাস্তা বন্ধ করা ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই। টানা ২০ মিনিট রাস্তা অবরোধ করে রাখার পর সেনাবাহিনীর সদস্যরা এসে মোটরসাইকেল চালকদের অবস্থান থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়।

নিজস্ব প্রতিবেদক । ২৭ জুন ২০২২


প্রথম দিনেই প্রাণ নিলো পদ্মা সেতু

প্রথম দিনেই প্রাণ নিলো পদ্মা সেতু

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সেই দুই যুবক মারা গেছেন। তারা হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)।রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর রাত ১০টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন পদ্মা সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।ওই সময় পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জাগো নিউজকে জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক । ২৬ জুন ২০২২


কাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল উঠা নিষিদ্ধ

কাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল উঠা নিষিদ্ধ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত সোমবার সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সেতু বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানানো হয়নি। তাৎক্ষণিকভাবে এর কোনো কারণও জানা যায়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর থেকে সেতুতে যান চলাচল শুরু হয়।রোববার সকালে যখন পদ্মা সেতুর দুই প্রান্ত থেকে যানবাহন ছেড়ে দেওয়া হয়, তখন টোল দিয়ে হুড়োহুড়ি করে সেতুতে উঠে পড়েন মোটরসাইকেল আরোহীরা। সারা দিনই মোটরসাইকেলে সেতু পার হয়েছেন অসংখ্য মানুষ। বিকেল চারটার পর থেকে জাজিরা প্রান্তের নাওডোবা টোল প্লাজার সামনে কয়েক হাজার মোটরসাইকেল দেখা যায়।মোটরসাইকেল আরোহীরা টোল প্লাজার ছয়টি বুথের সামনে ঢুকে পড়েন। এতে অন্যান্য যানবাহন সেতুতে উঠতে সমস্যা হয়। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচটি বুথ দিয়ে মোটরসাইকেল ও একটি বুথ দিয়ে অন্যান্য যানবাহন সেতুতে ওঠে। এতে টোল প্লাজার সামনে থেকে সংযোগ সড়কে অন্তত দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক । ২৬ জুন ২০২২


পদ্মা সেতুর নাট খুলে ভাইরাল যুবক আটক

পদ্মা সেতুর নাট খুলে ভাইরাল যুবক আটক

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা সেই টিকটকার যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আটক করে। তবে সে এটি মজা করে করছে নাকি কোনও উদ্দেশ্য নিয়ে করছে তা যাচাই-বাছাই করতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করছে।রবিবার (২৬ জুন) বিকালে সিআইডির সাইবার ক্রাইমের একজন অতিরিক্ত পুলিশ সুপার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তাকে রাজধানীর শান্তিনগর থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। তার নাম আলমগীর।সূত্র জানায়, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তার উদ্দেশ্য যাচাই করার নির্দেশ দিয়েছেন। তিনি যদি কোনও খারাপ উদ্দেশ্য নিয়ে এটি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি কেবল না বুঝে মজা করে থাকে তাহলে মুচলেকা নেওয়া হতে পারে।এর আগে রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট-বল্টু। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি বাঁহাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডানহাতে নেন এবং আবার বাঁহাতের ওপর রাখেন। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। ওই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করেছেন।

Harun Ur Rashid । ২৬ জুন ২০২২


ভিডিও বানানোর জন্য পদ্মা সেতুতে প্রথম বাইকার লেডি রুবায়েত

ভিডিও বানানোর জন্য পদ্মা সেতুতে প্রথম বাইকার লেডি রুবায়েত

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই যেন স্বপ্নজয়ের প্রতিযোগিতায় নেমেছে মানুষ। রোববার (২৬ জুন) সকালে পদ্মা সেতুর টোলপ্লাজা চালু হবার পর সেতু পাড়ি দেয়ার উৎসবে মেতেছে সবাই। এদিন প্রথম যে বাহনটি টোল দিয়ে পার হয়, সেটি মোটরসাইকেল। অন্যান্য গাড়ির তুলনায় মোটরসাইকেলের সংখ্যায় বেশি।এদিকে প্রথম লেডি বাইকার হিসেবে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন রোবায়েত রুবা নামে এক নারী। রাজধানী মিরপুরের শেওড়াপাড়া থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে গিয়ে সকালে সেতুতে ওঠেন। সে হিসেবে রোবায়েতই পদ্মা সেতুর প্রথম লেডি বাইকার।পেশায় ইউটিউবার রোবায়েত রোবা জানান, আমি পদ্মা সেতু পাড়ি দেবার পাশাপাশি ইউটিবের জন্য কন্টেন্ট বানাতে এসেছি। এখান শ্যুট করে ঢাকায় ফিরে কন্টেন্ট বানাব।টোলপ্লাজা পার হয়ে সেতুতে ওঠার আগে তিনি একটি ফাঁকা জায়গায় এসে দাড়ান। এরপর তার সঙ্গে অন্যান্য বাইকারদের ফ্রেমবন্দি হন। তখন সময় সংবাদের সঙ্গে কথা হয় তার।তিনি জানান, এ অনভূতি প্রকাশ করার মতো না। সকালে মিরপুরের শেওড়া পাড়া থেকে বাইক চালিয়ে এসেছি। অনেক ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে এসেছি। যাব পদ্মা সেতুর অপরপ্রান্তে।সঠিক ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে রোবায়েত আহ্বান জানিয়ে বলেন, সেতুতে নিয়ম অনুয়ায়ী গাড়ি চালানো উচিত। লিখে দিয়েছে ৮০কিলোমিটার। আমি আইন মান্য করে বাইক চালিয়ে এসেছি। সবাইকেই একই অনুরোধ করব।শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মুহূর্তেই অবসান হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের ভোগান্তি আর যানজটের। প্রাধানমন্ত্রী শেখ হাসিনা এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন দেশের বৃহত্তম এবং পৃথিবীর অন্যতম দীর্ঘ এই সেতুটি।অনেক মূল্যে পাওয়া পদ্মা সেতু এখনও উৎসবমুখর। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার (২৬ জুন) সকাল ৬টায় যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এর আগে গাড়িগুলো ভোর রাত থেকেই জমা হতে থাকে পদ্মা সেতুর টোলপ্লাজায়।

নিজস্ব প্রতিবেদক । ২৬ জুন ২০২২


সর্বাধিক পঠিত

মালয়েশিয়া প্রবাসী বগুড়ার সামীর রাফি আর নেই

মালয়েশিয়া প্রবাসী বগুড়ার সামীর রাফি আর নেই

বগুড়া জেলার সদর উপজেলার সেউজ গাড়ি এলাকার এসএম রাফিউল ইসলাম (সামির রাফি) নামে এক যুবক মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই বিজয় টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ।তিনি জানান, গত ২২ জুন বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে তার বাসভবনে ঘুমিয়ে থাকা কালীন সময়ে রক্ত সঞ্চালন ক্রিয়া হয়ে যাওয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ২৭ বছর।মৃত রাফি ৫ বছর যাবত মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্সিডিজ বেঞ্জ গাড়ির কোম্পানিতে রিলেশনশিপ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তিনি আরো জানান, তার মরদেহ মালয়েশিয়া থেকে হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন।কম বয়সে রাফির এ মৃত্যু মেনে নিতে পারছেনা স্বজনেরা, তার বাড়িতে চলছে শোকের মাতম।

Harun Ur Rashid । ২৬ জুন ২০২২


পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেফতার

পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেফতার

দুই বছর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ।বুধবার শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি থেকে আবু বকরকে আটক করা হয়।আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে।জানা যায়, ২০২০ সালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক। এর আগে একটি হত্যা মামলায় তার মৃত্যুদণ্ড দেন আদালত। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে। ২০১২ সাল থেকে কারাবন্দি ছিলেন তিনি।শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন গণমাধ্যমকে জানান, শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি চৌরাস্তা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন তিনি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি তিনি। পালানোর ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে।গ্রেফতারের পর আবু বক্করকে শরীয়তপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক । ২৫ জুন ২০২২


পদ্মা সেতু উদ্বোধনের দিন বিয়ে করবেন এই তরুণ-তরুনী

পদ্মা সেতু উদ্বোধনের দিন বিয়ে করবেন এই তরুণ-তরুনী

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদের বাড়ি ঢাকার সাভারে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সারজিনা হোসাঈন তৃমার বাড়ি গোপালগঞ্জে। ২০১৪ সালের ৭ ডিসেম্বর হাসান-তৃমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই বছরের ২৬ নভেম্বর পদ্মা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়।চার বছর পর ২০১৮ সালে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে সাভার থেকে গোপালগঞ্জ যেতে বাধা হয়ে দাঁড়ায় পদ্মা নদী। সেই পদ্মায় নির্মিত হয়েছে দেশীয় অর্থায়নের মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতু। আগামী ২৫ জুন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। ২৫ জুন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হাসান ও তৃমা। সেতু পাড়ি দিয়েই কনে নিয়ে আসবেন এমন পণ করেই বিয়ের পিঁড়িতে বসছেন হাসান মাহমুদ।এ বিষয়ে হাসান মাহমুদ বলেন, দেশপ্রেম থেকেই পদ্মা সেতুর উদ্বোধনের দিন বিয়ের তারিখ ঠিক করেছি। এটার নানা কারণ আছে। দেশপ্রেম না থাকলে চার বছর আগে এমন সিদ্ধান্ত নিতাম না। আরও একটা বড় কারণ আছে, সেটা হলো সাভার থেকে গোপালগঞ্জ যেতে হলে ফেরি পার হতে হয়। এতে নানা ধরনের ঝামেলা তৈরি হয়। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে সেতু উদ্বোধনের দিনই করবো। সেতু পাড়ি দিয়ে নতুন বউকে আমার বাসায় নিয়ে আসবো। তাছাড়া দুজনে পড়াশোনা শেষ করলাম, এখন চাকরি করি। একদিকে পদ্মা সেতুর কাজও শেষ হলো, অন্যদিকে দুজনে প্রতিষ্ঠিতও হলাম।২০২০ সালের ১০ ডিসেম্বর পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানো হয়। সেই থেকেই হাসান-তৃমা জুটির চোখে-মুখে বয়ে যায় খুশির ঝিলিক। দুজনই অপেক্ষায় ছিলেন এক ছাদের নিচে বসবাসের দিনক্ষণ ঠিক করার বিষয়ে। গত ২৪ মে আসে বহু কাঙ্ক্ষিত ঘোষণা- ‘২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন’। হাসান-তৃমার কাছে এ ঘোষণা তাদের বিয়ের তারিখ হয়ে আসে। একদিকে পদ্মা সেতু উদ্বোধনে চলে জোর প্রস্তুতি। হাসান-তৃমার বিয়ে ঘিরেও এগিয়ে চলে সব আয়োজন।১৪ জুন সন্ধ্যায় প্রথমবারের মতো পুরো পদ্মা সেতু আলোকিত হয়। ১৭ জুন সন্ধ্যায় হাসানের গায়ে হলুদ হয়। তৃমার গায়ে হলুদ ২৪ জুন ঢাকায়। বিয়ে ২৫ জুন। বিবাহোত্তর সংবর্ধনা ১ জুলাই।

নিজস্ব প্রতিবেদক । ২২ জুন ২০২২


পদোন্নতি পেলেন ওবায়দুল কাদেরের সেই মাসুদ

পদোন্নতি পেলেন ওবায়দুল কাদেরের সেই মাসুদ

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক মাসুদুর রহমানকে পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার তিনি বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক হিসেবে খুলনা অফিসে যোগদান করেছেন। বিআরটিএ সূত্র এ তথ্য জানিয়েছে।এ বিষয়ে বিআরটিএ’র সচিব (যুগ্ম সচিব) এ টি এম কামরুল ইসলাম তালুকদার জানান, বিআরটিএ’র প্রধান কার্যালয়ে উপপরিচালক মাসুদুর রহমান সম্প্রতি পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁকে পরিচালক হিসেবে খুলনা বিভাগীয় কার্যালয়ে পদায়ন করা হয়েছে। একসময় বিআরটিএ’র মিরপুর অফিসে কর্মরত ছিলেন তিনি।এক প্রশ্নের জবাবে বিআরটিএ’র সচিব বলেন, ‘মাসুদুর রহমান তাঁর দায়িত্বের ব্যাপারে বেশ যত্নবান ছিলেন। দক্ষতার সঙ্গেই তিনি তাঁর দায়িত্ব পালন করে আসছেন। সরকার সন্তুষ্ট হয়েই তাঁকে পদোন্নতি দিয়েছে।’মাসুদুর রহমানের পদোন্নতি ও পদায়নের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা রেঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী এ এস এম কামরুল হাসান বলেন, ‘মাসুদুর রহমান স্যার গতকাল মঙ্গলবার বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক হিসেবে যোগদান করেছেন।’ এর আগে তিনি প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন বলে জানান তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল নাম ‘মাসুদ’। ২০১৭ সালে রাজধানীর মিরপুরের বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানকার মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও।’ এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় সেটি।সাড়ে পাঁচ বছর আগে মাসুদ ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক। সম্প্রতি তিনি বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার)-এর দায়িত্ব গ্রহণ করেছেন। বিআরটিএ যশোর সার্কেল নামের একটি ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানা গেছে। তবে, এর আগে তিনি কোথায় কর্মরত ছিলেন, তা জানা যায়নি।গতকাল মঙ্গলবার ওই পেজের এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.)-এর দায়িত্ব গ্রহণ করায় জনাব প্রকৌশলী মো. মাসুদ আলম স্যারকে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেল-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।’এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুদুর রহমানের নতুন কর্মস্থলে যোগদানের খবর ছড়িয়ে পড়লে অনেকেই তাঁর শুভকামনা জানিয়েছেন। নুর হোসেন নামের একজন লিখেছেন, ‘ভালো হয়ে যাওয়া মাসুদের জন্য শুভকামনা’। ইমতিয়াজ নামের একজন লিখেছেন, ‘মাসুদ কি ভালো হয়েছে?’

নিজস্ব প্রতিবেদক । ২২ জুন ২০২২


এবার কুমিল্লায় জন্ম হলো জমজ শিশুর, নাম পদ্মা-সেতু

এবার কুমিল্লায় জন্ম হলো জমজ শিশুর, নাম পদ্মা-সেতু

এবার কুমিল্লায় পদ্মা-সেতু। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসার প্রাক্কালে অনেকেই একের অধিক ভূমিষ্ঠ হওয়া সন্তানের নাম রাখছেন সেতুর সঙ্গে মিল রেখে।নারায়ণগঞ্জের পর এবার কুমিল্লায় একসঙ্গে জন্ম নেওয়া দুই যমজ কন্যাশিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।মঙ্গলবার (২১ জুন) জেলার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দুই যমজ শিশুর জন্ম হয়।বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুল হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ মিয়ার স্ত্রী ঝুমুর আক্তার (২০) যমজ দুই কন্যাশিশুর জন্ম দেন। নরমাল ডেলিভারিতে ওই দুই শিশুর জন্ম হয়। তাদের দুইজনের নাম রাখা হয় পদ্মা ও সেতু। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নবজাতকদের উপহারসামগ্রী দেওয়া হয়েছে। তাদের চিকিৎসা সুবিধাসহ চিকিৎসা সংক্রান্ত সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়া বিনামূল্যে তাদের সবধরনের সেবা দেওয়া হবে।উল্লেখ্য, শুক্রবার (১৭ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ এলাকার এ্যানি বেগম (২৪) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন সন্তান জন্ম দেন। এর মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে তাদের নাম রাখা হয়েছে সেতুর আদলে। ছেলেটির নাম দিয়েছেন স্বপ্ন আর দুই মেয়ের নাম রাখেন পদ্মা ও সেতু।

নিজস্ব প্রতিবেদক । ২২ জুন ২০২২