সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয় বলে জানা গেছে।এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ছাড়াও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীসহ উভয় পক্ষের প্রায় ১০ থেকে ১২ জন আহত হন।রবিবার (৫ নভেম্বর) রাত ৯ টার দিকে আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন আগে হাসিবুল ইসলাম অন্তর নামের এক শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে ডেকে নিয়ে বেড়ধক পিটিয়ে আহত করা হয়। পরে গত ২ নভেম্বর তার মৃত্যু হয়। অন্তরের হত্যাকারীদের শাস্তির দাবিতে আজ রোববার (৫ নভেম্বর) সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় চাঁনগাও এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে।অয়ন নামের এক শিক্ষার্থী জানান, রাতে এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ ঘটনায় আমাদের ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, “আপনারা সকলে লাঠি সোটা নিয়ে রাস্তায় বের হয়ে যান। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এলাকাবাসীর ওপর হামলা করেছে। আপনারা যে যেখানে আছেন সকলে রাস্তায় বের হয়ে আসুন। ছাত্ররা এলাকাবাসীর উপর হামলা করেছে। আপনারা যে যেখানে আছেন সকলে নিজ নিজ লাঠি নিয়ে রাস্তায় বের হয়ে যান।”এলাকাবাসী অভিযোগ করেছে, তাদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে তারা আলোচনা করেন। এ খবর পেয়ে শিক্ষার্থীরা চাঁনগাও এলাকায় প্রায় দুই শতাধিক দোকান পাট ও বাসা বাড়ি ভাঙচুর করেন। এসময় শিক্ষার্থীরা একটি দোকান আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে চাঁনগাও এলাকায় একটু ঝামেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
নিজস্ব প্রতিবেদক । ০৫ নভেম্বর ২০২৩
শত শত নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি হলে গিয়ে দেখেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ।ঈশ্বরগঞ্জ সোনালী টকিজ সিনেমা হলে 'মুজিব: একটি জাতির রূপকার' বায়োপিকটি উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, মেম্বারসহ শত শত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে সিনেমাটি দেখতে যান সাফির উদ্দিন আহমেদ। সিনেমাটি দেখে উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই সিনেমার শেষ দৃশ্যে ১৫ ই আগস্ট এর নির্মম ঘটনার চিত্রায়ন দেখে কান্নায় ভেঙে পড়েন।সিনেমার শেষে হল থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সকলকে নিজস্ব আবেগকে শক্তিতে রূপান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান সাফির উদ্দিন আহমেদ। এছাড়া দেশের সঠিক ইতিহাস জানার জন্য এবং বঙ্গবন্ধুকে জানার জন্য তিনি সকলকে দলে দলে হলে গিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত সিনেমাটি দেখার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক । ১৮ অক্টোবর ২০২৩
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নববিবাহিত অংসু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত যুবক কেরানীগঞ্জের রুহিতপুর এলাকার বাসিন্দা। শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘা সুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বৌভাতের শেরওয়ানি কিনতে ওই যুবক ঘর থেকে বের হয়েছিলেন।নিহতের বন্ধু আসিফ হোসেন শুভ জানান, গতকাল বিয়ে করেন অংসু। আজ দুপুরে বৌভাতের আয়োজন ছিল। সে তার নিজের শেরওয়ানি কেনার জন্য বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিল। পথে সড়ক দুর্ঘটনায় মারা গেল। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান,'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'
নিজস্ব প্রতিবেদক । ১৪ অক্টোবর ২০২৩
বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেল টেকনোলজিষ্ট পরিচয় দেওয়া শাহিনুর রহমান শাহিন।ঘরে এক স্ত্রী ও সন্তান থাকা স্বত্তেও হাসপাতালে চাকরি করা নার্স ও ডিপ্লোমা শেষ করে ইন্টার্ন নার্সদের উপর কুনজরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও নার্স বদলী বিষয়ে অধিদপ্তরের কর্মকর্তারা ঘুষ লেনদেন করেন এমন বিষয় তুলে ধরে অর্থ লেনদেন করেন এই শাহিন।সম্প্রতি দেশের সরকারি একটি স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসাবে ২ বছর যাবত কর্মরত রয়েছেন সানজিদা আক্তার (ছদ্মনাম) । ফেসবুক পরিচয়ে শাহিন ও সানজিদার মাধ্যমে পরিচয় হওয়ার পর লম্পট শাহিন তার ইনবক্সে অনবরত খুদে বার্তা পাঠাতে থাকে এবং তিনি একজন মেডিক্যাল টেকনোলিষ্ট হওয়ার নিজেকে গর্বের সাথে উপস্থাপন করেন।এক পর্যায়ে সানজিদা (ছদ্মনাম) সরকারি হাসপাতাল থেকে বদলী হওয়ার ইচ্ছার কথা তার সাথে শেয়ার করেন এবং তার কথামত তাকে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেয়। এভাবে তাদের মধ্যে কথোপকথনে সে বলেন নার্সিং অধিদপ্তরের বড় বাবুরা টাকা খেয়ে বদলী করেন তার পরিচিত ব্যক্তিরা সেখানে কর্মরত আছেন।বদলী বিষয়ক কথোপকথনের এক পর্যায়ে লম্পট শাহিন ঘরে এক স্ত্রী ও ২ কন্যা সন্তান থাকা স্বত্তেও সানজিদা কে হঠাৎ বিয়ে করার প্রস্তাব দেন এবং নিজের পরিবারের কথা গোপন রাখেন।ভুক্তভোগী অভিযোগ করেন, উনি আমাকে বদলী বিষয়ে প্রথমে কথা বলেন তারপর মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে অনবরত এসএমএস পাঠাতে থাকে এবং কুপ্রস্তাব দিয়ে আমার বিকাশ নাম্বারে টাকা পাঠান।পরবর্তীতে আমি তাকে টাকা ফেরত দিয়ে দেই তারপর তাকে ব্লোক করি। কিন্তু সে আমাকে তখনও আমার ফোন নাম্বারে খুদে বার্তা পাঠাতে থাকেন। এবিষয়ে জানতে চাইলে লম্পট শাহিন বলেন আমি তাকে বদলীর বিষয়ে সাহায্য করতে চেয়েছিলাম। ইতিমধ্যে তার কিছু অশ্লীল আলাপ এই প্রতিবেদকের কাছে এসে পৌছেছে।সানজিদার পাঠানো খুদে বার্তা থেকে দেখা যায় শাহিন তাকে মার্কেটে যাওয়ার জন্য এবং থ্রি পিচ কেনার পরামর্শ দেন। এসব বিষয়ে বিব্রত হয়ে পড়ে সানজিদা।নিজের মান সম্মানের কথা চিন্তা করে তিনি বিষয়টি কাউকে জানাতে না চাইলেও এখন তিনি শাহিনের বিরুদ্ধে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।
নিজস্ব প্রতিবেদক । ১৪ অক্টোবর ২০২৩
ভারতের সিকিম থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে বন্যার আশঙ্কা দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকেও মানুষকে বন্যার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়। এতে আতঙ্ক দেখা দেয় তিস্তা পাড়ে মানুষের মাঝে। গবাদি পশুসহ কেউ কেউ আশ্রয় নেয় নিরাপদ স্থানে। তবে সব শঙ্কা কাটিয়ে মধ্যরাত থেকে কমতে থাকে পানি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল থেকে এসব মানুষ নিজেদের বসতবাড়িতে ফিরতে শুরু করেছে।এদিন সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড অনুযায়ী তিস্তার পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। গতকাল বিকেল থেকে নদী উপচে লোকালয়ের দিকে আসা পানি বৃহস্পতিবার সকাল থেকে নামতে শুরু করেছে। তবে জেলার আদিতমারীর মহিষখোচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা জলমগ্ন রয়েছে।হঠাৎ তিস্তার পানি বৃদ্ধিতে পাকা আমন ধানের অনেক খেত ডুবে গেছে। আগাম সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুঃশ্চিন্তায় পড়েছেন নদীপাড়ের কৃষকেরা।তিস্তা পাড়ের কৃষক আজমল মিয়া বলেন, এভাবে তিস্তার পানি এসে ধাক্কা দেবে বুঝতে পারিনি। আবাদি জমি সব শেষ করে দিয়েছে। আমি চাই সরকার এবার তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বিকেল পর্যন্ত তিস্তার পানি কমা অব্যাহত থাকবে। পরে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে বন্যা দেখা দিলে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।লালমনিেহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, তিস্তা পাড়ের মানুষের জন্য শুকনো খাবারে ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা ক্ষতির মুখে থাকবেন তাদের তালিকা করে প্রয়োজনে ক্ষতিপূরুণ দেওয়া হবে। তবে সকাল থেকে নামতে শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদক । ০৫ অক্টোবর ২০২৩
চট্টগ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মো. হাসানের (৬১) মাথা উদ্ধারে দিনভর নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় তল্লাশি চালিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো নিহতের পুত্রবধূ আনার কলিকে নিয়ে এ অভিযান চালানো হয়। রবিবারও একই স্থানে তাকে নিয়ে অভিযান চালায় পিবিআই। তবে আনার কলির দেখানো স্থানে পাওয়া যায়নি মাথা।এদিকে, পিবিআইকে মাথা দেখাতে নিয়ে যাওয়া আনার কলি সাংবাদিকদের বলেন, ‘আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ। তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তখন যদি আমার বিবেক কাজ করতো, তাহলে এত বড় পাপে নিজেকে জড়িয়ে পড়তাম না। কারও কথা না ভাবলেও একবার আমার সন্তানের কথা ভাবতাম। আমি আমার সন্তানের কথা পর্যন্ত ভাবিনি।’আনার কলি বলেন, ‘হত্যার পর আমার শ্বশুরকে বস্তার ভেতর ঢুকিয়ে রাখা হয়। এরপর রাতেই টুকরো টুকরো করা হয়। তখন আমি বাসায় ছিলাম না। তারা লাশের টুকরো করে ব্যাগে ঢুকিয়ে আমাকে ভাত খাওয়ার জন্য ডেকেছিল। পরে আমিসহ স্বামী শফিকুর রহমানের সঙ্গে পতেঙ্গা সি-বিচে গিয়ে লাশের একটি অংশ ফেলে দেয়।’মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর ভোর ৭টার দিকে আনার কলি এবং তার স্বামী শফিকুর রহমান ওরফে জাহাঙ্গীর এসে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মাথার খণ্ডিত অংশ ফেলে দিয়ে যায়। ঘটনার পর থেকে নিহতের ছোট ছেলে শফিকুর রহমান ও তার স্ত্রী আনার কলি পলাতক ছিল। শুক্রবার আনার কলিকে কক্সবাজার মহেশখালী থেকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার (৩ অক্টোবর) তার রিমান্ড শেষ হবে।’তিনি বলেন, ‘দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আনার কলিকে নিয়ে কাটা মাথা উদ্ধারে অভিযান চালানো হয়। পিবিআইয়ের ১৫ জনের একটি টিম তল্লাশি অভিযানে অংশ নেয়। প্রথম দিনে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়। তবে মাথা এখনও উদ্ধার করা যায়নি। অভিযান অব্যাহত থাকবে।’পিবিআইয়ের সহকারী পুলিশ কমিশনার মো. এ কে এম মহিউদ্দিন বলেন, ‘গত ২১ সেপ্টেম্বর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায় লাগেজভর্তি লাশের আটটি খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুম ও খুনের অভিযোগে অজ্ঞাতদের আসামি করে মামলা করে। পুলিশের পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত শুরু করে পিবিআই। পরে প্রযুক্তিসহ নানা চেষ্টায় ক্লু-বিহীন এ হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি।’মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই পরিদর্শক মো. ইলিয়াস খান বলেন, ‘হাসানের পরিচয় শনাক্তের পর গত ২৩ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হোসনে আরা এবং বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর তাদের আদালতে সোপর্দ করে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদনের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের ওই মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি পাঁচ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৭ সেপ্টেম্বর তাদের আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে নিহতের বড় ছেলে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে হত্যার আদ্যোপান্ত তুলে ধরেছে।’মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বাঁশখালী উপজেলার বাসিন্দা মো. হাসান ২৮ বছর পরিবার থেকে পৃথক থাকার পর দুই বছর আগে ফেরেন। পরিবারে স্ত্রীসহ দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। পরিবারে ফেরার পর থেকে ভিটে বিক্রির চেষ্টা করেন হাসান। এ ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়। হাসানকে হত্যার পর লাশ ১০ টুকরো করা হয়। এর মধ্যে হাত-পাসহ ৮টি টুকরো ফেলা হয় পতেঙ্গা থানাধীন ১২ নম্বর ঘাট এলাকায়, পেটসহ শরীরের মাঝখানের অংশ ফেলা হয় ইপিজেড থানাধীন আকমল আলী রোডের খালপাড় এলাকার বিলে। মাথার অংশটি ফেলা হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়।
নিজস্ব প্রতিবেদক । ০৩ অক্টোবর ২০২৩
সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতার মানোন্নয়নের লক্ষ্যে গঠিত বগুড়া জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু। সময় টেলিভিশনের ব্যুরো প্রধান জুম্মান সাদিক জ্যাভলিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।শনিবার (৩০ সেপ্টেম্বর) শহরের জলেশ্বরীতলায় গ্রেস গার্ডেনের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিসে সভা করে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়।কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাজেদুর রহমান (এখন টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক তানজিজুল ইসলাম স্মরণ (বিজয় টিভি, বগুড়া লাইভ), সাংগঠনিক সম্পাদক মোস্তফা সবুজ (ডেইলি স্টার), দপ্তর সম্পাদক আতিক রহমান আতিক (মোহনা টিভি), অর্থ সম্পাদক খোরশেদ আলম (মাছরাঙা টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক জয়যুগান্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক জ্যোজিফ হোসেন প্রতীক (ইন্ডিপেন্ডেন্ট টিভি), ক্রীড়া সম্পাদক শাহজাহান আলী বাবু (একাত্তর টিভি) ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম হোসেন (দ্য মর্নিং টাইমস)।এছাড়া আবুল কালাম আজাদ (একুশে টিভি), হেদায়েতুল ইসলাম বাবু (এখন টিভি), শাপলা খন্দকার (নর্থ ক্যাপিটাল নিউজ), আসাফ-উদ-দৌলা নিওন (দৈনিক জয়যুগান্তর) ও রবিউল ইসলাম রবি (এখন টিভি) সংগঠনটির কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন।জেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্য, অর্থনৈতিকমুক্তি ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সংবাদকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গত বছরে পেশাজীবি সংগঠন বগুড়া জেলা প্রেসক্লাবের যাত্রা শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক । ৩০ সেপ্টেম্বর ২০২৩
মতিউর রহমান মতি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ঘুরেন অস্ত্র নিয়ে। সকালে এক গার্মেন্টে বিকালে আরেক কারখানায়। নিজস্ব বাহিনী নিয়ে যেখানে সেখানে হামলে পড়েন। অস্ত্রের মুখে জিম্মি করে আদায় করেন চাঁদা। কেউ চাঁদা না দিলে করেন মারধর, অত্যাচার। মতের অমিল হলেই কারাখানার মালামাল, গাড়ি ও শ্রমিকদের আটকে দেন। ফ্যাক্টরির বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেন। শ্রমিকদের পথরোধ, মারধর করেন।শুধু শিল্পপ্রতিষ্ঠান নয়, স্থানীয় রাজনীতিতেও তার রয়েছে একক আধিপত্য। মতির দাপটে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারাও তটস্থ থাকেন সব সময়। দলীয় নেতাকর্মীদের নির্যাতন, মারধর, দখল, চাঁদাবাজি, লুটপাট, সালিশ বাণিজ্য, পদ বাণিজ্য, অস্ত্রবাজি যেন তার নিত্যসঙ্গী। এসব করেই টঙ্গীতে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন তিনি। দলীয় প্রভাব খাটিয়ে ১৪ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দখল করেছেন নানাজনের বাড়ি, ফ্ল্যাট, প্লট, জমি, তেলের পাম্প ও দোকান। নামে বেনামে খুলেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তার অত্যাচারে বসতভিটে ছেড়ে অনেকে পালিয়ে গেছেন এমন তথ্যও পাওয়া গেছে। স্থানীয়রা বলেন, নগদ টাকা দিলে সবকিছু করেন মতি। তবে টাকা ধার নিলে তা আর ফেরত দেন না। নগদে বিশ্বাসী মতি। বাকিতে কোনো কাজ করেন না। টাকা দিলে ভাড়ায় জমি দখলের কাজেও যান। টঙ্গী এলাকার গার্মেন্ট ফ্যাক্টরির মালিকদের জিম্মি করে নিয়মিত টাকা নেন। টাকা না দিলে গার্মেন্টে তালা ঝুলিয়ে দেয়ার নজির রয়েছে। টঙ্গীর স্টেশন রোড, মিলগেট, কলেজ রোড, চেরাগ আলী, এরশাদ নগর , গাজীপুরা এলাকার বিভিন্ন নারীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতারাও তাকে সমীহ করে চলেন। এসব সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে তার ভূমিকা থাকে। গত কয়েকদিন টঙ্গী ও এর আশপাশের এলাকায় ঘুরে পাওয়া গেছে এমন সব তথ্য। তার হাতে নানাভাবে নির্যাতনের শিকার ব্যক্তিরা অনেকে প্রকাশ্যে কথা বলতে চান না ভয়ে। ভুক্তভোগী বেশ ক’জন জানিয়েছেন, তাকে নিয়ে কথা বলে ফের নির্যাতনের শিকার হতে চান না তারা। সম্প্রতি হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হকের কিছু বক্তব্য ও অভিযোগ আসার পর মতিউর রহমানের অপকর্মের বিষয় সামনে আসতে শুরু করেছে। আদম তমিজী যে অভিযোগ করেছেন তা মূলত এই মতিউর রহমান মতির বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, মতিউর রহমান তার প্রয়াত ভাই সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের পরিচয় দিয়েই নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। এ ছাড়া ভাতিজা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পরিচয়ও সামনে আনেন সুযোগ বুঝে। অনুসন্ধানে দেখা গেছে, টঙ্গীর হিমারদীঘি এলাকায় পপুলার ওষুধ কোম্পানির কাছে ৫ বছর আগে চুক্তিতে একটি ওয়্যারহাউজ ভাড়া দেন হক গ্রুপ অব কোম্পানি। ওই ওয়্যারহাউজে পপুলার ফার্মা ওষুধ তৈরির কাঁচামাল রাখে। ভাড়া দেয়া হকের ওয়্যারহাউজটি প্রায় সাড়ে ৩ বিঘা জমির উপর। জমিটি স্থানীয় কাউন্সিলর নুরুল হক নুরুর বাড়ির পাশেই। সম্প্রতি ওই ওয়্যারহাউজটির ভাড়ার মেয়াদ শেষ হয়। তবে পূনরায় চুক্তি বর্ধিত করতে চায় পপুলার। এতে রাজি হননি হক গ্রুপের এমডি আদম তমিজী হক। এতেই বিপত্তি বাধে। পপুলার উঠেপড়ে লাগে ওয়্যারহাউজটির চুক্তি বাড়াতে। এ কাজে মতিউর রহমান মতি ও কাউন্সিলর নুরুল হক নুরুর সহায়তা নেন। পরে মতি-নুরু মিলে হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজী হকের দ্বিতীয় স্ত্রী সাইরা হক ও কোম্পানির প্রধান নির্বাহী মোশফাকুর রহমান রোমেলকে চাপ দেন। ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখান। দু’জনকে ৩০০ কোটি টাকার প্রলোভন দেখান। পরে ওই দুজন গোপনে পপুলারের সঙ্গে যোগাযোগ করেন। চলতি মাসের শুরুর দিকে আদম তমিজী হক দেশের বাহিরে গেলে এই সুযোগে মতি, নুরুল, সাইরা ও রোমেল মিলে হক গ্রুপের ৬ বিঘার ৩টি ওয়্যারহাউজ ৭০ বছরের চুক্তিতে পপুলারকে ভাড়া দিতে ফাইলপত্র তৈরি করেন। তবে গোপন চুক্তির বিষয়টি জেনে ফেলেন আদম তমিজী হকের ব্যক্তিগত সহকারী এহসান আহমেদ। বিষয়টি তাৎক্ষণিক ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে জানালে তিনি ক্ষিপ্ত হন। এরপরেই কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রোমেলকে আটকের নির্দেশ দেন। ১৩ই সেপ্টেম্বর সন্ধ্যায় এহসান কারখানার শ্রমিকদের নিয়ে সাইরা ও রোমেলকে আটক করেন। পরে রোমেলকে বেধড়ক মারধর করা হয়। খবরটি কারখানার বাহিরে ছড়িয়ে পড়লে রাত ৯টায় ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ আসার পরেই তাদের উদ্ধার করতে অস্ত্র নিয়ে কারখানায় আসেন মতিউর রহমান মতি ও নুরু কাউন্সিলর। কারখানায় ঢুকে শ্রমিকদের জিম্মি করে সাদা কাগজে রোমেলের স্বাক্ষর নেন। ২ দিনের মধ্যে কারখানা বন্ধ করার হুমকি দেন। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০০০ কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়েন আদম তমিজী হক।টঙ্গীতে সব ধরনের রাজনৈতিক সভা সমাবেশের জন্য হক গ্রুপের কাছ থেকে টাকা নেয়ারও অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে। টঙ্গীর হিমারদীঘি এলাকায় হক গ্রুপের বিস্কুট কারখানার সামনে একটি বেসরকারি টেলিকম কোম্পানির অফিস। তাদের গাড়ি ও কর্মকর্তাদের বাধা দেয়া, বিদ্যুৎ সংযোগ বন্ধ করা এসব নিয়মিত কাজ। যদিও নানা কারণে প্রতিষ্ঠানটির তরফে কেউ কথা বলতে চান না। এ ছাড়া টঙ্গী ব্যাংকের মাঠের কোনে মেঘনা টেক্সটাইল মিল ফ্যাক্টরি আশাপাশের জায়গা দখল করে ৫০টি দোকান তুলে ভাড়া দিয়ে রেখেছেন মতিউর। এখান থেকে মাসে প্রায় ৬০ লাখ টাকা ভাড়া তোলা হয়। এই ভাড়া তোলার কাজ করেন জাফর। মিলের ভেতরে একটি সুবিশাল গোডাউন তুলে ভাড়া দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে কাউন্সিলর নুরু ও মতি মিলে পুরো টেক্সটাইল মিলটি দখলের পাঁয়তারা করছেন। মতির নেতৃত্বে টঙ্গীর খাঁপাড়া এলাকায় এশিয়া তেলের পাম্প দখলে নেয়া হয়েছে। পাম্পের মালিককে মারধর করে রাতের আঁধারে এই পাম্প দখল করা হয়। এ ছাড়া মতির সাবেক ব্যক্তিগত সহকারী শাকিল আহমেদকে বাসায় আটকে অস্ত্রের মুখে বাড়ি, ফ্র্যাট ও সম্পত্তি লিখে নেন। পরে মামলা দিয়ে শাকিলকে এলাকা ছাড়া করা হয়েছে।গেল বছর টঙ্গীর হিমারদীঘি এলাকায় তিস্তা ফ্যাক্টরি দখলের চেষ্টা করেন মতিউর ও তার সহযোগীরা। মাঝেমধ্যেই কিশোর গ্যাং দলবল নিয়ে গিয়ে কারখানা ঘেরাও করতেন মতিউর। পরে ফ্যাক্টিরির ১০ বিঘা জমি ৬০ কোটি টাকা দিয়ে নামমাত্র দামে বায়না দলিল করে ওই জমি পপুলার কোম্পানির কাছে ৮০ কোটি টাকায় বিক্রি করেন মতি। ওই সম্পত্তির মালিক ছিলেন আবুল খায়ের লিটু মিয়া। তাকে ১০০ কোটি টাকার জমি ৬০ কোটি টাকায় বিক্রি করতে বাধ্য করা হয়। এ ছাড়া পপুলারের উত্তর পাশে ৩ বিঘা খালি জায়গা দলে করে নেন মতিউর ও কাউন্সিলর নুরুল হক নুরু। ওই জমির এক অংশের মালিক ছিলেন শাহিন সিকদার। দখলের সময় মতি শত শত শ্রমিক নিয়ে এসে জমির সব স্থাপনা গুঁড়িয়ে দেন। পরে টিনের বাউন্ডারি নির্মাণ করেন। দখলের আগে ওই জমিতে প্রায় ১৫০টি দোকান ছিল। পরে জমিটি অন্য একটি বহুজাতিক কোম্পানির কাছে ১৮ কোটি টাকায় বিক্রি করা হয়। এ ছাড়া এর পাশে কেয়া কসমেটিকস, এপেক্সের জমিও একই কায়দায় দখল করে দেন। পপুলারের উত্তর পাশের এপেক্স বিল্ডিংটি বছর খানেক আগে দলবল নিয়ে দখল করে অন্য একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেন। সূত্র জানায়, পপুলার ওষুধ কোম্পানির প্রতিমাসে প্রায় ৪ কোটি টাকার অপ্রয়োজনীয় পণ্য বের হয়। এসব পণ্যের পুরোটাই নেন মতিউর। তিনি এই পণ্য নানা জনের কাছে বিক্রি করেন। এই পণ্য বিক্রি করবেন বলে অনেকের কাছ থেকে টাকা নিয়ে আর পণ্য দেন না- এমন অভিযোগও আছে। অভিযোগ আছে অপ্রয়োজনীয় পণ্য দেয়ার কথা বলে স্থানীয় মনোয়ার হোসেনের কাছ থেকে ৩০ লাখ, টিটু রহমানের কাছ থেকে নেন ৭০ লাখ, নাসরিন আক্তারের কাছ থেকে নেন ১ কোটি ৭৫ লাখ, নুরুল হক ওরফে ড্রাম নুরুর কাছ থেকে নেন ১৮ লাখ, খায়রুলের কাছ থেকে ১৮ লাখ, শাহিন সিকদারের কাছ থেকে ৪০ লাখ ও রানা আহমেদের কাছ থেকে ৩৫ লাখ টাকা নিয়েও কোনো পণ্য দেননি। আবার তাদের কাছ থেকে নেয়া টাকাও ফেরত দেননি। টাকা চাওয়ায় মামলা দেয়ার ঘটনাও আছে। টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, মিলগেট, টঙ্গী বাজার, কলেজ গেট, এরশাদ নগর, বোর্ড বাজার ও গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত মতিউরের অনুগত বাহিনী আছে। তিনি নিজেই এই বাহিনী নিয়ন্ত্রণ করেন। অনুসন্ধানে জানা গেছে, টঙ্গী রেল স্টেশনের পূর্ব পাশে সাত রং রোডে শাহিনের বাড়ির ৩ তলার মতিউরের আড্ডা দেয়ার একটি বিশেষ কক্ষ রয়েছে। এই কক্ষে বিভিন্ন নারীদের ডেকে নিয়ে যান তিনি। টঙ্গী হাউজ বিল্ডিং এলাকায়, ৪৮ নং ওয়ার্ডের দত্তপাড়া সফি কাউন্সিলরের অফিসের সামনে ৬ তলা ভবনের ৩য় তলায়, বর্ণমালা রোডে রতনের ভাওয়াল রিসোর্টেও নিয়মিত যাতায়াত করেন মতিউর। অভিযোগ রয়েছে বিভিন্ন প্রয়োজনে মতিউরের কাছে সাহায্য চাইতে গিয়ে অনেক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। ভয়ে কেউ মুখ খুলতে পারেননি। এমন কয়েকজন ভুক্তভোগী নারীর জবানবন্দি আছে এই প্রতিবেদকের কাছে। এ ছাড়া টঙ্গী স্টেশন রোডে হোটেল জাভানে প্রতিরাতে জুয়ার আসর বসান মতিউর। এখানে গাজীপুর ও ঢাকা থেকে জুয়াড়িরা গিয়ে আসর বসায়। এই হোটেল থেকে মাসে নির্ধারিত টাকা নেন তিনি। চাঁদাবাজি তার নেশা: টঙ্গী স্টেশন রোডে আবেদা হাসপাতাল থেকে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা নেন মতিউরের ডান হাত জসিম। পরে জসিম এই টাকা মতিউরকে বুঝিয়ে দেন। বছরখানেক আগে চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করেন আবেদা হাসপাতাল কর্তৃপক্ষ। পরে এককালীন ৫০ লাখ টাকা দাবি করলে মালিকপক্ষ দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে মতিউরের সহযোগী জাকির তার দলবল নিয়ে গিয়ে হাসপাতালটিতে তালা ঝুলিয়ে দেন। পরে মালিক হাসপাতালটি বন্ধ করে পালিয়ে যান। এ ছাড়া স্টেশন রোডের আল বারাকা জেনারেল হাসপাতাল, সেবা হাসপাতাল থেকেও মাসে লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগ আছে। টঙ্গী স্টেশন রোড ও আশপাশে প্রায় ৩ হাজার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। এসব ইজিবাইক থেকে প্রতিদিন ৫০ টাকা চাঁদা তোলা হয়। মাসে ইজিবাইক প্রতি ১ হাজার টাকা নেয়া হয়। এসব টাকা তোলেন জাফর আহমেদ। পরে জাফরের মাধ্যমে এই টাকার একটি অংশ মতিউরের কাছে যায় বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট এলাকায় সকল গাড়ি, অটোরিকশা, সিএনজি, লেগুনা, ইজিবাইক থেকে মাসে কোটি টাকা তোলা হয়। এই টাকা তোলেন নিরব। পরে এই টাকা মতিউরের ঘনিষ্ঠজনের হাতে যায়। চাঁদার চাপে টঙ্গীর মিলগেটে বিদেশি একটি ওষুধ কোম্পানি তাদের ফ্যাক্টরি বিক্রি করে চলে যায় বলে তথ্য মিলেছে। পদ বাণিজ্যের নানা অভিযোগ: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদ দেয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে মতিউরের বিরুদ্ধে। পদের বিপরীতে কারও কারও কাছ থেকে কোটি টাকাও নেয়ার অভিযোগও পাওয়া গেছে। পদ দিতে না পারলেও কারও টাকা ফেরত দেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগের পদ দেয়ার কথা বলে স্থানীয় ব্যবসায়ী মনির সরকারের কাছ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন মতিউর। টাকা ফেরত চাইলে হত্যার হুমকি দেন। যুব মহিলা লীগের পদ দেয়ার কথা বলে স্থানীয় জুট ব্যবসায়ী নাসরিন আক্তারের কাছ থেকে নিয়েছেন ৭ লাখ টাকা। তবে নাসরিন পদও পাননি; টাকাও ফেরত পাননি। থানা আওয়ামী লীগের পদ দেয়ার কথা বলে গাজীপুর জেলা জজ কোর্টের স্পেশাল পিপি এডভোকেট মো. শাহজাহানের কাছ থেকে ১৫ লাখ টাকা নেয়ার অভিযোগ আছে। তবে তিনি পদ পাননি। অভিযোগ রয়েছে গেল সিটি করপোরেশন নির্বাচনে সহায়তার কথা বলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ৬ জন কাউন্সিলরের কাছ থেকে কয়েক কোটি টাকা নেন মতিউর।মতিউর ১৫ বছরে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। টঙ্গীতে একাধিক বাড়ি, প্লট, ফ্ল্যাট রয়েছে তার। উত্তরা ১২ নং সেক্টরের জমজম টাউয়ারের পশ্চিম পাশে ১০ তলা বাড়ি রয়েছে। ওই বাড়িতে মতিউরের ছেলে নিয়ন থাকেন। সম্প্রতি নিয়নের জন্য ৩ কোটি টাকা দিয়ে একটি গাড়ি কিনে দিয়েছেন মতিউর। ঢাকার পোস্তগোলা ব্রিজের ওপারে স্ত্রীর নামে ৩০ বিঘা জমি আছে। সম্প্রতি নারায়ণগঞ্জে নিয়ন স্টিল মিল নামে একটি কারখানা করেছেন। যা বললেন মতিউর রহমান মতি: নিজের বিরুদ্ধে হক গ্রুপের সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে মতিউর রহমান মতি বলেন, আদম তমিজী হক একটা পাগল। তার কারখানায় একজন নিরীহ মানুষকে মেরে ফেলতে গিয়েছিল। আমি তাকে উদ্ধার করেছি। এটা কি আমার অপরাধ? আর আমি তার ফ্যাক্টরি দখল করতে যাবো কেন? গাজীপুরে আমাদের সুনাম আছে। ওই পরিবারের লোক না আমরা যে কারও কিছু মেরে খাবো। আমার নামে আপনি কোনো অভিযোগ পাবেন না। আপনি স্পটে এসে দেখেন কেউ বলতে পারবে না আমি কোনো দখলবাজি, চাঁদাবাজি, লুটপাটের সঙ্গে জড়িত আছি। এসব আমার পরিবারের সঙ্গে যায় না। আমি সৎভাবে রাজনীতি করি। নাসরিন নামের একজন নারীর ১ কোটি ৭৫ লাখ ও শাহিন সিকদারের ৪০ লাখ টাকা আত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নাসরিনের সঙ্গে একটা ঝামেলা ছিল; তার সঙ্গে মিট হয়ে গেছে। জমি দখলের কিছু সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তিনি বলেন, এসব অভিযোগ সব মিথ্যা। আমি কারও জমি দখল করিনি। আর পপুলারের হয়ে আমি কোনো চুক্তিতে সহায়তা করিনি।সূত্র : মানবজমিন
নিজস্ব প্রতিবেদক । ২৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথমবারের মতো চিলমারী-রৌমারী রুটে আনুষ্ঠানিক ভাবে ফেরি চলাচল শুরু হয়েছে।বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ফেরি চলাচলের উদ্বোধন করেন।'কুঞ্জলতা' নামের ফেরিটি ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে চলাচল শুরু করেছে।বিআইডব্লিউটির চিলমারী নৌবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র নদের বুকে চিলমারী-রৌমারী রুটে নৌপথের দৈর্ঘ্য ২১ কিলোমিটার। তবে নদের ড্রেজিং করা হলে এ পথের দৈর্ঘ্য কমে হবে ১৩ থেকে ১৪ কিলোমিটার। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে দুটি উপজেলা রৌমারী ও চর রাজীবপুর ব্রহ্মপুত্র নদ দিয়ে বিচ্ছিন্ন। এ দুটি উপজেলার মানুষকে নৌকায় করে ঝুঁকি নিয়ে কুড়িগ্রাম জেলা শহরে যেতে হয়। এখন ফেরি চলাচল শুরু হওয়ার পর তারা নিরাপদে ভ্রমণ করতে পারবেন।বিআই ডাব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, অতিরিক্ত সচিব বিআইডব্লিও টিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এ সময় বক্তব্য রাখেন।চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল উদ্বোধনের দিন চিলমারী বন্দরে এক সুধি সমাবেশে ফেরির ভাড়া কমানোর দাবি উঠে।সুধি সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ফেরি পারা পারের ভাড়া কমানোর দাবি তুলেন।পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "চিলমারী-রৌমারী রুটে শুরু হলো ফেরি চলাচল শুরু হচ্ছে। আজকে বিআইডব্লিউটিসির 'কুঞ্জলতা' ফেরি দিয়ে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। "এখানে ভাড়া কমানোর একটা দাবি রেখেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। আমি সর্বসাধারণের সুবিধার জন্য কর্মকতর্তাদের সঙ্গে কথা বলে প্রস্তাবিত ভাড়া থেকে কমিয়ে সিএনজি চালিত বেবী ট্যাক্সি/অটোরিক্সা ৬৬০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা, মটর সাইকেল ২২০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা, বাই সাইকেল ১২০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা, জনসাধারণের জন্য প্রস্তাবিত ৮০ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।"তিনি জানান, মুক্তিযোদ্ধা ও এম্বোলেন্স এর কোন ভাড়া লাগবে না।এ ছাড়া অন্যান্য যানের ক্ষেত্রে ভাড়া শতকরা পনের ভাগ কমানো হয়েছে বলেও জানান মন্ত্রী।সুধি সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, "আজ থেকে ফেরি চলালের কারণে ব্রম্মপুত্র নদ বিধৌত রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষদের জেলা শহরে যাতায়াতে ভোগান্তি কমে আসবে। চিলমারী-রৌমারী রাজিবপুর নয়, কুড়িগ্রামের সাথে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে, যাতায়াত খরচও কমে যাবে। পরবর্তিতে আরো একটি ফেরি এ রুটে যুক্ত হবে। উক্ত ফেরি রুটের নাব্যতা বজায় রাখার জন্য দু’টি ড্রেজার থাকবে। ফেরি সার্ভিস চলাচলের মধ্য দিয়ে নদী পথে যোগ হলো যোগাযোগের নতুন মাত্রা।"ব্রহ্মপুত্র নদ জেলার রৌমারী-রাজীবপুর এ দুই উপজেলাকে আলাদা করে রেখেছে। এ দুই উপজেলার হাজার হাজার মানুষকে জেলা শহরে যাতায়াত করতে একমাত্র নৌকার ওপর ভরসা করতে হয়। বর্ষা মৌসুমে অনেক ঝুঁকি নিয়ে তারা জেলা শহরে আসেন নৌপথে। অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দুর্ভোগের সীমা থাকে না তাদের। ফেরি চলাচল করলে কমে আসবে ভোগান্তি।"
নিজস্ব প্রতিবেদক । ২০ সেপ্টেম্বর ২০২৩
রাজধানীতে মোটরসাইকেল চুরির প্রায় ১ মাসেও ধরা পরেনি চোর। রাজধানীর আদাবর থানার জাপান গার্ডেন সিটির ২৪ নম্বর ভবনের ৪র্থ তলায় থাকতেন শওকত ইমরান (৪৮)। প্রতিদিনের মতো নিজ কাজ শেষে গত ৯ আগষ্ট রাত্রি ৮ ঘটিকায় R15-V3 মডেল, ঢাকা মেট্রো -ল ৫৫-১০২৭ সিলভার কালারের মোটরসাইকেলের ঘাড় লক করে বাসার নিচে রেখে ৪র্থ তলায় যান শওকত ইমরান। পরদিন ১০ আগষ্ট সকাল ৭ ঘটিকায় এসে দেখেন ঐ স্থানে তাঁর মোটরসাইকেল টি নেই। পরবর্তীতে আদাবর থানায় চুরির এজাহার দাখিল করেন তিনি।ভুক্তভোগী ইমরান বলেন, আমার প্রায় ৭ লক্ষ টাকায় মোটরসাইকেল চুরি হয়ে যায়, যার বর্তমান মূল্য প্রায় ৫ লক্ষ টাকা । মামলার পরে সিসি টিভির পরিষ্কার ফুটেজ আমরা থানায় পাঠাই, কিন্তু সিসি টিভি ফুটেজে থাকা চোরকে পরিষ্কার দেখা গেলেও প্রায় ১ মাস হয়ে যাচ্ছে এখনো ধরা ছোঁয়ার বাইরে চোর।আদাবর থানার পুলিশের উপ পরিদর্শক এস আই জাকির হোসাইন বলেন, মোটরসাইকেল চুরির পর থানায় মামলার তদন্তভার আমি পাই। প্রাথমিক ভাবে চোরকে সনাক্ত করা হলেও এখন পর্যন্ত চোরকে ধরা যায়নি। তার নাম সজীব, সে কোন এলাকায় থাকে, বর্তমানে কোথায় আছে তাকে খোঁজার জন্য পুলিশ কাজ করছে।তিনি আরো বলেন, মোটরসাইকেল চোর সজীবের বিরুদ্ধে থানায় মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।এর আগে ঢাকায় মোটরসাইকেল চুরির একটি ঘটনার অনুসন্ধানে নেমে ২২ জনকে শনাক্ত করেছে পুলিশ, যাঁরা মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত। পুলিশ বলছে, ঢাকায় আরও মোটরসাইকেল চোর থাকতে পারে। তবে শনাক্ত হওয়া ব্যক্তিরাই বেশির ভাগ চুরির সঙ্গে জড়িত।
নিজস্ব প্রতিবেদক । ০২ সেপ্টেম্বর ২০২৩
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয় জনতা।সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদের তত্ত্বাবধানে সাধারণ জনতা তাদের আটক করেন।বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ বলেন, ‘শনিবার (১২ আগস্ট) যেসব জঙ্গিদের আটক করা হয়েছিল তারা বলেছেন, তাদের সঙ্গে আরও অনেকে এ পাহাড়েই আত্মগোপনে আছেন। পরে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশকে বিষয়টি জানিয়ে তদন্ত করতে থাকি। সীমান্তবর্তী কর্মধা, ফুলতলা ও সাগরনাল এলাকায় মানুষ সেট করে রাখি। রোববার (১৩ আগস্ট) বিকেলের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোন দিকে জানতে চান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে সে আমাকে বিষয়টি জানায়।’তিনি বলেন, ‘আজ সকালে তারা পাঁচটি সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এসময় সাধারণ জনতা তাদের আটক করে আমার কাছে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।’ইউপি চেয়ারম্যান বলেন, তারা বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছেন। পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক । ১৪ আগস্ট ২০২৩
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশ দীর্ঘ ১৪ ঘন্টা টানা অভিযানে স্ত্রী কে নৃশংসভাবে হত্যাকারী ঘাতক খুনি কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, নিহত ভিকটিম মোছাঃ মৌসুমী আক্তার (২০) এর প্রায় চার বছর পূর্বে মোঃ রাশেদ আলী (২৭) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর হতে ভকটিমের স্বামী ও শশুর শাশুরী ভিকটিমের পিতার নিকট হতে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো। ভিকটিমের পিতা গরীব হওয়ায় ভিকটিম তার শ্বশুর বাড়ির অমানবিক নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলো। গত ০৭ আগস্ট ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় যৌতুক লোভী আসামীগন যৌতুকের টাকা না পেয়ে ভিকটিমকে মারপিট করে। মারপিটের ফলে ভিকটিম অসুস্থ্য হলে গেলে চিকিৎসা না করে বাড়ীতে ফেলে রাখেন। পরবর্তীতে ভিকটিমের পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে নিস্তেজ/অচেতন অবস্থায় উদ্ধার করে গত ০৮ আগস্ট ২০২৩ তারিখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রামে নিয়ে এসে ভর্তি করান। পরবর্তীতে ভিকটিম মৌসুমী আক্তার (২০) উক্ত হাসপাতালে ০৫ দিন চিকিৎসাধীন থেকে গত ১২ আগস্ট ২০২৩ তারিখ রাতে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। এরপর তাৎক্ষণিকভাবে ফুলবাড়ী থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা রুজুর পরপরই টানা ১৪ ঘন্টার অভিযানে ২৪ ঘন্টার পূর্বেই ঘাতক স্বামীকে গ্রেফতার করে।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজুর সাথে সাথে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম টানা ১৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ভাঙ্গামোড় এলাকা থেকে ঘাতক স্বামীকে গ্রেফতার করে। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এইধরনের অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
নিজস্ব প্রতিবেদক । ১৪ আগস্ট ২০২৩
টানা পঞ্চম বারের মত দক্ষতার উপর ভিত্তি করে বগুড়া জেলার শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পেয়েছেন সদর থানার এস,আই মোঃ জহুরুল ইসলাম।রবিবার ৬ আগষ্ট জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটনকারী অফিসার হিসেবে তিনি এ সম্মান পেয়েছেন। তিনি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসবে মনোনীত হন। ৪ বছরের সাজা পরোয়ানা তামিল করায় সম্মাননা স্মারকের পাশাপাশি অর্থ পুরস্কারও গ্রহণ করেন তিনি।পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রতিটি পুরস্কারই কাজের গতি বাড়িয়ে দেয়। আমি আরও ভালোভাবে আমার ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবো।
নিজস্ব প্রতিবেদক । ০৬ আগস্ট ২০২৩
আবারও বগুড়ার শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন আশিক ইকবাল।বগুড়া জেলার শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে সম্মাননা পেয়েছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল। রবিবার ( ৬ আগষ্ট ) বগুড়া পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম)। উক্ত সভায় বগুড়া জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। এর আগেও গত ৮ মাস একাধারে জেলার শ্রেষ্ঠ ইনচার্জ মনোনীত হয়েছিলেন আশিক ইকবাল।এব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, আমি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে যোগদানের পর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ পূরস্কার তদন্ত কেন্দ্রে কর্মরত সকল পুলিশ সদস্যের কর্মস্পৃহা আরও বেগবান করবে বলে মনে করি
নিজস্ব প্রতিবেদক । ০৬ আগস্ট ২০২৩
সাধারণত শেয়ালের কামড় থেকে বাঁচতে ভয়ে থাকে হাঁস, মুরগি ও ছাগল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো নেত্রকোনার একটি বাড়িতে এরা সবাই একসঙ্গে থাকছে।বুধবার (২ আগস্ট) জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের নয়নকান্দি গ্রামে গিয়ে এমনই চিত্র দেখা গেছে।ওই গ্রামের আজিজুল হক নিজ বাড়িতে হাঁস, মুরগি, ছাগলের সঙ্গে একটি শেয়াল পালন করছেন। তার স্ত্রী সুমা আক্তার মূলত প্রাণিগুলোর দেখভাল করেন। এসব পশু-পাখির সঙ্গে শেয়ালের একসঙ্গে বসবাসের বিষয়টি জানাজানি হওয়ায় পর থেকে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় লেগেই আছে। তারা শেয়ালটিকে ‘লালু’ নামে ডাকেন।আজিজুলের বাড়িতে একটি শেয়াল ছাড়াও রয়েছে ১২টি ছাগল ও বেশ কয়েকটি হাঁস-মুরগি। তাদের থাকার জন্য উঠানে রয়েছে একটি ঘর। আর ওই ঘরেই একসঙ্গে থাকে শেয়ালসহ হাঁস-মুরগি ও ছাগল। আজিজুল হকের বাড়িটি বর্তমানে ‘শেয়ালবাড়ি’ নামে এলাকায় পরিচিতি পেয়েছে।বুধবার দেখা গেছে, শেয়ালটি বাড়ির পাশে একটি টিলায় বসে আছে। উঠানে ১২টি ছাগল ও বেশ কয়েকটি হাঁস-মুরগি আছে। সুমা আক্তার একটি পাত্রে খাবার দিলে হাঁস-মুরগি ও শেয়াল একসঙ্গে খাচ্ছে। আর ছাগলগুলো শেয়ালের চারপাশে ঘোরাঘুরি করছিল। দেখে মনে হচ্ছিল যেন তারা একই পরিবারের সদস্য।শেয়াল পালন নিয়ে কথা হলে সুমা আক্তার জানান, দেড় বছর আগে তার স্বামী আজিজুল হক নাজিরপুর ইউনিয়নের লোহারগাঁও এলাকায় যান। সেখানে গিয়ে দেখেন একটি জলাশয়ে মাছ ধরছিলেন নৃগোষ্ঠীর কয়েকজন নারী। এসময় তারা পাশের একটি জঙ্গলে তিনটি শেয়ালের বাচ্চা দেখতে পান। তখন তারা এগিয়ে গিয়ে সেগুলোকে উদ্ধার করেন। পরে তাদের কাছ থেকে আজিজুল হক একটি বাচ্চা চেয়ে আনেন। তখন শেয়ালটির আনুমানিক বয়স ছিল তিন মাস।তিনি আরও বলেন, বাড়িতে আনার পর কি খাওয়াবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার স্বামী। পরে সুমা একটি বোতলে দুধ ভরে খাওয়ানোর চেষ্টা করেন। তবে সেদিন ব্যর্থ হলেও পরদিন থেকে প্রায় এক মাস দুধ খাওয়ান। তারপর থেকে শেয়ালটিও সব ধরনের খাবার খায়। বর্তমানে এটির বয়স প্রায় দুই বছর।স্থানীয় ইউপি সদস্য আকবর আলী বলেন, সকালে শেয়াল, ছাগল, হাঁস-মুরগিগুলো ছেড়ে দেওয়ার পর তারা বাড়ির পাশে একটি টিলায় চলে যায়। দিনশেষে সন্ধ্যার আগেই শেয়ালটি অন্যগুলোকে তাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। এটি দেখে মনে হয় যেন শেয়ালটি মালিকের আদেশ পালন করছে। প্রতিবেশী ও অন্য পশুপাখিকে কামড়ানো বা অন্য কোনো ধরনের অত্যাচার করে না শেয়ালটি।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ বলেন, আমরা জানি শেয়াল হচ্ছে মাংসাশী প্রাণী এবং যেসব প্রাণীর জলাতঙ্ক বা র্যাবিশ (জুনোটিক রোগ) হয় বা জীবাণু বহন করে তাদের মধ্যে শেয়াল অন্যতম। সেক্ষেত্রে শেয়াল ও তার পালনকারী দুজনকেই জলাতঙ্ক টিকা নেওয়া উচিত।তিনি আরও বলেন, শেয়ালের প্রধান খাবার হাঁস, মুরগি, খরগোশ, ইঁদুর, টিকটিকি ইত্যাদির মাংস। তাই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে প্রচলিত প্রবাদ ‘শেয়ালের কাছে মুরগি বর্গা’ যেন না হয় সেদিকে খেয়াল রাখা উচিত।।
নিজস্ব প্রতিবেদক । ০৩ আগস্ট ২০২৩
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা কর্মী, শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠান ও পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠত্ব পুরস্কার পেল বগুড়া সদর উপজেলা পরিষদ। বুধবার (০২ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগের মিন্টু রোডের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেকের কাছে থেকে পুরষ্কার গ্রহণ করেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নারীর ক্ষমতায়ন করতে হলে তাদের শিক্ষিত এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলেই নারীরা মর্যাদা পাবে।তিনি বলেন, আমাদের প্রাইভেট সেক্টরে সি সেকশন (সিজারিয়ান) বেশি। এখনো প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে গেলে ৭০ শতাংশ গর্ভবতী নারীদের সিজার করা হয়। এটাও আমাদের কমাতে হবে। এর কারণে নারীদের কর্মক্ষমতা খর্ব করা হয়। আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি কম, আশানুরূপ নয়। এটা আমরা বাড়ানোর চেষ্টা করছি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) সাহান আরা বানু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা টিটো মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস।
নিজস্ব প্রতিবেদক । ০২ আগস্ট ২০২৩
বগুড়া সদর থানাধীন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী এলাকা থেকে ৬ মামলার শীর্ষ সন্ত্রাসী ওমর খৈয়ম সরকার রোপন ওরফে হাত কাটা রোপন, ওরফে ককটেল রোপন (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।এসময় তার নিকট হতে একটি অত্যাধুনিক বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়েছে।আজ বুধবার দুপুরে শিববাটী সেবক সমিতি লেনস্থ শিববাটী পৌর শিশু পার্কের পশ্চিম পার্শ্বে শিববাটী অটো গ্যারেজের মধ্য হইতে তাকে গ্রেপ্তার করা হয়।হাতকাটা রোপন শহরের কালিতলা (শিবপাটী) এলাকার খোকন সরকারের ছেলে।তার বিরুদ্ধে অত্র থানায় অস্ত্র আইনের ১৯ (f) মামলা হয়েছে (মামলা নং-১০১)।রোপনের বিরুদ্ধে বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, ১ টি অপহরণ মামলা, ১ চাঁদাবাজি মামলা, ১ টি অস্ত্র মামলাসহ মোট ০৬ টি মামলা আদালতে বিচারাধীন আছে।বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল শরাফত ইসলাম।একে/আজাদ
নিজস্ব প্রতিবেদক । ২৭ জুলাই ২০২৩
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) আজ ২২ জুলাই, ২০২৩ ইং আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। প্রাথমিক কার্যক্রম শুরুর এক বছর পর আজ থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্যতম কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সাংবাদিকতার পেশাগত উন্নতি সাধন, এবং সাংবাদিকদের সামগ্রিক সামাজিক নিরাপত্তা ও ক্রান্তিকালে জরুরি আর্থিক সহায়তা নিশ্চিতে কাজ – এই তিনটি প্রাথমিক উদ্দেশ্যকে সামনে রেখে বিজেআইমের প্রতিষ্ঠা।আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এবং কার্যক্রম শুরুর এক বছর পূর্তি উপলক্ষ্যে বিজেআইএম ২২ জুলাই, ২০২৩ হতে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজে "থার্ড আইঃ উইটনেসিং আওয়ার টাইম।” শিরোনামে একটি সপ্তাহব্যাপী চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। একই সঙ্গে 'থার্ড আই’ নামক একটি স্যুভেনির ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটিতে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিভিন্ন দল, মত, সংগঠন ও সাংবাদিকদের লেখা ও ছবি থাকছে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত।এই আয়োজনের উদ্বোধন করেন ২০১৭ সালে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারানো সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী নুরুন নাহার খাতুন ও তার দুই ছেলে মেয়ে। অনুষ্ঠানে নুরুন নাহার খাতুন আজও তার স্বামী হত্যার বিচার না পেয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি সমাজের প্রতি সাংবাদিক সমাজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, “আপনারা আপনাদের কলম থামাবেন না।”বিজেআইএমের আয়োজনের অংশ হিসেবে আগামী ২৫, ২৭, ২৮ ও ২৯ জুলাই আলিয়ঁস ফ্রঁসেজেই সমসাময়িক বিষয় নিয়ে চারটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। সেগুলোয় আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট মানবাধিকারকর্মী নূর খান লিটন, জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা, আল-মাসুম মোল্লা, ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ, ব্যারিস্টার রুমিন ফারহানা, সাইমুম রেজা তালুকদার, সম্পাদক নুরুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আয়েশা কবীর, বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, অধ্যাপক শাহাব এনাম খান সহ আরো অনেকে। আলোচনায় স্বতঃস্ফুর্ততা এবং অংশগ্রহনকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্যানেলগুলো অফ-দা-রেকর্ড রাখা হয়েছে। প্যানেলে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে, নির্দেশনা বিজেআইএমের ফেইসবুক পেইজে পাওয়া যাবে। সাংবাদিকদের পেশাগত উন্নতির জন্য বিজেআইএম ইতোমধ্যে এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারের ব্যক্তিপর্যায়ে স্মল গ্রান্ট ফাণ্ডের মাধ্যমে ৪০ জন পেশাদার সাংবাদিকের জন্য একটি ফেলোশিপ পরিচালনা করছে। সাংবাদিকতার জরুরি সাতটি বিষয় নিয়ে সিনিয়র সাংবাদিক-প্রশিক্ষকরা সেখানে প্রশিক্ষণ প্রদান করছেন।বিজেআইএমের প্রতিষ্ঠাতা আহবায়ক হিসেবে রয়টার্সের সাংবাদিক স্যাম জাহান এবং সদস্য সচিব হিসেবে আল জাজিরার সাংবাদিক ফয়সাল মাহমুদ বর্তমানে দায়িত্ব পালন করছেন। পেশাদার সাংবাদিকদের এই সংগঠনটির নির্বাহী সদস্য হিসেবে আছেন ইরাবতী পত্রিকার মুক্তাদির রশিদ, ইপিএ ফটো সংস্থার মনিরুল আলম, গার্ডিয়ান পত্রিকার রেদওয়ান আহমেদ, ও বার্তা সংস্থা এএফপির মুহাম্মদ আলী মাজেদ। সংগঠনটির অন্য সদস্যরা হলেন আল-জাজিরার তানভীর চৌধুরী, এএফপি ব্যুরো প্রধান শফিকুল আলম, নিউ ইয়র্ক টাইমসের সাইফ হাসনাত, এএফপি ফ্যাক্টচেক সম্পাদক কদরউদ্দিন শিশির, আল জাজিরা প্রযোজক সোলায়মান হোসেন শাওন, বেনার নিউজের শরীফ খিয়াম, এএফপি ফটোসাংবাদিক মুনীর উজ জামান, ডয়চে ভেলে একাডেমীর প্রশিক্ষক মাকসুদা আজিজ, আনাদলু এজেন্সির নাজমুস সাকিব রাফসান, টিআরটি ওয়ার্ল্ড-এর মোহাম্মদ কামরুজ্জামান, আরব নিউজের শিহাব সুমন, চায়না ডেইলি অনলাইনের উপ-সম্পাদক শামীম আশরাফ, ম্যাট্রিক্স ইমেজের ফটোসাংবাদিক আবীর আবদুল্লাহ, সোপা ইমেজ এর ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন, থার্ড পোলের রফিকুল ইসলাম মন্টু, ব্লুমবার্গ সাংবাদিক নাজমুল আহসান, জুমা প্রেসের ফটোসাংবাদিক কেএম আসাদ এবং এএফপিতে কাজ করা শামসুদ্দিন ইলিয়াস।
নিজস্ব প্রতিবেদক । ২২ জুলাই ২০২৩
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বোচ্চ ১০৫৪ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন।মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৩০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার ৫৩ সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৩০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৯৭ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১৪ হাজার ৮৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১০ হাজার ২৯২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬০৫ জন।আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৫১১ জন। ঢাকায় ৭ হাজার ৯২১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত (১১ জুলাই) ৮৩ জনের মৃত্যু হয়েছে
নিজস্ব প্রতিবেদক । ১১ জুলাই ২০২৩
বগুড়া সদর উপজেলার শেখেরকোল৷ ইউনিয়নের বালা কৈগাড়ী এলাকায় বাগানের মধ্যে থেকে উদ্ধার হওয়া লাশটির পরিচয় পেয়েছে পুলিশ।উদ্ধার হওয়া মরদেহটি জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের দামপাড়া এলাকার মোসলেম প্রামাণিকের ছেলে ফেরদৌস (৩২)। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান। পরিবারের বরাতে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত ফেরদৌস গতকাল তার নিজ জেলা জয়পুরহাট থেকে কাজের সন্ধানে বগুড়া আসেন। এরপর শেখেরকোল৷ সহ আশেপাশের এলাকায় ঘুরেও বেড়ান তিনি। বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পথচারীর৷ ফলজ বাগানে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য শজিমেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।'
নিজস্ব প্রতিবেদক । ০৫ জুলাই ২০২৩