মোকছেদুল মুমীন জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও দুটি আবাসিক হলের জন্য ক্রয় করা হয় ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ১৫ টি লিফট। এক বছর অতিবাহিত না হতেই ১৫টি লিফট যেগুলো সচল সেগুলোও প্রায়ই চলন্ত অবস্থায় বিকল হয়ে পড়ে। লিফটের ভেতর আটকা পড়ে নাভিশ্বাস আর আতঙ্কিত হন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে দুটি আবাসিক হলের ভবন নির্মাণের কাজ শেষে সুইজারল্যান্ড থেকে ৫৫০ ব্রান্ডের ১৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ক্রয় করা হয় ১৫ টি লিফট। ১৫ লিফটের মধ্যে দুই হলে ৯ টি এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান ভবনে তিনটি করে মোট ছয়টি লিফট স্থাপন করা হয়। ওই ছয়টির মধ্যে চারটি লিফট শুরু থেকেই অধিকাংশ সময় অচল থাকে। দুটি লিফট দিয়ে দশতলা ভবনে উঠানামা করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী। চলন্ত লিফট হটাৎ বিকল হয়ে ভেতর আটকা পড়ে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলমান থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থাগ্রহন না করায় উদ্বিগ্ন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা।প্রতিনিয়ত লিফটে আটকানোর ঘটনা ঘটছে,আর প্রায় সময় লিফট বন্ধ থাকে একটা না একটা।১২ অক্টোবর দুপুর একটা দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের লিফটে আটকা পড়েন ৬ শিক্ষার্থী। ১৯ অক্টোবর লিফটে আটকে পড়া ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আতিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টিএসসি গ্রুপে তার আতঙ্কের বার্তায় লিখেন, ভার্সিটি ভর্তি হওয়ার পর ভয়ঙ্কর অভিজ্ঞতাটা হলো আজকে। লিফটে আটকে গিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় টিএসসি গ্রুপে সাব্বির হাসান শাওন বলেন, লিফট সমস্যা এতোটা গুরুতর হওয়ার পরও প্রশাষন থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।তবে কি প্রশাষন কর্তৃপক্ষ কোনো স্টুডেন্টের মৃত্যুর জন্য অপেক্ষা করছে??বর্তমানে লিফটে ওঠা মানে স্বেচ্ছায় জীবন দেওয়ার মতো অবস্থা। স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী অনিক সিকদার বলেন, বৈদ্যুতিক কোন সমস্যা ছাড়াই বিকট শব্দে ৪র্থ ফ্লোরে এসে আটকে যায়।প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্থায়ী কোন সমাধান করছেনা।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট নুসরাত তানিয়া বলেন, এই হলের ৫টি লিফট-ই সচল। এক বছরের মধ্যে শুধু একবার যান্ত্রিক ত্রুটির কারনে এক সপ্তাহ লিফট বন্ধ ছিল। তবে জেনারেটর ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে বিদ্যুৎ চলে গেলে শিক্ষার্থীরা আটকা পড়েন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে টেকনিশিয়ান নিযুক্ত রয়েছে। টেকনিশিয়ানরা খুব দ্রুতই শিক্ষার্থীদের উদ্ধারে সক্ষম হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার জানান, হলের লিফটে মাঝেমধ্যে সমস্যা দেখা দেয়। তবে বেশি সমস্যা হয় ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে। বিষয়টি আসলেই বিব্রতকর। ডিপিডি হাফিজুর রহমান বলেন, লিফটে সিকিরিউটি ডিভাইস অনেক। ব্যবহারকারীরা উল্টাপাল্টা চাপাচাপি করলে সমস্যা হতেই পারে। মাঝেমধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাংলাদেশের অনেকস্থানে এই ধরনের ঘটনা ঘটে। এতে আতঙ্কের কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, চালক ছাড়া গাড়ির যে অবস্থা, লিফটেরও ওই একই অবস্থা। অনেকেই এর আগে কোনদিন লিফট ব্যবহার করেনি। তারা একই বাটনে বারবার চাপেন। উন্নতমানের হলেই কি? লিফটগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বলেই সমস্যা দেখা দিতে পারে। আমরা লোকবল চেয়ে আবেদন করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করছি।
নিজস্ব প্রতিবেদক । ০১ নভেম্বর ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় এলাকার চিহ্নিত মাদকসেবীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এক কলেজ দপ্তরি।আহত হয়েছেন আরও দুজন। নিহতের নাম সুলতান হোসেন স্বপন (৫৫)। তিনি শ্যামপুর গ্রামের মৃত আ. হামিদ মিয়ার ছেলে।শনিবার রাত ৮টার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া শহিদ তিতুমির বাজারে এ ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করছেন নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন।প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার যুবক— রানা, সোলাইমান, আলী ও সাজ্জাদ মাদকসেবন করছিল।এ সময় নিহতের ছেলে পলাশ ওই চার যুবককে স্কুল মাঠে মাদকসেবন না করার জন্য নিষেধ করেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে পলাশকে ধাওয়া করে।তিনি আত্মরক্ষায় দৌড়ে ওই বাজারে পাসুর চা দোকানে গিয়ে আশ্রয় নেন। সেখানে বসে চা পান করছিল পলাশের বাবা স্বপন। এ সময় মাদকসেবী ওই চার যুবক সদল-বলে দেশীয় অস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী চাচাতো ভাই আজমির এগিয়ে এলে তাকেও মাদকসেবীরা হামলা করে।এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় স্বপন ও আজমিরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন কলেজ দপ্তরি স্বপনকে মৃত্যু ঘোষণা করেন। আহত আজমিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অপর যুবক শিমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন যুগান্তরকে জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। এ পযর্ন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
নিজস্ব প্রতিবেদক । ৩১ অক্টোবর ২০২২
নারায়ণগঞ্জের বন্দর থানার কেডলা এলাকায় ক্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালক রাসেল (২৮) ও হেলপার ফাহিমের (২১) মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে। মৃতদের সহকর্মী সুমন বলেন, ক্রেনে একটু সমস্যা ছিল। পরে সেটি ঠিক করার জন্য তারা ক্রেনটি উপরে উঠালে বিদ্যুতের মেইন তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও হেলপার ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, নিহত রাসেলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়। আর হেলপার ফাহিমের বাড়ি চট্টগ্রাম জেলায়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
নিজস্ব প্রতিবেদক । ৩১ অক্টোবর ২০২২
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। রোববার (৩০ অক্টোবর) সকালে এক বৈঠকে এ উপ-কমিটিগুলো গঠন করা হয়। রোববার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত খসড়া কমিটিগুলো হলো, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শেখ হাসিনা; সদস্য সচিব ওবায়দুল কাদের, অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, সদস্য সচিব দীপু মনি, অর্থ উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফরউল্লাহ; সদস্য সচিব এইচএন আশিকুর রহমান, ঘোষণাপত্র উপ-কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম; সদস্য সচিব আব্দুর রহমান, দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেন; সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মঞ্চ ও সাজসজ্জা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানক; মির্জা আজম, প্রচার ও প্রকাশনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু; সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ; সদস্য সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক; সদস্য সচিব সেলিম মাহমুদ, স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক মোস্তফা জালাল মহিউদ্দিন; সদস্য সচিব রোকেয়া সুলতানা, সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক আতাউর রহমান; সদস্য সচিব অসীম কুমার উকিল, খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিদর্শন ব্যাংক অব মঙ্গোলিয়ার গভর্নর খাগভাসুরেন বাদ্রান।ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা বিশ্বের বহু দেশ থেকে পড়তে এসেছে। এ পর্যন্ত ১২১টি দেশের শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। যাদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে মঙ্গোলিয়ার।সম্প্রতি পূর্ব-এশীয় এই দেশটির ব্যাংক অব মঙ্গোলিয়ার গভর্নর খাগভাসুরেন বাদ্রান এসেছিলেন যুক্তরাষ্ট্রে। এখানে বিশ্বব্যাংকের বার্ষিক সাধারণ সভায় যোগ দিচ্ছিলেন তিনি। এই সময়ে কাজের অবসরে তিনি এসেছিলেন মঙ্গোলীয় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির- ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও বোর্ড চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও অন্যান্যের সঙ্গে মত বিনিময় করেন ব্যাংক অব মঙ্গোলিয়ার গভর্নর। ব্যাংকের মনিটারি পলিসি বিষয়ক মহাপরিচালক বায়াদ্রাভা বায়ারাসসাইখান এবং মনিটারি পলিসি কমিটির সদস্য মুনখবায়ার সেদেভাসুরেন গভর্নরের সঙ্গে ছিলেন। এসময় তারা মঙ্গোলীয় শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ-খবর নেন। এবং শিক্ষার্থীদের জন্য দেশের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। আবুবকর হানিপ এসময় মঙ্গোলীয় প্রতিনিধি দলকে জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেরা শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাচ্ছেন। এছাড়া তাদের লেখাপড়া শেষে যাতে কর্মজগতে সরাসরি প্রবেশ করতে পারে সে লক্ষে দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। প্রেসিডেন্ট হাসান কারাবার্ক বলেন, বিশ্ববিদ্যালয়ে ডাইভার্সিফায়েড কালচার থেকে আসা শিক্ষার্থীরা রয়েছে। এটা আরও সংহত করতে হবে। আমরা চাই মঙ্গোলিয়া থেকে এখানে আরও শিক্ষার্থী আসুক, কারণ এই বিশ্ববিদ্যালয়টি অ্যাফোর্ডেবল, বলেন হাসান কারাবার্ক। ব্যাংক অব মঙ্গোলিয়ার গভর্নর এ সময় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে আরও শিক্ষার্থী মঙ্গোলিয়া থেকে এখানে পড়তে আসবে বলে আসাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক । ২১ অক্টোবর ২০২২
বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট হতে বাস্তবসম্মত শিক্ষা গ্রহনের লক্ষে পিপলএনটেক লিমিটেডে শিক্ষার্থীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি ইন্সটিটিউট ‘পিপলএনটেক’ রাজধানী ঢাকার গ্রীণরোডে (গুডলাক সেন্টার, ১৫১/৭ গ্রীণরোড) সম্প্রসারণ করেছে সকল কার্যক্রম।এই ধারাবাহিকতায় পিপলএনটেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদী ‘স্কিল ডেভেলপমেন্ট’র কর্মসূচি তথা ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে’র উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।সোমবার (১০ই অক্টোবর) রাজধানীর গ্রীনরোড পান্থপথে পিপলএনটেক লিমিটেডের কার্যালয়ে সকাল থেকে সারাদেশের ৬৪টি জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের পর্যায়ক্রমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের বিভিন্ন কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।পিপলএনটেকে আগত সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন পিপলএনটেক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," পিপলএনটেক এমন একটি আইটি প্রতিষ্ঠান যারা শুধু কোর্স করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কোর্স শেষে তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হয় না।প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাইস প্রেসিডেন্ট বলেন, আপনারা কোর্স শেষ করে নিজেকে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলুন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করে দিবো।এসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কিং এন্ড সার্ভার শাখার হেড অফ ফ্যাকল্টি কাজী মাহমুদুল হক, পিপলএনটেক লিমিটেডের ব্যাবস্থাপক, এইচআর-এডমিন তৌহিদুর রহমান, সহকারি ব্যবস্থাপক অপারেশন শেখ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার রনি সাহা, ওয়েব ডেপলপার হাফিজুর রহমান, বিজনেস ডেভেলপমেন্ট সহকারী ব্যবস্থাপক নজরুল ইসলাম, সহ অনেকে।
নিজস্ব প্রতিবেদক । ১০ অক্টোবর ২০২২
‘বাংলাদেশি আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন’(বাইটপো)’র উদ্যোগে ২৩ অক্টোবর “বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ইউনভিার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ডব্লিউএসটি)’র অডিটরিয়ামে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর।বিশেষ অতিথি থাকবেন ‘আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ’ এর সাবেক প্রেসিডেন্ট ও নিউজার্সির মনমাউথ ইউনিভার্সিটির স্কুল অব সোস্যাল ওয়ার্কের এমিরিটাস প্রফেসর ড. গোলাম এম মাতবর, দি ইনস্টিটিউট অব ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার (আইইই)’র নির্বাচিত প্রেসিডেন্ট ও ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটির ইলেকট্রিকেল এন্ড কম্প্যুটার ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ডঃ সাইফুর রহমান, বিশ্বব্যাংকের কনসালটেন্ট ড. আনোয়ার করিম, ম্যারিল্যান্ডের কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানোটেকনলজির ফাউন্ডার প্রেসিডেন্ট প্রফেসর ড. জামাল উদ্দিন, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ড. ফয়সাল কাদের।এ ছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেবেন ওয়াস্ট’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, সরকার কবীরুদ্দীন, প্রফেসর ড. নজরুল ইসলাম, প্রফেসর ড. আমিনুর রহমান, ড. মিজানুর রহমান, ড. শোয়েব চৌধুরী প্রমুখ।সেমিনারের সার্বিক দায়িত্ব ও পরিচালনা করবেন বাইটপোর ভাইস প্রেসিডেন্ট সাইফুল্লাহ খালেদ, সেক্রেটারি হাবিবুল্লাহ কচি ও এন্থনী পি গোমেজ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট লেখক, আইটি বিশেষজ্ঞ ও বাইটপোর সভাপতি সামছুদ্দীন মাহমুদ।
নিজস্ব প্রতিবেদক । ০৮ অক্টোবর ২০২২
এমন কিছু ঘটনা ঘটে যা রূপকথাকে হার মানায়। সোস্যাল মিডিয়া শুধু বিনোদনের একটি অংশ নয় তা বারবার প্রমাণিত হয়েছে, এমনই এক ঘটনার প্রমাণ হলো এক মা- ছেলের ক্ষেত্রে। ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া মা কে খুঁজে পেয়েছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রশিদুল ইসলাম।জানা যায়, মা জরিনা বেগম (৫২) গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৫ ঘটিকায় কাপড়ের একটা ব্যাগ নিয়ে গাইবান্ধা পলাশবাড়ী হরিনমারি থেকে ভবানীপুর গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হয়, কিন্তু পথ ভুলে জরিনা বেগম চলে আসেন বগুড়ায়।মা জরিনা বেগম গন্তব্যে না পৌছালে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যায়। গত ২ অক্টোবর রশিদুল ইসলাম পলাশবাড়ী থানায় মায়ের নিখোঁজ সংবাদ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেন।বগুড়ায় যা ঘটেছিল:৫ অক্টোবর বুধবার বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে রাস্তার পাশে অসহায় অবস্থায় একজন মহিলাকে দেখতে পান শাখারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার রাশেদা খাতুন। কাছে গিয়ে অচেনা মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে তিনি আংশিক ঠিকানা দিতে থাকেন। পরক্ষণে রাশেদা খাতুন তাঁর বাসায় নিয়ে যান । ছেলে-মেয়েরা তাঁকে জিজ্ঞাসা করে জানতে পারেন তাঁর নাম জরিনা। বাড়ির ঠিকানা সঠিক ভাবে দিতে না পাড়ায় হাতে থাকা ব্যাগে রংপুর পীরগঞ্জের ঠিকানায় ফোন করেন রাশেদা খাতুনের ছেলে রাহি। ইতিমধ্যে তাঁর মেয়ে জরুরী সেবা কেন্দ্র ৯৯৯ কে জানানো হলে তাঁরা মহিলাকে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারের হেফাজতে রাখতে বলেন। এসবে সমাধান না মিললেও রাহি তার বন্ধু হারুনকে বিভিন্ন ফেসবুক গ্রুপে পরিবারের সন্ধান চেয়ে পোস্ট করতে বলে।হারুন রংপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ও বগুড়ার কিছু ফেসবুক গ্রুপে পোষ্ট করার কিছুক্ষণের মধ্যে রাশেদ মিনহাজ নামে এক ব্যক্তি ফোন করে জানান জরিনা বেগম তাঁর প্রতিবেশি। পরবর্তীতে তাঁর ছেলে রশিদুল ইসলামকে খবর দিয়ে রাতেই বগুড়া চলে আসেন তাঁরা। জরিনা বেগমকে শাখারিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মাহমুদা বেগমের বাসায় থেকে তার ছেলে রশিদুল ইসলাম নিয়ে রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হারানো মাকে খুজে পেয়ে উচ্ছ্বসিত ছেলে, পরিবারকে খুঁজে পেয়ে উচ্ছ্বসিত মা।
নিজস্ব প্রতিবেদক । ০৬ অক্টোবর ২০২২
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ জানিয়েছেন তাঁর বিশ্ববিদ্যালয়ে ক্রমবর্ধমান হারে শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে যার কারণেই নতুন ও বড় ক্যাম্পাস প্রয়োজন হয়ে পড়েছে।তিনি বলেন, ‘আমি আশা করছি খুব শিগগিরই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ক্যাম্পাস পেতে যাচ্ছে’। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লি. এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এর সাথে সাক্ষাতকালে ইঞ্জিনিয়ার হানিপ এসব কথা বলেন।রবিবার (০২ অক্টোবর) ড. শাহজাহান মাহমুদ ওয়াশিংটন ইউনিভার্সিটির ভার্জিনিয়া ক্যাম্পাস পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার হানিপের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন । এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক ও সিএফও ফারহানা হানিপের সঙ্গেও মতবিনিময় করেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ইউনিক দিকগুলো তুলে ধরে ইঞ্জিনিয়ার হানিপ জানান, এখানে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইটি ইন্ডাস্ট্রি থেকে লব্দ দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা এখানে ক্লাস নেন। ফলে শিক্ষার্থীরা কর্মজগতের প্রকৃত জ্ঞান অর্জন করছে তাদের শ্রেণিকক্ষে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ট্যুইশন ফি শিক্ষার্থীরা সামর্থ্যের মধ্যে। ফলে এখানে ড্রপআউটের সংখ্যা খুবই সামান্য।প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক জানান, এই বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় সকল দফতর থেকে অনুমোদন ও সনদপ্রাপ্ত। বিশেষ করে এমবিএতে টপ র্যাংকড এক শিক্ষা প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীরা এখানে আস্থা খুঁজে পায়। বিশ্বের ১২১টি দেশের শিক্ষার্থী এরই মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে জানিয়ে ফারহানা হানিপ বলেন, এটি এই বিশ্ববিদ্যালয়কে একটি ডাইভার্সিফায়েড ক্যাম্পাসে পরিণত করেছে। শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ, উল্লেখ করেন তিনি।মতবিনিময়ে ড. শাহজাহান যুক্তরাষ্ট্রে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পরিচালনার মতো মহৎ ও গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য আবুবকর হানিপকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে বাংলাদেশ গর্বিত হয়েছে বলে উল্লেখ করেন।তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য একটি দুয়ার খুলে দিয়েছে, আইটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে যা সময়োপযোগী। পরে ড. শাহজাহান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতনদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক । ০৩ অক্টোবর ২০২২
সুপারস্টার শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে গুঞ্জন অনেক দিন থেকেই। অবশেষে বিষয়টি সামনে এসেছে।মা-বাবা হয়েছেন তারা। তাদের পুত্র সন্তানের বয়স আড়াই বছর।দু’জনের পারিবারিক ঘনিষ্ঠ কয়েকটি সূত্র একটি সংবাদপত্রকে বিষয়টি নিশ্চিত করেছে।অবশেষে বুবলী তার ভেরিভাইড ফেসবুক পেজে একটি পোষ্টের মাধ্যমে প্রকাশ করেছেন। পোষ্ট টি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-'আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি'। 🙏🏻❤️
নিজস্ব প্রতিবেদক । ৩০ সেপ্টেম্বর ২০২২
বর্তমান বিশ্বের অন্যতম প্রাজ্ঞ, দূরদর্শী ও সফল রাষ্ট্রনায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনে প্রাণঢালা অভিনন্দন ও শ্রদ্ধা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, হিমাদ্রী শিখর সফলতার মূর্ত-স্মারক, বাংলাদেশের উন্নয়নের কান্ডারি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। শুভ জন্মদিন মানবতার আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনা। এই শুভ জন্মদিনে--আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় পিতা শেখ মুজিবুর রহমান ও মাতা বেগম ফজিলাতুননেসা মুজিবের কোলজুড়ে আসেন বঙ্গপাড়ের এ অগ্নিকন্যা। পাঁচ ভাই-বোন। কনিষ্ঠদের মধ্যে শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেল। তিনি বাবা-মায়ের প্রথম সন্তান। শৈশব-কৈশোর কেটেছে দাদা-দাদির কোলে-পিঠে, বাইগার নদীর তীরে। পিতা শেখ মুজিবুর রহমান জেল-জুলুম, রাজরোষ ছিল তার নিত্য সহচর।ব্যক্তিজীবনে মরহুম পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের দুই সন্তান-তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।সরল সহজ সাদামাটা জীবনের অধিকারী শেখ হাসিনার গোটা জীবন নানা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম হয়েছে। ছাত্রজীবন থেকেই তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী।১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে পিতা বঙ্গবন্ধু এবং মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সবাই ঘাতকদের হাতে নির্মমভাবে শহীদ হন। এ হত্যাকান্ডের ভিতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়ের সূচনা হয়। সে অবস্থার পরিবর্তন হয় ১৯৮১ সালের ১৭ মে। সেদিন বাংলাদেশের মাটিতে পা রাখেন সর্বস্বহারা শেখ হাসিনা। কান্ডারিবিহীন, দিগভ্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দেশে ফিরে আসেন তিনি। সে সময়ে দেশের বাইরে ছিলেন বলেই ঘাতকের বুলেট তাকে তখন স্পর্শ করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশের সব মানুষেরই ভরসা ছিল এই যে, একদিন ফিরবেন তিনি। পিতার আদর্শ বাস্তবায়নে এগিয়ে নেবেন দলকে, সর্বোপরি দেশকে। বাংলা মায়ের সন্তান তিনি। ফিরে এলেন আবার সেই মায়েরই কোলে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার নামের আগে পরে কোন বিশ্লেষণ যোগ করার দরকার হয় না। এক কঠিন সংগ্রামের পথ বেয়ে নিজ প্রতিভায় বিকশিত তিনি। বিশ্বমানবের আশা-আকাংখা প্রতীকে পরিণত আজ তিনি। প্রায় ৪০ বছর ধরে একটানা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা, তিন-তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়া রূপকথার বিস্ময়কর কাহিনীর মতো যেন। তিনি বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। শেখ হাসিনা নব্বইয়ের ঐতিহাসিক গণআন্দোলনে নেতৃত্ব প্রদান করেন এবং এই আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকার পদত্যাগে বাধ্য হয়। পিতার মতো দুর্জয় সাহস নিয়ে দেশের রাজনীতি ও জনগণের পক্ষে নিজের দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছেন, যুদ্ধ করছেন। জীবনের ঝুঁকি নিয়ে এখনও এগিয়ে চলছেন। ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মতো ১৯ বার তাকে হত্যার মুখোমুখি হতে হয়েছে।এই তিনিই আজকের জননেত্রী ও প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে বিশ্ব নেত্রী, বিশ্ব নেতৃত্বের আসনে নিজেকে সমাসীন করার জন্য প্রস্তুতি পর্ব সমাপণ করে সমুখে শান্তি পারাবার নিয়ে এগিয়ে যাচ্ছেন দৃঢ় ও দীপ্ত পদক্ষেপে। নানা ক্ষেত্রে বাংলাদেশকে অনেক উচ্চতায় তিনি নিয়ে গেছেন, যে কারণে বাংলাদেশ আজ বিশ্বের জন্য রোল মডেল।বাংলাদেশকে বিশ্বের বুকে আরো মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন এই প্রত্যাশায় হেরাল্ড অফ চেঞ্জ, মাদার অফ হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি। তিনি ভালো থাকলে ভালো থাকবে দেশ, ভালো থাকবে দেশের ১৬ কোটি মানুষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।লেখক- আদম তমিজি হকসদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, ব্যবস্থাপনা পরিচালক, হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদক । ২৭ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার ধুনটে ১০১টি বই দেনমোহর দিয়ে বিয়ে করেছেন নিখিল নওশাদ ও সান্ত্বনা খাতুন দম্পতি। এসব বই দিয়ে পারিবারিক পাঠাগার গড়ে তুলতে চান তারা।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চিকাশী ইউনিয়নের বরিয়া গ্রামে ছেলের নানার বাড়িতে এ বিয়ে সম্পন্ন হয়।এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে, অনেকেই বিষয়টির প্রশংসা করছেন। বিয়ে রেজিস্ট্রি করেন গোসাইবাড়ি ইউনিয়নের কাজি আবদুল হান্নান। এ সময় কনেকে ১১ হাজার টাকা মূল্যের নাক ফুল, আংটি ও ৭০টি বই তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। বাকি ৩১টি বই পর্যায়ক্রমে দেওয়া করা হবে। বিয়ের অনুষ্ঠানে ছেলের বাবা, মেয়ের মা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। ব্যতিক্রম বিয়ের খবরে গ্রামবাসী সেখানে ছুটে যান। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ সমাজতান্ত্রিক ফ্রন্টের সাবেক নেতা নিখিল নওশাদ (৩৩) ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের সাবেক আইনজীবী সহকারী সামসুল ইসলামের ছেলে। নিখিল সরকারি আজিজুল হক কলেজ থেকে বিএসএস পাস করেছেন। একটি ওষুধ কোম্পানির সেলস বিভাগের প্রধান হিসেবে চাকরি করছেন। “বিরোধ” নামে একটি লিটল ম্যাগাজিনের সম্পাদক। একই কলেজে এক ক্লাস নিচে পড়তেন বগুড়ার সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মেয়ে সান্ত্বনা খাতুন। কবিতা লেখালেখির মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সান্ত্বনা ইংরেজিতে মাস্টার্স করেছেন। বর্তমানে বগুড়া শহরের চেলোপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করছেন। প্রেমের সম্পর্ক থেকে তারা বিয়ে করেন। বিয়ের দেনমোহর হিসেবে কনে দুই লাখ দুই হাজার টাকা মূল্যের ১০১টি বই দাবি করেন। উভয় পরিবার তাদের বিয়ের সিদ্ধান্তকে মেনে নেন। গত বৃহস্পতিবার শহরের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ৭০টি বই কেনেন তারা।কনের জন্য ১১ হাজার টাকা খরচে বই, একটি নাক ফুল ও একটি আংটি কেনা হয়। অবশিষ্ট টাকার মধ্যে আরও ৩১টি বই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।বর নিখিল নওশাদ বলেন, তার ভালোবাসার মানুষ বিয়ের মোহরানা হিসেবে সোনা, হিরা নয়; ১০১টি বই চেয়েছিল। যৌতুকহীন বিয়েতে বই মোহরানা দেওয়ার ঘটনা অন্যদের অনুপ্রাণিত করবে।কনে সান্ত্বনা বলেন, তিনি নওশাদের কবিতার প্রেমে মুগ্ধ হয়েছিলেন। কবিতার মধ্য দিয়ে তাদের প্রেম ও বিয়ে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় তিনি মোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছিলেন। কারণ টাকার চেয়ে বইয়ের ওজন ও সম্মান অনেক বেশি। বিয়ের সময় কিছু বই পেয়েছেন। বাকি বই পরে নিজে উপস্থিত থেকে কিনবেন। দুজনই একে অপরকে পেয়ে অভিভূত। তারা এসব বই দিয়ে বাড়িতে পারিবারিক পাঠাগার গড়ে তুলবেন।
নিজস্ব প্রতিবেদক । ১৮ সেপ্টেম্বর ২০২২
এ বছরের এইচএসসি পরীক্ষা আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে। আজ সোমবার এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত সূচিতে বলা হয়েছে, এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ২২ ডিসেম্বরে।আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। সময়সূচি দেখতে ক্লিক করুন দুই ধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক । ১২ সেপ্টেম্বর ২০২২
নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকদের বাধা দিলে সংশ্লিষ্টদের জন্য ৩ বছরের কারাদণ্ডের বিধান চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের (আরপিও) সংশোধনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।আজ রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, `আপনাদের ক্যামেরাই আমাদের চোখ। আমাদের চোখে যেন প্রত্যেকটা অনিয়ম ধরা পড়ে, এজন্য আমরা যথাযথ ব্যবস্থা নেবো। আমার (ইসির) অন্যায়গুলো আপনার চোখে ধরা পড়লে ব্যবস্থা নিচ্ছি। আমার ভুল-ভ্রান্তি দেখিয়ে দিন, আমি নিজেকে শুধরে নেবো। এই মূল্যায়ন আমি মিডিয়াকে করে আসছি।'সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের প্রসঙ্গে টেনে তিনি বলেন, `আমরা চ্যালেঞ্জ নিয়েছি সিসি ক্যামেরার মাধ্যমে অনিয়ম, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এজন্য এই নির্বাচনে ২৬৫টি ভোটকক্ষের ৩৬৫টি সিসি ক্যামেরা রেখেছি। কন্ট্রোল রুম আমাদের ইসিতেই আছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে যেটা অনিয়ম ধরা পড়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি।'`জোরপূর্বক একজনের ভোট একজন দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা চিহ্নিত করেছি। মাঠ প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতিা নিশ্চিত হয়। এ ছাড়া, যারা সন্ত্রাসী, জোরপূর্বক ভোট দেওয়ার চেষ্টা করে থাকে, তারা ভয়ের মধ্যে থাকে। ১১টা বুথে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা অনিয়মে জড়িতদের সঙ্গেসঙ্গে আইনের আওতায় এনেছি', যোগ করেন তিনি।তিনি আরও বলেন, `সংসদ নির্বাচনেও সব কেন্দ্রে সিসি ক্যামেরা দেওয়ার আন্তরিক ইচ্ছা, প্রচেষ্টা থাকবে। এটার সঙ্গে আর্থিক ও ট্যাকনিক্যাল সাপোর্টের বিষয় আছে। কোথাও কোথাও বিদ্যুৎ, ইন্টারনেটও নেই। তবে আমাদের ইচ্ছা আছে।'এই নির্বাচন কমিশনার আরো বলেন, `বাজেট বরাদ্দের ঘাটতি থাকলে ঝূঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা দেবো। ইচ্ছা আছে পুরো নির্বাচনটাই সিসি ক্যামেরার মধ্যে আনা। সংসদের আগে যত নির্বাচন হবে সবগুলোতে ইভিএম ব্যবহার করব এবং সিসি ক্যামেরা থাকবে। সময়ের সঙ্গেসঙ্গে সিসি ক্যামেরার প্রয়োজনীতা বাড়ছে। এটা লাক্সারি নয়, এটা এখন প্রয়োজন।'
নিজস্ব প্রতিবেদক । ১১ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের এলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে শেষ হলো উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। শিকাগো শহরের প্রাণকেন্দ্রে স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব শিকাগোল্যান্ড’-এর আয়োজনে তিন দিনব্যাপী ৩৬তম ফোবানা সম্মেলন ২ সেপ্টেম্বর শুক্রবার শুরু হয়ে শেষ হলো ৪ সেপ্টেম্বর রোববার। উত্তর আমেরিকার ৬০টিরও বেশি বাংলাদেশি-আমেরিকান সংগঠন এই সম্মেলনে অংশ নেয়। এছাড়া সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে শত শত প্রবাসী বাংলাদেশি যান শিকাগোতে। এদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রে অন্যতম বাংলাদেশি আমেরিকান শিক্ষা উদ্যোক্তা ওয়াশিংট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ। যুক্তরাষ্ট্রে আইটি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ফোবানা সেন্টার কমিটির পক্ষ থেকে সম্মামনা দেয়া হয় ওয়াশিংটন ইউনিভাসির্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেল ইঞ্জিনিয়ার আবু বকর হানিপকে। কমিউনিটি সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ভূষিত করা হয় বিশেষ পুরস্কারে। আবুবকর হানিপের দুই প্রতিষ্ঠান ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও পিপলএনটেক এই আয়োজনের গোল্ড স্পন্সর।স্কোকি শহরের ডাবল ট্রি হিলটন হোটেলের বল রুমে শুক্রবার সন্ধ্যায় ‘এক্সিকিউটিভ ডিনারে’ অন্য অতিথিদের সঙ্গে অংশ নেন আবুবকর হানিপ। তিনি এতে বক্তব্য রাখেন। এবং প্রবাসী বাংলাদেশিদের এদেশে উচ্চতর শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র শিক্ষা ও প্রযুক্তিজ্ঞানই পারবে বাংলাদেশিদের এদেশে সুপ্রতিষ্ঠিত করতে।এ জন্য তিনি বাংলাদেশিদের তার পরিচালনায় এগিযে যাওয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার আহ্বান জানান। এবং সন্তানদেরও এই বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলেন।পরে সন্ধ্যায় নর্থ শোর সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ফোবানা নির্বাহী কমিটি ও হোস্ট কমিটির সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বাণী পাঠ করেন এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী এবং প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বাণী পাঠ করেন সম্মেলনের আহ্বায়ক মকবুল এম আলী।সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা, মাসুদ রব চৌধুরী, মকবুল এম আলী, সাঈদ আহমেদ কোকো। আলোচনা সভায় ফোবানার চেয়ারপার্সন রেহান রেজা বলেন, একটি মহল ফোবানার সুনামকে বিনষ্ট করতে ফোবানার নাম ব্যবহার করে লস আঞ্জেলসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।তিনি আরও বলেন, ফোবানা সম্মেলন শুধুমাত্র নাচগানের বিনোদন নয়, আর্তমানবতার জন্যও কাজ করে ফোবানা। মহামারি করোনাকালে অসহায় মানুষের পাশে গিয়ে পৃথক পৃথকভাবে সাহায্য করেছেন ফোবানার নেতৃবৃন্দ। দেশে বন্যার্ত মানুষের সাহায্য ছাড়াও প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের ব্যবস্থাও করেছেন ফোবানা
নিজস্ব প্রতিবেদক । ০৬ সেপ্টেম্বর ২০২২