কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ পৃথক ঘটনায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। এরা হলেন উপজেলার ভীমপুর ইউনিয়নের হরিপুর শিকারপুর গ্রামের শ্রী নিমাই ওরফে ভূতনাথের স্ত্রী সীমা রাণী কবিরাজ (২৩) ও সদর ইউনিয়নের নাটশাল গ্রামের হাসিবুল হাসানের স্ত্রী মিনা বেগম (৩২)।সোমবার (২ জানুয়ারী) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, এব্যাপারে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সীমা রাণীকে তার স্বামী গত কয়েক দিন ধরে মারধর করলে রোববার (১ জানুয়ারী) বিকেলে সীমা রাণী তার নিজের শোবার ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন। খবর পেয়ে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান সন্ধ্যায় মরদেহ উদ্ধার করেন।নিহত সীমা রাণীর বাবা ভান্ডারপুর গ্রামের নৃপেন চন্দ্র কবিরাজ অভিযোগ করেন যে, তার মেয়েকে জামাইয়ের নির্যাতনের খবর পেয়ে রোববার দুপুরে মেয়েকে দেখতে যান। বিকেলে বাড়ী ফিরেই খবর পান তার মেয়ে মারা গেছে।অপরদিকে পারিবারিক কলহের জের ধরে মিনা বেগম দুপুরে তার নিজের শোবার ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। জানতে পেরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেয়। মহাদেবপুর থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন। নিহত গৃহবধূ উপজেলার রাইগাঁ ইউনিয়নের আতুড়া গ্রামের নাসির উদ্দিন দেওয়ানের ছেলে গোলাম মোস্তফার মেয়ে।
নিজস্ব প্রতিবেদক । ০৩ জানুয়ারি ২০২৩
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে দিগন্ত একজোট মহিলা উন্নয়ন সমবায় সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি নারগিস পারভীন প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক নাদিরা পারভীন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সমাজসেবক রিপন হোসেন, আলহাজ¦ মশিউর রহমান মিঠু প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সমিতির সহকারী পরিচালক শহীদুল ইসলাম শামীম এতে সভাপতিত্ব করেন। সমিতির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ সুলতানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর শাখা ব্যবস্থাপক শামীম হোসেন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক হারুন অর রশিদ, উন্নয়ন কর্মী মোস্তাক হোসেন, ইকবাল হোসেন, সুবোধ চন্দ্র প্রাং প্রমুখ।অনুষ্ঠানে সমিতির ব্যবস্থাপনা পরিচালক সমিতির কর্মী ও সুধীজনের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নিজস্ব প্রতিবেদক । ০৩ জানুয়ারি ২০২৩
তৌহিদুল ইসলাম (বিপ্লব)পলাশবাড়ি গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত স্থানে পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।শুক্রবার (৩০ ডিসেম্বর) জুম্মার নামাজ পর উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামে মাটির ঢিপি সময় শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। এসময় ওই স্থানে একটি কালো রঙের সাপ দেখতে পেয়ে তারা সাপটি মেরে ফেলে। পরে শ্রমিকরা বিষয়টি কাটাবাড়ী ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর হাতে হস্তান্তর করেন।বিষয়টি নিশ্চিত করে ফাড়ি ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, কাটাবাড়ী গ্রামের আ. মজিদের ছেলে গয়না তার পুরাতন একটি মাটির টিবি সংযুক্ত ১০ কাঠা জমিতে পুকুর খননকালে শ্রমিকরা একটি মূর্তি উদ্ধার করে। মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোন দেবী হতে পারে তা জানাতে পারেননি তিনি। স্থানীয়রা জানান, মূতিটি কষ্টি পাথরের তৈরি। আমরা ধাতব পদার্থের লোহা ও ব্লেড মূর্তির সংস্পর্শে আনলে তা চুম্বকের মত মূর্তির গায়ে আটকে যায়।
নিজস্ব প্রতিবেদক । ৩১ ডিসেম্বর ২০২২
বগুড়ার সোনাতলা উপজেলার গোসাইবাড়ি গ্রামে হযরত ওমর ফারুক রাঃ হাফেজিয়া ও কওমি মাদ্রাসায় গরিব ও এতিম ছাত্রদের মাঝে কম্বল ও ভলিবল বিতরণ করেন, মোকাররম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ।এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল হামিদ লিঙ্কন , মানবিক বাংলাদেশ সোসাইটির সোনাতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাকিরুল ইসলাম, মানবিক বাংলাদেশ সোসাইটির সোনাতলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৌরভ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জু ,মামুন, টাইফুল ইসলাম ,কামরুজ্জামান, মঞ্জুরুল ইসলাম , অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মহাতারাম হাফেজ মোঃ মতিউর রহমান আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও সাংবাদিক রাজিবুল ইসলাম রক্তিম ।
নিজস্ব প্রতিবেদক । ৩১ ডিসেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদকঃ টানটান উত্তেজনা আর দর্শকের প্রতিধ্বনিতে মুখরিত বগুড়ায় শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচে ১-০ গোলে হোটেল গোধূলি বিজয় লাভ করেছে। শুক্রবার বিকেলে সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ফাইনাল খেলায় খাজা বেকারী ক্লাবকে খেলার দিত্বীয়য়ার্ধে ১-০ গোলে পরাজিত করে। জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া (গামা)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদলের মাঝে ট্রফি ও জোড়া খাসি এবং রানারআপদের মাঝে ট্রফি-১ টি খাসি তুলে দেন বগুড়া জেলা পরিষদ সদস্য ও সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী নেতা সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বুলবুল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে চাউল ও তেল উপহার দেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ জাকির আহম্মেদ রিটু। খেলায় বিজয়ী দল হোটেল গোধূলির স্বত্বাধিকারী ডাঃ বিনয় কুমার দেবনাথ ও তাঁর টীম ম্যানেজমেন্ট পুরস্কার গ্রহন করেন। এসময় আবু নাসের, সুলতান, সুজন, জহির, জুলহাসসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক । ৩১ ডিসেম্বর ২০২২
তৌহিদুল ইসলাম( বিপ্লব)পলাশবাড়ি গাইবান্ধা:গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বস্তায় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকের চালানটি আটকের কথা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৩০ ডিসেম্বর) গোবিন্দগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে গাইবান্ধার নবযোগদানকৃত পুলিশ সুপার মো: কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়,গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ তল্লাশী করা হয়। এ সময় ওই গাড়িতে রাখা ২৫টি কাঠের গুড়ার বস্তার মধ্যে ৪টি বস্তায় কৌশলে রাখা এই বিপুল পরিমাণ ফেন্সিডিলের চালানটি আটক করা হয়। এ সময় মাদক বহনকারী দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো: ইমরান আলী, পিতা- মৃত আমির আলী এবং মো: রবিউল ইসলাম, পিতা- মো: ইব্রাহিম খলিল। উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে।গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফারকৃতদের দেয়া তথ্যমতে মাদক চোরাচালানের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান।
নিজস্ব প্রতিবেদক । ৩১ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁ সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের সামনের সরু রাস্তায় পড়ে ছিল অজ্ঞাতনামা মানষিক ভারসাম্যহীন এক যুবকের নিথর মরদেহ। তার বয়স আনুমানিক ৩০ বছর। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান, কয়েকদিন থেকে ওই যুবককে হাসপাতাল এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে কিভাবে মারা গেল তা জানা যাবে। প্রয়োজনে তার পরিচয় জানতে ডিএনও টেষ্ট করা হবে বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক । ৩০ ডিসেম্বর ২০২২
বগুড়া শহরে বিভিন্ন জায়গায় টানা পার্টি ও ছিনতাইকারী দলের উপদ্রব চলছে দীর্ঘদিন ধরে। জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান তৎপরতা থাকলেও কমানো সম্ভব হচ্ছে না টানা পার্টি ও ছিনতাইকারী দলের উৎপাত। দিন দিন বেড়েই যাচ্ছে তাদের অপরাধ কর্মকাণ্ড। এদের হাত থেকে নিস্তার পাচ্ছে না সাধারণ মানুষ।ভুক্তভোগীরা জানান, চারমাথা বাসস্ট্যান্ড, দত্তবাড়ী সিএনজি স্ট্যান্ড, চেলোপাড়া সিএনজি স্ট্যান্ড, ফুলতলা থেকে সাতমাথা রোড, দত্তবাড়ী থেকে বারপুর রোড, সাতমাথা থেকে তিন মাথা রেলগেট রোড, নিউ মার্কেট ও রানাপ্লাজার সামনে ওৎ পেতে বসে থাকে টানা পার্টির সদস্যরা। এই জায়গা গুলো টানা পার্টি ও ছিনতাইকারীদের অভয়ারণ্য।ভোরবেলা ও গভীর রাত হলেই শহরের বিভিন্ন জনশূন্য মোড় ও রাস্তায় অবস্থায় নিচ্ছে ছিনতাইকারী ও টানা পার্টির সদস্যরা। রাস্তায় কোনো নারী বা পুরুষ রিকশায় করে একা যাওয়ার সময় তারা টার্গেট করছে। চলতি পথে যেখানে সামনে ও পেছনে কোনো যানবাহন কম সেখানেই তারা ছোঁ মেরে নিয়ে যাচ্ছে ব্যাগ ও সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে সর্বস্বান্ত করে ছেড়ে দেয় এমনকি ধারালো ছুরি দিয়ে আহত করে।সোহরাব ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, আমি পেশায় একজন কাপড় ব্যবসায়ী। আমার বাসা বগুড়া শহরের মালতিনগর। পেশাগত কাজের কারণে বিভিন্ন জায়গায় যেতে হয় আমাকে। কিছুদিন আগে ব্যবসার কাজ শেষ করে ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ভোররাতে সাতমাথা নেমে পরি। সাতমাথা থেকে রিক্সা করে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় জেলখানা মোড়ে আসার সাথে সাথে ১০/১২ জনের ছিনতাই কারী একটি দল আমার পথ রোধ করে আমার কাছে থাকা ব্যবসায়ের ৮০০০০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে একটু দূরে সিএনজিতে করে টল পুলিশের একটি টিম ছিল আমি চিৎকার করেও পুলিশের সহযোগিতা পায়নি।ভুক্তভোগী ৩ নং রেলগেট ব্যবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক ও মোকারম ফাউন্ডেশন এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ জানান, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় জলেশ্বরীতলা থেকে ব্যক্তিগত কাজ শেষ করে রিক্সায় করে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাওয়ার পথে জলেশ্বরীতলা কালীমন্দির এর কাছে আসা মাত্র আমার বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে থাকা দুই জন আরোহীর একজন আমার হাতে থাকা মোবাইল থাপা মেরে জেলখানা রোডের দিকে যাওয়ার সময় লোকজন তাদের কিছু ধাওয়া করলে তারা মোবাইল রাস্তায় ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।তিনি আরও জানান, পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ অতি দ্রুত এইসব ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে আমরা সাধারণ জনগণ এদের থেকে নিস্তার পেতে পারি।সুশাসনের জন্য নাগরিক (সুজন) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি, পারিবারিক শাসনের অভাব, রাজনৈতিক অবক্ষয় এইসব অপরাধের মূল কারণ। সামাজিকভাবে বিভিন্ন সামাজিক সংগঠন সোচ্চার না হলে আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অনেক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হলেও থানা পুলিশের দ্বারস্থ হচ্ছেন না। ফলে বিষয়টি গণমাধ্যমেও আসছে না। অনেক ঘটনাই চাপা পড়ছে। বেশিরভাগ ভুক্তভোগী মান-সম্মান ও থানা পুলিশকে এড়িয়ে যাওয়ার জন্য ঘটনা এড়িয়ে যাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব আব্দুল রশীদ জানান, ছিনতাইকারী ও টানা পার্টির বেশকিছু গ্রুপকে ইতোমধ্যে আমাদের জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। টানা পার্টি নিয়ে আমাদের বিভিন্ন টিম কাজ করছে। সদর থানা ও ফাঁড়ির টহল টিমকে এ ব্যাপারে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। থানা পুলিশের কোন সদস্য যদি এই কাজে টালবাহানা করে এমন অভিযোগ পেলে এবং তা প্রমাণিত হলে সেই সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক । ৩০ ডিসেম্বর ২০২২
তৌহিদুল ইসলাম( বিপ্লব) পলাশবাড়ি গাইবান্ধা: ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও ব্রহ্মপুত্র নদে বরযাত্রীসহ নৌকা ডুবিতে নিখোঁজ শিশু মোহনী আক্তারের (১১) সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে কাজ করছেন ডুবুরীরা।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেল তিনটা পর্যন্ত শিশুটির খোঁজ মেলেনি বলে নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে রংপুর থেকে আগত ডুবরীদল ঘটনাস্থলে এসে পৌঁছান।নিখোঁজ শিশু মোহনী আক্তার গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।স্থানীয়রা জানায়, বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার হাবলু মিয়ার ছেলে মানিক মিয়ার সঙ্গে ফুলছড়ির আদর্শ গ্রামের খট্টু মিয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে অনুষ্ঠিত হয়।বিয়ে শেষে বর-যাত্রীসহ ৪০ জন একটি নৌকায় করে রাত সাড়ে সাতটার দিকে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিল।পথে নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া (গাবগাছি) এলাকায় বরযাত্রীবাহী নৌকাটিকে অপর একটি নৌকা ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়।এসময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও এক শিশু তলিয়ে যায়। এ ঘটনায় বিয়ের কনেসহ চার জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ শিশুটি উদ্ধারে কাজ করছেন ডুবরী দল। দুপুর পর্যন্ত সন্ধান মেলেনি। চেষ্টা অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ৩০ ডিসেম্বর ২০২২
চারদিকে জেকে বসেছে শীত। ফসলের ডগায় ঝরে পড়ছে শিশির বিন্দু। চারিদিকে ভ্রমরের গুঞ্জন। সরিষা ফুলের সুবাসে চারদিক টালমাটাল। সরিষার গন্ধে মৌ মৌ করছে ফসলের মাঠ। সরিষা ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। হলুদ ফুলে দুলছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃষকদের স্বপ্ন। এবার সরিষার ভালো ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকের স্বপ্ন পূরণ হবে এমনটাই প্রত্যাশা করছে কৃষি বিভাগ। স্থানীয় কৃষকরা জানান, দেশে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তারা আগ্রহ নিয়েই সরিষা চাষ করছেন। উপজেলার বিস্তৃর্ণ মাঠজুড়ে সরিষা খেত। মাঠে সরিষা ফুলের মনোরম দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ এবার অনেকটাই কম। তাই তারা ভালো ফলন ও অধিক লাভের আশা করছেন। এ আশা অনেকটাই পূরণ হবে এবং তাদের জীবনে স্বস্তি ফিরে আসবে। স্থানীয় কৃষকরা আরও জানান, আগে স্থানীয় জাতের সরিষা চাষ করায় ফলন কম হতো। উৎপাদনে সময়ও লাগতো বেশি। ফলে তারা তেমন লাভবান হতেন না। বর্তমানে উচ্চফলনশীল জাতের সরিষা চাষ করায় তারা লাভবান হচ্ছেন। বিশেষ করে বারি-১৪ জাতের সরিষা। এটা ৮০-৮৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। প্রতি হেক্টরেও ফলন হয় প্রায় দেড় মেট্রিক টন। সরিষা চাষ তোলার পর ওই জমিতে নির্বিঘ্নে বোরো চাষ করা সম্ভব। ফলে বারি জাতের সরিষা আবাদে দিন দিন তাদের আগ্রহ বাড়ছে। এছাড়াও সরিষার পাতা, ফুল ও ফলে জৈব সার তৈরি হওয়ায়, বোরো চাষে সারও কম লাগছে। অন্যদিকে সরিষার ফলনও ভালো হয়। সরেজমিন দেখা যায়, মাঠের যে দিকে চোখ যায়, সেদিকেই হলুদের সমারোহ। প্রকৃতি যেন হলুদ রঙের অপরূপ সুন্দর একটি গালিচা বিছিয়ে রেখেছে। মাঠে দুলতে থাকা সরিষা ফুল দেখলেই চোখ জুড়িয়ে যায়। অনেকে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেলফি তোলায় ব্যস্ত। চারিদিকে মৌমাছির গুঞ্জনে মুখরিত ফসলের দিগন্ত। যেন হলুদের বিস্তৃর্ণ একখন্ড রাজ্য। ভালো ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখেও স্বস্তির ছাপ। বাজারে সরিষার চাহিদা থাকায় চাষিদের আগ্রহ বেড়ে গেছে। কৃষিসমৃদ্ধ এলাকা হওয়ায় দুই ফসলি জমিতে চাষ হচ্ছে তিন ফসল।কৃষি বিভাগের তথ্য মতে, ধনবাড়ী উপজেলায় ১০ হাজার ২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। ধান চাষের পর পতিত জমিতে এ মৌসুমে সরিষা আবাদে ৫০০ হেক্টর নির্ধারণ করা হলেও ৫৬৩ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। গত মৌসুমে সরিষা চাষ হয়েছিল ৪৩০ হেক্টর জমিতে। সরিষা চাষে কৃষকদের উদ্ধুদ্ধ করতে সরকারিভাবে কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে।মুশুদ্দি গ্রামের কৃষক আনছার আলী বলেন, ‘আগে জমিতে বছরে একবার ধান আবাদ করতাম। ধান কাটা শেষে জমি পতিত থাকতো। ভোজ্য তেলের দাম বাড়ায় ধান আবাদের পাশাপাশি মাঝখানের সময়টা সরিষা চাষ করছি। আমি সাড়ে ৪ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছি।’দড়িচন্দ্রবাড়ীর কৃষক আরিফুর রহমান বলেন, ‘সরিষার ভালো ফলন আশা করছি। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে পোকা-মাকড়ের আক্রমণ ও রোগবালই তেমন দেয়নি। কৃষি বিভাগের পরামর্শে ১১ বিঘা জমিতে উচ্চফলনশীল জাতের সরিষা আবাদ করেছি। কোনো ধরণের ক্ষতি না হলে লাভবান হবো বলে আশা করছেন।’উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, ‘সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে। দুই ফসলি জমিতে এখন তিন ফসল আবাদ করছে কৃষকরা।’ধনবাড়ী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘এ অঞ্চলের মাটি সরিষা চাষের উপযোগী। যে কারণে এলাকায় আবাদ বাড়ছে। অন্য ফসলের তুলনায় সরিষা চাষে বেশি লাভবান হওয়ায় কৃষদের আগ্রহও দিন দিন বাড়ছে। নানাভাবে কৃষকদের সহযোগীতা করা হচ্ছে। আগামী বছর আবাদ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’
নিজস্ব প্রতিবেদক । ২৯ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করেছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্টা গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, গত ২৫ ডিসেম্বর রাত উপজেলার সদর ইউনিয়নের বকাপুর গ্রামের মৃত ছালেমুদ্দিনের ছেলে রমজান আলীর গোয়াল ঘরের সিঁদ কেটে গরুগুলো চুরি হয়। রাতে পুলিশী টহলের সময় চোরেরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।
নিজস্ব প্রতিবেদক । ২৯ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ : বুধবার চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। এই মেট্রোরেলের লোগো বানিয়েছেন যিনি তিনি নওগাঁর কৃতি সন্তান আলী আহসান নিশান। নওগাঁ পৌরসভার ধামকুড়ি এলাকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে। মূল লোগো ছাড়াও মেট্রোরেলের স্টেশনে যে সাইনগুলো রয়েছে সেগুলোও তার করা। মেট্রোরেলের লোগো বানিয়ে ইতিহাসের অংশ হওয়া নিশানকে নিয়ে গর্বিত নওগাঁর মানুষ। এটি এখন নওগাঁর ট্যক অব দ্য টাউন।সৈয়দপুরে রেলের লোকোমোটিভ ওয়ার্কসপের ইঞ্জিন হল্ড কারখানার তত্ত্বধায়ক হিসেবে কাজ করতেন নিশানের বাবা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন বিভাগ থেকে সদ্য পাস করা নিশান জানান, এই লোগোর মধ্যে তুলে ধরা হয়েছে পুরো বাংলাদেশকে। একটা লাল সূর্য উঠছে। নিচে বাংলার চিরচেনা সবুজের মাখামাখি। দুইয়ে মিলে বাংলাদেশ। মেট্রোর ‘এম’ অক্ষরটাও এমনভাবে বসানো, মনে হবে যেন প্লাটফর্ম। রেলটির দিকে কিছুক্ষণ তাকালেই মনে হবে, ওটা স্থীর নয়, ছুটে চলেছে। উন্নয়ন-অগ্রগতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ইঙ্গিত করছে ছুটে চলা রেল। বাংলাদেশের যে উন্নয়নের গতি, সেটা লোগোর দিকে তাকালে লক্ষ্য করা যাবে। সাধারণত লোগো স্থির প্রকৃতির হয়। এর রঙের ব্যবহারেও এক ধরনের ভারসাম্য থাকে। যেন চোখটা আটকে থাকে। এতে এক ধরনের গতি আছে।নিশান তার লোগো তৈরির গল্প বললেন এভাবে, ‘সদ্য বিশ^বিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছি। কোনো কাজ নেই। চলতি বছরের শুরুর দিকে একদিন বিভাগের এক শিক্ষকের কাছে যাই। তিনি আমাকে বললেন, মেট্রোরেলের লোগো নির্বাচনের জন্য প্রযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতিষ্ঠানের মাধ্যমে জমা দিতে হবে। তুমি প্রতিযোগিতায় অংশ নাও। স্যারের আহ্বানে আমি তিনটি লোগো বানিয়ে বিশ^বিদ্যালয়ের চারুকলা বিভাগে জমা দেই। অনেকেই লোগো বানিয়ে জমা দেন। ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পাঠানো তিনটি লোগোর মধ্যে আমার দুটো ও অন্যজনের একটি পাঠানো হয়। এরপর জাতীয়ভাবে জমা হওয়া লোগোগুলোর মধ্যে থেকেও শর্টলিস্ট হয়। সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমার লোগোটি চুড়ান্ত করেন।’প্রতিযোগিতায় নির্বাচিত হবার পরও সেই লোগো নিয়ে কয়েকবার কাজ করতে হয়েছে নিশানকে। তিনি বলেন, ‘এখন লোগোতে থাকা ‘এম’ অক্ষরটি লিখে যে প্লাটফর্ম বোঝানো হয়েছে, প্রথমে তা ছিল না। বিশে^র ৩৫টি দেশে মেট্রোরেলের লোগোতে ‘এম’ রয়েছে। ওটাকে যুক্ত করার সময় একটু নতুনত্ব আনা হয়েছে। এছাড়া লোগো যখন বানানো শুরু করি তখন মেট্রোরেল দেখতে কেমন সেটাও জানা ছিল না। তাই প্রথম যে রেলটা ব্যবহার করেছিলাম সেটি দেখতে বুলেট ট্রেনের মতো ছিল। পরে যখন মেট্রোরেলের ইঞ্জিন দেখলাম তখন কিছুটা পরিবর্তন করে দেওয়া হলো।’নিশান বলেন, ‘পুরো কাজ শেষ করতে ছয় মাসের মতো লেগেছে। চলতি বছরের মে মাসে যখন কাজটি হলো আমি ভীষণ উত্তেজিত ছিলাম। অনেক প্রতিষ্ঠানে লোগো করেছি কিন্তু এতটা ভালো লাগা কাজ করেনি। বাংলাদেশের ইতিহাসের অংশ হওয়ার আনন্দ অবশ্যই অন্যরকম।’তিনি বলেন, ‘মেট্রোরেরেলের সাইনের কাজ করতে গিয়ে দেশের সব স্তরের মানুষ যেন চিহ্ন গুলো দেখে বুঝতে পারেন কোন দিকে যেতে হবে, টয়লেট কোন দিকে, টিকিট কোথায় পাবেন-এসব ভাবতে হয়েছে।’নওগাঁ পৌরসভার ধামকুড়ি এলাকার বাসিন্দা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিটের সাবেক কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, ‘স্বপ্নের মেট্রোরেলের লোগো বানিয়েছে আমাদের গ্রামের সন্তান নিশান। দোয়া করি, ইতিহাসের অংশ হওয়ার মতো নিশান যেন আরও ভালো ভালো কাজ করতে পারে।’ নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, ‘নিশানের মধ্যে যে শিল্পী সত্ত্বা আছে, আশা করি ভবিষ্যতে তার আরও অনেক ভালো কাজ দেখতে পারব। তার দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে।’
নিজস্ব প্রতিবেদক । ২৯ ডিসেম্বর ২০২২
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে দই তৈরিতে কৃত্রিম রং ও স্যাকারিন মিশ্রণের অপরাধে দুই কারখানার মালিককে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ টার দিকে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ও জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাজিপুর এলাকায় অভিযানে পরিচালনা করে দুই কারখানা মালিকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এই সময় সিজান দই ঘরকে চিনির পরিবর্তে নিষিদ্ধ স্যাকারিন দিয়ে দই তৈরির অপরাধে ১৫,০০০ টাকা এবং জাফর সুইটসকে কাপড়ের রং দিয়ে বেকারি খাদ্য প্রস্তুতের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।এই বিষয়ে ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, 'জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে'।
নিজস্ব প্রতিবেদক । ২৮ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁয় শীতজনিত রোগ বেড়েছে। জেলার ১১ উপজেলায় বয়োবৃদ্ধ, নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছেন এসব রোগে। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এমাসের ২৫ তারিখ পর্যন্ত পাঁচ হাজার পাঁচশ’ দুই জন ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এদের মধ্যে গত এক সপ্তাহেই ভর্তি হয়েছেন বেশি। চিকিৎসকরা বলছেন শীতের প্রকোপ বাড়ায় বেড়েছে শীতজনিত রোগ।২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে ১৯ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাতশ’ ৬৫ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুশ’ ৯৫ জন ভর্তি হয়েছেন। আর ১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নয়শ’ ৪৫ জন ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনশ’ ৮০ জন ভর্তি হয়েছেন।নওগাঁ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চলতি মাসে জেলার ১১ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই হাজার দুশ’ ৪৫ জন আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ছয়শ’ ৭২ জন ভর্তি হয়েছেন।নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল ইসলাম বলেন, ‘ঠাণ্ডার কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। প্রচণ্ড শীতে ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত এসব রোগ ছড়িয়ে পড়ছে।সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।’নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মো. রায়হানুজ্জামান বলেন, ‘হিসাব করে দেখা গেছে যে গত তিন-চার দিন ধরে জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতাল মিলে প্রতিদিন গড়ে ১৫০ জন রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এটাকে ঠিক প্রকোপ বলা যাবে না। তবে অন্যান্য বছরের চেয়ে এই সংখ্যা বেশি। প্রচণ্ড শীতই মূলত ডায়রিয়া ও নিউমোনিয়ার জন্য দায়ী। ঠাণ্ডাজনিত রোগ প্রতিরোধের জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের জন্য কম্বলের প্রস্তুতি রয়েছে।’শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠায় বিপাকে পড়েছেন জেলার খেটে খাওয়া মানুষ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নওগাঁ শহর ও এর আশপাশের এলাকায় সূর্যের দেখা মেলেনি। সড়ক-মহাসড়কে বাস, ট্রাক, পিকআপ ভ্যানগুলাকে হেডলাইট জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে। নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত শুক্রবার এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নিজস্ব প্রতিবেদক । ২৭ ডিসেম্বর ২০২২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় ড্যানিয়েল এগ্রোকেমিক্যাল নামক একটি মশার কয়েল তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুপুর ১২ টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর গুরুদাসপুর ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের যৌথ চেষ্টায় ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক সর্ট শার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।
নিজস্ব প্রতিবেদক । ২৬ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলআরোহী স্বামী-স্ত্রী নিহত ও তাদের দু’সন্তান আহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলযোগে শ^শুর বাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে বাড়ী ফিরছিলেন। পথে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া বাজার এলাকায় পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রীর। আর তাদের সন্তানরা আহত হন।দূর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন। ফলে সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর থানায় নিয়ে আসা হয় ও আহতদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। এব্যাপারে থানায় একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক । ২৪ ডিসেম্বর ২০২২
কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ আন্ত:জেলা গরুচোর চক্রের চার সদস্যকে আটক করেছে। এছাড়া চুরি করা গরু পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ইটের পাকা দেয়ালে সিঁদ কাটার কাজে ব্যবহৃত দুই পাশ সুঁচালো লোহার সিঁদকাঠি জব্দ করেছে।আটকরা হলো, জেলার ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আজাহার আলীর ছেলে গোলাপ (২৬), সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর দীঘিপাড়া গ্রামের বর্তমানে আমডাঙ্গার বাসিন্দা মৃত আলাউদ্দিন ওরফে ইটকেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), আমডাঙ্গা গ্রামের মৃত অনিল চন্দ্রের ছেলে পিকআপের ড্রাইভার শ্রী নিরেন চন্দ্র ওরফে বাবু (৫০) ও ওই উপজেলার তাজপুর গ্রামের লাল মোহাম্মদ ওরফে লালমনের ছেলে বর্তমানে পোরশা উপজেলার ইটখোলা দীঘিপাড়া গ্রামে বসবাসকারী মৃত লোকমান হোসেনের জামাই তারিফ হোসেন (৩৫)।শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে মহাদেবপুর থানা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল লিখিত বক্তব্যে জানান, গত বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ১০টা থেকে রাত ৩টার মধ্যে ৮/৯ জনের একদল গরুচোর মহাদেবপুর উপজেলার খাজুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইসরাইল হোসেনের গোয়াল ঘরের পাকা ইটের প্রাচীরে সিঁদ কেটে এক লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের দুইটি গাভী ও একটি বাছুর চুরি করে। জানতে পেরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দেবীপুর গ্রামের পাকা রাস্তার নীচের মাঠ থেকে গরুগুলো পিকআপে তোলার সময় জনতা গোলাপকে আটক করে ও গরুগুলো উদ্ধার করে। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোলাপকে গ্রেফতার, পিকআপ ও সিঁদকাঠি জব্দ করে।ইসরাইল হোসেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করলে নওগাঁর পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) গাজিউর রহমান পিপিএম এর সার্বিক সহযোগিতায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি শক্তিশালী চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।সংবাদ সম্মেলনে মহাদেবপুর থানার ওসি জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে গ্রেফতারের ফলে এলাকায় গরু চুরি কমে যাবে বলে আশা করা যায়। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত), এসআই সামিনুর রহমানসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক । ২৪ ডিসেম্বর ২০২২
আবু জাকির : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, জয়পুরহাটবাসীর জন্য সকল আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মধ্য দিয়ে 'স্মার্ট জয়পুরহাট' গড়ে তোলা হবে ।আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবন এলাকায় জয়পুরিয়ান ট্রাস্ট আয়োজিত ‘প্রিয়ভুমির মেধাবীদের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জয়পুরহাট জেলার শিক্ষার্থীরা আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে বিভিন্ন প্রশ্ন করেন পাশাপাশি তাদের সমস্যার কথা তুলে ধরেন। আবু সাঈদ স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভিশন ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা। আমি বলতে চাই আমার জয়পুরহাটে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার, ইউনিয়ন পর্যায়ে আইটি সেন্টার, কৃষি ও মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ জেলার প্রতিটি জনগণের জন্য সকল উন্নত নাগরিক সুবিধা নিশ্চিতের মধ্যে দিয়ে স্মার্ট জয়পুরহাট গড়ে তোলার জন্য কাজ করছি।’ শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে জয়পুরহাট অনেক পিছিয়ে আছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ বলেন, ‘আমি এই বিষয়টা মাথায় রেখেই একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশাকরি সবাই মিলে যদি আমরা একসঙ্গে কাজ করি আমাদের জয়পুরহাট শিক্ষা ক্ষেত্রে অন্যান্য জেলার থেকে এগিয়ে যাবে।’ কৃষি ক্ষেত্রে জয়পুরহাট জেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে আবু সাঈদ স্বপন বলেন, ‘আমরা যদি আমাদের কৃষকদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারি তাহলে জয়পুরহাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে। আলুর বীজ সংরক্ষণে আমি ইতিমধ্যে একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠার জন্য কাজ করছি।’জয়পুরহাটের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘স্বপ্ন দেখতে হবে অনেক বড়। তোমাদের স্বপ্ন পূরণে আমি জয়পুরহাটের খাদেম হিসাবে কাজ করে যাবো। তোমার সকলের প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও স্মার্ট জয়পুরহাট গড়ে তুলবো।’সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশি কূটনৈতিকদের হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে যারা বিদেশি রাষ্ট্রদূত আছেন তারা যেন শালীনতার মধ্যে থেকে কথা বলেন। কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে না। বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং উন্নতি-সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, আমরা কারো চোখ রাঙানো দেখে ভয় পাইনা।অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু সহ জয়পুরহাট জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আরিফ রহমানের ছেলে আবির হোসেন (৯) নামের ৩য় শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। সে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।পরিবার ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার (২১ ডিসেম্বর) মৃত আবিরের মা পড়াশোনার জন্য বকাবকি করলে আবির অভিমান করে পরিবারের লোকজনের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২
বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ি বন্দর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩২০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আফতাবুজ্জামান আল-ইমরান ও ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে শাপলা ফার্মেসি প্রোঃ শরিফুল ইসলাম শাপলাকে ড্রাগস এ্যাক্ট ১৯৪০ এর ১৮(গ), ১৮(ক) এবং ২৭ ধারায় ফিজিসিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সরকারি ওষুধ এবং আন রেজিস্টার্ড ঔষধ রাখার দায়ে ২০০০০ টাকা এবং একই অপরাধে ফ্রেন্ডস মেডিকেল হল প্রোঃ মাহিনুর হাসানকে ১০০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।অপরদিকে আরো একটি বিউটি পার্লারকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী রাখাতে ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উক্ত বন্দরের প্রত্যেক ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলেন ভবিষ্যতে এরকম অভিযান আরো পরিচালনা হবে যদি আপনারা ব্যবসায়ীরা নিজে থেকে সতর্ক না হোন।এই বিষয়ে গাবতলী উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান আল-ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২