গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় ধানক্ষেতে উপকারী ও ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্তকরণ ও দমনে আলোর ফাঁদ প্রযুক্তির ব্যবহারে কাজ করছেন উপজেলা কৃষি বিভাগ। গুরুদাসপুরে ইতিমধ্যে কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ধান ক্ষেত সুরক্ষাকারী উদ্ভাসিত এই প্রযুক্তির ব্যবহার। আলোর ফাঁদ ব্যবহারে নিরাপদ ফসল উৎপাদনের সুফল পেতে শুরু করেছে এখানকার কৃষকরা।কৃষি অফিস সুত্রে জানা যায়, নাটোর জেলার এক তৃতীয়াংশ ধান উৎপাদন হয় এই গুরুদাসপুর উপজেলাতে। ফলে ধানের ক্ষেতের আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে পোকা শনাক্ত করণে কাজ করছেন এখানকার কৃষি বিভাগ আলোক ফাঁদ তৈরিতে হারিকেন, বৈদ্যুতিক চার্জার বাল্ব ও বাঁশ অথবা স্টিলের খুটি দরকার হয়। সন্ধ্যার আগ মূহুতে ধানখেত থেকে ৫০ থেকে ১০০ মিটার দূরে ফাঁকা জায়গায় বাঁশের খুঁটি অথবা স্টিলের সাহায্যে মাটি থেকে ২-৩ ফুট ওপরে একটি বাল্ব জ্বালিয়ে এর নিচে পাত্রে মিশ্রিত ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিন মিশ্রিত পানি রাখতে হয়।উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ক্ষেতের পোকা শনাক্ত করণ জানা ছিল না। কৃষি অফিসের মাধ্যমে আলোর ফাঁদ এ প্রযুক্তির স্থাপন ও এর উপকারিতা নিজ চোখে দেখলাম। ব্যবহারে জানলাম ধান ক্ষেতের পোকা উপস্থিতি নির্ণয়। স্বল্প খরচে খুব সহজেই এ আলোর ফাঁদ তৈরির কৌশল ।গুরুদাসপুর উপজেলা কৃষি সম্প্রারণ কর্মকর্তা মতিয়র রহমান বলেন, আলোর ফাঁদ একটি পরিবেশ বান্ধব, পোকামাকর উপস্হিতি টের পাওয়া ও পর্যবেক্ষক পূর্বক ব্যাবস্হা নেওয়া যায়। নিরাপদ ফসল উৎপাদনের অন্যতম বিষমুক্ত প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহারে করে পোকামাকড় শনাক্ত যেমন সহজ হচ্ছে কীটনাশক ব্যাবহার কমে আসবে । কমে আসবে কৃষকদের উৎপাদন খরচ। বিষমুক্ত ফসল উৎপাদন করা সহজ হবে।
নিজস্ব প্রতিবেদক । ২২ অক্টোবর ২০২২
বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে চুরি করতে গিয়ে একটি দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন এক চোর। এ সময় নিজেকে উদ্ধার করতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চান তিনি। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৯ অক্টোবর) বিকেলে তাকে চুরি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে একই দিন ভোরে ওই ইউনিয়নের এ আর খান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আটক মো. ইয়াছিন খাঁ (৪১) ঝালকাঠির নলছিটি উপজেলার ছিলারিশ গ্রামের বাসিন্দা। বর্তমানে পরিবার নিয়ে বরিশাল নগরীর কালুশাহ সড়ক এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।স্থানীয়রা জানান, উপজেলার চরকাউয়া ইউনিয়নের এ আর খান বাজারের ঝন্টু হাওলাদারের মুদি দোকানের ভেতর থেকে বন্দর থানা পুলিশ এক ব্যক্তিকে উদ্ধার করে। এ সময় স্থানীয় কেউ কিছু বুঝে উঠতে পারছিল না।এদিকে উদ্ধারের পর ওই ব্যক্তি পুলিশকে জানান, চুরির উদ্দেশে বুধবার ভোররাতে ঝাপের তালা ভেঙে দোকানে ঢুকেছিলেন তিনি। তবে মালামাল চুরি ও তা নিয়ে যাওয়ার জন্য ব্যাগভর্তি করতে সময় গড়িয়ে সকাল হয়ে যায়। একই সঙ্গে দোকানের সামনে লোকজনের আনাগোনা বেড়ে যায়। তখন আর দোকান থেকে মালামাল নিয়ে পালানোর সুযোগ ছিল না। আর ধরা পড়লে জনতার হাতে মারধরের শিকার হবেন, এমন আশঙ্কা থেকে ৯৯৯-এ কল করে সহায়তা চেয়েছেন।বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, আটককৃত ব্যক্তি বুধবার সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বলেন, তিনি খুব বিপদে পড়ছেন। তাকে যেন দ্রুত পুলিশ এসে উদ্ধার করে। পরে তাকে কনফারেন্সে রেখে ৯৯৯ থেকে বন্দর থানার (সাহেবেরহাট) ডিউটি কর্মকর্তাকে জানানো হয়। এ সময় তাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করেন। তাকে উদ্ধারের সময় দোকানের দামি মালামাল ব্যাগে ভর্তি করা ছিল।তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের আটককৃত ব্যক্তি জানান, চুরির মালামাল গুছিয়ে ব্যাগ ভর্তি করতে তার বেশি সময় লেগেছে। লোকজন দোকানের পাশে অবস্থান করছিল। এ কারণে তিনি বের হতে পার ছিলেন না। তার জীবনের ঝুঁকি ছিল। তার এসব কথা শুনে উদ্ধার করতে যাওয়া পুলিশ সদস্যরা কিছুটা অবাক হয়েছেন। পরে তাকে একটি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ২০ অক্টোবর ২০২২
বগুড়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে আবাসিক হোটেল থেকে ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বগুড়া শহরের মাটিডালী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার এস আই রুম্মান হাসান।আটককৃতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, শ্রী প্রভাত, জাহিদ হাসানসহ এক নারী রয়েছেন।বগুড়া সদর থানার এস আই রুম্মান হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের মাটিডালী এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। বুধবার সকালে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ২০ অক্টোবর ২০২২
এমন কিছু ঘটনা ঘটে যা রূপকথাকে হার মানায়। সোস্যাল মিডিয়া শুধু বিনোদনের একটি অংশ নয় তা বারবার প্রমাণিত হয়েছে, এমনই এক ঘটনার প্রমাণ হলো এক মা- ছেলের ক্ষেত্রে। ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া মা কে খুঁজে পেয়েছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রশিদুল ইসলাম।জানা যায়, মা জরিনা বেগম (৫২) গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকায় কাপড়ের একটা ব্যাগ নিয়ে গাইবান্ধা পলাশবাড়ী হরিনমারি থেকে ভবানীপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়, কিন্তু পথ ভুলে জরিনা বেগম চলে আসেন বগুড়ায়।মা জরিনা বেগম গন্তব্যে না পৌছালে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যায়। গত ২ অক্টোবর রশিদুল ইসলাম পলাশবাড়ী থানায় মায়ের নিখোঁজ সংবাদ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।বগুড়ায় যা ঘটেছিল:৫ অক্টোবর বুধবার বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে রাস্তার পাশে অসহায় অবস্থায় একজন মহিলাকে দেখতে পান শাখারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার রাশেদা খাতুন। কাছে গিয়ে অচেনা মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি আংশিক ঠিকানা দিতে থাকেন। পরক্ষণে রাশেদা খাতুন তাঁর বাসায় নিয়ে যান । ছেলে-মেয়েরা তাঁকে জিজ্ঞাসা করে জানতে পারেন তাঁর নাম জরিনা। বাড়ির ঠিকানা সঠিক ভাবে দিতে না পাড়ায় হাতে থাকা ব্যাগে রংপুর পীরগঞ্জের ঠিকানায় ফোন করেন রাশেদা খাতুনের ছেলে রাহি। ইতিমধ্যে তাঁর মেয়ে জরুরী সেবা কেন্দ্র ৯৯৯ কে জানানো হলে তাঁরা মহিলাকে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের হেফাজতে রাখতে বলেন। এসবে সমাধান না মিললেও রাহি তার বন্ধু হারুনকে বিভিন্ন ফেসবুক গ্রুপে পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করতে বলে।হারুন রংপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ার কিছু ফেসবুক গ্রুপে পোষ্ট করার কিছুক্ষণের মধ্যে রাশেদ মিনহাজ নামে এক ব্যক্তি ফোন করে জানান জরিনা বেগম তাঁর প্রতিবেশি। পরবর্তীতে তাঁর ছেলে রশিদুল ইসলামকে খবর দিয়ে রাতেই বগুড়া চলে আসেন তাঁরা। জরিনা বেগমকে শাখারিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মাহমুদা বেগমের বাসায় থেকে তার ছেলে রশিদুল ইসলাম নিয়ে রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হারানো মাকে খুজে পেয়ে উচ্ছ্বসিত ছেলে, পরিবারকে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত মা।
নিজস্ব প্রতিবেদক । ০৬ অক্টোবর ২০২২
নাটোরে একটি কুকুরের নিয়ম মানার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (৩ অক্টোবর) বিকেল ৩টা ৪৭ মিনিটে শহরের স্টেশন এলাকার রেলগেট থেকে ছবিটি তোলা হয়।প্রত্যক্ষদর্শী নূরুল ইসলাম নূরু জানান, নাটোর রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন রেলস্টেশন ছেড়ে যাবার অপেক্ষায় থাকে। এই কারণে প্রায় ১০ মিনিট রেলগেট বন্ধ থাকে। এই সময় আইন মেনে লোকজনের সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি কুকুর। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে তিনি বেশ কয়েকটি ছবি তোলেন। ট্রেন রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি বাম দিক দিয়ে রেল লাইন পার হয়ে চলে যায়।নূরুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আজকে দেখলাম প্রায় ১০ মিনিট সময় নাটোর রেল ক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে, ট্রেন পার হওয়ার পর নিজ গতিতে চলে গেল, যা আমরা মানতে পারি না। এরপর থেকেই নিয়ম মানার জন্য কুকুরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছেন।
নিজস্ব প্রতিবেদক । ০৪ অক্টোবর ২০২২
পারিবারিক কলহের জেরে ১৪ মাস বয়সী ঘুমন্ত শিশুকে পুকুরে ফেলে হত্যা করেছেন পাষণ্ড বাবা। বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের উঁচুলবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘাতক জাকির হোসেনের (৪৫) স্বীকারোক্তির পর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয় এলাকাবাসী। পরে মরদেহ এবং জাকিরকে পুলিশে দেন তারা।স্থানীয় সূত্র জানায়, সাত বছর আগে জাকিরের সঙ্গে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নামা সিংড়াপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে রাবেয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর ভালোই চলছিল তাদের সংসার। এক বছরের মাথায় একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তার নাম মোছা. জান্নাতি খাতুন। বর্তমানে বয়স ছয় বছর। এরপর বাবা জাকিরের প্রত্যাশা ছিল ছেলে সন্তানের। কিন্তু দ্বিতীয় সন্তানও মেয়ে হয়। তার নাম রাখা হয় মোছা. হুমায়রা খাতুন। কিন্তু দ্বিতীয়বারও মেয়ে হওয়ায় ক্ষুব্ধ হন জাকির। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এ কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জেরে সোমবার সন্ধ্যায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে রাতের কোনো এক সময় ঘুমন্ত শিশুটিকে পুকুরে ফেলে দেন জাকির।বিলাপ করতে করতে হুমায়রার মা রাবেয়া খাতুন বলেন, ‘মধ্যরাতে ঘুম থেকে জেগে দেখি আমার মেয়ে খাটের ওপর নাই। পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে বিষয়টি জানাই। একইসঙ্গে আমার বোন-দুলাই ভাইকে খবর দেই। প্রতিবেশীদেরও জানানো হয়। সবাই এসে খোঁজাখুঁজি শুরু করেন। সন্তানকে না পেয়ে একাধিকবার জ্ঞান হারিয়ে ফেলি। একপর্যায়ে আমার স্বামীকে চাপ দেন তারা। পরে আমার মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তিনি।’জাকিরের ভায়রা সাইফুল ইসলাম বলেন, ‘তার স্বীকারোক্তি অনুযায়ী ভোরে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করি। এরপর জাকিরকে আটক করে থানায় খবর দেই।জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে উপ-পরিদর্শক (এসআই) হাসানকে ঘটনাস্থলে পাঠায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাকে নির্দেশনা দিয়েছি।’এ বিষয়ে জানতে চাইলে এসআই হাসান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এছাড়া ঘুমন্ত শিশুটিকে পুকুরে ফেলে হত্যার কথা স্বীকার করায় ঘাতক জাকিরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।এসআই আরও বলেন, জাকির জানান- হঠাৎ মাথা গরম হয়ে যাওয়ায় এমন কাজটি করেছেন তিনি। ঘটনার পর এখন নিজের ভুল বুঝতে পারছেন। এজন্য তিনি অনুতপ্ত। সবার কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, তার মতো এ ধরনের কাজ যেন আর কেউ না করে।
নিজস্ব প্রতিবেদক । ২৭ সেপ্টেম্বর ২০২২
আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) একমাত্র নাট্য বিষয়ক সংগঠন 'বিশ্ববিদ্যালয় থিয়েটার'এর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের 'জুতা আবিষ্কার' কবিতা অবলম্বনে পথ নাটক 'জুতা আবিষ্কার' প্রদর্শিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১টায় সময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই নাটক প্রদর্শিত হয়।রবী ঠাকুরের বিখ্যাত কবিতা 'জুতা আবিষ্কার' কে পথ নাটকে রূপ দিয়েছেন শেখ মু. মুহিউদ্দীন এবং কৌশিক আহমেদ এর নির্দেশনায় উক্ত পথ নাটকে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্য পিয়াস, নাহিদ, আদনান, মুন্না, লাবণ্য, পারিজাত, মাহির, নিশান, কুলছুম।থিয়েটারের সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় থিয়েটারের ষোড়শ কর্মপর্ষদের প্রথম নাটক 'জুতা আবিষ্কার' দিয়ে পথচলা শুরু। আগামীতে বিশ্ববিদ্যালয় থিয়েটার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাট্যপ্রেমিদের আরও সুন্দর সুন্দর নাটক উপহার দিবে। বিশ্ববিদ্যালয় থিয়েটার সকলের সহযোগিতা ও উৎসাহ প্রার্থী।প্রসঙ্গত, 'নাটক আপনার জীবন হোক, জীবন যেনো নাটক না হয়' এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৯৯১ সালের ১০ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমান সময়ের জনপ্রিয় সিনেমা ও নাট্য পরিচালক শিহাব শাহিনের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘বিশ্ববিদ্যালয় থিয়েটার’। প্রতিষ্ঠা পরবর্তী সংগঠনটি ক্যাম্পাসে বিভিন্ন পথ নাটক, মঞ্চ নাটক ও নাটক প্রতিযোগিতার আয়োজন করে আসছে।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল।ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল ছিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ প্রায় দুই শতাধিক দর্শক নাটকটি উপভোগ করেন।
নিজস্ব প্রতিবেদক । ২৪ সেপ্টেম্বর ২০২২
নাটোরের লালপুরে দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল পৌনে আটটার দিকে আবদুলপুর রেলজংশনে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।হাসানুজ্জামান ইমতিয়াজ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদী পৌর এলাকায়। তাঁর বাবা ইসাহক আলী পাবনা জজকোর্টের আইনজীবী।হাসানুজ্জামানের বন্ধু ও প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, তাঁরা কমিউটার ট্রেনে একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজশাহীতে যাচ্ছিলেন। ট্রেনটি আবদুলপুর রেলজংশনের প্ল্যাটফর্মে দাঁড়ালে ইমতিয়াজ পুরি খাওয়ার জন্য ট্রেন থেকে নামেন। পুরি খাওয়ার সময় ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনের হাতল ধরে ওঠার চেষ্টা করেন। তবে এ সময় হাত পিছলে যাওয়ায় আরিফুল ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পর লোকজন তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।আরিফুল বলেন, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসে ছিলেন। ঘটনার পর তাঁরা হতভম্ব হয়ে যান। এর পর থেকে তাঁরা কারও সঙ্গে কোনো কথা বলছেন না।আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জিয়াউল আলম বলেন, রেলওয়ে থানাকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
নিজস্ব প্রতিবেদক । ২৪ সেপ্টেম্বর ২০২২
নোয়াখালী জেলা শহর মাইজদীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষণিক মো. সাইদ (২০) নামে একজনকে আটক করেছে।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।ওই স্কুলছাত্রীর মা বলেন, আমি স্কুল থেকে এসে দেখি আমার ঘরে তালা দেওয়া। আমি তালা খুলে ঢুকে দেখি, মেয়ের রুমের ফ্যান-টিভি চলে। কিন্তু গেট বন্ধ। আমি খুলে দেখি মেয়ে অর্ধ-উলঙ্গ এবং তার গলা কাটা। তার হাতের রগও কাটা রয়েছে। তিনি আরও বলেন, এর আগে কয়েকবার পাশের বাড়ির নয়নের ছেলে ইয়াছিন ধর্ষণের কথা বলেছে। তার বাবা নাই, আমি তাকে বহু কষ্টে লালন-পালন করেছি। তার সঙ্গে কারো সম্পর্ক ছিল না। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আকরামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া সিআইডি ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা দেখেছি, ছাত্রীর নিজ শয়ন কক্ষে তার গলা কাটা ও হাতের রগ কাটা লাশ পড়ে আছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। আমরা একজনকে আটক করেছি।জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলছাত্রীর মা ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছি। এমন ঘটনা আমাদের হৃদয়ে চরমভাবে আঘাত করেছে। আমরা মর্মাহত হয়েছি। আসামি যে বা যারাই হোক আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
নিজস্ব প্রতিবেদক । ২৩ সেপ্টেম্বর ২০২২
বগুড়া সদর উপজেলা পরিষদের উপজেলা প্রকৌশল দফতরের নৈশ প্রহরী আলমগীর শেখ (৪৮) নামে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে (নৈশপ্রহরী) পিটিয়ে গুরুতর আহত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমর কুমার পাল।বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে এঘটনা ঘটে।আলমগীর শেখ (৪৮) উপজেলা প্রকৌশল দফতরের নৈশ প্রহরী। আলমগীর সিরাজগঞ্জের সদর উপজেলার চক শিয়ালকোল এলাকার মৃত মেহের আলীর ছেলে। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা যায়, আলমগীর হোসনের স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এ কারণে আলমগীর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। বুধবার (২১ সেপ্টেম্বর) আলমগীরের স্ত্রী শহিদা বেগম উপজেলা পরিষদে গিয়ে স্বামীর খোঁজ করেন। স্বামীকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সাক্ষাৎ করে পারিবারিক কলহের বিষয়টি অবহিত করেন এবং স্বামীর বিরুদ্ধে নালিশ করে ফিরে যান।আলমগীরের জামাতা মাসুদ ও মেয়ে লোপা খাতুন বলেন, ইউএনও অভিযোগ যাচাই বাছাই না করেই বৃহস্পতিবার সন্ধ্যার পর আনসার সদস্যদের মাধ্যমে আলমগীরকে ইউএনওর কক্ষে ডেকে নিয়ে যান। সেখানে স্ত্রী শহিদার অভিযোগের প্রেক্ষিতে ইউএনও নিজেই এবং তার দেহরক্ষী আনসার সদস্যরা আলমগীরকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে ছেড়ে দেন। এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, "আমি উপজেলা চত্বরে প্রবেশ করতেই লোকজনে ভীড় দেখে এগিয়ে যাই, তারপর দেখি আলমগীর মাটিতে পড়ে রয়েছে। বিস্তারিত শোনার আগে তাকে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেই"। এ বিষয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল বাংলা ওয়্যারের কাছে বিষয়টি অস্বীকার করেন এবং বলেন পারিবারিক কলহ সমাধানের জন্য আমি তাকে ডেকেছিলাম এবং পরবর্তীতে তাকে উপজেলা চত্বর থেকে বের করে দেই। মারধরের বিষয় জানতে চাইলে তিনি বলেন ' সে সহানুভূতি অর্জনের জন্য এসব করছে'।এব্যাপারে বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ নূরে আলম বাংলা ওয়্যারকে বলেন, "আমার কাছে এখনও কোন অভিযোগ আসেনি, অভিযোগ আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক । ২২ সেপ্টেম্বর ২০২২
এম জি রাব্বুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলায় এস এস সি পরীক্ষার প্রশ্ন ফাসঁ হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সারাদেশে ব্যপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং এরই মধ্যে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন সকল কেন্দ্রে গনিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।জানা গেছে, থানায় প্রশ্নপত্র বাছাইয়ের (সর্টিং) সময় ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ঐ কেন্দ্রের কেন্দ্র সচিব লুৎফর রহমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুর রহমানের যোগসাজশে বাংলা ১ম পত্রের প্রশ্নপত্রের প্যাকেটের ভেতর বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্রের প্রশ্নপত্রের একটি করে খাম ঢুকিয়ে নেন ও প্যাকেট সিলগালা করে তার ওপর স্বাক্ষর করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। বাংলা ১ম পত্রের পরীক্ষার দিন যথানিয়মে থানা থেকে বাংলা ১ম পত্রের প্যাকেট এনে তা খুলে বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্রের খামটি কৌশলে সরিয়ে ফেলেনপরে প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষকের সহায়তায় ফাঁস করা প্রশ্নপত্রের উত্তরমালা তৈরি করে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে (চুক্তিতে সবসেট) ১৫ থেকে ২০ হাজার টাকা মূল্যে বিক্রি করেন।এদিকে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভূরুঙ্গামারী থানা ও ইউএনও কার্যালয়ে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।মঙ্গলবার রাতেই দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম, সচিব প্রফেসর জহির উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা মধ্যরাত পর্যন্ত তদন্ত করেন।প্রশ্ন ফাঁসের ঘটনায় মধ্যরাতে এ ঘটনায় জড়িত সন্দেহে নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, একই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রাসেল আহমেদ এবং ইসলাম শিক্ষার শিক্ষক জোবায়েরকে আটক করা হয়।গোয়েন্দা সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নপত্রের ছবি তুলে তা কেন্দ্রের বাইরে পাঠানো হয়। পরে সেই প্রশ্নের হাতে লেখা কপি চুক্তি করা শিক্ষার্থীদের মাঝে বিলি করা হয়। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ পরীক্ষা পরিচালনায় থাকা আরও শিক্ষক জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা।
নিজস্ব প্রতিবেদক । ২১ সেপ্টেম্বর ২০২২
‘ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা রাত পৌনে ১০টার দিকে এসে বাড়ির চারপাশ ঘিরে ফেলেন। এরপর প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটান। ঘরে ঢুকে সবাই প্রচণ্ড মারধর করেন। বিভিন্ন কক্ষে লুটপাট চালানোর একপর্যায়ে তাঁরা বইখাতা ও আসবাবে আগুন লাগিয়ে দিয়ে চলে যান। পরে প্রতিবেশীরা এসে আগুন নেভান।’মুঠোফোনে কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান। গতকাল শনিবার রাতে রূপগঞ্জে ছাত্রদলের মশাল মিছিলকে কেন্দ্র করে তাঁর বাড়িঘরে হামলা, লুটপাট, ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া সূত্রকে বলেন, হামলার বিষয়টি তিনি জানেন না। তাঁর বিশ্বাস, আওয়ামী লীগের লোকজন এমনটা করতে পারে না।হামলার সময় পুলিশ ছাত্রদল নেতার বাড়ির বাইরে অবস্থান করছিল বলে অভিযোগ রয়েছে। তবে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, এসব ঘটনা তাঁকে কেউ জানায়নি। তিনি শুনেছেন, ছাত্রদলের মশাল মিছিল থেকে কয়েকটি মোটরসাইকেল পোড়ানো হয়েছে।রূপগঞ্জ উপজেলার কৈরাবো মোড়ে ছাত্রদল নেতা মাসুদুর রহমানের বাড়ি। আজ রোববার দুপুরে জলাভূমির মাঝখানে থাকা একতলা পাকা বাড়িটিতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরে পোড়া বিছানাপত্র পড়ে আছে। বাড়ির মধ্যে ঢুকেই এক নারীকে কাঁদতে দেখা যায়। তিনি মাসুদুরের ভাবি রাবেয়া খাতুন। শনিবার রাতে তাঁর ঘরে লুটপাট করা হয়েছে। বাড়ির বাইরে তুলে নিয়ে মারধর করা হয়েছে তাঁর দশম শ্রেণিপড়ুয়া ছেলে অনিককে।মাটিতে বসে বিলাপ করতে করতে রাবেয়া বলেন, ‘আমি রাজনীতির কিছু বুঝি না। আমি তাগোরে কইছি আমার সন্তানডার জান ভিক্ষা দেন। তাঁরা আমার সামনে আমার পোলাডারে কোপাইছে।’ একপর্যায়ে পাশে চেয়ারে বসা অসুস্থ ছেলের হাতের জখম ও পিঠের আঘাতের চিহ্নগুলো দেখান রাবেয়া।মাসুদুরের ছোট বোন রেহানা আক্তার (১৪) কাঁদতে কাঁদতে বলছিল, ‘ওরা ঘরে ঢুইকা আমার গলায় ছুরি ধইরা বলে, “ঘরতে বাইর হ, নইলে কানলে গলা ফালাই দিমু।” পরে আমারে মারধর করতে করতে ছাদে নিয়া যায়। সেখানে আমার মায়েরে ফালাইয়া পিডাইছে। যাওয়ার আগে আমার বইখাতা সব পুড়াইয়া দেয়।’বাড়িতে গিয়ে মাসুদুর রহমানকে পাওয়া যায়নি। হামলায় আহত মা–বাবাকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে আছেন তিনি। মাসুদুর রহমান মুঠোফোনে বলেন, শনিবার রাজধানীতে তাবিথ আওয়ালসহ বিএনপির নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কর্মী–সমর্থকদের নিয়ে রাত ৯টার দিকে ভুলতা এলাকায় মশাল মিছিল বের করেন তিনি। মিছিল শেষ করে ফেরার পর স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা তাঁর বাড়িঘরে হামলা চালান। প্রধান ফটকের তালা ভেঙে বাড়িতে ঢুকে অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ঘটান হামলাকারীরা। এ সময় বাড়িতে থাকা বৃদ্ধ বাবা–মা, কিশোরী বোন, কিশোর ভাতিজা ও বড় ভাইকে পিটিয়ে আহত করা হয়। হামলার পর তাঁদের কক্ষগুলোর জিনিস ও আসবাবে আগুন ধরিয়ে দিয়ে হামলাকারীরা চলে যান। পরে প্রতিবেশীরা এসে আগুন নেভান।থানায় অভিযোগ করা হয়েছে কি না—জানতে চাইলে এই ছাত্রদল নেতা বলেন, ‘হামলার সময় বাড়ির বাইরে এক গাড়ি পুলিশ ছিল। তাঁদের উপস্থিতিতেই এসব ঘটনা ঘটেছে। চাইলে তাঁরা তখনই হামলাকারীদের প্রতিহত করতে পারত। এখন উল্টো আমিসহ আমার মা–বাবার বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে খবর পাচ্ছি।’তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, হামলার সময় পুলিশের কিছুই করার ছিল না। সেখানে সর্বোচ্চ তিন থেকে চারজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।সূত্র: প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক । ১৮ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার ধুনটে ১০১টি বই দেনমোহর দিয়ে বিয়ে করেছেন নিখিল নওশাদ ও সান্ত্বনা খাতুন দম্পতি। এসব বই দিয়ে পারিবারিক পাঠাগার গড়ে তুলতে চান তারা।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চিকাশী ইউনিয়নের বরিয়া গ্রামে ছেলের নানার বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়।এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে, অনেকেই বিষয়টির প্রশংসা করছেন। বিয়ে রেজিস্ট্রি করেন গোসাইবাড়ি ইউনিয়নের কাজি আবদুল হান্নান। এ সময় কনেকে ১১ হাজার টাকা মূল্যের নাক ফুল, আংটি ও ৭০টি বই তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। বাকি ৩১টি বই পর্যায়ক্রমে দেওয়া করা হবে। বিয়ের অনুষ্ঠানে ছেলের বাবা, মেয়ের মা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। ব্যতিক্রম বিয়ের খবরে গ্রামবাসী সেখানে ছুটে যান। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ সমাজতান্ত্রিক ফ্রন্টের সাবেক নেতা নিখিল নওশাদ (৩৩) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের সাবেক আইনজীবী সহকারী সামসুল ইসলামের ছেলে। নিখিল সরকারি আজিজুল হক কলেজ থেকে বিএসএস পাস করেছেন। একটি ওষুধ কোম্পানির সেলস বিভাগের প্রধান হিসেবে চাকরি করছেন। “বিরোধ” নামে একটি লিটল ম্যাগাজিনের সম্পাদক। একই কলেজে এক ক্লাস নিচে পড়তেন বগুড়ার সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মেয়ে সান্ত্বনা খাতুন। কবিতা লেখালেখির মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সান্ত্বনা ইংরেজিতে মাস্টার্স করেছেন। বর্তমানে বগুড়া শহরের চেলোপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন। প্রেমের সম্পর্ক থেকে তারা বিয়ে করেন। বিয়ের দেনমোহর হিসেবে কনে দুই লাখ দুই হাজার টাকা মূল্যের ১০১টি বই দাবি করেন। উভয় পরিবার তাদের বিয়ের সিদ্ধান্তকে মেনে নেন। গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ৭০টি বই কেনেন তারা।কনের জন্য ১১ হাজার টাকা খরচে বই, একটি নাক ফুল ও একটি আংটি কেনা হয়। অবশিষ্ট টাকার মধ্যে আরও ৩১টি বই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।বর নিখিল নওশাদ বলেন, তার ভালোবাসার মানুষ বিয়ের মোহরানা হিসেবে সোনা, হিরা নয়; ১০১টি বই চেয়েছিল। যৌতুকহীন বিয়েতে বই মোহরানা দেওয়ার ঘটনা অন্যদের অনুপ্রাণিত করবে।কনে সান্ত্বনা বলেন, তিনি নওশাদের কবিতার প্রেমে মুগ্ধ হয়েছিলেন। কবিতার মধ্য দিয়ে তাদের প্রেম ও বিয়ে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় তিনি মোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছিলেন। কারণ টাকার চেয়ে বইয়ের ওজন ও সম্মান অনেক বেশি। বিয়ের সময় কিছু বই পেয়েছেন। বাকি বই পরে নিজে উপস্থিত থেকে কিনবেন। দুজনই একে অপরকে পেয়ে অভিভূত। তারা এসব বই দিয়ে বাড়িতে পারিবারিক পাঠাগার গড়ে তুলবেন।
নিজস্ব প্রতিবেদক । ১৮ সেপ্টেম্বর ২০২২
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে বাগমারার মাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দুই স্ত্রী প্রার্থী হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন ওই ইউপির চেয়ারম্যান।ওই ইউপির চেয়ারম্যানের নাম রেজাউল হক। তিনি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই। স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়ে শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন। এ ছাড়া গতকাল সন্ধ্যায় রেজাউল হক তাঁর নিজ কার্যালয়ে ইউপির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডেকে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি জানান।১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাছিমা ও ফিরোজা দুজনেই সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেন। এর মধ্যে রেজাউল নাছিমাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলেন। তবে নাছিমা অনড় থাকায় রেজাউল গতকাল তাঁকে তালাক দেন।রেজাউল হকের দুই স্ত্রী হলেন নাছিমা বিবি ও ফিরোজা খাতুন। এর মধ্যে প্রথম স্ত্রী নাছিমা বিবি মাড়িয়া ইউনিয়নের শিকদারী এলাকায় রেজাউল হকের নিজস্ব বাড়িতে থাকেন। দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুন বাগমারা উপজেলা পরিষদের ভবানীগঞ্জের একটি ভাড়া বাড়িতে থাকেন। নির্বাচনে প্রার্থী হওয়ার আগে দুজনের কাউকেই সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বাগমারা, মোহনপুর ও দুর্গাপুরে সংরক্ষিত সদস্য পদে সাত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাড়িয়া ইউপির চেয়ারম্যানের দুই স্ত্রী নাছিমা বিবি ও ফিরোজা খাতুন প্রার্থী হয়েছেন। অন্য পাঁচ প্রার্থী হলেন পারুল বিবি, সুলতানা পারভীন, রাবেয়া খাতুন, লাল বানু ও নারগিস বিবি।খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমে নাছিমা বিবি সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন। পরে রেজাউল হক তাঁর দ্বিতীয় স্ত্রী ফিরোজা খাতুনের পক্ষে প্রচারণা শুরু করেন। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাছিমা ও ফিরোজা দুজনেই সক্রিয়ভাবে প্রচারণা শুরু করেন। এর মধ্যে রেজাউল নাছিমাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য বলেন। তবে নাছিমা অনড় থাকায় রেজাউল গতকাল তাঁকে তালাক দেন।গতকাল সন্ধ্যায় রেজাউল হক তাঁর নিজ দপ্তরে ইউপির সাধারণ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ডাকেন। এ সময় তিনি প্রথম স্ত্রী নাছিমা বিবিকে তালাক দিয়েছেন বলে জানান। এ–সংক্রান্ত কাগজপত্র তিনি উপস্থিত লোকজনকে দেখান। তাঁর মতামত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন বলে উপস্থিত লোকজনকে জানান রেজাউল। পরে রাতে তিন তালাকের বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন।এ বিষয়ে জানতে আজ শনিবার সকালে রেজাউল হকের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।নাছিমা বিবি মুঠোফোনে বলেন, তিনি তালাকের বিষয়টি শুনেছেন। তবে এখনো কোনো কাগজ পাননি। তিনি বর্তমানে স্বামীর বাড়িতেই আছেন এবং সেখানেই থাকবেন। নির্বাচন থেকেও তিনি সরে দাঁড়াবেন না। জয়-পরাজয় ও ভোটের ব্যবধানই প্রমাণ করবে কোন স্ত্রী কেমন জনপ্রিয়।এদিকে নাছিমার প্রতিদ্বন্দ্বী ফিরোজা খাতুনের মুঠোফোনেও একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তবে তিনি সাড়া না দেওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক । ১৭ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার শেরপুরে রাতে যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের প্রায় অর্ধশত যাত্রী। তবে তাদের সঙ্গে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে আহসান এন্টারপ্রাইজ নামে একটি বাস ৫০ যাত্রী নিয়ে লালমনিরহাট থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে ছোনকার মাঠপুকুর এলাকায় বাসটি পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা বাস থেকে নেমে প্রাণে বাঁচেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে ছোনকাবাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে ছোনকা পুকুরপাড় এলাকায়। আগুনের বিষয়টি বুঝতে পেরে বাসের চালক বাসটি মহাসড়কের বাম পাশে দাঁড় করিয়ে সেখান থেকে সটকে পড়েন। তবে বাসটি মহাসড়কের পাশে দাঁড় করানোয় বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি।শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাদির হোসেন বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ইঞ্জিনে ত্রুটির থাকার কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক একেএম বানিউল আনাম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি এখন পুলিশের হেফাজতে আছে। বাসে আগুন লাগার পর নারায়ণগঞ্জগামী যাত্রীদের ঢাকাগামী বিভিন্ন বাসে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে বাসের চালক পালিয়ে গেছেন।
নিজস্ব প্রতিবেদক । ১৭ সেপ্টেম্বর ২০২২
দেশজুড়ে টানা তিন দিন মুষলধরে বৃষ্টি হচ্ছে । বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবেই এ বৃষ্টি। নিম্নচাপটি অবশ্য সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বুধবারও সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর পরিমাণ গতকাল মঙ্গলবারের মতো হবে না। কাল বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে। কোথাও কোথাও দেখা যেতে পারে রোদ। আবহাওয়া অফিস বলছে, আজ রাজধানীতেও বৃষ্টি কমে আসবে। তবে আগামী শুক্রবার থেকে আরেকটি লঘুচাপের সম্ভাবনার কথা জানিয়েছে তারা।আজ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয়।আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, কাল থেকে বৃষ্টি কমে যেতে পারে। কোথাও রোদের মুখও দেখা যেতে পারে। শুক্রবার আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাতে বৃষ্টি হয়তো বেশি হবে না।মো. ওমর ফারুক বলেন, রাজধানীতেও আজ টানা বৃষ্টি হবে না। থেমে থেমে বৃষ্টি হবে। কাল তা আরও কমে যেতে পারে।গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়, ১২১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাট ও হাতিয়ায়, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নিজস্ব প্রতিবেদক । ১৪ সেপ্টেম্বর ২০২২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৭ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে জমিতে চারা রোপনের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৫ কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। এরপর আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক । ০৮ সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের একমাত্র প্রয়াত পুত্র সায়াম উর রহমান সায়ামের ১১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর রিংরোডের সূচনা কমিউনিটি সেন্টারে বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিল হয়। এতে দলের বিভিন্নস্তরের এবং স্থানীয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে সায়েমর জন্য দোয়া চান তার বাবা জাহাঙ্গীর কবির নানক।ছেলে হারানোর স্মৃতিচারন করতে গিয়ে অশ্রুসজল চোখে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, `আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ছেলে হারানোর বেদনা যে কত কষ্টের তা যে হারিয়েছে সেই বোঝে। আল্লাহ যেন আমার পুত্রকে জান্নাত দান করেন আপনারা তার জন্য দোয়া করবেন।` এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার গোলাম মওলা, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজালুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, দক্ষিনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু।এছাড়া ডেপুটি স্পিকার শামসুল হক টুকু পরিকল্পনা মন্ত্রী আবদুল মান্নান, পানি সম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খতমে কুরআন, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এছাড়া বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ দোয়া ও তবারক বিতরণসহ মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইউনির্ভাসিটি বাংলাদেশ বরিশালেও বাদ জোহর ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। মরহুমের বাবা জাহাঙ্গীর কবির নানক ও মা অ্যাডভোকেট সৈয়দা আরজুমান নার্গিস, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের প্রয়াত পুত্রের রুহের মাগফিরাতের দোয়া কামনা করেছেন। প্রসঙ্গত, সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মাত্র ২৪ বছর বয়সে কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরা সাফারি পার্কের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সায়াম-উর রহমান সায়েম।
নিজস্ব প্রতিবেদক । ০৬ সেপ্টেম্বর ২০২২
গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭ হাজার ৪০০ কোটি টাকা অনিয়মের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ রোববার দুপুরে এসব অভিযোগ তদন্তে এসে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক। দুদক তদন্ত দলের প্রধান এবং দুদকের উপ-পরিচালক আলী আকবর এসময় উপস্থিত ছিলেন।দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক বলেন, 'গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মো. জাহাঙ্গীর আলম তার প্রায় ৩ বছরের বেশি সময়কালে ৭ হাজার ৪০০ কোটি টাকা অনিয়ম করেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক।'তিনি বলেন, 'বিশ্ব ইজতেমার খরচের ভাউচারে অনিয়ম, নগরীর বিভিন্ন এলাকায় সড়ক প্রশস্তকরণের কাজে ইস্টিমেট অনুযায়ী কাজ বাস্তবায়ন না হওয়া, অনেক সড়কে ইস্টিমেটের অতিরিক্ত সড়ক প্রশস্তকরণের নামে বাড়ি-ঘর ভাঙা, ভাঙা বাড়ি-ঘরের জমি অধিগ্রহণ করা হয়েছে কি না, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না ইত্যাদি বিষয় অনুসন্ধান এবং তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। এক কথায় গাজীপুর সিটি করপোরেশনের সব ধরনের অনিয়ম নিয়ে তদন্ত করছি এবং তা অব্যাহত থাকবে। তদন্তকালে যেসব অভিযোগ প্রমাণিত হবে, সেসব বিষয়ে মামলা হবে।'তদন্তের অংশ হিসেবে দুদকের তদন্ত কমিটির সদস্যরা গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবন পরিদর্শন, কয়েকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহ থেকে তথ্য সংগ্রহ এবং সত্যতা যাচাই করেছেন। প্রতিনিধি দল সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন।আশিকুর রহমান আশিক আরও বলেন, 'সিটি করপোরেশনের কয়টি ব্যাংকে কয়টি হিসাব, কার নামে কীভাবে পরিচালিত হয়েছে বা হচ্ছে সেসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তাছাড়া, গাজীপুরের কোণাবাড়ীতে একটি বেসরকারি ব্যাংকে সিটি করপোরেশনের নামে জাহাঙ্গীর আলমের একক স্বাক্ষরে অ্যাকাউন্ট খুলে আড়াই কোটি টাকা দুর্নীতির তথ্যও পাওয়া গেছে।'উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগে ২০২১ সালের ২৫ নভেম্বর সাময়িক বরখাস্ত করা হয়। পরে গাজীপুর সিটির প্যানেল মেয়র মো. আসাদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। সেদিন তার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে বীর শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে ২০২১ সালের ১৯ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় করা ৭টি মামলায় গত ২২ আগস্ট আগাম জামিন পেয়েছেন তিনি। অপরদিকে, গত ৩১ আগস্ট ফরিদপুর ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবিক বাংলাদেশ সোসাইটি'র পক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
নিজস্ব প্রতিবেদক । ০৪ সেপ্টেম্বর ২০২২
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।গত বুধবার (৩১ আগষ্ট) ফরিদপুর ৩নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার সি আর নম্বর ৩৩৪/২১।এদিকে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহানের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদক কে জানান তারা এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার আদেশ পায়নি।উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জাহাঙ্গীরের একটি মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। ওই অডিওতে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় জাহাঙ্গীরকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ, তিনি তার জবাবও দিয়েছিলেন। তবে কার্যনির্বাহী সংসদের সভায় জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে। এরপরই ওই বছরের ২৫ নভেম্বর তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া টেন্ডার, আরএফকিউ, বিভিন্ন পদে অযৌক্তিক লোকবল নিয়োগ, বিশ্ব ইজতেমা উপলক্ষে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ও একই কাজ বিভিন্ন প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং প্রতিবছর হাট-বাজার ইজারার অর্থ যথাযথভাবে নির্ধারিত খাতে জমা না রাখাসহ নানাবিধ অভিযোগের কথা উল্লেখ করা হয়।এদিকে গত ২২ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় করা সাতটি মামলায় তিনি আগাম জামিনও পেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক । ০১ সেপ্টেম্বর ২০২২