রাজনীতি


নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, ইইউ রাষ্ট্রদূতদের জানাল বিএনপি

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না, ইইউ রাষ্ট্রদূতদের জানাল বিএনপি

বিএনপি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।রোববার সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির গুলশানস্থ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচন নিয়ে দেশে যে শঙ্কা, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে।দেশে গণতন্ত্র নেই দাবি করে আমীর খসরু বলেন, আগামী নির্বাচনকে কীভাবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিদের সঙ্গে।ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, নরওয়ের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ। সকাল ১০টায় বিএনপি মহাসচিবের গাড়ি গুলশান ২-এর ৫৫ নম্বর সড়কের ১৮ নং হাউসে প্রবেশ করে। আগে থেকে এই ভবনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতরা অবস্থান করছিলেন।

নিজস্ব প্রতিবেদক । ১২ মার্চ ২০২৩


১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির

১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশের ঘোষণা বিএনপির

আগামী ১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এরই অংশ হিসেবে এ সমাবেশ হবে বলেছে বিএনপি।সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে দলটি আজ সারা দেশের ৭৫টি সাংগঠনিক জেলায় (জেলা ও মহানগর) মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ী থেকে শুরু করে উত্তরে টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি করে বিএনপি।বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নিজস্ব প্রতিবেদক । ১২ মার্চ ২০২৩


রোজায় কীভাবে দিন চলবে শঙ্কিত জনগণ : বিএনপি

রোজায় কীভাবে দিন চলবে শঙ্কিত জনগণ : বিএনপি

রোজায় কীভাবে দিন চালাবে, তা নিয়ে জনগণ শঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, রমজান মাস আসার আগেই বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। এই সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই। এই সরকারের বিদায় যত দ্রুত হবে, দেশের গণতন্ত্র–অর্থনীতি তত দ্রুত মুক্তি পাবে।আজ শনিবার রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ এসব কথা বলেন। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরার আবদুল্লাহপুর থেকে বিমানবন্দর-যমুনা ফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত করে উত্তর বিএনপি।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বর্তমান সরকার গণতন্ত্র পুনরুদ্ধার করবে না। অর্থনীতি মেরামত করতে পারবে না। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হচ্ছে। ব্যাংকগুলো ধ্বংসের পথে। এই সরকারের বিদায় দ্রুত হতে হবে।’জনগণ রাজপথে ফয়সালা নিতে প্রস্তুত জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত দুটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় চায় আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক। এই সরকার ১০ দফা দাবি মেনে নেবে না। তাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই। জনগণ আওয়াজ তুলেছে। এসব কর্মসূচি প্রস্তুতিরই অংশ। মানববন্ধন কর্মসূচি থেকে ১৮ মার্চ দেশের সব মহানগরে সমাবেশের ঘোষণা দেন খন্দকার মোশাররফ হোসেন। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির নেতারা২০২৩ সালের মধ্যেই বর্তমান সরকারের বিদায় হবে বলে দাবি করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া চলমান আন্দোলন কর্মসূচির প্রধান লক্ষ্য। সরকার আন্দোলনে ভীত হয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে জেলে নিচ্ছে। আন্দোলনে জনগণের অংশগ্রহণ দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে।মানববন্ধনে বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ের (সাবেক প্রগতি সরণি) সুবাস্তু নজর ভ্যালি শপিংমলের সামনে কেন্দ্রীয় নেতারা অংশ নেন। ঢাকা উত্তরের সদস্যসচিব আমিনুল হক, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক । ১২ মার্চ ২০২৩


নির্বাচনকে সামনে রেখে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না : কাদের

নির্বাচনকে সামনে রেখে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাউকে আলোচনার জন্য ডাকা হচ্ছে না। তিনি বলেন, ‘আমরা যা করি প্রকাশ্যে করি। ব্যাকডোরে আলোচনা হবে না। আলোচনা হলে প্রকাশ্যেই হবে। তবে সেই সুযোগ এখন দেখছি না। কাউকে আলোচনার জন্য ডাকছি না।’সেতুমন্ত্রী আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন সামনে রেখে এ ধরনের সংকট আমাদের দেশে নতুন নয়। কালো মেঘ ঘনীভূত হলেও তা কেটে গেছে। আমি মনে করি এ সংকট কেটে যাবে।’তিনি বলেন, সংবিধান পরিবর্তন করে কারও সাথে আপস করতে হবে, এমন বিপদে পড়েনি সরকার। সংবিধান প্রশ্নে কোনো ছাড় নয়। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতোই নির্বাচন হবে বাংলাদেশে।তিনি বলেন, দুনিয়ার বিভিন্ন দেশে গণতন্ত্র আছে, নির্বাচন আছে। সরকার আছে, বিরোধী দল আছে। কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটেনি, যার জন্য যে সংবিধান আছে সেই সংবিধান পরিবর্তন করে, কোনো বিকল্প প্রস্তাব কারো অনুকূলে আনার সুযোগ নেই। আমরা কোনো পরিস্থিতিতে সংবিধানের প্রশ্নে ছাড় দেব না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের মধ্যেই সমাধান খুঁজতে হবে। এর বাইরে কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে এখানেও হবে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হবে। তখন নির্বাচন কমিশনের অধীনে পরিচালিত হবে। সংবিধানের মধ্যে থেকে তারা নির্বাচন পরিচালনা করবেন।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, পঞ্চগড়ের ঘটনা খতিয়েদেখা হচ্ছে। কারা উসকানি দিয়েছে, এর মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নেতাও আছে। এই ঘটনায় কারা উসকানি দিচ্ছে?তিনি বলেন, এখন বিএনপি যে স্বাভাবিক পথে যেতে চায় না, তাদের আন্দোলনে ভাটা নেমেছে। সে কারণে তারা এখন নাশকতার দিকে যাচ্ছে কি-না সেটা কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগল কেন? একসঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। আর সব দোষ আওয়ামী লীগের ওপর চাপায়। ওখানে অক্সিজেন ব্লাস্ট হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দোষ কার? আওয়ামী লীগের। সীতাকুন্ডে কার্বন ডাই অক্সাইড আর নাইট্রোজেন একই জায়গায় রাখাতে সংঘর্ষ হয়ে ব্লাস্ট হয়েছে। দোষ কার? আওয়ামী লীগের।ওবায়দুল কাদের বলেন, এখন আমার কাছে মনে হচ্ছে; মির্জা ফখরুল যেভাবে বলছেন, দেশে এ মুহূর্তে যদি খুব বেশি গরম পড়ে তিনি বলবেন দোষ আওয়ামী লীগের! হঠাৎ খুব বেশি শীত হলে দোষ আওয়ামী লীগের! হঠাৎ করে বন্যা এলে দোষ আওয়ামী লীগের! তারপরে বলবেন যে, বাংলাদেশে বজ্রপাতে এত লোকের মৃত্যু, এটার দোষও আওয়ামী লীগের! এটা বিএনপি বলতে পারে। বিএনপির মুখে কোনো কিছু বাধে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলন বাস্তবে যত গর্জে তত বর্ষে না। তারা গণঅভুত্থানের কথা বলে এখন নিঃশব্দ মানববন্ধনের কথা বলছে। তাদের আন্দোলনের গতি প্রকৃতি দেখে বোঝা যায়, তাতে জনগণ অংশগ্রহণ করছে না। নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে। তাদের আন্দোলনকে আমরা চ্যালেঞ্জ মনে করছি না। তারা সহিংসতা করলে আমরা মোকাবিলা করবো।সেতুমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট আছে, এটা চ্যালেঞ্জের ব্যাপার। যুদ্ধ অচিরেই থেমে যাবে বলা যায় না। নিষেধাজ্ঞা আছে। এর ফলে সারা দুনিয়াতেই পণ্যের দাম বেড়েছে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করছে। এরপরও পণ্যের দাম বেশি। সরকার চিন্তিত পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে। তবে এক্ষেত্রে জনগণ সরকারের সঙ্গে আছে। সে কারণে বিএনপির আন্দেলনের সঙ্গে জনগণ এখন পর্যন্ত নেই।তিনি বলেন, বিএনপি কথা বললেই সরকার মামলা দেয় না। এর প্রমাণ কী? প্রমাণ হলো, তারা প্রতিদিন সরকারকে আক্রমণ করছে, উসকানিমূলক কথা বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এরপরও তাদের নেতারা কি জেলে আছে? তারা সমাবেশ করছে।

নিজস্ব প্রতিবেদক । ০৭ মার্চ ২০২৩


মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের মূল্য কম : তথ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের মূল্য কম : তথ্যমন্ত্রী

‘মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের মূল্য কম’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় দেশে মূল্যস্ফীতি ও বিদ্যুতের মূল্য ৫ শতাংশ বৃদ্ধি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে ড. হাছান বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যে অনেক আগেই ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এই মূল্যবৃদ্ধি ২০ থেকে ১০০ শতাংশ। যেমন জার্মানিতে ২১ শতাংশ আবার বেলজিয়ামে ৯৫ শতাংশ। সেই তুলনায় আমাদের দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনেক কম। সাম্প্রতিক সময়ে ৫ শতাংশ হারে দু’বার বাড়ানো হয়েছে।’সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ইউনিট মূল্য বাংলাদেশে ৭ টাকা ৩২ পয়সা, ভারতের দিল্লীতে ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা, পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯৩ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৭৪ পয়সা। জাপানসহ অন্য দেশের কথা বাদ দিলাম, ভারতের তুলনায়ও আমাদের বিদ্যুতের মূল্য কম।’হাছান মাহমুদ বলেন, ‘আজকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। ২৭টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়নে মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি কোনো কোনো দেশে সেটি ২০-২২ শতাংশ ছাড়িয়েছে। যুক্তরাজ্যে সার্বিক মূল্যস্ফীতি অনেক আগেই ১০ শতাংশ ছাড়িয়েছে। রাশিয়াতে ১১.৮ শতাংশ, তুরস্কে ৮০ শতাংশ পর্যন্ত গিয়েছিল বর্তমানে সেটি প্রায় ৬০ শতাংশ। পাকিস্তানে ৩২ শতাংশ আর আমাদের দেশে মূল্যস্ফীতি হচ্ছে সাড়ে ৮ শতাংশ। অর্থাৎ বিশ্বের অনেক উন্নত দেশ এবং আশেপাশের দেশের তুলনায়ও আমাদের দেশে মূল্যস্ফীতি কম।’‘অথচ বিরোধীদল বিএনপি পৃথিবীর মানচিত্রের এই তথ্যগুলো মানুষের সামনে আড়াল করে এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায় এমন কি বিদ্যুতের মূল্যবৃদ্ধির সাথে দুর্নীতিকে যুক্ত করার চেষ্টা করে’ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘দুর্নীতিতে পরপর পাঁচবার তারা বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল, দুর্নীতির দায়ে বেগম খালেদা জিয়া শাস্তিপ্রাপ্ত বন্দি হয়েছিলেন এখন প্রধানমন্ত্রীর কৃপায় জেলখানার পরিবর্তে ঘরে অবস্থান করছেন। আর দুর্নীতির কারণেই বাংলাদেশ থেকে টাকা পাচারের কারণে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাস্তিপ্রাপ্ত। বেগম জিয়ার আরেক পুত্র আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। এভাবে যাদের সারা গায়ে দুর্নীতির গন্ধ, তারা যখন দুর্নীতির কথা বলে তখন তাদের গায়ের দুর্নীতির দুর্গন্ধই শুধু ছড়ায় অন্য কোনো কিছু নয়।’

নিজস্ব প্রতিবেদক । ০৩ মার্চ ২০২৩


বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে : শেখ হাসিনা

বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, দেশের সম্পদ লুট করেছে। সেই সম্পদ বিদেশে পাচার করে এখন আরাম-আয়েশে দিন কাটাচ্ছে। আর দেশের মানুষ যখন কষ্ট পায়, তখন তারা আরও কষ্ট দেয়। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে। যারা বোমা মেরে, আগুন দিয়ে মানুষকে হত্যা করতে পারে তারা কখনো মানুষের কল্যাণ করতে পারে না। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বা ২০ দলীয় জোট যখনই ক্ষমতায় এসেছে মানুষের দুর্ভোগ বেড়েছে। আর আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়, ফসল উৎপাদন বাড়ে, মাছ উৎপাদন বাড়ে, তরিতরকারী-ফলফুল উৎপাদন বাড়ে, মানুষ খেয়ে পড়ে সুখে থাকে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়। শেখ হাসিনা বলেন, গত ১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনাদের কাছে আমার আহ্বান নৌকা মার্কায় ভোট দেবেন। আগামীতে একমাত্র নৌকা মার্কা সরকার আসলে আপনাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এই হাওর অঞ্চলে আমরা যে উন্নয়ন বাস্তবায়ন করছি, তা অব্যাহত থাকবে। এ সময় সমাবেশে উপস্থিত জনতার কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা নেন প্রধানমন্ত্রী।এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত এ সেনানিবাসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। দুপুর পৌনে ১টার দিকে সেখানে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে একই টেবিলে দুপুরের খাবার খান। পরে দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশ মঞ্চে উপস্থিত হন।

নিজস্ব প্রতিবেদক । ০১ মার্চ ২০২৩


তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, রাজপথেই ফায়সালা: মির্জা ফখরুল

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়, রাজপথেই ফায়সালা: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামী জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। রোববার রাজধানীর ডিআরইউতে আয়োজিত পিলখানায় বিডিআর বিদ্রোহে শহিদ হওয়া সেনাদের স্মরণে বিএনপির আলোচনাসভায় তিনি এ কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, আমাদের অস্তিত্ব সংকটে, বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে এ সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই সরকারের মন্ত্রীরা দায়িত্বহীন বক্তব্য দিচ্ছেন। জনগণের চোখের ভাষা পড়ুন, তারা এ সরকারের পরিবর্তন চায়। তিনি বলেন, এ সরকারের সঙ্গে রাজপথেই ফায়সালা হবে, আমরা ঐক্যবদ্ধ, ইতোমধ্যে রাজপথে নেমেছি। যতক্ষণ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না আসবে, ততক্ষণ কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।মির্জা ফখরুল বলেন, যখনই তারা সরকারে এসেছে বেআইনিভাবে আসুক আর যেভাবে আসুক আবার জবরদখলভাবে আসুক, তখনই এ দেশের বড় ক্ষতি হয়েছে। ১৯৭২ সালে এবং ১৯৭৫ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল; ঠিক তখন একই কায়দায় আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক । ২৭ ফেব্রুয়ারি ২০২৩


বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে: কাদের

বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে: কাদের

আগামী নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না করলে তাদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, অশুভ শক্তির ঠিকানা বিএনপি আবার ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে এবং রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে।শনিবারে গোপালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এখন কঠিন সময় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ডাক দিলে চলে আসবেন, শেখ হাসিনা ডাক দিলে চলে আসবেন। আন্দোলন করতে জনগণ লাগে বিএনপির সাথে জনগণ নেই। তাদের সাথে আছে অগ্নি সন্ত্রাসীরা।এজে/

নিজস্ব প্রতিবেদক । ২৬ ফেব্রুয়ারি ২০২৩


সর্বাধিক পঠিত

এবার নরসিংদীতে বাসায় ঢুকে আ.লীগ নেতাকে গুলি

এবার নরসিংদীতে বাসায় ঢুকে আ.লীগ নেতাকে গুলি

বাসায় ঢুকে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়িতে তার ওপর হামলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে।এদিকে প্রবীণ এই রাজনীতিবিদের ওপর সন্ত্রাসী হামলায় ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।শিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেছেন, দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদকে তার বাড়ির ভেতরে ড্রয়িং রুমে গুলি করেছে। ভোরে ৩ জন লোক তার বাসায় যায়। সেখানে তার সঙ্গে কথা বলার পর সেখানেই তাকে গুলি করেন। গুলি করার পর তিনি নিজেই অভিযুক্তদের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছেন। এখন তাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।তবে পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান।সেখান থেকে নামাজ আদায় করে শিবপুর বাজারস্থ বাড়িতে ফিরে যাচ্ছিলেন। ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেইটে পৌঁছলে মোটরসাইকেলে আগত ৩ মুখোশধারী তাকে পেছন থেকে পরপর ৩টি গুলি করে। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপেলক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গুলির বিষয়টি নিশ্চিত করে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছে। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।এজে/

নিজস্ব প্রতিবেদক । ২৬ ফেব্রুয়ারি ২০২৩


যারা বেশি দুর্নীতিবাজ তারাই নীতির কথা বেশি বলে: কাদের

যারা বেশি দুর্নীতিবাজ তারাই নীতির কথা বেশি বলে: কাদের

নতুন প্রজন্মের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মেধাবীরা রাজনীতিতে না এলে মেধাহীনরা এমপি-মন্ত্রী হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।বিএনপির প্রতি ইঙ্গিত সেতুমন্ত্রী বলেন, যারা বেশি দুর্নীতিবাজ তারাই নীতির কথা বেশি বলে। দুর্নীতিবাজদের মুখে গণতন্ত্র, বাইরে স্বৈরাচার।শহিদ মিনারে বিএনপিই প্রথমে রক্ত ঝরিয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা এদেশে জন্ম দিয়েছে আগুন সন্ত্রাসের। তারা এখন সন্ত্রাসের কথা বলছে। তারা রেল-বাসে মানুষ পুড়িয়ে মেরেছে। সন্ত্রাস কী তা তাদের থেকে বেশি কেউ জানে না। এদেরকে চিহ্নিত করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও জীবন ঝুঁকিতে রয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঝুঁকির মধ্যেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন তিনি।আয়োজক সংগঠনের মহাসচিব কে এম শহিদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টুসহ শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নেতারা।

নিজস্ব প্রতিবেদক । ২৪ ফেব্রুয়ারি ২০২৩


আ.লীগ ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে - সুজিত রায় নন্দী

আ.লীগ ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে - সুজিত রায় নন্দী

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনসহ তাদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান শেখ হাসিনা সরকার গণমাধ্যম ও সাংবাদিক বান্ধব।রাজধানীর ধানমন্ডিতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ফ্যামিলি ডে উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকদের কল্যাণে বেশ আন্তরিক। দেশে গণতন্ত্র সুসংহত হয় ও দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হয়, সেই লক্ষ্য নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করবেন।আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। এই মাসে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই ভাষা শহীদদের। ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল।সুজিত রায় নন্দী বলেন, বাঙালি জাতির জন্য এই ফেব্রুয়ারি মাস হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যেকোনো জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার- মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। বাঙালি জাতির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক । ২৩ ফেব্রুয়ারি ২০২৩


বিএনপি নেতারা গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত : ড. হাছান মাহমুদ

বিএনপি নেতারা গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত : ড. হাছান মাহমুদ

সরকারের পতন ঘটাতে ব্যর্থ বিএনপির জনগণের কাছে পতন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।তিনি বলেছেন, প্রকৃতপক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত। সেই অপচেষ্টার অংশ হিসেবেই তারা ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার চেষ্টা চালিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সব প্রচেষ্টা তারা চালিয়েছেন। তারা আসলে গণতন্ত্রকে হত্যা করতে চান বলেই সেটিকে ঢাকার জন্য নানা ধরনের বক্তব্য রাখেন। বিএনপি কথায় কথায় বলে- ‘বর্তমান সরকারের পতন ছাড়া ঘরে ফিরবে না’। তাদের এ কথা গত ১৪ বছর ধরে শুনছি। সরকারের পতন ঘটাতে গিয়ে দেখা গেলো বিএনপিই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনগণের কাছে তাদের পতন হয়ে গেছে।সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বাংলাদেশে নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্র চর্চার পথে গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরও গভীরে প্রোথিত করার ক্ষেত্রে বিএনপিকে ‘বড় প্রতিবন্ধকতা’ হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।তিনি বলেন, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। পৃথিবীর অন্য সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে। ভারত, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যে, কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশে চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে। মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট নির্বাচনকালীন ক্ষমতাসীন সরকার পদত্যাগ করে না।বিএনপি নেতাদের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। উনারা পাকিস্তানকে পছন্দ করেন তো, সেজন্য পাকিস্তানের অনুকরণে বাংলাদেশে নির্বাচন চান। কিন্তু পাকিস্তানি ধারায় এদেশে কোনো কিছু হবে না।

নিজস্ব প্রতিবেদক । ২১ ফেব্রুয়ারি ২০২৩


আ. লীগ নেতার ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে রাজশাহীতে তোলপাড়

আ. লীগ নেতার ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে রাজশাহীতে তোলপাড়

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের ‘আপত্তিকর’ একটি ভিডিও নিয়ে নগরীজুড়ে চলছে তোলপাড়। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ম্যাসেঞ্জার ও হোওয়াটসঅ্যাপে তা ছড়িয়েছে গত দুদিনে। নগর আওয়ামী লীগের শীর্ষ পদের নেতার এ ধরনের ভিডিও ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। তবে প্রকাশ্যে কেউ মুখ খুলছেন না। যদিও ভিডিও ফাঁস হওয়ার পর ডাবলু সরকারের অনুসারীরা নীরব ভূমিকায় রয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতাকর্মীদের অনেকেই জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে তাৎপর্যপূর্ণভাবে দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির প্রশ্ন জড়িত। তাই নিরপেক্ষভাবে এটির সাংগঠনিক ও আইনি তদন্ত হওয়া উচিত।কারসাজির মাধ্যমে পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়ানোর অভিযোগে ডাবলু সরকার শনিবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। তিনি বলেছেন, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ও কারসাজির মাধ্যমে ভিডিওটি ছড়ানো হচ্ছে।নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ভিডিওটি এডিট করা। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার শরীরের ওপরের অংশ আমার। আমি অনেক সময় জিমে খালি শরীরে থাকি। সেখান থেকে ভিডিওটি নিয়ে অন্য ব্যক্তির শরীরের নিচের অংশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।’মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। ‘নতুন সময়’ নামে একটি অনলাইন পোর্টালের লিঙ্ক দেওয়া হয়েছে এজাহারে। ১৭ জানুয়ারি বিকালে ডাবলু সরকার থানায় এ সংক্রান্ত এজাহার দাখিল করেন। শনিবার অভিযোগটি মামলা আকারে রেকর্ড করা হয়।ওই থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ডাবলু সরকারের করা মামলাটি তদন্ত করে জানান, তিনি শিগগির মামলার তদন্ত শুরু করবেন। ভিডিওটির ফরেনসিক পরীক্ষা করা হবে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে দলের সাংগঠনিক অবস্থান জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন রোববার বলেন, ‘নিঃসন্দেহে বিষয়টি স্পর্শকাতর। ভিডিওটি দেখিনি। তবে এ বিষয়ে শুনেছি।’

নিজস্ব প্রতিবেদক । ২১ ফেব্রুয়ারি ২০২৩


দাওয়াত পত্রে নাম পরে দেওয়ায় প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

দাওয়াত পত্রে নাম পরে দেওয়ায় প্রধান শিক্ষককে পেটালেন আ.লীগ নেতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়াজ মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে অতিথির তালিকায় নিজের নাম ছোট হরফে নিচের দিকে দেওয়ার অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের এক নেতা। রোববার দুপুরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম রসুল ওরফে কলি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।মারধরের শিকার ওই শিক্ষকের নাম আবুল কালাম। তিনি কাঞ্চন ছাত্তার জুট মিলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত অবস্থায় তাঁকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মারধরের শিকার প্রধান শিক্ষক বলেন, ২৩ ফেব্রুয়ারি হাটাবো এলাকায় কবরস্থানের উন্নয়নের জন্য এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। মাহফিলের দাওয়াতপত্র ও পোস্টারে স্থানীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি এবং কাঞ্চন পৌরসভার মেয়র ও পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলামকে উদ্বোধক করা হয়েছে। এরপরই রয়েছে গোলাম রসুলের নাম। তাঁকে রাখা হয়েছে বিশেষ অতিথির তালিকায়।আয়োজক হিসেবে আবুল কালাম ও কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল কাইয়ুম রোববার দুপুরে গোলাম রসুলের বাড়িতে মাহফিলের দাওয়াতপত্র নিয়ে যান। এ সময় দাওয়াতপত্রে নিজের নাম ছোট হরফে নিচের দিকে দেওয়া হয়েছে অভিযোগ তুলে গোলাম রসুল প্রধান শিক্ষকসহ মাহফিলের আয়োজকদের গালাগাল করে বাড়ি থেকে বের করে দেন।মারধরের শিকার প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, ‘আমরা বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তিনি (গোলাম রসুল) ফোন করে আমাদের অবস্থান জানতে চান। আমরা কাঞ্চন বাজারে আছি জানালে তিনি একটি চায়ের দোকানে আমাদের অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর তিনি লাঠিসোঁটাসহ তাঁর কয়েকজন অনুসারী নিয়ে সেই চায়ের দোকানে এসে আমাকে পেটানো শুরু করেন। মারধরের পর তিনি বলেন, আমরা তাঁকে অপমান করেছি। দাওয়াতপত্র ও পোস্টার ঠিক করে আমরা যেন তাঁর কাছে নিয়ে যাই।’শিক্ষকের সঙ্গে থাকা আরও দুজন ঘটনার সত্যতা শিকার করেছেন। তবে তাঁরা ওই নেতার বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে রাজি হননি। ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী ও রিকশাচালকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। পরিচয় গোপন রাখার শর্তে তাঁরা বলেন, গোলাম রসুল ওই শিক্ষককে মারধরের পর হুমকি দিয়েছেন। তিনি বারবার বলছিলেন, দাওয়াতপত্রে তাঁকে অপমান করা হয়েছে। এ সময় আশপাশের লোকজন ওই শিক্ষককে বাঁচাতে গেলে গোলাম রসুল তাঁদেরও গালাগাল করেন।গোলাম রসুল এসব অভিযোগ অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, মতিন নামের তাঁর এক সমর্থকের সঙ্গে শিক্ষকের কথা–কাটাকাটি হয়। এ সময় একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে তিনি ঘটনার মীমাংসা করে দেন।স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম ও গোলাম রসুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধ কেন্দ্র করে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে গোলাগুলিসহ হামলা–মামলাও হয়েছে। প্রধান প্রতিপক্ষের নাম মাহফিলের পোস্টারে নিজের নামের আগে বড় করে ওপরের দিকে লেখার বিষয়টি গোলাম রসুল নিতে পারেননি।এদিকে মারধরের ঘটনায় শিক্ষকের ছোট ভাই আতাউল করিম রোববার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, ‘শিক্ষককে মারধরের খবর শুনেছি। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩


দুর্নীতি করার শিক্ষা বাবা-মা আমাদের দেয়নি: প্রধানমন্ত্রী

দুর্নীতি করার শিক্ষা বাবা-মা আমাদের দেয়নি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি দেশের মানুষের কল্যাণে কাজ করতে এসেছি, দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য এসেছি, নিজের ভাগ্য গড়ার জন্য নয়।তিনি আরও বলেন, আমার দেশের অর্থ অন্যকে দিয়ে সেখান থেকে দুর্নীতি করব, এই মানসিকতা আমাদের নেই। এই শিক্ষা বাবা-মা আমাদের দেয়নি।আজ (রোববার) সকালে কালশী বালুর মাঠে মিরপুর-কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।পদ্মাসেতু নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, পদ্মাসেতু নিমার্ণ একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমাদের ওপর মিথ্যা অপবাদ দিতে চেয়েছিল, এখানে নাকি দুর্নীতি হয়েছে। আমি বলেছিলাম, প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস। মাতৃভাষায় কথার অধিকার অর্জনের জন্য আমার দেশের ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে রক্তের অক্ষরে লিখে দিয়েছিল, মাকে মা বলে ডাকতে চাই। আমি আজকে সেই সকল ভাষা শহীদদের আমার শ্রদ্ধা জানাচ্ছি।কালশী বালুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠান ও সুধী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম।

নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩


সিরাজগঞ্জে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যাকাণ্ড নিয়ে নিজেরা কথা বললেও আতঙ্কে গণমাধ্যমকর্মীসহ বাইরের কারও সঙ্গে কথা বলছেন না স্থানীয় লোকজন।গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে আবদুল কুদ্দুস সরকারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আজ সকালে ওই বাজারে গিয়ে দেখা যায়, ওষুধের দোকান ছাড়া বেশির ভাগ দোকানপাট বন্ধ। হত্যাকাণ্ডটি যেখানে ঘটেছে, তা বেঞ্চ দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে রক্তের দাগ লেগে আছে।নিহত আবদুল কুদ্দুস সরকারের বাল্যবন্ধু ছিলেন স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ। তিনি বলেন, ‘আবদুল কুদ্দুস সরকার পাঁচ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। একই সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে তাঁর সঙ্গে কারও বিরোধ হয়েছে বলে শুনিনি। তবে তাঁকে কেন এভাবে গুলি করে হত্যা করা হলো, তা বুঝতে পারছি না।’ভোগলমান চারমাথা বাজারের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি দেখা যায়। সেখানে দায়িত্বরত তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, সকাল থেকে তাঁরা এখানে আছেন। রাতে আরেকটি দল দায়িত্ব পালন করেছে।বাজার থেকে উত্তরমুখী পাকা রাস্তা ধরে খানিক যেতেই নিহত চেয়ারম্যানের বাড়ি দেখা যায়। বাড়ির সামনে উঠানজুড়ে মানুষের ভিড়। আত্মীয়স্বজনের পাশাপাশি এখানে ভিড় করেছেন দলীয় নেতা-কর্মীরা। কবরের জন্য উঠানের এক পাশে বাঁশ কাটছিলেন কয়েকজন। সেখানে কথা হয় নিহত আবদুল কুদ্দুস সরকারের দুই ছেলে রুহুল আমিন ও জাহাঙ্গীর আলমের সঙ্গে। বড় ছেলে রুহুল আমিন বলেন, ‘আমার বাবার এমন অবস্থা হবে, আমরা কখনো ভাবিনি। তাঁর শত্রু আছে বলে জানতাম না, তবে কেন তাঁকে এমনভাবে হত্যা করা হলো?’নিহত আবদুল কুদ্দুস সরকার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং ভোগলমান চারমাথা গ্রামের বাসিন্দা। হামলার সময় তিনি ভোগলমান চারমাথা বাজারে তাঁর ছেলে মো. রুহুল আমীনের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী ভোগলমান চারমাথা বাজারে আসে। তারা হ্যান্ডমাইকে বাজারের লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয় এবং কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে। এরপর সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারের ছেলের কীটনাশকের দোকানে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর (কুদ্দুস) ওপর কয়েকটি গুলি চালিয়ে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তাড়াশ থানার পুলিশ।রাতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য মো. আবদুল আজিজ। তিনি বলেন, এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি করেন তিনি।আজ বাদ আসর স্থানীয় আড়ংগাইল কবরস্থান মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে আবদুল কুদ্দুস সরকারকে দাফন করা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।

নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩


বর্তমানে দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র চলছে: মির্জা ফখরুল

বর্তমানে দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র চলছে: মির্জা ফখরুল

বাংলা ভাষার চিন্তা-চেতনা বিকাশের জন্য বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, কি দুর্ভাগ্য, সেই বাংলা একাডেমি আজকে অন্যায়ভাবে বিভিন্ন বই প্রদর্শনী বন্ধ করে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।বিএনপি মহাসচিব বলেন, এবারের ২১ ফেব্রুয়ারিতে আমরা নতুন করে শপথ নিতে চাই— দেশে গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করব। জনগণের কথা বলার অধিকার, মুক্ত চিন্তা করার অধিকার, তার যে স্বাধীনতা সেটা নিশ্চয়ই প্রতিষ্ঠা করব।বর্তমানে দেশে সম্পূর্ণভাবে একনায়কতন্ত্র ও পুরানো একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সেই লক্ষ্যে কর্মসূচি পালন করতে যাচ্ছি। সেদিন জাতিকে ঐক্যবদ্ধ করা, গণতন্ত্রকে ফিরিয়ে আনা ও শুধু ভাষার স্বাধীনতা নয়, সামগ্রিক স্বাধীনতা প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করব।সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে কালো ব্যাজ সহকারে দলীয় নেতাকর্মীরা জমায়েত হবেন। সেখান থেকে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত, সেখান থেকে কেন্দ্রীয় মিনারে যাত্রা ও ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।মির্জা ফখরুল বলেন, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।এই বিএনপি নেতা বলেন, ২১ ফেব্রুয়ারি সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও থানা কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা আয়োজনের জন্য দলের সব জেলা কমিটিকে নির্দেশনা দেন তিনি।এজে/

নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩


আ. লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোন গণতন্ত্র নেই: জিএম কাদের

আ. লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোন গণতন্ত্র নেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে কোন গণতন্ত্র নেই। দেশে একনায়কতন্ত্র চলছে।শনিবার দুপুরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা গ্রামে সাবেক সংসদ সদস্য ও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম আব্দুল মান্নানের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।জিএম কাদের আরো বলেন, আওয়ামী লীগ বলেছে দুর্নীতি দূর করবে। দুর্নীতি বাড়তে বাড়তে এমন পর্যায় এসেছে, এখন দেশের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি প্রবেশ করেছে। আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে রাজনীতি করছি। এখন দুষ্টের দমন, শিষ্টের লালনের পরিবর্তে শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি মানুষের মুখের পরিবর্তন হয়, আর চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতেই থাকে, তাতে দেশের মানুষের কোনো উপকার হবে না।জিএম কাদের আরো বলেন, কারও দয়াদাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক। নির্বাচনের ফলাফল যাই হোক, সেটা কোনো বিষয় নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার জন্য সাংগঠনিকভাবে কাজ করছে। তবে নির্বাচন কাছাকাছি আসলে কিভাবে প্রার্থী দেওয়া হবে সে বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের স্ত্রী শেরীফা কাদের এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির খান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি হুসেইন মকবুল, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক । ২০ ফেব্রুয়ারি ২০২৩


নির্বাচন নিয়ে বিদেশিদের নির্দেশনা গ্রহণ করবেনা আ. লীগ: কাদের

নির্বাচন নিয়ে বিদেশিদের নির্দেশনা গ্রহণ করবেনা আ. লীগ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বিদেশিদের কোন পরামর্শ অথবা কোন নির্দেশনা আওয়ামী লীগ অনুসরণ করবে না।তিনি বলেন, “নির্বাচন নির্বাচনের গতিতেই যথাসময়ে অনুষ্ঠিত হবে, আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য সুষ্ঠু হবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে ভুমিকা পালন করবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে।”বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থা ও ব্যবসা-বাণিজ্য নিয়ে কথা হয়েছে তাদের সাথে। এসময় ইউরোপীয় ইউনিয়নের সাতটি দেশের প্রতিনিধিরা ঐ বৈঠকে অংশগ্রহণ করেন।ওবায়দুল কাদের বলেন, “ইউরোপীয় ইউনিয়ন চায় বিএনপিসহ সকল দল আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটা সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হোক। তারা ত্রুটিমুক্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়, আমরাও তাদের বলেছি একটি সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকার যা যা করণীয় তাই করবে।”“আগামী নির্বাচন কেমন হবে, বিএনপি নির্বাচনে আসবে কিনা, ইউরোপীয় ইউনিয়নের সাথে কথা বলে তা জানা যায়,” যোগ করেন তিনি।বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যে দল রাস্ট্রপতির আহ্বান প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের ডায়ালগ প্রত্যাখ্যান করে তারা ডেমোক্রেসি চায়না। বিএনপির মনের দিক থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না কারণ তারা জানে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় আসবে। হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না।তিনি বলেন, “আমাদের কাছে তথ্য রয়েছে, বিএনপি আবারও ২০১৪-১৫ সালের মত আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় যেতে চায়। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে, তারা আন্দোলনের নামে স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করতে চায়।”এজে/

নিজস্ব প্রতিবেদক । ১৭ ফেব্রুয়ারি ২০২৩


বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।তিনি বলেন, গাজীপুরের স্থানীয় এক বাসিন্দার পক্ষে অ্যাডভোকেট একরামুল হক টুটুল এ রিট দায়ের করেছেন। রিটের অনুলিপি আজ আমরা হাতে পেয়েছি। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ রিটে সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মেয়র জাহাঙ্গীরের দুর্নীতি নিয়ে সম্প্রতি দ্য ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন রিট আবেদনে সংযুক্ত করা হয়েছে।২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।এ বিষয়ে সে সময় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এসেছে। আইন অনুযায়ী কোনো নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি অভিযোগ আসে এবং সে অভিযোগ তদন্তের জন্য বা নিষ্পত্তির জন্য আমলে নেওয়া হয়, তাহলে আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম আছে। সে কারণে গাজীপুরের বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।তবে সম্প্রতি তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা করা হয়েছে বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক । ১৫ ফেব্রুয়ারি ২০২৩