রাজনীতি


আওয়ামী লীগের সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নতুন মুখ চারজন

আওয়ামী লীগের সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নতুন মুখ চারজন

নতুন চার মুখ এনে আওয়ামী লীগের সম্মেলনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্যদের মধ্য শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, একজন সভাপতি মন্ডলীর সদস্য ও একজন সদস্য ছাড়া বাকি সদস্যদের নাম চূড়ান্ত করেছে দলটি।নতুন ঘোষণা দেওয়া ২৮টি সদস্য পদের মধ্যে ২৭ টির মধ্যে নতুন মুখ হিসেবে এসেছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী আরাফাত, দীলিপ কুমার চ্যাটার্জি, তারিক সুজাত।এছাড়া আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হয়েছেন গত কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম।আর গত কমিটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিককে কেন্দ্রীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।বৈঠক শেষে গণভবনের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারা হলেন–আবুল হাসনাত আবদুল্লাহনুরুল ইসলাম ঠান্ডুবিপুল ঘোষদীপংকর তালুকদারআমিনুল আলম মিলনবেগম আখতার জাহানডা. মুশফিক হোসেন চৌধুরী মেরিনা জামান পারভীন জামান কল্পনাঅ্যাড. সফুরা বেগম রুমিঅধ্যাপক মো. আলী আরাফাততারানা হালিম সানজিদা খানমহোসনে আরা লুৎফা ডালিয়াআনোয়ার হোসেনআনিসুর রহমানশাহাবুদ্দিন ফরাজিইকবাল হোসেন অপুগোলাম রব্বানি চিনুমারুফা আক্তার পপিরেমন্ড আরেং গ্লোরিয়া সরকার ঝর্ণাসাঈদ খোকনআজিজুর রহমান ডনসাখাওয়াত হোসেন শফিক দীলিপ কুমার চ্যাট্টাজীতারিক সুজাতপ্রসঙ্গত, গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো নতুন সভাপতি শেখ হাসিনা এবং তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ওই দিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৯টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মুর্তজাকে নির্বাচিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক । ০২ জানুয়ারি ২০২৩


উপনির্বাচনে ৩ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ

উপনির্বাচনে ৩ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ

বিএনপির ছেড়ে দেওয়া শূন্য ৬টি আসনের মধ্যে ৩টিতে দলীয় মনোনয় দিয়েছে আওয়ামী লীগ। বাকি তিনটির শরিক দলকে দুটি দিয়ে এতটিতে কোন প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ।বিকাল সাড়ে ৪টা থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই আসনগুলোতে চূড়ান্ত করা হয়।আসনগুলোর মধ্যে ঠাকুরগাঁও-৩, ১৪ দলীয় জোট, ওয়ার্কাস পাটিকে, বগুড়া-৪ আসনটি ১৪ দলীয় জোট, (জাসদ, ইনু)কে বগুড়া- ৬, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ ২, মো. জিয়াউর রহমানকে আর চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে কোন প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক । ০২ জানুয়ারি ২০২৩


বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন

বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত পৌনে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস (কাজল) এ তথ্য নিশ্চিত করেছেন।বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সী খন্দকার মাহবুব হোসেন। গত ২৮ ডিসেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। খন্দকার মাহবুব হোসেন চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুবার দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে মামলা লড়তেন খন্দকার মাহবুব হোসেন।খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায়। ১৯৬৭ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে আপিল বিভাগের আইনজীবী হিসেবেও তিনি তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ছিলেন খন্দকার মাহবুব হোসেন। অবশ্য পরে ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হলে যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আদালতে আইনি লড়াই চালিয়েছিলেন তিনি।বিশিষ্ট এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক । ০২ জানুয়ারি ২০২৩


গাজীপুরে প্রধান শিক্ষিকাকে মুঠোফোনে হত্যার হুমকি

গাজীপুরে প্রধান শিক্ষিকাকে মুঠোফোনে হত্যার হুমকি

গাজীপুরের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষিকা আইরিন হোসেন তন্বীকে অপরিচিত এক ব্যক্তি মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। এ ব্যাপারে শুক্রবার (৩০ ডিসেম্বর ) ওই শিক্ষিকা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর করা জিডিতে (জিডি নং ১৫৬৭) বলা হয়েছে, ১৯৭৪৭৩০ ফোন নম্বর থেকে গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টা ১ মিনিটে অপরিচিত এক ব্যক্তি আইরিন তন্মির ব্যক্তিগত ফোন নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করার ওই ব্যক্তি তাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও তার পরিবারকে হত্যার হুমকি দেয়।এই বিষয়ে দ্রুত তদন্ত ও বিচার দাবি করে ভুক্তভোগী শিক্ষিকা তার নিরাপত্তা চেয়েছেন এবং হত্যার হুমকি দেওয়া ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের দাবীও জানান।এই বিষয়ে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষিকা আইরিন হোসেন তন্বী বাংলা ওয়্যারকে বলেন, ‘আমাকে সেদিন অপরিচিত ঐ ব্যক্তি অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং আমাকে হত্যার হুমকি দিয়েছে কিন্ত আমার অপরাধটা কি? আমি বিনা বেতনে এই স্কুলে পাঠদান করে আসছি। আমি আমার পরিবারের নিরাপত্তা চাই এবং হুমকি দাতাকে দ্রুত গ্রেফতার করে শাস্তি প্রদান করা হোক।‘কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলি খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলা ওয়্যারকে বলেন, তারা এই বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং দ্রুততর সময়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।প্রধান শিক্ষিকা আইরিন হোসেন তন্বীর স্কুলটি গাজিপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা গ্রামে ২০ শতাংশ জমির উপর নির্মিত। ২০০৭ সালে থেকে প্রতিষ্ঠানটি তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্কুল পরিচালনা করছেন মো. সুজন মাহমুদ।২০১৯ সালে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতায় গাজীপুরে প্রথম স্থানও অর্জন করেছে এ স্কুলটি। স্কুলে ‘ডিজিটাল কন্টেন্টের’ মাধ্যমে পাঠ্যবই পড়ছেন প্লে থেকে ৫ম শ্রেণির শিশুরা। এছাড়া তারা এখানে কম্পিউটার প্রোগ্রামিং ও শিখছে। কোমলমতী শিশুরা স্বপ্ন দেখছে একদিন তারা রোবট তৈরি করবে।হক গ্রুপের কর্ণধার জনাব আদম তমিজি হকের অর্থায়নে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী বিনা বেতনে লেখাপড়া করছে।২০ জন শিক্ষক দ্বারা পরিচালিত স্কুলটিতে রয়েছে কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, বাচ্চাদের জন্য খেলার মাঠ। এছাড়া প্রতিবছর শিক্ষা সফর, ক্রীড়া প্রতিযোগীতাও আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। জাতীয় পর্যায়ে বিভিন্ন কো কারিকুলাম কার্যক্রমে স্কুলটি সুনামের সাথে অংশগ্রহণ করে।

নিজস্ব প্রতিবেদক । ০১ জানুয়ারি ২০২৩


জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খন্দকার মাহবুব হোসেন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।শনিবার বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।তিনি জানান, আজ (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সর্বশেষ খবর তিনি সংকটময় মুহূর্তে আছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

নিজস্ব প্রতিবেদক । ০১ জানুয়ারি ২০২৩


মির্জা ফখরুলের মুক্তির জন্য বুদ্ধিজীবী নামিয়েছে বিএনপি -কাদের

মির্জা ফখরুলের মুক্তির জন্য বুদ্ধিজীবী নামিয়েছে বিএনপি -কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির জন্য দলটি বুদ্ধিজীবী নামিয়েছে।ওবায়দুল কাদের বলেন, 'আপনারা মির্জা ফখরুলের মুক্তি চান, ভালো কথা। ফখরুল সাহেব আপনাদের বন্ধু, আপনাদের শুভাকাঙ্ক্ষী। কিন্তু তিনি অসুস্থ এটা আমরা জানি না'।শুক্রবার (ডিসেম্বর ৩০) রাজধানীর শ্যামলী সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। সেদিন মধ্যরাতে উত্তরার বাসা থেকে পুলিশ উঠিয়ে নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরের দিন তাকে গ্রেপ্তার দেখানো হয়।২৯ ডিসেম্বর প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৬০ বিশিষ্ট নাগরিক ফখরুলের মুক্তি চেয়ে বিবৃতি প্রদান করেন। কাদের বলেন, 'এই বুদ্ধিজীবিরা, এই বিশিষ্টজনেরা এই বাংলায় যখন ১৫ আগস্টে জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করা হয় তখন কোন বিবৃতি দেননি। ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আপনাদের মুখের ভাষা কোথায় ছিল? কোথায় ছিল প্রতিবাদ আমি জানতে চাই। জাতীয় চার নেতাকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করা হলো কোথায় ছিল আপনাদের প্রতিবাদ?"আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নাকি রাষ্ট্র মেরামত করবে। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল এই রাষ্ট্রকে ধ্বংস করেছে। এই রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে। এই রাষ্ট্রে অর্থপাচার করেছে বিএনপি। পাঁচ বছরে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি ৷ তারা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না। ধ্বংস করতে পারে।তিনি আরও বলেন, বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান। জনগণ বলে তারেক থেকে সাবধান। বিএনপি থেকে সাবধান। খেলা হবে, বাংলাদেশ আর রক্তপাতে ফিরে যাবে না। লন্ডনে বসে বলে ‘টেক ব্যাক’। বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবনে ফিরে যাবে না।সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা সতর্ক আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, "আমরা কোন ধরনের সহিংসতায় জড়াব না। তবে আঘাত করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।"আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সহ-সভাপতি সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা শান্তি সমাবেশে বক্তব্য রাখেন।

নিজস্ব প্রতিবেদক । ৩১ ডিসেম্বর ২০২২


বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আবু সুফিয়ান সফিক

বগুড়া-৬ আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করলেন আবু সুফিয়ান সফিক

বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের এই নেতা।আবু সুফিয়ান সফিক রাজনৈতিক জীবনে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বগুড়া শাহ সুলতান কলেজের সাবেক জিএস ছিলেন তিনি।এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ ডিসেম্বর বিএনপি মনোনীত বগুড়া ৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সংসদে পদত্যাগ পত্র জমা দেন এবং পরবর্তীতে বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচন করবে ইসি।ইসি সচিব জানিয়েছেন, প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তারা ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

নিজস্ব প্রতিবেদক । ৩১ ডিসেম্বর ২০২২


বিএনপি অগ্নিসন্ত্রাস-ভাঙচুর করবে, সেখানে কি আমরা দাঁড়িয়ে থাকব, ললিপপ খাব? - কাদের

বিএনপি অগ্নিসন্ত্রাস-ভাঙচুর করবে, সেখানে কি আমরা দাঁড়িয়ে থাকব, ললিপপ খাব? - কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকবো।বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন,তারা অগ্নিসন্ত্রাস করবে, ভাঙচুর করবে, সেখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব, ললিপপ খাব?মেট্রোরেলের ভাড়া নিয়ে মোটেও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।মেট্রোরেলের ভাড়া অনেকেই বেশি বলছেন-এ প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মোটেও সমস্যা হবে না। রিকশায় উঠলেই ২০ টাকা। তাহলে?

নিজস্ব প্রতিবেদক । ৩০ ডিসেম্বর ২০২২


সর্বাধিক পঠিত

এবার উপ-নির্বাচনে আ.লীগের নৌকার প্রার্থী হতে চাই- হিরো আলম

এবার উপ-নির্বাচনে আ.লীগের নৌকার প্রার্থী হতে চাই- হিরো আলম

বিএনপির সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেনের পদত্যাগের পর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন শূন্য ঘোষণা হয়েছে। এরই মধ্যে উপ-নির্বাচনের তফসিলও ঘোষণা হয়েছে। এই আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করেছেন আলোচিত মুখ হিরো আলম।বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আলম (হিরো আলম) বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যারা ভালো কাজ করছেন তাদের সঙ্গী হিসেবে নিচ্ছেন। তাই আমিও এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো।‘যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয় তাহলে নির্বাচন করব। যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।’এদিকে, আশরাফুল আলম ওরফে হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়।পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান।

নিজস্ব প্রতিবেদক । ২৯ ডিসেম্বর ২০২২


রংপুর সিটি নির্বাচনে জামানত হারালেন আ.লীগের মেয়র প্রার্থী

রংপুর সিটি নির্বাচনে জামানত হারালেন আ.লীগের মেয়র প্রার্থী

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা (ডালিয়া) জামানাত হারিয়েছেন। তাঁকে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হতো। অর্থাৎ তাঁকে অন্তত ৩৪ হাজার ৩৯৩ ভোট পেতে হতো। কিন্তু তিনি পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেনের সই করা ভোটার তালিকা থেকে জানা গেছে, মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৯৩৬।এই নির্বাচনে মেয়র পদে অংশ নেন মোট ৯ প্রার্থী। তাঁদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মেয়র নির্বাচিত হন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে জামানত টিকিয়ে রেখেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থীসহ সাত প্রার্থী জামানত হারিয়েছেন।আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফাসহ আর যাঁরা জামানত হারিয়েছেন, তাঁরা হলেন বাংলাদেশের কংগ্রেসের আবু রায়হান (১০ হাজার ৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫ হাজার ৮০৯ ভোট), খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল (২ হাজার ৮৬৪ ভোট), স্বতন্ত্র মেহেদী হাসান (২ হাজার ৬৭৯ ভোট), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র লতিফুর রহমান (৩৩ হাজার ৮৮৩ ভোট) ও জাসদের শফিয়ার রহমান (৫ হাজার ১৫৬ ভোট)।

নিজস্ব প্রতিবেদক । ২৯ ডিসেম্বর ২০২২


রসিক নির্বাচন: নৌকাকে হারিয়ে লাঙলের জয়/তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন নির্বাচিত মেয়র

রসিক নির্বাচন: নৌকাকে হারিয়ে লাঙলের জয়/তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন নির্বাচিত মেয়র

রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এ বিজয়ের জন্য মহান আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয়কে আমি রংপুর মহানগরবাসীর কাছে উৎসর্গ করলাম। আপনারা আগের মতো আমার পাশে থাকবেন। আমিও দরজায় পর্দাবিহীনভাবে আপনাদের পাশে থাকব। দুর্নীতি মুক্ত থেকে নগরবাসীর সেবা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এ সময় তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কথা স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।তিনি বলেন, ইভিএমে ভোট ধীরগতিতে এবং বিভিন্ন কেন্দ্রের মেশিনের ত্রুটির কারণে ভোট কম পোলিং হয়েছে। যদি স্বাভাবিকভাবে ভোট হতো এবং কাঙ্ক্ষিত ভোট পোল হতো তা হলে এবার আমি দুই লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম।নির্ধারিত সময় সাড়ে ৪টায় হলেও অনেক কেন্দ্রে ভোট হয়েছে সন্ধ্যা পর্যন্ত। একদিকে অনেক কেন্দ্রের ফল ঘোষিত হয়েছে, আর অনেক কেন্দ্রে চলেছে ভোট। ইভিএমে ভোট ধীরগতিতে হওয়ায় যারা সাড়ে ৪টার আগে কেন্দ্রে প্রবেশ করেছিলেন তাদের ভোট নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল সাড়ে ৪টার পরও যেসব কেন্দ্রের ভেতরে মানুষ থাকবে, সেখানে ভোটগ্রহণ করা হবে।এর আগে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে রংপুর শিল্পকলা একাডেমিতে তাকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।প্রসঙ্গত, এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি। সরকারদলীয় প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়ার চেয়ে এক লাখ ২৪ হাজার ৫৫৯ ভোট বেশি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন হাতি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) লতিফুর রহমান। আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৯ ভোট।

নিজস্ব প্রতিবেদক । ২৮ ডিসেম্বর ২০২২


বিএন‌পি‌কে আর ছাড় দেয়া হ‌বে না হুশিয়ারি কাদেরের

বিএন‌পি‌কে আর ছাড় দেয়া হ‌বে না হুশিয়ারি কাদেরের

বিএনপি গণমিছিলের নামে সারাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে অ‌গ্নিসন্ত্রাস এবং ভাঙচুরের মতো সহিংস উপাদান যুক্ত করার ষড়যন্ত্র কর‌ছে ব‌লে দা‌বি ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। দলটিকে আর ছাড় দেয়া হবে না বলেও তা জানিয়ে দেন তি‌নি।মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে এক বর্ধিত সভা শেষে গণমাধ্যমে কথা বলতে গিয়ে কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, বিএনপি'র ১০ তারিখে ঢাকায় মহাসমাবেশের ষড়যন্ত্র সফল হয়নি। সেটি কর্পূরের মত উড়ে গেছে। এখন তারা গণ‌মি‌ছি‌লের নামে নতুন করে ষড়যন্ত্র শুরু করছে।তিনি বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় ছি‌লো। ওই‌দিন ঢাকা মহানগরের রাজপথ কার্যত আওয়ামী লীগের দখলে ছিল। এর মাধ্যমে সেদিন বিএনপি নেতৃত্বাধীন অপশক্তিকে রুখে দিয়েছিল।বিএনপির যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে ১০ তারিখের মত ৩০ ডিসেম্বরও রাজপথে নেতাকর্মীদের অবস্থান নি‌য়ে সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কা‌দের।আওয়ামী লীগ সংঘাত চায়না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা আক্রমণ করব না। তবে আঘাত এলে পাল্টা আঘাত হবে কিনা তা উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়া হবে।এ সময় বিএনপির প্রতি সরকা‌রের কঠোর মনোভাবের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদারতায় বিএনপিকে অনেক ছাড় দেয়া হয়েছে। বেশি লাফালাফি করলে আর ছাড় দেয়া হবে নাএ সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য আব্দুর রাজ্জাক এমপি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, পদপ্তর সম্পদ বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক । ২৮ ডিসেম্বর ২০২২


৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের রুট প্রকাশ করেছে বিএনপি

৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের রুট প্রকাশ করেছে বিএনপি

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠেয় গণমিছিলের রুট প্রকাশ করেছে বিএনপি। গণমিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণমিছিল করবে বিএনপি।এ বিষয়ে অবহিত করতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির প্রতিনিধি দল। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি ডিএমপিতে পৌঁছে দেওয়া হয়েছে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে অবহিত করতে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবে।

নিজস্ব প্রতিবেদক । ২৮ ডিসেম্বর ২০২২


শেখ হাসিনাকে স্পিকার ও চিফ হুইপদের শুভেচ্ছা

শেখ হাসিনাকে স্পিকার ও চিফ হুইপদের শুভেচ্ছা

পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটনের নেতৃত্বে জাতীয় সংসদের হুইপরা। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তারা। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।উপস্থিত থাকা অন্য হুইপরা হলেন : জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি। এর আগে গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম সম্মেলনের মধ্য দিয়ে দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক । ২৮ ডিসেম্বর ২০২২


কে হচ্ছেন আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জানা যাবে আজ

কে হচ্ছেন আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জানা যাবে আজ

ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কে— তা নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। গত শনিবার জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুগ্ম সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করার পর এ ঘটনা ঘটে। তিনি বলেন, 'যারা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তারাই থাকবেন... ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দীপু মনি...।'ঘোষণা অনুযায়ী, যুগ্ম সাধারণ সম্পাদকের আগের তালিকায় তৃতীয় স্থানে থাকা হাছান মাহমুদ এক নম্বরে চলে আসায় দ্বিতীয় অবস্থানে চলে গেছেন মাহবুবউল আলম হানিফ।শনিবার রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নাম প্রকাশ করা হয়, এতে হাছান মাহমুদকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। তবে এর এক ঘণ্টা পর ওয়েবসাইট থেকে তালিকাটি সরিয়ে নেওয়া হয়। সেখানে শুধু শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম রয়েছে। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির তৈরি হয়। এর আরও এক ঘণ্টা পর পুনরায় পূর্ণাঙ্গ কমিটির নাম ওয়েবসাইটে আপলোড করা হয়। যেখানে এক নম্বরে হাছান মাহমুদের নাম ছিল, কিন্তু আধা ঘণ্টা পর আবারও সেটা উধাও হয়ে যায়।গতকাল রাত সাড়ে ৯টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েবসাইটে শুধু শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম উল্লেখ ছিল। আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে বার বার এই পরিবর্তনের কারণে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে বিভ্রান্তি আরও গভীর হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে একটি ধারার কারণে বিষয়টি আলোচনায় এসেছে। ওই ধারায় বলা হয়েছে, যদি সাধারণ সম্পাদক 'অনুপস্থিত' থাকেন, তাহলে তালিকায় থাকা নামের ক্রম অনুসারে দায়িত্ব যুগ্ম সাধারণ সম্পাদকের ওপর ন্যস্ত হবে।যুগ্ম সাধারণ সম্পাদকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি যা বলেছেন তাতেই সবকিছু ঠিক আছে। ডা. হাছান মাহমুদ এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া বাকি তালিকা একই থাকবে।'ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।নাম প্রকাশ না করার শর্তে একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'একমাত্র শেখ হাসিনাই বিভ্রান্তি দূর করতে পারেন।' প্রেসিডিয়াম বৈঠকের পর বিষয়টি পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।আজ সন্ধ্যা ৭টায় গণভবনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থার নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সেখানে কেন্দ্রীয় কমিটির ২৮ সদস্য নির্বাচিত হবেন।

নিজস্ব প্রতিবেদক । ২৭ ডিসেম্বর ২০২২


দলের জন্য দায়িত্ব আরো বেড়ে গেলো : কাদের

দলের জন্য দায়িত্ব আরো বেড়ে গেলো : কাদের

তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদের। এর মাধ্যমে তার দায়িত্ব আরও বেড়ে গেলো বলে জানিয়েছেন তিনি।ওবায়দুল কাদের বলেন, এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতা পর তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেলো।রোববার (২৫ ডিসেম্বর) সকালে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।তিনি বলেন, কাউন্সিলরদের চোখের ভাষা, মনের ভাষা তিনি বোঝেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক । ২৬ ডিসেম্বর ২০২২


আওয়ামী লীগের সম্মেলন/ সভাপতি হাসিনা, সাঃ সম্পাদক কাদের

আওয়ামী লীগের সম্মেলন/ সভাপতি হাসিনা, সাঃ সম্পাদক কাদের

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।আওয়ামী লীগের সভাপতি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক বাক্যে মেনে নেন দলের কাউন্সিলর এবং নেতাকর্মীরা । দু-একবার নিজ থেকে অবসরে যাওয়ার প্রস্তাব তুললেও দলের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে ছুটি দিতে রাজি হননি। সুতরাং সভাপতি হিসেবে শেখ হাসিনাই থাকছেন—এটা প্রায় নিশ্চিত। এই জন্য এবারও আওয়ামী লীগের সম্মেলনের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ সম্পাদক পদটি।এ বিষয়ে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে যে, আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা তৃতীয় মেয়াদে এই পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।তারা বলছেন, যেহেতু ওবায়দুল কাদের শারীরিকভাবে সুস্থ আছেন তাকেই আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব দিতে পারেন শেখ হাসিনা। তাছাড়া আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে তিনি ভালোই করছেন। তিনি এখন পর্যন্ত সফলতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।করোনাকালীন সময়েও ওবায়দুল কাদের দলের প্রতিটি প্রোগ্রামে অংশগ্রহণ করছেন কখনো স্ব-শরীরে কখনো ভার্চুয়ালি এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপি নেতাদের বক্তব্যের বুদ্ধিভিত্তিক ও দাঁতভাঙ্গা জবাবে তার জুরি নেই। সবকিছু মিলিয়ে তিনিই আগামী সম্মেলনে সাধারণ সম্পাদকের দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন বলে জানা গেছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বাংলা ওয়্যার কে বলেন, 'সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের কোন আভাস আমি দেখছি না কারন গতকাল গণভবনে কার্যনির্বাহী কমিটির সভায় এ রকম আভাসও পায়নি'এছাড়া সাধারণ সম্পাদক পদের জন্য ওবায়দুল কাদেরের পাশাপাশি দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানকের নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। এদিকে, আগামী জাতীয় নির্বাচনের আগে দলের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল চান না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি নির্বাচনে বিজয় অর্জনে দলের অভিজ্ঞ ও পুরনো নেতাদের উপরই আস্থা রাখবেন। তবে কয়েকটি পদে নতুন মুখ দেখা যাবে। কেন্দ্রীয় একাধিক নেতার বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ জমা পড়েছে আওয়ামী লীগ সভাপতির কাছে। সেগুলো আমলে নিয়ে কয়েকটি পদে পরিবর্তন আসবে।বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে আওয়ামী লীগ এবার সাদামাটা সম্মেলন করছে। কাউন্সিলের সয়মও কমিয়ে একদিনে আনা হয়েছে। বিদেশি অতিথিদের দাওয়াত দেওয়া হয়নি। থাকছে না ঢাকা জুড়ে আলোকসজ্জা।আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে, ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’। এ স্লোগান লেখা পোস্টার ছাপার কাজও শেষ হয়েছে।এবার সম্মেলনের মঞ্চ পদ্মা সেতু ও নৌকার ডিজাইনে হচ্ছে। পদ্মা সেতুর ওপরে নৌকার আদলে তৈরি হচ্ছে মঞ্চ। মঞ্চের আয়তন হবে দৈর্ঘ্যে ৮০ ফুট ও প্রস্থে ৪৪ ফুট এবং উচ্চতা হবে সাত ফুট। মঞ্চে ১২০ জনের বসার চেয়ার রাখা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পাশেই আলাদা মঞ্চ থাকবে।দলের কাউন্সিল অধিবেশন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন ইউসুফ হোসেন হুমায়ুন, মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।জাতীয় সম্মেলনে অতিথি ও কাউন্সিলর মিলিয়ে লক্ষাধিক লোক উপস্থিতির আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে সারা দেশে দলের ১৫ হাজার কাউন্সিলর ও প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। দুপুরে ৫০ হাজার নেতাকর্মীর খাবারের আয়োজন থাকবে।

নিজস্ব প্রতিবেদক । ২৪ ডিসেম্বর ২০২২


"দায়িত্ব বদলালেও আ.লীগের সাথেই আছি, আ.লীগের জন্যই কাজ কাজ করবো"

"দায়িত্ব বদলালেও আ.লীগের সাথেই আছি, আ.লীগের জন্যই কাজ কাজ করবো"

দ্বিতীয় মেয়াদের শেষ দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “দায়িত্ব বদলালেও এই দলেই আছি, দলের জন্যই কাজই করবো।”শুক্রবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।দুই মেয়াদে আওয়ামী লীগের দায়িত্ব পালন করতে গিয়ে কতটুকু সফল হয়েছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “ব্যর্থতা থেকে শিক্ষাও নেবো, যেখানে ভুল আছে আমরা সম্মিলিত ভাবে আমগামীতে চেষ্টাও করবো। কে কোন দায়িত্বে সেটা ব্যপার না। দায়িত্ব বদলালেও তো আমরা এই দলেই আছি। দলের কাজই করবো।”ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, একাধারে ক্ষমতাসীন দল। ক্ষমতাসীন দলে কিছু সমস্যা থাকে। আজ কেউ আছেন, তিনি আবারও থাকতে চাইবেন। আবার নতুন কেউ আকাঙ্খা থাকতে পারে। এখানে দুই আকাংখার মধ্যে একটা সাংঘর্ষিক অনেক সময হযে যায়, সেটাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে একটা প্রতিক্রিয়া থাকে। এই বিষয়টা পৃথিবীর সব দেশেই আছে, আমাদের এখানেও আছে। এসব আছে, ছোট সমস্যা আছে।” নিজেকে মুল্যায়নের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “মুল্যায়ন, কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই। আই এম নট পার্ফেক্ট লিডার, আমি মনে করি একেবারে পারফেক্ট হওয়া খুবই সম্ভব না। ভুল ত্রুটি তো থাকবেই। সাফল্য আছে, ভুল ত্রুটিও আছে।“তবে মহামারির জন্য আমরা একটা বছর কাজ করতে পারি নি। এর মধ্যে আমার সহকর্মীরা অনেক সহযোগিতা করেছে, কাজ করেছেন। আমাদের সহযোগী সংগঠন, মহানগর আওয়ামী লীগ কাজ করেছে। আমি মনে করি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উদযাপন আমাদের সবচেয়ে বড় সাফল্য। এবারই প্রথম উপজেলা, তৃণমূল পর‌্যায়ে সবচেয়ে বেশি সম্মেলন হয়েছে।” আওয়ামী লীগের প্রতি তরুন ও নারীদের আকর্ষণ বেড়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ তার স্বকীয় ধারায় এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের প্রতি তরুনদের আকর্ষণ আগের চেয়েও বেড়েছে, নারীদের আকর্ষন আগের থেকে বেড়েছে। নারীরা আজকে, গ্রামেও দেখবেন আমি আমার এলাকায় দশজন মহিলা পাবলিক মিটিংয়ে দেখি নি, এখন শত শত। এটা সারা বাংলাদেশে। তরুণদের এখন স্মার্ট বাংলাদেশের প্রতি আকর্ষণ, তরুনরা ডিজিটাল বাংলাদেশ গ্রহণ করেছে।”এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শামসুর নাহার চাপা, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য পারভীর জামান কল্পনা, সৈয়দ আব্দুল আউয়াল শামীম উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক । ২৪ ডিসেম্বর ২০২২


আ.লীগের সম্মেলনে বিএনপি নেতাদের আমন্ত্রণ

আ.লীগের সম্মেলনে বিএনপি নেতাদের আমন্ত্রণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এসে আমন্ত্রণ জানায়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন।এ সময় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স আওয়ামী লীগের প্রতিনিধি দলকে বলেন, আমাদের সব নেতা কারাগারে। সম্মেলনে কীভাবে যাবো?এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি। আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবে।এরপর প্রিন্স বলেন, দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক । ২৪ ডিসেম্বর ২০২২


'হ্যাটট্রিক করবো কিনা জানি না' -কাদের

'হ্যাটট্রিক করবো কিনা জানি না' -কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'এই সম্মেলনে আমি হ্যাটট্রিক করবো কিনা জানি না। এটা আমি করতে পারি না। তাহলে কাউন্সিলরদের চিন্তাভাবনাকে অবমূল্যায়ন করা হয়'।'আমি কোনো প্রেডিকশন করতে চাই না। টাইম ইস নট ম্যাচিউরড টু প্রেডিক্ট। এই দলে অন্তত ১০ জন আছে, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য। সে ধরনের অভিজ্ঞ নেতৃত্ব আমাদের দলে আছে,’ তিনি বলেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী শনিবার (২৪ ডিসেম্বর) সেখানে আওয়ামী লীগের ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে।দলের সাধারণ সম্পাদকের পদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সবার দৃষ্টি দলের সাধারণ সম্পাদক পদের দিকে। এ পদে প্রার্থীদের অনেকের ইচ্ছা থাকতে পারে। অন্তত গণতান্ত্রিক দল হিসেবে।’ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমার জানা মতে, এখানে অন্তত ওই পদের ১০ প্রার্থী আছেন। এই পদে আসতে চান। কে হবেন, এটা নেত্রীর ইচ্ছা এবং কাউন্সিলরদের মতামতের ওপর নির্ভর করছে। সবকিছু প্রতিফলন ঘটবে দ্বিতীয় অধিবেশনে, তিনটার পর যেটা শুরু হবে, সেখানে। কাউন্সিলর মতামত নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হবে। কাজেই আমি কারও নাম বলতে পারব না।’বর্তমান কমিটির বিতর্কিত কিছু নেতার বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের নির্বাহী কমিটি অত্যন্ত সক্রিয় কমিটি। কাউকে নিয়ে কোনো বিতর্ক নেই। যদি থাকে, নেত্রী সিদ্ধান্ত নেবেন। তবে পারফেক্ট কেউ না। ভুলত্রুটি নিয়েই মানুষ। কাজেই পূর্ণতা খুঁজতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা করতে হবে।’

নিজস্ব প্রতিবেদক । ২৩ ডিসেম্বর ২০২২