দেশজুড়ে


সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন মাহফুজা খানম লিপি

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন মাহফুজা খানম লিপি

দ্বাদশ জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন বগুড়া জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেত্রী প্রভাষক মাহফুজা খানম লিপি।বুধবার (৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং জমা দেন বগুড়া জেলা পরিষদের সদস্য প্রভাষক মাহফুজা খানম লিপি। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক, বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা সহ অন্যান্যরা।মাহফুজা খানম লিপি একাধারে বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য, ।বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা। ছাত্র রাজনীতিতে বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নির্বাচিত ভিপি ছিলেন তিনি। প্রতিষ্ঠিত ব্যবসায়ী মাহফুজা খানম লিপি সামাজিক, মানবিকসহ নানামুখী সংগঠনের নেতৃত্বেও রয়েছেন । তাঁর স্বামী বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক।মনোনয়ন পত্র জমা দিয়ে লিপি বলেন, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে।আমি প্রত্যাশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে দলের হয়ে কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব এ জন্যই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

নিজস্ব প্রতিবেদক । ০৭ ফেব্রুয়ারি ২০২৪


মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশি নারীসহ দুইজন নিহত হয়েছেন।আজ সোমবার দুপুর পৌনে তিনটার দিকে ঘুমধুমের চার নম্বর ওয়ার্ডের জলপাইতলী গ্রামে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একটি বাড়ির রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে। এতে দুইজন নিহত হন। নিহত নারী জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা বেগম (৪৫)। আর রোহিঙ্গা ব্যক্তির আনুমানিক বয়স ৫৮ বছর। তার নাম জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ এবং ঘুমধুম ফাঁড়ির ইনচার্জ মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া।তারা জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোহিঙ্গা পুরুষের মরদেহ ঘটনাস্থলেই রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক । ০৫ ফেব্রুয়ারি ২০২৪


গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ জনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।আজ সোমবার এই রায় ঘোষণা করেন নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস।এর আগে গত ২৯ নভেম্বর অধিকতর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক। তবে, রায় লেখা শেষ না হওয়ায় আদালত রায় ঘোষণার জন্য ৫ ফেব্রুয়ারি তারিখ পুনর্নির্ধারণ করেন।মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে স্থানীয় রুহুল আমিনের নেতৃত্বে স্বামী ও সন্তানদের বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।ভুক্তভোগীর অভিযোগ, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার জেরে এ ঘটনা ঘটে।ঘটনার পরদিন ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে চরজব্বর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ অভিযোগপত্র দেন জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক জাকির হোসেন।

নিজস্ব প্রতিবেদক । ০৫ ফেব্রুয়ারি ২০২৪


অনুষ্ঠিত হয়ে গেলো মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অনুষ্ঠিত হয়ে গেলো মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর ২০২৪ সনের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ রবিবার বিকেল ৩:০০ ঘটিকায় আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, পিবিজিএম, বিশেষ অতিথির আসন অংলকৃত করেন শ্রদ্ধেয়া ম্যাডাম ডা. হোমায়রা শবনম। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব লে. কর্নেল মোহাম্মদ আবদুল জাওয়াদ।আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চারটি হাউসের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল প্রতিষ্ঠানের মনোজ্ঞ কুচকাওয়াজ। হলদে পাখি, কাব স্কাউট বয়েজ, কাব স্কাউট গার্লস, বয়েস স্কাউট, গার্লস গাইড, বিএনসিসি পুরুষ, বিএনসিসি মহিলা, নৌ ও এয়ার স্কাউট পুরুষ-মহিলা, হাউস প্যারেড সমন্বয়ে বিভিন্ন ইউনিট প্রতিষ্ঠানের নিজস্ব বাদকদলের ব্যান্ডের তালে তালে সুশৃঙ্খল কুজকাওয়াজ প্রদর্শন করে। এরপর তায়কোয়ান্দো দলের শারীরিক কসরত প্রদর্শনী, হাউসভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রীর পরিবেশনায় প্রদর্শিত হয় মনোমুগ্ধকর ফিল্ড ডিসপ্লে। আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় কাজী নজরুল ইসলাম হাউস এবং রানার আপ হয় ড. কুদরত-ই-খুদা হাউস।

নিজস্ব প্রতিবেদক । ০৪ ফেব্রুয়ারি ২০২৪


গুলশানের কিংফিশার বারে পুলিশের অভিযান

গুলশানের কিংফিশার বারে পুলিশের অভিযান

লাইসেন্সের নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করায় রাজধানীর গুলশানের কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বারকে সতর্ক করেছে পুলিশ। এর পর থেকে নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ।রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে গুলশান থানা পুলিশ বারটিতে অভিযান পরিচালনা করে।গুলশান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাইসেন্সের নিয়ম অনুযায়ী রাত সাড়ে ১০টার পর কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বার তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এছাড়া লাইসেন্সের নিয়ম অনুযায়ী বারে কোনো ধরনের গান-বাজনার অনুমতি নেই।তবে লাইসেন্সের বাধ্যবাধকতা তোয়াক্কা না করে বারটি মধ্যরাত পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া মধ্যরাত পর্যন্ত বারটিতে চলে গান-বাজনা। ফলে দীর্ঘদিন ধরে লাইসেন্সের নিয়ম ভঙ্গ করায় অভিযান পরিচালনা করে গুলশান থানা পুলিশ।এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, লাইসেন্সের নিয়ম অনুযায়ী কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বারের রাত সাড়ে ১০টার পর কার্যক্রম পরিচালনা করার কোনো অনুমতি নাই। তাই পুলিশ গতকাল রাতে গিয়েছিল সেখানে। রাত সাড়ে ১০টার পর যেন আর তাদের কার্যক্রম না পরিচালনা করা হয় সে বিষয়ে সতর্ক করে এসেছে পুলিশ। এছাড়া তাদের গান-বাজনা বাজানোরও অনুমতি নেই। সেই বিষয়েও তাদের সতর্ক করা হয়েছে।অনিয়মের সত্যতা স্বীকার করে বার কর্তৃপক্ষ পুলিশকে জানায়, তারা আর লাইসেন্সের নিয়ম ভেঙে ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে না। তারপরেও যদি তারা (কিংফিশার বার) নিয়ম ভেঙে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে তবে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ।এদিকে নিয়ম ভেঙে কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে কিংফিশার রেস্টুরেন্ট অ্যান্ড বারে একাধিকবার ফোন করলেও কেউ রিসিভ করেননি।

নিজস্ব প্রতিবেদক । ২৯ জানুয়ারি ২০২৪


বগুড়ার শাখারিয়া পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংক থেকে টাকা চুরি

বগুড়ার শাখারিয়া পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংক থেকে টাকা চুরি

বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে । শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল বাজার এলাকায় অবস্থিত ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে।আজ শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ। তিনি জানান, শাখারিয়া পল্লীমঙ্গলে বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা।ওসি আরও বলেন, ‘প্রাথমিক ধারণা দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। এ উপশাখায় নিরাপত্তাকর্মী নেই। এ ছাড়া পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আমাদের একাধিক টিম কাজ শুরু করেছে।’ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই। পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।’

নিজস্ব প্রতিবেদক । ২৭ জানুয়ারি ২০২৪


বাঙালির চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে হবে: বাহাউদ্দিন নাছিম

বাঙালির চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে হবে: বাহাউদ্দিন নাছিম

ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার মধ্য দিয়ে বাঙালির চেতনা ও মূল্যবোধ জাগ্রত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।তিনি বলেছেন, ঢাকার সঙ্গে আমাদের অনেক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক বিষয় জড়িত। যেগুলো নিয়ে অনেক গবেষক, ইতিহাসবিদ কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটির মেয়র এ বিষয়গুলো রক্ষা করবেন। তিনি ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার মধ্য দিয়ে বাঙালির চেতনা, মূল্যবোধ এবং ঐতিহ্যকে আরও জাগ্রত করতে সক্ষম হবেন।বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজার সংলগ্ন এলাকায় সংস্কার পরবর্তী ঐতিহাসিক ‘ঢাকা ফটক (গেট)’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।বাহাউদ্দিন নাছিম বলেন, আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঢাকাসহ পুরো বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করার একটি মহতী উদ্যোগ নিয়েছেন। সেজন্য তাকে অভিবাদন জানাই। ঢাকা সিটি করপোরেশনের মেয়র এমনই উদ্যোগ নেবেন, এটা খুবই স্বাভাবিক।তিনি বলেছেন, মুনতাসীর মামুন স্যার বলেছেন, সেই স্বাভাবিক উদ্যোগ অনেক প্রচেষ্টা করেও তিনি কাউকে দিয়ে করাতে পারেননি। কিন্তু আমাদের বর্তমান মেয়র সেই স্বাভাবিক কাজটি দ্রুতগতিতে উদ্যোগ নিয়ে করেছেন। এটিই হলো স্বাভাবিকের ভেতরে অস্বাভাবিক কাজ। সুতরাং এই অস্বাভাবিক কাজটি আমাদের আগামীদিনের জন্য আরও করে যেতে হবে।

নিজস্ব প্রতিবেদক । ২৪ জানুয়ারি ২০২৪


আদম তামিজির মানসিক স্বাস্থ্য পরীক্ষা আজ

আদম তামিজির মানসিক স্বাস্থ্য পরীক্ষা আজ

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে আজ বুধবার। গতকাল ডিবি সূত্র তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে, তাকে গত ৯ ডিসেম্বর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন গত ১০ ডিসেম্বর তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়। এরপর থেকে তিনি রিহ্যাব সেন্টারেই ছিলেন। আদম তমিজী হককে গ্রেপ্তারের পর ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘মানসিকভাবে অসুস্থ থাকায় তাকে রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। মানসিক পরীক্ষার পর তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক । ০৩ জানুয়ারি ২০২৪


সর্বাধিক পঠিত

রাজধানীতে ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হারুন উর রশিদ - বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশ ও ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এর যৌথ উদ্যোগে টুরিজম সেক্টরের উন্নতি, সুযোগ সুবিধা ও সমস্যা নিরসনে একসাথে কাজ করার লক্ষ্যে দেশের বিভিন্ন ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল। মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি নেক্সট ট্যুর এন্ড ট্রাভেলের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপানা পরিচালক আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের প্রধান, উপ মহাপরিদর্শক মো: আবু কালাম সিদ্দিক।অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে টুরিস্ট পুলিশ কর্মকর্তাদের অবহিত করেন। অসাধু টুরিস্টদের পর্যটনের নামে মাদক পাচার, পর্যটন কেন্দ্রগুলোতে ফটোগ্রাফারদের প্রতারণা, মাছ বিক্রেতাদের পচা মাছ বিক্রির অভিনব প্রতারণার বিষয় উঠে আসে। জবাবে প্রধান অতিথি আবু কালাম সিদ্দিক বলেন, 'ইতোমধ্যে টুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটন কেন্দ্রগুলোতে হাই ভোল্টেজ সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। এছাড়াও টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বারে যোগাযোগ করে সর্বোচ্চ সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পর্যটকেরা যেন নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে পারে একজন্য ট্যুরিষ্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা-সিলেট-ময়মনসিংস বিভাগের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার মোঃ নাঈমুল হক, বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের আইন ও মিডিয়া বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা সহ আরো অনেকে।সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর বলেন, "টুরিষ্ট পুলিশ ও স্টেকহোল্ডার নিয়ে মতবিনিময় সভার মূল উদ্যেশ্য হলো আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি তারা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই মিলে একটা প্লাটফর্মে থাকলে যে কোন সমস্যা দ্রুতই সমাধান করা যায়। পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের সাথে বিভিন্ন সমস্যা হয়ে থাকে এই বিষয় গুলো নিয়ে ট্যুরিষ্ট পুলিশের সাথে আমাদের আলোচনা। এতে করে পর্যটকেরা পর্যটনে উদ্বুদ্ধ হবে। বিভিন্ন স্টেকহোল্ডার নিয়ে একতাবদ্ধ ভাবে কাজ করবে নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল। সকলের সহযোগিতায় মাধ্যমে এগিয়ে যাবে বহুদুর।"নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সির পরিচালক শাহীনুর ইসলাম মাহিন বলেন, "অনেকের ভ্রমণের ইচ্ছা থাকা সত্বেও ভালো যোগাযোগ না থাকায় ভ্রমণে যেতে পারেন না। যারা ভ্রমণপ্রিয় মানুষ তাদের জন্যই আমরা কাজ করে থাকি। উল্লেখ্য, নেক্সট ট্যুর এন্ড ট্রাভেল দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি দেশের বাইরে এমন কি হজ্জ প্যাকেজিং নিয়েও কাজ করে যাচ্ছে। "

নিজস্ব প্রতিবেদক । ০২ জানুয়ারি ২০২৪


নির্বাচনী প্রচারণায় তামাকপণ্যের ব্যবহার বন্ধের আহ্বান ১৫ সংগঠনের

নির্বাচনী প্রচারণায় তামাকপণ্যের ব্যবহার বন্ধের আহ্বান ১৫ সংগঠনের

জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সিগারেট, বিড়ি, গুল, জর্দাসহ সকল তামাকজাত দ্রব্য বিতরণ ও ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছে ১৫টি তামাকবিরোধী সংগঠন। বিবৃতিতে জানানো হয়, অতীতে প্রার্থী এবং কর্মীদের পক্ষ থেকে প্রচারণাসহ সাধারণ ভোটারদের মনোযোগ আকর্ষণে বিড়ি-সিগারেটসহ অন্যান্য তামাকজাত দ্রব্য বিতরণ/ব্যবহার লক্ষ্য করা গেছে। বিগতসময়ের ধারাবাহিকতায় চলমান নির্বাচনী প্রচার-প্রচারণাতেও তামাকপণ্যের ব্যবহার পরিলক্ষিত হলে তা জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি তরুণদের মধ্যে তামাকপণ্য সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করবে।বাংলাদেশে তামাকের ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে দেশে ৩ কোটি ৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও পরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ। তামাক ব্যবহারের কারণে বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে। তামাক সেবনের ফলে হৃদরোগ ও স্ট্রোক হওয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় এবং মুখ গহ্বর, ফুসফুস, খাদ্যনালীসহ প্রায় ২০ ধরনের ক্যানসার হয়। বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি) এর প্রথম স্বাক্ষরকারী দেশ। সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনস্বাস্থ্যের উন্নয়ন ও সুরক্ষা এবং ৩২ অনুচ্ছেদে মানুষের জীবনের অধিকার রক্ষণ করা হয়েছে। এছাড়া তামাকের ভয়াবহতা উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দেন। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আইন সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে।সার্বিক বিবেচনায় তামাকের নেতিবাচক প্রভাব থেকে জনসাধারনের সুরক্ষায় চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় তামাকজাত দ্রব্য বিতরণ/ব্যবহার না করার বিষয়টি সকল প্রার্থীদের রাজনৈতিক অঙ্গিকার হিসাবে যুক্ত করা হলে তা জনস্বাস্থ্য উন্নয়নে একটি যুগান্তকারী সাফল্য হিসাবে বিবেচিত হবে। এটি তামাকমুক্ত বাংলাদেশ অর্জনেও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে বিবৃতিতে জানিয়েছে তামাকবিরোধী সংগঠনসমূহ।বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হচ্ছে প্রজ্ঞা, ডব্লিউবিবি ট্রাস্ট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এইড ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, ডরপ, ডাস, মানস, উন্নয়ন সমন্বয়, বিইআর, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, টিসিআরসি, বিসিসিপি, নারী মৈত্রী এবং স্বাস্থ সুরক্ষা ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক । ০২ জানুয়ারি ২০২৪


মানসিক চাপে অসুস্থ আদম তমিজি হককে রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি

মানসিক চাপে অসুস্থ আদম তমিজি হককে রিহ্যাব সেন্টারে পাঠাল ডিবি

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হককে চিকিৎসার জন্য রাজধানীর একটি রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছে।গত শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল তাকে গুলশানের বাসা থেকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদ শেষে সাবেক এই আওয়ামী লীগ নেতাকে গুলশানের একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়েছে। সূত্র মতে জানা গেছে, প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেন। তারা বলছেন, আদম তমিজি হক প্রচন্ড মানসিক চাপে রয়েছেন এবং সেই জন্যই তিনি মূলত বিভিন্ন সময় বিভিন্ন অসংলগ্ন কথা বার্তা বলেছেন। ডিবি কর্মকর্তারা মনে করেছেন তার চিকিৎসা প্রয়োজন, সেই জন্যই তাকে রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়েছে।গত সেপ্টেম্বরে বিদেশ থেকে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট পুড়িয়ে আলোচনায় আসেন আদম তমিজি হক। পরে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। গত ১৩ নভেম্বর দেশে ফেরেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত এই নাগরিক।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আদম তমিজির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত ১৬ নভেম্বর রাতে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। ফেসবুক লাইভে এসে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে ফেলে আলোচনায় এসেছেন হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হক। তার এমন কর্মকাণ্ডে দেশের প্রাচীন এই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।তবে হক গ্রুপের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী। একইসঙ্গে তিনি জানিয়েছেন, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত হক গ্রুপ নিয়মমাফিক চলবে। এর অর্জিত লভ্যাংশ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন করা হবে।এর আগে এক ফেসবুক পোস্টে আদম তমিজী হক ঘোষণা দিয়েছিলেন, ‘আমি আদম তমিজী হক। হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। আমি আমার প্রতিষ্ঠানের সকল শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সকলের প্রতি সততা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেকের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠান থেকে আমি ও আমার পরিবার কখনো কোনো লভ্যাংশ গ্রহণ করি নাই, ভবিষ্যতেও করবে না। আমি ও আমার দ্বারা নির্দিষ্টকৃত আমার পরিবার প্রতিষ্ঠানের মালিক ও অভিভাবক মাত্র।’ব্যারিস্টার তমিজুল হকের ছেলে আদম তামিজী হক ১৯৭৬ সালের ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি স্কুলজীবনে ইংল্যান্ডের বোর্ডিং স্কুলে কাটিয়েছি। ১৬ বছর বয়সে তিনি বোর্ডিং স্কুল ছেড়ে লন্ডনের একটি টিউটোরিয়াল কলেজে চলে যান। তানজানিয়ার জাঞ্জিবারে অল্প কিছুদিন থাকার পরে, আদম উত্তর ইংল্যান্ডের হাডারসফিল্ডে চলে যান এবং হাডারসফিল্ডের হিলটন হোটেলে কাজ করার আগে ক্যাটারিংয়ের একটি কোর্স করেন। 

আদম তমিজী হক যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮ বছর বয়স থেকে হক গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তবে ২০০২ সালে শুরু করার পরে তিনি শুধুমাত্র ড্রাইসেল এবং সাবানের ব্যবসায় যুক্ত ছিলেন এবং কেবল ২০১১ সালে ম্যানেজিং ডিরেক্টর হওয়ার পরে নিজেকে বিস্কুটের সঙ্গে জড়িত করেছেন। 

আদম তামিজী এখন বাংলাদেশে বসবাস করছেন, মানবাধিকার এবং সমাজের জন্য কাজ করছেন। তিনি ২০১৭ সালে রাজনীতিতে যোগদান করেন, বর্তমানে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে অনেক প্রকল্পে কাজ করছেন। বিদেশি বাণিজ্য ও দেশীয় ব্যবসায়ের প্রসারের মাধ্যমে হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ৫০ হাজারেরও বেশি কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকদের নিযুক্ত করেছেন। ব্যবসায়ী হিসেবে তিনি দেশের রাজস্ব খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আদম তামিজী হক (জন্মঃ ২৯ ডিসেম্বর, ১৯৭৬) একজন বাংলাদেশি শিল্পপতি, ব্যবসায়ী, এবং সমাজসেবক। তিনি এ. টি. হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং একজন বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি।সুদূর ইংল্যান্ডে পড়াশোনা করার সময়ও তার হৃদয় বাংলাদেশেই ছিল। তার হৃদয় সর্বদা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাঁদে। স্বপ্ন ছিল বাংলাদেশে এসে সৎ ও সাহসের সঙ্গে দেশ ও দেশবাসীর পক্ষে কাজ করা। তিনি যেকোনো দুর্যোগে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলায় সব ধরনের লোকের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। পারিবারিকভাবে সুযোগপ্রাপ্ত হওয়ায় তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি শিক্ষা-প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়নে মানুষের পাশে ছিলেন। শৈশবকাল থেকেই তিনি ক্রমাগত বঙ্গবন্ধুর আদর্শ, দিকনির্দেশ এবং বক্তৃতায় অনুপ্রাণিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতা ও রাজনৈতিক আদর্শ। রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার আগে তিনি বঙ্গবন্ধু আদর্শের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে জড়িত ছিলেন। তার সংগঠন ‘মনোবিক বাংলাদেশ সোসাইটি’ নগরীর প্রতিটি এলাকায় কাজ করছে। এর শাখা পুরো ঢাকাজুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও সমগ্র বাংলাদেশে এর শাখা প্রতিষ্ঠিত হয়েছে। আদম তমিজী হক সিআইপি দারিদ্র্যমুক্ত সমাজ গঠনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সুধু তাই নয় বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আদম তমিজী হক দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের স্বপ্নকে লালন করেছিলেন। এ তরুণ শিল্পপতি মনে করেন যে ১৮০ মিলিয়ন মানুষের মৌলিক চাহিদা মেটাতে বাংলাদেশের সম্পদ রয়েছে; তবে সবার লোভকে সন্তুষ্ট করার পক্ষে তা যথেষ্ট নয়।আদম তমিজী হক কেবল ব্যবসায়ী ও শিল্পপতিই নন, তিনি সামাজিক ও নাগরিক দায়বদ্ধ ইতিবাচক পরিবর্তনের স্বপ্নদ্রষ্টাও বটে। ফলস্বরূপ, ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষা এবং রাজধানীকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার স্বপ্নকে লালন করেছে।আদম তমিজী হক দরিদ্রদের মধ্যে উদার সমাজসেবী হিসেবে সুপরিচিত।আদম তমিজী হক এমন একটি সমাজ গঠনে লড়াই করে যাচ্ছেন যেখানে দারিদ্র্যের অভিশাপ কেউ ভোগ করবে না।তিনি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোবল হিসেবে কাজ করে মানবিক বাংলাদেশ গড়ার মনস্থির করেন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আদম তমিজী হক মানবিক বাংলাদেশ নামে একটি সংস্থা গঠন করেছেন। এ দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অসহায় শিশুদের পড়াশোনা, চিকিৎসা ও শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখেন নূরউদ্দিন রানা।আদম তমিজী হক একজন প্রতিভাবান এবং সফল ব্যক্তিত্ব যিনি সাফল্য এবং কৃতিত্বের সিঁড়িতে উঠে এসেছেন। ২০১০ সালে তিনি হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং হক গ্রুপকে বাংলাদেশের অন্যতম এফএমসিজি সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেন।

নিজস্ব প্রতিবেদক । ১০ ডিসেম্বর ২০২৩


নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্ত চায় নারী মৈত্রী

নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্ত চায় নারী মৈত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী ইশতেহারে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক দাবি অন্তর্ভুক্তের জন্য প্রস্তাব জানিয়েছেন বেসরকারি সামাজিক সংগঠন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার।বৃহস্পতিবার সকাল ০৯ টায় নারী মৈত্রীর নিবাহী পরিচালক শাহীন আকতার ডলির প্রতিনিধিত্বে নারী মৈত্রীর একটি টীম ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক জনাব ড. আব্দুর রাজ্জাক, এমপি এর নিকট তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তাবসমূহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তকরনের জন্য হস্তান্তর করেন। প্রস্তাবসমূহ গুলো হলো: তামাক ব্যবহার নিরুৎসাহিতকরণে এফসিটিসির আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ, স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এর অর্থ দিয়ে তহবিল গঠন করে দেশব্যাপ জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ,তামাকজাত পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাসে তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক-শুল্ক নীতি প্রণয়ন, তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ কার্যক্রম পরিচালনা।। ড. আব্দুর রাজ্জাক এমপি প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনায় নিবেন বলে জানান এবং আগামীতেও এ ধরণের কাজে সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক । ১০ ডিসেম্বর ২০২৩


আড়াই ঘণ্টায় ঢাকা-কক্সবাজার ট্রেনের সব টিকিট শেষ

আড়াই ঘণ্টায় ঢাকা-কক্সবাজার ট্রেনের সব টিকিট শেষ

ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি শুরু করেছে।কক্সবাজারের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী বলেন, 'আজ সকাল ৮টা থেকে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও রেলস্টেশনে বিক্রি করা হচ্ছে।'আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি আরও বলেন, 'সারা দেশের মানুষ অনলাইনে ট্রেনের টিকিট কিনছেন। ঢাকা থেকে কক্সবাজার রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার থেকে ঢাকা রুটের কিছু টিকিট এখনো বাকি আছে।'আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়বে বলেও জানান তিনি।গোলাম রাব্বানী বলেন, প্রাথমিকভাবে টিকিট কাউন্টার খোলা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি সেবা চালু করা হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন। আগামী ১ ডিসেম্বর থেকে আন্তঃনগর এই ট্রেন চালু করার কথা রয়েছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দুই ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে। শোভন চেয়ার ও এসি চেয়ার। ঢাকা থেকে কক্সবাজারে শোভন শ্রেণির টিকিটের মূল্য ৬৯৫ ও স্নিগ্ধা এসি চেয়ারের মূল্য এক হাজার ৩২৫ টাকা। আর কক্সবাজার-চট্টগ্রাম রুটের শোভন চেয়ারের ভাড়া ২৫০ টাকা ও স্নিগ্ধা এসি চেয়ারের ভাড়া ৪৭০ টাকা। এই ট্রেনে মোট ১৬টি কোচ রয়েছে। ১৪টি যাত্রীবাহী ও দুটি খাবারের। মোট আসন রয়েছে ৭৮০টি। এর মধ্যে শোভন শ্রেণির ৪৫০টি ও এসি চেয়ারের ৩৩০টি।

নিজস্ব প্রতিবেদক । ২৩ নভেম্বর ২০২৩


ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত

ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।নিহতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।এদিকে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক । ২৩ নভেম্বর ২০২৩


বগুড়ায় চোর সন্দেহে শাখারিয়া ইউনিয়নের কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ৩

বগুড়ায় চোর সন্দেহে শাখারিয়া ইউনিয়নের কিশোরকে পিটিয়ে হত্যা, আটক ৩

বগুড়ায় চোর সন্দেহে জয় নামে ১৮ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত জয় বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরুইল গ্রামে মন্টুর বাড়িতে প্রবেশ করে জয়। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে জয় বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে উঠে লুকানোর চেষ্টা করে। কিন্তু এসময় মন্টু ও তার ভাই তাকে কাঁঠাল গাছ থেকে নামিয়ে এনে বেদম মারপিট করে। ততক্ষণে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু ব্যক্তি এসে জয়কে মারপিট শুরু করে। মারপিটের এক পর্যায়ে মন্টুর বাড়িতেই জয় মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।।বগুড়া সদর থানার ওসি মো. সাইহান ওলিউল্লাহ জানান, এ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাবে না। জয় হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চোর সন্দেহে জয়কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক । ২০ নভেম্বর ২০২৩


তামাক থেকে আয়ের চেয়ে ব্যয় বেশি প্রায় ২৭ শতাংশ : হোসেন আলী খন্দকার

তামাক থেকে আয়ের চেয়ে ব্যয় বেশি প্রায় ২৭ শতাংশ : হোসেন আলী খন্দকার

তামাক থেকে সরকারের যে রাজস্ব আয় আসে তার চেয়ে তামাক ব্যবহারজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা বাবদ ব্যয় ২৭ শতাংশ বেশী বলে জানিয়েছেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল (এনটিসিসি) সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকারতামাকের কারণে বার্ষিক ক্ষতি প্রায় আট হাজার কোটি টাকা । তামাক ব্যবহারের ফলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। তামাক থেকে বার্ষিক রাজস্ব আয় প্রায় ২২ হাজার ৮১০ কোটি এবং চিকিৎসা ব্যয় প্রায় ৩০ হাজার ৫৭০ কোটি টাকা ।শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত ’জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন ও আমাদের করণীয়‘ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।হোসেন আলী খোন্দকার বলেন, মানুষের ভ্রান্ত ধারণা দূর করার পাশাপাশি প্রয়োজন তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা। তামাকের বিরুদ্ধে আমাদের সকলকে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) প্রোগ্রামস অফিসার মো. আব্দুস সালাম মিয়া বলেন, তামাক একটি প্রাণঘাতী দ্রব্য। তামাকের পক্ষে বলার মতো একটি শব্দও নেই। তামাক পরিবেশ, অর্থনীতি ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। টোব্যাকো এটলাস ২০১৮- এর তথ্য মতে তামাক ব্যবহারজনিত রোগে প্রতিবছর বাংলাদেশে এক লাখ ৬১ হাজার মানুষ অকালে মৃত্যুবরণ করেন। তার মানে প্রতিদিন ৪৪২ জন মানুষ প্রাণ হারান। জনস্বাস্থ্যের সুরক্ষায় ও জীবন রক্ষায় দ্রুততম সময়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে এখনই।আর একটি প্রাণও যাতে না হারাতে হয় তামাকের কারণে সে প্রেক্ষাপটে সোহরাব হাসান বলেন, প্রতিদিন মানুষ প্রাণ হারাচ্ছেন এই ভয়ঙ্কর তামাকের আগ্রাসনে। তামাকের এই সর্বগ্রাসী আগ্রাসন ও তামাক মহামারী আমাদের জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। আমাদের তামাকের ভয়াবহতা সম্পর্কে আরও সোচ্চার হতে হবে ।পাশাপাশি তামাক কোম্পানি গুলোর কার্যক্রম নিষিদ্ধ করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করতে হবে।নারী স্বাস্থ্যের কথায় জোর দিয়ে দৈনিক ভোরের কাগজের সম্পাদক বলেন, ধূমপান শুধু ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করে না, উপরন্তু যারা তাদের আসে পাশে থাকে তারাও এর ক্ষতির প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। বিশেষভাবে শিশু, নারী ও নারীর গর্ভের সন্তান ক্ষতিগ্রস্ত হয়। তাই জনস্বাস্থ্য রক্ষায় সকল পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও গণপরিবহণে ধূমপানের জন্য নির্ধারিত স্থান নিষিদ্ধ করতে হবে।সভাপতির বক্তব্যে নারী মৈত্রী নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, বর্তমানে তরুণরা ই-সিগারেট এর প্রতি বেশি আসক্ত হয়ে পরছে। তাদের এই আসক্তি থেকে বের করে আনতে ই-সিগারেট বাজারজাত বন্ধ করা অত্যন্ত জরুরী। শুধু তাই নয় বন্ধ কর‍তে হবে সিগারেট এর খুচরা শলাকা বিক্রি। পাশাপাশি তামাকজাত পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার ৫০ শতাংশ থেকে ৯০ শতাং‌শে বৃদ্ধি করা এবং বিক্রয় স্থানে তামাকজাত দ্রব্যের প্রদর্শন বন্ধ করতে হবে।

নিজস্ব প্রতিবেদক । ১৮ নভেম্বর ২০২৩


একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশকে ফিলিস্তিন হতে দেব না - হুইপ স্বপন

একবিন্দু রক্ত থাকতে বাংলাদেশকে ফিলিস্তিন হতে দেব না - হুইপ স্বপন

শনিবার সকালে জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত জয়পুরহাট ডিস্ট্রক্ট স্টুডেন্টস ডে-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত এক সভায় একজন শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে বলেছেন, পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মুসলমান জনগোষ্ঠীর আবাসভুমি অর্থনৈতিকভাবে উদীয়মান বাংলাদেশ রাষ্ট্রটি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। একজন নির্ভিক, দৃঢ়চেতা, শক্তিশালী রাষ্ট্রনেতার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশের এই এগিয়ে চলা পৃথিবীর অনেক রাষ্ট্র ভাল চোখে দেখছেন না। জাতির পিতা বঙ্গবন্ধুর দর্শন মোতাবেক আমরা কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলছি। কিন্তু উদীয়মান অর্থনীতির রাষ্ট্র হিসেবে এবং ভৌগলিক স্ট্র্যাটেজিক কারনে আমাদের ওপর বিভিন্ন স্পর্শকাতর রাষ্ট্রজোটে যোগদানের চাপ রয়েছে। যা ভবিষ্যতে আমাদের নিরঙ্কুশ সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ফিলিস্তিনিদের মত নিজ আবাসভুমিতে পর্যুদস্ত পরবাসী হওয়ার আশঙ্কা রয়েছে। ইরাক, আফগানিস্তানের মত অস্থিতিশীল ও পরনির্ভর দেশে রূপান্তরের চরম আশঙ্কা রয়েছে। বঙ্গবন্ধুর সৈনিকদের বুকে এক ফোঁটা রক্ত থাকতে আমরা বাংলাদেশকে ফিলিস্তিন হতে দেব না। তিনি বলেন, ফিলিস্তিনীদের ওপর গণহত্যাকারীদের সমর্থক কতিপয় রাষ্ট্রের তল্পীবাহক বাংলাদেশে আন্দোলনে ব্যর্থ দেশপ্রেমহীন একটি গোষ্ঠী দেশকে বিপদে ফেলে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠার গভীর ষড়যন্ত্র করছে। বিদেশীদের সহায়তায় একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে ক্রমশঃ দূর্বল রাষ্ট্রে পরিণত করে পশ্চিমাদের কলোনিতে পরিণত করার কোন চক্রান্ত বাংলার মুক্তিকামী জনতা সফল হতে দেবে না। তিনি বলেন, আমাদের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পুতুল সরকার প্রতিষ্ঠার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। সংবিধানের ৭ক অনুচ্ছেদে কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা উহা করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে সর্বোচ্চ দন্ডে দন্ডিত হবেন। সংবিধানের সমগ্র ৭ অনুচ্ছেদ মৌলিক ধারাসমৃদ্ধ এবং এই ধারাসমুহ পরবর্তী সময়ে কোন সংসদ সংবিধান সংশোধন দ্বারা বাতিল করতে পারবে না। রাবার স্ট্যাম্প সংসদ বানিয়ে এই অনুচ্ছেদ বলপূর্বক বাতিল করলেও আদালতে গেলেই তা বাতিল হয়ে যাবে। কোন বিদেশী ষড়যন্ত্র বা অহি বলে বাংলাদেশে নির্বাচিত রাজনৈতিক সরকার অসাংবিধানিক পন্থায় পরিবর্তন করতে হলে অবশ্যই দেশের কোন সংঘবদ্ধ শক্তিশালী গোষ্ঠি প্রয়োজন হবে যারা বল প্রয়োগ করবেন এবং কিছু ব্যক্তিকে সেই উদ্যোগ গ্রহণ করতে হবে। পুতুল সরকার পরিচালনা করতে হলেও কিছু ব্যক্তির প্রয়োজন হবে। আইনগত প্রক্রিয়ায় মৃত্যুদন্ডের ঝুঁকি নিতে এই বাংলায় আর কেউ পুতুল সরকার বসাতে বা পরিচালনা করতে এগিয়ে আসবে না। সুতরাং নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র বৈধ প্রক্রিয়া। যারা বিদেশী মদদে ক্যূ করার দিবাস্বপ্নে বিভোর আছেন, তাদের এসব অলীক বাসনায় অপেক্ষা না করে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাই। যেসব বিদেশীরা এসব কল্পনা রোগে ভুগছেন তাদের অনুরোধ করব, আপনাদের দাসদের নির্বাচনে আসতে হুকুম জারি করুন। এই ভুমি ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, সোমালিয়া নয়। এই ভুমি ৩০ লক্ষ মানুষের রক্তবিধৌত বাংলাদেশ। জয়পুরহাট স্টুডেন্টস এসোসিয়েশন, বগুড়া- জেসাব আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগিবুল হাসান রিপু এমপি, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর পৌরসভা মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, মাসুদুর রহমান রানা, মৌশিক আহমেদ প্রীতম, সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানে বগুড়ায় অধ্যয়নরত জয়পুরহাট জেলার বেশ কিছু শিক্ষার্থী হুইপ স্বপনকে জেলার উন্নয়ন, নাগরিক সুবিধা- অসুবিধা, কর্ম সংস্থান বিষয়ক নানাবিধ প্রশ্ন করেন। তিনি প্রশ্নগুলোর উত্তর দেন এবং শিক্ষার্থীদের নানা পরামর্শ গ্রহণ করে তার উপর কাজ করার প্রতিশ্রুতি দেন। আলোচনা শেষে মোঃ রেজাওয়ানুল ইসলাম রোকনকে সভাপতি এবং নাহিদ হাসান নিশানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে জেসাবের নতুন কমিটি গঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক । ১৮ নভেম্বর ২০২৩


বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলেও নিতে পারে। বৃহস্পতিবার দুপুর ১২টার গণমাধ্যমকে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও গভীর নিম্নচাপটি বাংলাদেশে আঘাত হানতে পারে।আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (৪) বলা হয়েছে, উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এ কারণে দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর-পূর্ব দিকে এগোতে ও ঘনীভূত হতে পারে।এদিকে বৃহস্পতিবার আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপের প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অন্যদিকে গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড় রূপ নেয় তা হলে নাম হবে 'মিধিলি'। মিধিলি নামটি মালদ্বীপের দেওয়া। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ে রূপ নিলেও এর তীব্রতা খুব বেশি হবে না। অল্পসময়ের মধ্যে লঘুচাপ, লঘুচাপ থেকে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।আরও কাছাকাছি গভীর নিম্নচাপ, কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার, আরও কাছাকাছি গভীর নিম্নচাপ, কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে গভীর নিম্নচাপটি। পরে শনিবার ভোর নাগাদ বাংলাদেশের মোংলা এবং খেপুপাড়ার মধ্যদিয়ে উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় এর গতি থাকতে পারে ৫৫ থেকে ৬৫ কিলোমিটার, যা ঝোড়ো হওয়ার আকারে সর্বোচ্চ ৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক । ১৬ নভেম্বর ২০২৩


গাজীপুরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুসকা গার্মেন্টস কারখানার শ্রমিকরাও।বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের পর থেকে কোনাবাড়ী বিসিক এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় তুসকা গার্মেন্টস কারখানা এলাকায় ফের সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের একাধিক টহল টিম কাজ করছে।জানা গেছে, পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা আন্দোলন নামেন। সকাল ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-শিববাড়ী সড়কে বন্ধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। কিছু সময় পর গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় তারা কাঠ, গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়।পরে দুপুরের খাবারের বিরতির পর থেকেই শ্রমিকরা আন্দোলন শুরু করেন। প্রথমে কোনাবাড়ী বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এরপর মিছিল করতে করতে আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। তুসকা গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরাও রাস্তা নেমে আসেন। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ চলছিল বলে জানা গেছে।র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, শ্রমিকদের প্রথমে আমরা শান্ত থাকতে অনুরোধ করি। তারা আমাদের অনুরোধ উপেক্ষা আন্দোলনের নামে নাশকতামূলক কাজ শুরু করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক বলেন, পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ চলছে। এ মুহূর্তে কিছুই বলা যাবে না।

নিজস্ব প্রতিবেদক । ০৯ নভেম্বর ২০২৩


চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও তিনজন।আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারীর চারিয়া এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।তিনি জানান, একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. রশিদ জানান, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে।হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার সাদেক হোসেন বলেন, 'চারিয়ার ইজতেমা মাঠ সংলগ্ন জায়গায় বাস-অটোরিকশার সংঘর্ষে সাত জন মারা গেছেন। খবর পেয়েছে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি।'দুর্ঘটনাস্থলের পাশের একটি দোকানের দোকানি মোহাম্মদ লোকমান বলেন, 'বিকট শব্দের পর সড়কে গিয়ে দেখিয়ে মানুষের দেহের ছিন্নভিন্ন অংশ। অটোরিকশার সামনে চালক আটকে পড়েছিল। তাকে টেনে বের করে একটি গাড়িতে তুলে দিই হাসপাতালে নেওয়ার জন্য। বাকি সাতজন ঘটনাস্থলেই মারা গেছেন।''অটোরিকশাটি সঠিক লেনেই চলছিল। কিন্তু বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভুল লাইনে ঢুকে পড়ে এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়', বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক । ০৭ নভেম্বর ২০২৩