দেশজুড়ে


গাইবান্ধায় কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম (পলাশবাড়ি গাইবান্ধা) : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় লোকমান মিয়া (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।লোকমান মিয়া ওই গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে ও একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।স্বজনদের বরাত দিয়ে এসআই জিয়াউর রহমান জিয়া জানান, লোকমান হোসেন প্রতিরাতের ন্যায় ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে জেগে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। এতে কোনো সাড়াশব্দ না পাওয়ায় ঘরে জানালা ভেঙে ঘরের তীরের (ধর্না) সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লোকমান মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক । ২৭ জানুয়ারি ২০২৩


সরকারি তেল বরাদ্দ না থাকায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ

সরকারি তেল বরাদ্দ না থাকায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স সেবা বন্ধ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি- নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স পরিচালনার সরকারি বরাদ্দ না আসায় এক মাস ধরে সার্ভিস সেবা বন্ধ হয়ে আছে। যার কারনে জরুরি ভিত্তিতে রাজশাহী, নাটোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে রোগীদের আনা নেওয়া সম্ভব হচ্ছে না। এতে মুমূর্ষ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে দরিদ্র শ্রেণীর অসহায় রোগীরা এ্যাম্বুলেন্স ভাড়া দিতে না পারায় রোগীকে উন্নত চিকিৎসা দিতে পারছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সেরে বিভিন্ন স্থানে সরকারি এ্যাম্বুলেন্স ব্যবহারিত ভাড়া দেওয়া আছে । রাজশাহীতে ১৮'শত টাকা ও নাটেরে ৯'শত টাকা থাকলেও অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে রোগীদের।ড্রাইভার জহুরুল ইসলাম বলেন, ৩ মাসের তেলের টাকা বকেয়া থাকায় রয়না পেট্রোল পাম্পের মালিক তেল দিচ্ছে না। তাই এক মাস ধরে এ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ আছে। তবে ব্যক্তি উদ্যোগে ৪ হাজার টাকার তেল খরচ দিলে সেবা দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তেলের বরাদ্দ নেই তাই সেবা বন্ধ রয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু হবে।

নিজস্ব প্রতিবেদক । ২৭ জানুয়ারি ২০২৩


বগুড়ায় ভব‌ন ধ‌সে শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ভব‌ন ধ‌সে শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহ‌রের জলেশ্বরীতলা এলাকার বগুড়া সি‌টি সেন্টারের নির্মাণাধীন ভবনের বিম ধ‌সে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম শঙ্কর রাজভর (৫০)। শঙ্কর রাজভর শহ‌রের দক্ষিন চেলোপাড়া এলাকার বিশ্বনাথের ছে‌লে।সরেজমিনে জানা যায়, নিহত শংকর সহ আরো ক‌য়েকজন শ্রমিক নির্মাণাধীন বি‌ল্ডিংয়ের নি‌চের নির্মাণ করা দোকান ঘর ভাঙ্গতে ছিল। এই সময় হঠাৎ ক‌রে বিম‌টি ধ‌সে শংক‌রের উপর প‌ড়ে । এতে ঘটনাস্থ‌লেই শংক‌রের মৃত্যু হয়। বিষয়‌টি নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) খোরশেদ আলম।সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) খোরশেদ আলম ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে লাশ উদ্ধার ক‌রে শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে।

নিজস্ব প্রতিবেদক । ২৭ জানুয়ারি ২০২৩


বগুড়ায় জাল টাকা সহ গ্রেপ্তার ২

বগুড়ায় জাল টাকা সহ গ্রেপ্তার ২

বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবির) মাদক বিরোধী অভিযানে গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়াস্থ (ভবের বাজার) এলাকা থেকে ১,০০,০০০ ( এক লক্ষ) জাল টাকা সহ ২ জন আসামী গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে শহিদ(৩৭) এবং একই উপজেলার জয়ভোগা উত্তরপাড়া গ্রামের মবে মন্ডলের ছেলে সাজু ওরফে সুজা (৩৭)।এই বিষয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) বগুড়া’র ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম), (পিপিএম) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ী মধ্যপাড়াস্থ (ভবের বাজার) আতিকুর রহমান(৪৮) মুদির দোকানের সামনে বগুড়া সারিয়াকান্দি সড়কের উপর থেকে ১,০০,০০০ ( এক লক্ষ) জাল টাকাসহ দুই জন আসামিকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, আসামি শহিদ (৩৭) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১ টি আসামী সাজু এর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া গাবতলী থানায় মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক । ২৬ জানুয়ারি ২০২৩


বগুড়া‍য় সড়ক দুর্ঘটনায় উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক খলিল নিহত

বগুড়া‍য় সড়ক দুর্ঘটনায় উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক খলিল নিহত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিলুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছেলে মমেত। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার উপজেলার সাজাপুর এলাকার দ্বিতীয় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে। খলিলুর রহমান বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং শাখারিয়া উলিপুর এলাকার বাসিন্দা।বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী রজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে খলিলুর রহমান ও তার ছেলে মমেত দ্বিতীয় বাইপাস ধরে শাখারিয়া উলিপুর নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। সাজাপুর এলাকার একটি পাম্পের সামনে ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খলিলুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মমেতকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ কর্মকর্তা জানান, 'মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক বলেন, 'খলিলুর রহমান সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার মতো ত্যাগী নেতার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।'

নিজস্ব প্রতিবেদক । ২৫ জানুয়ারি ২০২৩


গোবিন্দগঞ্জে হত্যা ঘটনায় ১৮ ঘন্টায় রহস্য উন্মোচন ইজিবাইক সহ গ্রেফতার-৩

গোবিন্দগঞ্জে হত্যা ঘটনায় ১৮ ঘন্টায় রহস্য উন্মোচন ইজিবাইক সহ গ্রেফতার-৩

তৌহিদুল ইসলাম(বিপ্লব) পলাশবাড়ি গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে ঘটনার ১৮ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর কনক হত্যা মামলার রহস্য উন্মোচন। ৩জন আসামী গ্রেফতার এবং অটোইজিবাইক উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামী হলো-১.হেলাল মিয়া (২২) পিত-মো. মোজাম্মেল হক গ্রাম.রামপুরা সরকার পাড়া,থানা. গোবিন্দগঞ্জ জেলা.গাইবান্ধা।২. মো.সৌরভ মন্ডল (২০) পিতা-মো.ফেরদৌস মন্ডল,গ্রাম.ক্রোড়গাছা থানা. গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা। ৩.মো.দেলাল মন্ডল (২০) পিতা.মোজাম্মেল হক মোজাম গ্রাম.রামপুরা সরকার পাড়া থানা. গোবিন্দগঞ্জ জেলা.গাইবান্ধা।কনক মিয়া গত (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ইজিবাইক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেন নি। এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার(২১ জানুয়ারি) রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের কাটা এলাকার সিংড়ারদীঘি নামক পুকুরের পানিতে তার হাত-পা বাধা মৃতদেহ দেখতে পান এলাকাবাসী।পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. কামাল হোসেনের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, পুলিশ পরিদর্শক তদন্ত মো. বুলবুল ইসলাম,এস আই জসিম উদ্দিন এসআই প্রলয় বর্মা ও এএসআই আসাদুজ্জামান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ টিম গঠন করেন।উক্ত টিম গোবিন্দগঞ্জ থানা এলাকাসহ রংপুর জেলার বিভিন্ন এলাকায় তথ্য প্রযুক্তির সাহায্যে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ঘটনার ১৮ ঘন্টার মধ্যেই অটোইজিবাইক চালক কনক প্রমানিক হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত তিনজন আসামি ১/ হেলাল মিয়া ২/ সৌরভ মন্ডল ৩/ দেলান মিয়াকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের ব্যবহৃত ইজিবাইক,একটি দেশীয় তৈরি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইজার উদ্দিন জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় অটোইজিবাইক ছিনতাইকালে বাধা দেওয়াই তাকে মারপিট করে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে।মৃত্যু নিশ্চিত করার জন্য হাত পা বেঁধে পুকুরের পানিতে ফেলে দেবার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করে আসামীদের দোষ স্বীকারোক্তিমুলক জবানবন্দি ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক লিপিবদ্ধ করনের জন্য আবেদন করা হইবে।

নিজস্ব প্রতিবেদক । ২৪ জানুয়ারি ২০২৩


গুরুদাসপুরে কলেজছাত্রীর সাথে পিয়নের প্রেম, স্ত্রী নির্যাতনের মামলায় গেলেন কারাগারে

গুরুদাসপুরে কলেজছাত্রীর সাথে পিয়নের প্রেম, স্ত্রী নির্যাতনের মামলায় গেলেন কারাগারে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে এক কলেজ ছাত্রীর সাথে প্রেমের পরে স্ত্রীকে অত্যাচার ও নির্যাতনের অভিযোগে ওই কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারি পিয়ন শাহাদৎ হোসেনকে (৩৫) কারাগারে প্রেরণ করেছেন আদালত। স্ত্রী সীমা খাতুন (৩০) বাদী হয়ে স্বামী শাহাদৎ হোসেনের বিরুদ্ধে মামলা করলে জামিন নিতে গিয়ে সোমবার (২৩ জানুয়ারি) সকালে আটক হয়েছেন অভিযুক্ত পিয়ন শাহাদৎ হোসেন।শাহাদৎ হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকার মো. রবিউল করিমের সন্তান এবং গুরুদাসপুর রোজী মোজাম্মেল মহিলা কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন)।নাম প্রকাশ না করার শর্তে রোজী মোজ্জামেল মহিলা কলেজের কয়েক জন ছাত্রী অভিযোগ করে বলেন, “আমাদের এক সহপাঠির সাথে পিয়ন শাহাদৎ হোসেন প্রেম করতো। দায়িত্ব পালনের সময় অন্যান্য ছাত্রীদের দিকে কুনজর দিতেন শাহাদৎ। শাহাদৎ হোসেনের উপস্থিতিতে আমরা কলেজে নিজেদের অনিরাপদ মনে করছি।“শাহাদৎ হোসেনের স্ত্রী সিমা খাতুন অভিযোগ করে বলেন, “আমার স্বামী রোজী মোজাম্মেল মহিলা কলেজে বিয়ের পরে ওই কলেজে চতুর্থ শ্রেণির কর্মচারী (পিয়ন) পদে আমার স্বামীর চাকুরী হয়। বিয়ের পর থেকে থেকেই যৌতুকের জন্য শাহাদৎ আমাকে নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও অত্যাচার করেছে। বেতনভুক্ত হবার পরে কর্তব্য পালনরত অবস্থায় ওই কলেজের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আমার স্বামীর। আমি নিষেধ করলে আমাকে মারধর করতো। এক পর্যায়ে দেড়শ টাকার স্টেম্পে ওই মেয়েকে বিয়ে করার জন্য স্বাক্ষর চান। আমি স্বাক্ষর দিতে অস্বীকার করলে আমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। পরে নির্যাতনের ভয়ে আমার বাবার বাড়িতে চলে আসি।“এ বিষয়ে আমি রোজী মোজাম্মেল মহিলা কলেজ কর্তপক্ষের কাছে লিখিত অভিযোগ করি। পরে ৩১ অক্টোবর ২০২২ তারিখে আমার স্বামীর বিরুদ্ধে বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করি। নির্যাতনের প্রতিবাদ করায় আমার মামা রোজী মোজাম্মেল মহিলা কলেজের শিক্ষক তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মোবাইল ছিনতাইয়ের মিথ্যা ও বানোয়াট মামলা করে আমার স্বামী শাহাদৎ হোসেন।“মামলা সুত্রে জানা যায়, ২০০৯ সালে বিয়ের পরে যৌতুকের জন্য স্ত্রী সীমা খাতুনকে শারিরিক ও মানুষিক নির্যাতন করত স্বামী শাহাদৎ হোসেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে ব্যাপক শারিরিক নির্যাতন, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করে, বস্তায় ভরে গুম করার চেষ্টা করলে সীমার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কিছুটা সুস্থ্য হলে থানায় মামলা করতে গেলে না নেওয়ায় আদালতে মামলা করে সীমা খাতুন।রোজী মোজ্জাম্মেল কলেজ সূত্রে জানাযায়, পিয়ন শাহাদতের স্ত্রী সীমা খাতুনের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ সাবেক অধ্যক্ষ রসায়ন বিভাগের শিক্ষক মায়া রানী চক্রবর্তীকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি ভুক্তভোগী স্ত্রী সিমা খাতুন, আবাসিক ছাত্রী, চতুর্থ শেণির কর্মরত পিয়ন, শিক্ষক, অভিযুক্ত শাহাদৎ হোসেনসহ এলাকাবাসীর স্বাক্ষ গ্রহণ করেন। শেষে পিয়ন শাহাদৎ হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান। পিয়ন শাহাদত নিজেও ওই ছাত্রীর সাথে প্রেমের কথা স্বীকার করেন।এ ব্যাপারে জানতে চাইলে রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহাতাব উদ্দিন বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অত্র কলেজের পিয়ন মো. শাহাদৎ হোসেনকে কলেজ পরিচালনা পর্ষদের সাথে বৈঠক করে তাকে ২২ দিনের বাধ্যতামুলক ছুটি দেওয়া হয়।পরে বিধি মোতাবেক তাকে দুটি শোকজ করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।“অভিযোগের ব্যাপারে জানতে শাহাদৎ হোসেনের পরিবারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে গুরুদাসপুরউপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ বলেন, “মহিলা কলেজের সুনাম রক্ষায় পিয়ন শাহাদত হোসেনের যথাযত বিচার হওয়া দরকার। যেন অন্য কেউ এ ধরণের অপকর্মের সুযোগ না পায়।“

নিজস্ব প্রতিবেদক । ২৪ জানুয়ারি ২০২৩


গুরুদাসপুরে অজ্ঞাত মহিলার চিকিৎসা দিচ্ছে হাসপাতাল, মিলছে না স্বজনদের খোঁজ

গুরুদাসপুরে অজ্ঞাত মহিলার চিকিৎসা দিচ্ছে হাসপাতাল, মিলছে না স্বজনদের খোঁজ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.. গত বছরের ১২ ডিসেম্বর রাত ৮ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতাল চত্তরে শতবর্ষী এক মহিলাকে কে বা কারা ফেলে রেখে যান। তাঁর মাথায় ছিলো ক্ষত সেখানে ধরেছিলো পচন। অভিভাবকহীন ওই বৃদ্ধমহিলাকে হাসপাতাল কতৃপক্ষ উদ্ধার করে ৪০দিন ধরে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ্য হলেও ঠিকানা বলতে পারছেন না। মানষিক ভারসাম্যহীন ওই মহিলার স্বজনদের খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্স কর্তৃপক্ষ।হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোছা. শারমিন সিদ্দিকী বলেন,তাঁরা দীর্ঘদিন ধরে ওই মহিলাকে চিকিৎসাসেবা দিয়ে চলেছেন। তার শরীর এখনও বেশ দুর্বল। ঠিকমতো খাবার খেতে পারছেন না,দাঁড়াতেও পারছেন না। বিছানাতেই মল-মুত্র ত্যাগ করছেন। এমতাবস্থায় অভিভাবকহীন ওই বৃদ্ধার মলমূত্র পরিষ্কার করাসহ সময়মতো দেখভাল করতে গিয়ে হাসপাতালের অন্যান্য কাজ ব্যহত হচ্ছে।গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, গত বছরের ১২ ডিসেম্বর থেকে অভিভাবকহীন ওই মহিলাকে তারা চিকিৎসা সেবা দিয়ে চলেছেন। চিকিৎসক,সেবিকা ও ষ্টাফদের মানবিক সেবায় তাঁকে অনেকটাই সুস্থ্য করা সম্ভব হয়েছে। দুদিন ধরে তিনি নিজের নাম ‘জোসনা’ ছাড়া অন্য কিছু বলতে পারছেন না। তাকে হাসপাতালের পর্যবেক্ষন কক্ষে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শতবর্ষী ওই মহিলাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে বিভিন্ন দফতরের সহযোগীতা চেয়েও কোন সুফল পাননি। তাঁর পরিবারের সদস্যদের হাসপাতাল কতৃপক্ষের সাথে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক । ২৪ জানুয়ারি ২০২৩


সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে স্কুলের প্রধান শিক্ষককে পেটালেন আওয়ামীলীগ নেতা

কুড়িগ্রামে স্কুলের প্রধান শিক্ষককে পেটালেন আওয়ামীলীগ নেতা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নুরুন্নবী নামে এক প্রধান শিক্ষককে তুলে নিয়ে গিয়ে পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে। তিনি সদ্যঘোষিত উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।বৃহস্পতিবার বিকালে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটেছে। পেটানোর এই দৃশ্য ধরা পড়ে সিসি টিভি ক্যামরায়। পরে উপস্থিত লোকজন আহতাবস্থায় ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন। ওই রাত ৮টার দিকে প্রধান শিক্ষক বাদী হয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামানসহ দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযাগ করেন। এ ঘটনায় শিক্ষক সমাজসহ উপজেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।নির্যাতিত নুরুন্নবী উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নির্যাতিত প্রধান শিক্ষক নুরুন্নবী অভিযোগ করে জানান, তার সঙ্গে বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকন ও আসাদুল ইসলামের বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যান তিনি। কাজ শেষে অফিসের দোতলা থেকে নেমে উপজেলা চত্বরে গেলে আওয়ামী লীগ নেতা রোকন ও তার সঙ্গীয় লোকজন জোরপূর্বক তাকে (প্রধান শিক্ষক) তুলে নিয়ে প্রথমে পলি বাস কাউন্টারে আটকে রাখেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। পরে মোটরসাইকেলে করে ওই প্রধান শিক্ষককে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয় অফিস কক্ষে নিয়ে যান। সেখানে ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ঘটনা খুলে বলতে থাকেন। এ সময় আওয়ামী লীগ নেতা রোকন ক্ষিপ্ত হয়ে দুই হাত দিয়ে ওই প্রধান শিক্ষকের গালে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মারতে থাকেন। একপর্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ার থেকে উঠে ওই আওয়ামী লীগ নেতাকে থামান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা রোকনসহ দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিয়োগ করেন ওই প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে পেটানোর বিষয়টি স্বীকার করে রৌমারী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রোকনুজ্জামান রোকন বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ের জের ধরে ওই প্রধান শিক্ষক আমাকে দালাল বলেছেন। এ সময় আমি নিজেকে সংযত রাখতে না পেরে তাকে দুইটা থাপ্পড় মেরেছি।

নিজস্ব প্রতিবেদক । ২১ জানুয়ারি ২০২৩


শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না- আমিনুল ইসলাম

শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না- আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, দেশে চলমান শীত মৌসুমে কনকনে শীতে দেশের শহর ও গ্রামাঞ্জলের মানুষের কষ্টের কথা বিবেচনা করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে সারা দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে আজ।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকতে দেশের কোন মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাবে না।বৃহস্পতিবার (১৯ জুলাই) সকাল ১১টায় সাতকানিয়ার রোডভিউ রেষ্টুরেন্ট মাঠে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেকদুর এগিয়েছে জানিয়ে তিনি আরো বলেন, তলাবিহীন ঝুঁড়ির দেশ এখন আর নেই। শেখ হাসিনার নেতৃত্বে অনেকধাপ পেরিয়ে বাংলাদেশ এখন উন্নয়শীল দেশে পরিণত হয়েছে। দেশের টাকায় স্বপ্নের পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে দেশ। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা। তাই দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিপুলভোটে শেখ হাসিনাকে বিজয়ী করার কোন বিকল্প নেই।লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা খোরশেদ আলম চৌধুরী'র সভাপতি অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, সদস্য আনোয়ার কামাল, আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাষ্টার মো : মিয়া ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. ন. ম সেলিম চৌধুরী প্রমুখ। সভায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃদুল কান্তি দাশ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাসেম মিয়া, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা মোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এডভোকেট শাহরিয়ার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক নাঈমুল হক হারুন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, চরতি ইউপি চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শাহিন আক্তার সানা, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আলতাপ উদ্দিন সহ সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন।

নিজস্ব প্রতিবেদক । ২০ জানুয়ারি ২০২৩


বগুড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫১ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বগুড়ায় মাধ্যমিক স্কুল পর্যায়ের ৫১ তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বগুড়া জেলা প্রতিনিধি- বগুড়া বীর মুক্তিযোদ্ধা আলাহাজ্ব মমতাজ উদ্দিন স্টেডিয়ামে (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে ৪ দিন ব্যাপী জেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা (মাধ্যমিক পর্যায়ের) ৫১ তম শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।১৯ জানুয়ারি বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে এই শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রতিযোগিদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমবদ্ধ থাকলে চলবে না। শরীর গঠনে ক্রীড়া প্রতিযোগিতা বিশেষ ভুমিকা রয়েছে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।জেলা শিক্ষা অফিসার হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) আব্দুর রশিদ, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।আগামী ২২ জানুয়ারী এই প্রতিযোগিতার সমাপ্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুদে প্রতিযোাগীরা কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধের পটভূমিতে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। এই প্রতিযোগীতা এ্যাথলেটিক, ভলিবল, ফুটবলসহ নানা প্রতিযোগিতা থাকছে।

নিজস্ব প্রতিবেদক । ২০ জানুয়ারি ২০২৩


গাইবান্ধায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেফতার

গাইবান্ধায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেফতার

তৌহিদুল ইসলাম(বিপ্লব)পলাশবাড়ি গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি নাজমুল হক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এস আই) তরিকুল ইসলাম।গ্রেফতারকৃত নাজমুল হক উপজেলার ইদিলপুরের হরিনাথপুর গ্রামের আবু তালেব মিয়ার ছেলে।এস আই তরিকুল ইসলাম বলেন, নাজমুলের বিরুদ্ধে তার স্ত্রী মামলা দায়ের করে। এ মামলায় বিজ্ঞ আদালত তাকে দুই বছরের সাজা প্রদান করে। এতে আত্মসমর্পণ না করে নাজমুল দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে জানান এ কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩


চট্টগ্রামের দুই কিশোরী রিশা ও মনিষা গাইবান্ধায় উদ্ধার

চট্টগ্রামের দুই কিশোরী রিশা ও মনিষা গাইবান্ধায় উদ্ধার

তৌহিদুল ইসলাম(বিপ্লব) পলাশবাড়ি গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চারমাথা মায়ামনি হোটেলের সামনে থেকে চট্টগ্রামের নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তারা উভয়েই চট্টগ্রামের বোয়ালখালী থানার একটি প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী।বুধবার (১৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সন্দেহজনকভাবে চারমাথা মোড়ের মায়ামনি হোটেলের সামনে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিয়ে তাদের হেফাজতে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মহাসড়ক সংলগ্ন মায়ামনি হোটেলের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষারত থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধারকারীদের একজন। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত লোকজন ভীড় করে এবং মায়ামনি হোটেলে বসিয়ে নাম-ঠিকানা এবং এখানে আসার কারণ জানতে চায়।স্থানীয়দের তারা জানায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) তারা কোচিং করে গাড়িতে চড়ে গোবিন্দগঞ্জে আসে। এখানে আসার পর উপজেলা ভাইস চেয়ারম্যান শাকিলার বাসায় রাখে। সেখান থেকে আজ দুপুরে মায়ামানির সামনে এসে তারা নাম না জানা ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে।এদিকে সাংবাদিকরা উপস্থিত হয়ে রিশা ও মনিষার দেওয়া নাম্বারে তাদের বাবার সঙ্গে কথা বলেন। তিনি জানান, গত মঙ্গলবার আমার মেয়ে কোচিং করতে গেলে সেখান থেকে নিখোঁজ হয়।এ প্রসঙ্গে উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিকদের অফিসে এসে জানান, আত্মীয়তার সূত্রে তারা আমার বাসায় যায় এবং খাওয়া-দাওয়া শেষে তারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়ে আসে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, গত একমাস যাবত মোবাইল ফোনে অজ্ঞাত কোন যুবকদের সাথে সম্পর্কের টানে তারা গোবিন্দগঞ্জে আসে। দুই কিশোরীকে থানা হেফাজতে রাখার বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩


প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন সৈয়দ শামীম

প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন সৈয়দ শামীম

শরীয়তপুরের কার্তিকপুর গ্রামে আজ বুধবার (১৮ জানুয়ারি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহি কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আওয়াল শামীম। এ সময় তিনি কার্তিকপুর গ্রামের শত শত শীতার্ত মানুষের মাঝে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।সৈয়দ আব্দুল আওয়াল শামীম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় বলে জনগণকে সাহায্য করছে, তাদের পাশে আছে বিষয়টা এমন না, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী এই দলের নেতাকর্মীরা জনগণের মাঝে থাকে।এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। এজে/

নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩


নরসিংদীতে ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

নরসিংদীতে ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে অগ্রণী ব্যাংক রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার ভেতরের কাঠের চৌকির উপর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা ব্যাংকের নিরাপাত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।নিহতরা হলেন- ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) ও টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)।ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, সকালে ব্যাংকে গিয়ে ব্যাংকটির গেইট ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখেন ব্যাংক কতৃপক্ষ। দীর্ঘ সময় ধরে আনসার সদস্যদের ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে গেইটের তালা ভেঙ্গে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে।এসময় আনসার সদস্যদের থাকার কক্ষে চৌকির মধ্যে দুই আনসার সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। তবে, তাদের মৃত্যুর তাৎক্ষনিক কারণ জানাতে পারেনি পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।খবর পেয়ে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যাট তানজিনা বিনতে্ এরশাদ, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্তের পর এ বিষয়ে জানাবেন তারা।

নিজস্ব প্রতিবেদক । ১৯ জানুয়ারি ২০২৩


মহাদেবপুরে অবৈধ ভেকু মেশিন কাটছে ফসলী জমির টপ সয়েল গিলছে ইটভাটা

মহাদেবপুরে অবৈধ ভেকু মেশিন কাটছে ফসলী জমির টপ সয়েল গিলছে ইটভাটা

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ :প্রধানমন্ত্রীর ফসলী জমি রক্ষার তাগিদ উপেক্ষা করে সবরকম নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একশ্রেণির মুনাফাখোর মাটিখেকো নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন স্থানে ফসলী জমির উপরিভভাগের উর্বর মাটি টপ সয়েল অবৈধ ভেকু মেশিন দিয়ে কেটে এবং ফসলী জমি কেটে নতুন নতুন পুকুর খনন করছে। সেসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। ফলে একদিকে যেমন আমাদের ফসলী জমি কমছে, তেমনি অবৈধ ইটভাটায় পরিবেশের বিপর্যয় ঘটছে। অবিলম্বে এই মাটি কাটা বন্ধ করা না হলে ফসলী জমি কমতে থাকায় এলাকায় একদিন খাদ্যাভাব দেখা দিবে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। এটা এই উপজেলার সাধারণ জনতার অপূরণীয় ক্ষতির কারণ হবে। এটা জেনেও সংশ্লিষ্ট প্রশাসন একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। স্থানীয়রা প্রতিদিন মোবাইলফোনে এবং লিখিতভাবে এসব মাটিখেকোদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও এগুলো বন্ধের তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দুএকটি পুকুর খনন সাময়িক বন্ধ হলেও সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করে কেউবা রাতের আঁধারে আবার কেউবা প্রকাশ্য দিবালোকেই আবার চালিয়ে যাচ্ছে এই অপকর্ম। ফলে এই এলাকায় এসব ফসলী জমির টপ সয়েল কাটা, পুকুর খনন, পুরাতন পুকুরের মাটি তুলে বিক্রি করা এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে।উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যমান আইন অমান্য করে ফসলী জমির মাটি কেটে জমির ব্যবহারভিত্তিক শ্রেণী পরিবর্তন করা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন অনুমতি না নিয়েই। এসব কাজের মূল হোতা একশ্রেণীর ভেকু মেশিন ও ট্রাক্টর ব্যবসায়ী এবং ইটভাটার মালিক। এই উপজেলার প্রতিটি ইটভাটা মালিকের অসংখ্য ভেকু মেশিন ও ট্রাক্টর রয়েছে। এছাড়া কিছু মৌসুমী ব্যবসায়ীও ভেকু মেশিন ও ট্রাক্টর কিনে ব্যবসায় করে আসছেন। এসব ট্রাক্টর ও ভেকু মেশিন কৃষি কাজে ব্যবহারের নিয়ম থাকলেও তারা নিয়ম ভেঙ্গে অবৈধ মাটি কাটার কাজে ভেকু মেশিন ব্যবহার করছে এবং সেই মাটি পরিবহণের জন্য ট্রাক্টর ব্যবহার করছে। ট্রাক্টরে করে মাটি পরিবহণের ফলে একদিকে যেমন গ্রামীণ কাঁচা রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে, তেমনি পাকা সড়ক ও হাইওয়েতে মাটি পড়ে গিয়ে সেই মাটি সড়কে জমা হয়ে থাকছে। সামান্য বৃষ্টি বা অন্য কোনভাবে সেই মাটিতে পানি পড়লে সড়ক কাদায় সয়লাব হয়ে পিচ্ছিল হয়ে পড়ছে। পিচ্ছিল কাদায় পড়ে অসংখ্য মোটরসাইকেল চালক দূর্ঘটনায় হতাহত হয়েছেন। ট্রাক্টরে মাটি পরিবহণের সময় ধূলায় গ্রামগঞ্জ ছেয়ে যায়। ফলে এলাকার অসংখ্য মানুষ শ্বাসকষ্টে ভূগছেন।এলাকার ইটভাটা মালিক, ভেকু মেশিন মালিক ও ট্রাক্টর ব্যবসায়ীদের নিয়োগ করা লোকেরা গ্রামে গ্রামে ঘুরে ফসলী জমির মালিকদের নানা প্রলোভন দিয়ে তাদের জমিতে পুকুর খননে উদ্বুদ্ধ করছে। তারা সেসব মাটি কিনে ইটভাটায় নিয়ে যাচ্ছে। নদীর বালু দিয়ে ইট তৈরীর বিধান থাকলেও তারা সে নিয়ম ভেঙ্গে ফসলী জমির মাটি দিয়ে ইট তৈরী করছে। এছাড়া তিন ফসলী জমির টপ সয়েল কেটে নিয়ে যাচ্ছে। এতে ফসলী জমি উর্বরতা হারাচ্ছে।এসব অবৈধ পুকুর খনন, ফসলী জমির টপ সয়েল কাটা, ভেকু মেশিন দিয়ে ফসলী জমির মাটি কাটা, ট্রাক্টর দিয়ে মাটি পরিবহণ বন্ধ করা, এর সাথে জড়িতদের এবং ইতিমধ্যেই যারা অবৈধভাবে পুকুর খনন করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। গতবছর এই উপজেলায় ৫০টিরও বেশী ফসলী জমিতে পুকুর খনন করা হয়েছে।সরেজমিনে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব এলাকায় গিয়ে দেখা যায়, ইউসুফ আলীর ইটের ভাটা সংলগ্ন জমি থেকে ভেকু মেশিন দিয়ে তিন ফুট গর্ত করে তিন ফসলী জমির উপরের উর্বর মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। সেখানে পাহাড় সমান স্তুপ করে রাখা হয়েছে ধানের লারাসহ মাটি। ওই এলাকার বেলাল হোসেন ও জাইদুর রহমান ভেকু মেশিন ভাড়া করে এনে এসব মাটি কাটছেন। এছাড়া খাজুর ইউনিয়নের রনাইল হাড়িপকড়া গ্রামে মেছের আলীর ছেলে হারেজ উদ্দিন, দেবীপুর আদ্যাবাড়ি গ্রামের ওসমান আলীর ছেলে আইনাল হোসেন, তছির মাস্টার, ডাঙ্গা গ্রামের ফয়েজ মন্ডলের ছেলে হাজী সাইফুল ইসলাম পুকুরের মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন। ভাটা মালিক ইব্রাহীম সরকারের ভেকু মেশিন দিয়ে এসব মাটি কাটা হচ্ছে। চেরাগপুর ইউনিয়নের সরিজপুর এলাকায় মৃত মনির ফকিরের ছেলে মোহাম্মদ আলী পুকুরের মাটি কেটে বিক্রি করছেন। ভেকু মেশিন লাগিয়েছেন নওগাঁ শহরের ইদুর বটতলী মহল্লার তরিকুল ইসলাম সজিব। চৌমাশিয়া হিন্দুপাড়া সরকার পাড়ায় পুকুর কেটে মাটি ও বালি বিক্রি করছেন শ্রী কুমুদ সরদারের ছেলে সুকুমার সরদার। মাটি ও বালি কিনে নিয়ে অন্যত্র বিক্রি করছেন ওই এলাকার সিরাজ উদ্দিন। এই ইউনিয়নের বড় মহেশপুর মাঠে ফসলী জমি কেটে বিশাল পুকুর খনন করছেন ধনজইল মোড়ের হাজী মোকলেছুর রহমান। ভেকু মেশিন লাগিয়েছেন মহাদেবপুরের লিটন।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ভূমি কর্মকর্তা এটির খনন কাজ বন্ধ করে দেন। কিন্তু রাতের আঁধারে এটি আবার খনন করা হচ্ছে। এছাড়া কুঞ্জবন গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ভাটামালিক মো: আলম ভেকু মেশিন দিয়ে একাধিক পুকুর খনন করছেন।জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান জানান, এলাকায় কোন পুকুর খননের অনুমতি দেয়া হয়নি। নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাটি পরিবহণ করে রাস্তা পিচ্ছিল করার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।#

নিজস্ব প্রতিবেদক । ১৮ জানুয়ারি ২০২৩


মিথ্যা মামলা দিয়ে দমানো যাবেনা --মহাদেবপুরে বিএনপি নেতা বুলেট

মিথ্যা মামলা দিয়ে দমানো যাবেনা --মহাদেবপুরে বিএনপি নেতা বুলেট

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ:নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবেনা। মামলা হামলা দিয়ে জনতার আন্দোলন বন্ধ করা যাবেনা। সারাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা বোমা বিস্ফোরণের মামলা দিয়ে আটক করা হয়েছে। কিন্তু তাদের দমানো যায়নি। তিনি বলেন, সারাদেশের মত মহাদেবপুরেও সরকারি দল নিজেরাই মিথ্যা পটকা ফুটানোর নাটক করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এই মামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য চঞ্চল রহমান, ফায়জুল ইসলাম সবুজ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ জেলে রয়েছেন। মহামান্য হাইকোর্ট তাদেরকে আগাম জামিন দিলেও জেলা জজ কোর্ট তাদেরকে জেল হাজতে নেয়। তিনি অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ১০ দফা দাবি আদায়, বিদ্যুতের দাম কমানো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্য দানকালে তিনি কথাগুলো বলেন। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য ও প্রতিনিধি দলের সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি কছিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য আতিকুর রহমান, জাহাঙ্গীরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা হানিফ মন্ডল প্রমুখ। এসময় অন্যদের মধ্যে জেলা মহিলা দলের সহ-সভাপতি কাজী রওশন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক নারগিস পারভীন, ঝরনা বেগম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসস্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মনিরুল হক মনি, যুগ্ম সাধারণ সম্পাদক কিউ, এম, সাঈদ টিটো, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, বিএনপি নেতা ফেরদৌস আলম, যুবদল নেতা শাহাদৎ হোসেন শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।u

নিজস্ব প্রতিবেদক । ১৭ জানুয়ারি ২০২৩


গাইবান্ধায় র‍্যাব-১৩ অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

গাইবান্ধায় র‍্যাব-১৩ অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

তৌহিদুল ইসলাম (বিপ্লব) পলাশবাড়ি গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৪৭ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে র‍্যাব। একই সঙ্গে ২ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৫ জানুয়ারি) গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাপাশিয়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাইক্রোবাস সাড়ে ৪৭ কেজি জব্দ করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাইক্রোবাসটির চালক রাশেদুল ইসলাম কৌশলে পালিয়ে গেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক আশারু গ্রামের জামাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মৃত শাখাওয়াত হোসেনের ছেলে শাহিদুল ইসলাম (৩৩)।ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র‍্যাব বাদি হয়ে একটি মাদক মামলা রুজু করেছে। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক । ১৭ জানুয়ারি ২০২৩


বিশ্ব ইজতেমায় মুসল্লীদের মোবাইল চুরি গ্রেফতার-১

বিশ্ব ইজতেমায় মুসল্লীদের মোবাইল চুরি গ্রেফতার-১

সুমন সরদার (বগুড়া থেকে) - চোরে না শোনে ধর্মের কাহিনী, আবার কেও কেও বলে চোরের নাই মা-মাসী। এমনটাই ঘটেছে সদ্য বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে। বর্তমানে মোবাইল ফোন ছাড়া নেট দুনিয়া কল্পনাও করা যায়না এক মূহুর্ত। আর সেই সুযোগ কাজে লাগিয়েছে বগুড়ার চোর সোহাগ। রীতিমত ৪৯ পিস মোবাইল বগলদাবা করেও শেষ রক্ষা হয়নি। পুলিশ চিরুনি অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সোহাগ হোসেন (২৪) বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।জানা গেছে, প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের ৪৯ টি মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ জানুয়ারী) দুপুর পৌনে ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক । ১৭ জানুয়ারি ২০২৩


মহাদেবপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক আটক

মহাদেবপুরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক আটক

কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশের মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগে জনতা আব্দুল খালেক (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে জেলার পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়নের সরিয়ালা গ্রামের আশরাফ আলীর ছেলে। সোমবার (১৬ জানুয়ারি) সকালে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হক, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ইন্সপেক্টর (তদন্ত) জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ওই যুবক উপজেলার চকহরিবল্লভ উত্তরপাড়ায় একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসে দোকান থেকে চিপস কিনে নিয়ে মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের পশ্চিমপাশে অবস্থিত কালি মন্দিরে যায়। সেখানে রাখা কালি প্রতিমার পায়ে চিপস ফেলে দিয়ে প্রতিমা নিয়ে পালানোর চেষ্টা করে। ফলে প্রতিমাটি ভেঙ্গে যায়। জানতে পেরে গ্রামের লোকজন তাকে ধাওয়া করে পাশের মাজার থেকে আটক করে। পরে পুলিশে খবর দিলে থানার এসআই জয় দাস ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন।এব্যাপারে ওই মন্দিরের পুরোহিত চকহরিবল্লভ গ্রামের শ্রীপদ মন্ডলের ছেলে অসিত চন্দ্র মন্ডল বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। সরেজমিনে ওই এলাকায় গিয়ে পাকা সড়কের পাশে মন্দিরটি অরক্ষিত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিমাটি এখানে ছিল। ভাঙচুর করায় সকালে তা একটি পুকুরে ডুবিয়ে দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক । ১৭ জানুয়ারি ২০২৩