টাঙ্গাইলের নাগরপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় এলাকার চিহ্নিত মাদকসেবীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এক কলেজ দপ্তরি।আহত হয়েছেন আরও দুজন। নিহতের নাম সুলতান হোসেন স্বপন (৫৫)। তিনি শ্যামপুর গ্রামের মৃত আ. হামিদ মিয়ার ছেলে।শনিবার রাত ৮টার দিকে উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া শহিদ তিতুমির বাজারে এ ঘটনা ঘটে। হতাহতের বিষয়টি নিশ্চিত করছেন নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন।প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে ঘুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার যুবক— রানা, সোলাইমান, আলী ও সাজ্জাদ মাদকসেবন করছিল।এ সময় নিহতের ছেলে পলাশ ওই চার যুবককে স্কুল মাঠে মাদকসেবন না করার জন্য নিষেধ করেন। এতে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে পলাশকে ধাওয়া করে।তিনি আত্মরক্ষায় দৌড়ে ওই বাজারে পাসুর চা দোকানে গিয়ে আশ্রয় নেন। সেখানে বসে চা পান করছিল পলাশের বাবা স্বপন। এ সময় মাদকসেবী ওই চার যুবক সদল-বলে দেশীয় অস্ত্র নিয়ে স্বপনের ওপর হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী চাচাতো ভাই আজমির এগিয়ে এলে তাকেও মাদকসেবীরা হামলা করে।এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় স্বপন ও আজমিরকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান হোসেন কলেজ দপ্তরি স্বপনকে মৃত্যু ঘোষণা করেন। আহত আজমিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অপর যুবক শিমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন যুগান্তরকে জানান, এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করা হয়েছে। এ পযর্ন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
নিজস্ব প্রতিবেদক । ৩১ অক্টোবর ২০২২
নারায়ণগঞ্জের বন্দর থানার কেডলা এলাকায় ক্রেনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে চালক রাসেল (২৮) ও হেলপার ফাহিমের (২১) মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে। মৃতদের সহকর্মী সুমন বলেন, ক্রেনে একটু সমস্যা ছিল। পরে সেটি ঠিক করার জন্য তারা ক্রেনটি উপরে উঠালে বিদ্যুতের মেইন তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে চালক রাসেল ও হেলপার ফাহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, নিহত রাসেলের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার কিল্লা বাজার এলাকায়। আর হেলপার ফাহিমের বাড়ি চট্টগ্রাম জেলায়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
নিজস্ব প্রতিবেদক । ৩১ অক্টোবর ২০২২
সোহরাওয়ার্দী খান,(কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সুয়াগাজীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তারা ডেনমার্ক থেকে ফেরা এক প্রবাসী বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে ডাকাতি করছিল। এ ঘটনায় ঐ প্রবাসী ও এক পুলিশ সদস্য আহত হন। ঢাকা চট্ট্রগাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (রবিবার) এ ঘটনা ঘটে।কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছে। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সুপার আরো জানান, ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেণী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতির কবলে পড়ে। এসময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।তিনি জানান, ৫- ৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভিকটিমকে কুপিয়ে আহতও করে। ভিকটিমকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
রাজশাহী প্রতিনিধি : পুলিশ-ই জনতা, জনতাই পুলিশ স্লোগানে রাজশাহীতে কমিউনিটি পুলিশং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে নগরীর আলুপট্রি মোড় থেকে র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে রাজশাহী কলেজে এসে র্যালি শেষ হয়।র্যালিতে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে ও সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বান প্রফেসর ড. আব্দুল খালেক, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।আলোচনা সভার আগের সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী যুবক ও বৃদ্ধ ১০ জনের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়। এ সময় পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, পুলিশই জনতা জনতাই পুলিশ এই মূলমন্ত্রের ভিত্তিতেই কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমের পরিচালিত হয়ে আসছে। পুলিশ নিজে একা জনগণের সেবা করতে পারে না তাই সকলকে নিয়ে কাজ করে যেতে চাই। কমিউনিটি পুলিশিং সেটাই করে যাচ্ছে। করোনা কালিন সময়ে আপনারা দেখেছেন কিভাবে রাতদিন কাজ করেছি। এতে কমিউনিটি কার্যক্রমের সাথে জড়িত সকলেই সহযোগিতা করেছেন।রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় এই সেবা কার্যক্রম আরো জোরালো ভূমিকা রাখে। রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছি। অপরাধ নির্মূলে মহানগরীতে ৫০০ সিসি ক্যামেরা স্থাপন করে অপরাধ কমাতে সক্ষম হয়েছি। সাইবার ক্রাইম ইউনিট গঠন করে সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।মহানগরীতে যে ভাবে কিশোর গ্যাংয়ের উৎপাত শুরু হয়েছিলো সেগুলো নিয়ন্ত্রণ ও অভিভাবকদের ডেকে আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছি। আগামীদিনে আমরা জনগণ ও সমাজের বিভিন্ন শ্রেণীপেশা ও সংগঠনের সাথে কাজ করে জনগণের সেবা করে যেতে চাই।আলোচনা সভায় আজিজুল আলম বেন্টু বলেন, কমিউনিটি পুলিশিং যে ভাবে কার্যক্রম চালিয়ে আসছে তা সত্যিই প্রশংসনীয়। এই কমিউনিটি পুলিশ সমাজের মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং সহ অন্যান্য অপরাধ মূলক কাজ করছে। করোনাকালীন সময়ে নগর পিতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতায় বিভিন্ন সেবামূলক কাজ করে প্রসংশা কুড়িয়েছেন। এমন কার্যক্রম আগামীদিনে আরো গতিশীল হবে এমনটায় প্রত্যাশা করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে স্বামীর মারধরের শিকার হয়ে সেলিনা খাতুন (২৫) নামের এক সন্তানের জননী আত্নহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী মধ্যমপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত সেলিনা মৃত ময়চান সরদারের ছেলে ওয়াসিম সরদারের (২৮) স্ত্রী ও পার্শ্ববর্তী বাবলাতলা চরপাড়া গ্রামের আফজাল হোসেনের মেয়ে।স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে ওয়াসিম ও তার ভাইদের মধ্যে কিছুদিন আগে ঝগড়া হয়। বিষয়টি নিয়ে ওয়াসিম ও সেলিনার মধ্যেও ঝগড়া হয়। ঘটনার দিন দুপুরে খাওয়ার সময় একই বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ওই দম্পতির। এসময় স্ত্রীকে মারধর করে চলে যান স্বামী ওয়াসিম। এরপরে রাগে অভিমানে ঘরের দরজা বন্ধ করে ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আআত্নহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।সেলিনার ভাই হাবিবর সরদার বলেন,আমার ভগ্নিপতি সাথে জমিজমা নিয়ে একটু ঝামেলা হয়েছিল।এর জন্য আমার বোন জীবন দিবে এটা কোন ভাবেই ভাবতে পারছি না। এর শুষ্ট তদন্ত করে বিচার চাই।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধা কুলসুম বেওয়া (৭৫) কে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখরা এলাকার বিভিন্ন বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন।গত ২৫অক্টোবর রাতে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে নিজ জামাতার সাথে অনৈকিত সম্পর্কের অপবাদ দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেগমকে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায় অভিযুক্তরা।খবর পেয়ে পুলিশ বৃদ্ধাকে উদ্ধার করলেও উল্টো নির্যাতিতার বিরুদ্ধেই গণ উপদ্রবের মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে জামিনে মুক্তি দিলেও বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে ।এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ আলম, নারনবী, উজ্জল, বাবু, লিটন, আজাদুল, কমেদ আলী, চান মিয়া ও আজাদুল ফকিরকে গ্রেপ্তার করে।বৃদ্ধা কুলসুম বেগম বলেন, যারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেছে আমি তাদের বিচার চাই। কঠোর শাস্তি চাই। আমি নির্যাতিতদের নামে মামলা করেছি। পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে। তাদের যেন শাস্তি হয় এই কামনা করি। আর যেন কোন মহিলাকে আমার মত হেনস্তার শিকার হতে না হয়।আমি সকলের সহযোগীতা কামনা করি।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বলেন, কুলসুম বেগমের থানায় নাড়ি নির্যাতনের মামলা পর পুলিশ মাঠে নামে ৯জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছিলাম তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠে। জনগণ সঙ্গে থাকলে কোনোকিছুই আর অসাধ্য থাকে না। শনিবার ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।জঙ্গি দমন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণি-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে কোনো কিছুই আর অসাধ্য থাকে না।কিশোর গ্যাং নিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনা মহামারির জন্য শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুব সমাজ অকর্মণ্য হয়ে পড়ে। সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিলো মোড়ে মোড়ে। সেটার একটা কুপ্রভাব এখনো রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।মন্ত্রী বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যাটুকু সমাধান করতে পারি অপরাধ অনেকটা কমে যাবে। আর পুলিশ তো সবসময়ই রয়েছে।ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
নিজস্ব প্রতিবেদক । ৩০ অক্টোবর ২০২২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে সবার জন্য নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে “হাতের পরিচ্ছন্নতায় এসো সবাই এক হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলার ডিজিটাল শিক্ষা ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ। এছাড়াও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোছা. সালমা খাতুন, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানেই শেষ হয়। এরপরে আলোচনা সভা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল দেখানো হয়।
নিজস্ব প্রতিবেদক । ২৭ অক্টোবর ২০২২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্বে দারিদ্র্য মুক্তি, মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নতিতে জাতিসংঘ ভূমিকা রেখেছে। তবে যুদ্ধ থামাতে জাতিসংঘের দুর্বলতা রয়েছে। তাই জাতিসংঘকে শক্তিশালী করতে নিরাপত্তা পরিষদের পুনর্গঠন দরকার।আজ বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জাতিসংঘের আঙিনায় শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে প্রগতিশীল কলামিস্ট ফোরাম।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের সব সদস্যদের নিয়ে জাতিসংঘ কাজ করে। কিন্তু ৫ স্থায়ী সদস্যের কাছেই সবকিছু। এটার পরিবর্তন করা দরকার। তাই সবার সমান সুযোগ থাকা দরকার। যুদ্ধের কারণে সারা বিশ্বে খারাপ অবস্থা চলছে। শক্তিশালী দেশগুলো যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে, এতে তাদের তেমন কোনো ক্ষতি হয়নি। বরং আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির প্রসঙ্গে মোমেন বলেন, ‘আমরা তথ্য ও নথিগুলো এখনও পাঠাতে পারিনি। আরও আগে পাঠাতে পারলে স্বীকৃতি পেয়ে যেতাম। এটা নিয়ে কাজ চলছে।’তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নীতিতে বিশ্বাসী। আমাদের প্রধানমন্ত্রী চান, কারো সঙ্গে শত্রুতা না করে সবার সঙ্গে বন্ধুত্ব। বঙ্গবন্ধুর এই নীতি ছিল। যখন ইস্টার্ন ও সোভিয়েত ব্লক আমাদের চাইছিল, বঙ্গবন্ধু কারও পক্ষ না নিয়ে সবার সঙ্গে সুসম্পর্ক করেন। এটা ছিল অর্থনৈতিক মুক্তির জন্য। প্রধানমন্ত্রীও তাই করছেন। আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক করতে পারলে আর অভাব-অনৈক্য থাকবে না। যুদ্ধ-বিগ্রহ থাকবে না, সন্ত্রাস থাকবে না।’প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ড. মিল্টন বিশ্বাস।আরও বক্তব্য রাখেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, কলামিস্ট ফোরামের সহ-সভাপতি ড. রাশিদ আসকারী, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক বাংলা ও নিউজ বাংলা ২৪-এর মিডিয়া ডিরেক্টর মো. আফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
নিজস্ব প্রতিবেদক । ২৭ অক্টোবর ২০২২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় গড়িষাপাড়া মহল্লার আমিরুল ইসলাম (৩৫) ছিলেন দোকানের কর্মচারী। হঠাৎ করেই কবিরাজ বনে গেছেন । দিচ্ছেন সর্বরোগের সমাধান। আরোগ্য পাওয়ার আসায় প্রতারণার শিকার হচ্ছেন সহজ সরল মানুষ। এক বছরেও বেশি সময় ধরে প্রতারণা চালিয়ে আসলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেনা।স্থানীয়রা অভিযোগ করে বলেন, জ্বীনের সহায়তায় পানি পড়া, তাবিজ-কবজ,ঝাঁড়ফুক ও গাছ দিয়ে সারাচ্ছেন নানা রকম জটিল রোগ। প্রেমে ব্যর্থ, সফলতা, পারিবারিক কলহ নিষ্পত্তিসহ বিপথগামী জ্বীন আছর করা ভুতকে বোতলে আটকে রাখার চিকিৎসা দিচ্ছেন এই কবিরাজ। চটকদার বিজ্ঞাপনে প্রচার প্রচারনাও চালাচ্ছেন তিনি। ফলে সেবা প্রত্যাশীদের আনাগোনা বাড়ছে ওই কবিরাজের বাড়িতে। সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার তাঁর বাড়িতে বসছে আসর।গত সোমবার কথিত কবিরাজ আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা গেছে,- গেটের বাইরে কমপক্ষে ১৫-২০জন মানুষ অপেক্ষা করছেন। ঘরের ভেতরে ৮-১০ নারীর চিকিৎসা চলছে। সেখান থেকে উদ্ভটসব আওয়াজ শোনা যাচ্ছিল।কথা হয় ঢাকার সাভার থেকে আসা মনি বেগমের সাথে। সমস্যা তাঁর স্কুল পড়ুয়া মেয়ের। মেয়েকে প্রেম ভালোবাসা থেকে দূরে রাখতে এসেছেন তিনি। হেলেনার ভাষ্য- অন্ধকার ঘরের মধ্যে তন্ত্রমন্ত্র পড়ে একটি তাবিজ দেওয়া হয়েছে তাঁকে। এজন্য কবিরাজকে ১২ হাজার টাকা দিতে হয়েছে। তাঁরমত অনেক নারীই নানা সমস্যার সমাধান পেতে কবিরাজের হাতে তুলে দিচ্ছেন হাজার হাজার টাকা।পাশের তাড়াশ উপজেলা থেকে জালাল উদ্দিন এসেছেন তাঁর মেয়েকে নিয়ে। তাঁর ভাষ্য, তার মেয়ের শরীরে জ্বীনের আসর পড়েছে। সেই জ্বীন তাড়াতে কবিরাজের কাছে এসেছেন ঝাঁড়ফুঁক দিতে। ৮ হাজার টাকা জমা দিয়ে একটি তাবিজ পেয়েছেন তিনি।প্রতিবেশিরা জানান,- আমিরুল মাধ্যমিকের গন্ডি পার হয়নি। অভাবের তাড়নায় অন্যের দোকানের কর্মচারী ছিলেন। বছরখানেক আগে নিজেকে বড় কবিরাজ পরিচয় দিয়ে এলাকায় প্রচার প্রচারনা চালিয়েছেন। রোগী টানতে গ্রামে গ্রামে দালাল নিয়োগ করেছেন। ছাপিয়েছেন ভিজিটিং কার্ড। সেখানা সর্বরোগের সমাধানের বিষয় উল্লেখ করেছেন তিনি। সহজ সরল মানুষকে পানি পড়া, তাবিজ,ঝাড়ফুক ও গাছগাছরা দেওয়াসহ জ্বীন,ভূত-পেতœীকে বোতলে আটকে রাখার মন্ত্র দিয়ে মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা আয় করেন কথিত এই কবিরাজ।কথিত কবিরাজ আমিরুল ইসলাম দাবি করে বলেন,- তার সাথে ১৪টি মাদার জ্বীন রয়েছে। প্রতি শুক্রবার ও সোমবার তারা হাজির হয়। তাঁদের মাধ্যমেই নানা রোগের সমাধান দেওয়া হয়। সংসার চালানোর জন্য টাকা নিয়ে থাকেন তিনি।গুরুদাসপুর উপজেলা স্বাস্থ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম বলেন, ঝাড়ফুঁকে কোন রোগ সারেনা। সহজ সরল কিছু মানুষকে বোকা বানিয়ে বাড়িত আয় করছেন ওই কবিরাজ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, কবিরাজের এমন কর্মকান্ডের বিষয়ে জানা নেই তাঁর। খোঁজ খবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নিবেন তিনি।
নিজস্ব প্রতিবেদক । ২৭ অক্টোবর ২০২২
গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার খামারপাথুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুলসুম বেওয়া নামে বৃদ্ধাকে উদ্ধার করে। ভুক্তভোগী কুলসুম একই এলাকার বাসিন্দা সুরত আলীর স্ত্রী।ভুক্তভোগী বৃদ্ধা কুলসুম বেওয়া জানান, তার স্বামী অনেক দিন আগে মারা গিয়েছেন। তার চার মেয়েরই বিয়ে হয়ে গেছে। মেজো মেয়ে রফেলা বিয়ের পর থেকেই তার বাসায় জামাইসহ বসবাস করে আসছে।তিনি আরও জানান, মঙ্গলবার তার হঠাৎ জ্বর হয়। তাকে অসুস্থ দেখে তার মেয়ের জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে তার ঘরে ঢুকে। কুলসুম বেওয়া আরো বলেন, মঙ্গলবার তার হঠাৎ জ্বর হয়। তাকে অসুস্থ দেখে তার মেয়ের জামাই আবুল কাশেম বাজারে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে তার ঘরে ঢোকেন। এর পরপরই রতন ও উজ্জ্বল নামে প্রতিবেশী দুই যুবক হইচই করতে থাকে। তারা লোকজন জড়ো করে অপবাদ দেয় যে, তিনি তার জামাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন। এ কথা বলার পরই ওই দুই যুবক তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে একটি নারকেলগাছের সঙ্গে বেঁধে রাখেন এবং তাকে ও তার মেয়ে জামাইকে মারধর করেন।এর পরপরই রতন ও উজ্জ্বল নামে প্রতিবেশী দুই যুবক হইচই করতে থাকেন। তারা লোকজন জড়ো করে অপবাদ দেন যে, তিনি তার জামাইয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় ছিলেন।এ কথা বলার পরই ওই দুই যুবক তাকে টেনেহিঁচড়ে বাইরে বের করে একটি নারকেলগাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে এবং তাকে ও তার মেয়ে জামাইকে মারধর করে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা ও তার মেয়ের জামাইকে উদ্ধার করেছে। এ বিষয়ে গুরুদাসপুর থানায় পাবলিক লুইসেন্সে মামলা দায়ের হয়েছে । অভিযুক্তদের বিঙ্গ আদালতে প্রেরন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ২৬ অক্টোবর ২০২২
দেশের বিভিন্ন স্থানে আজ (মঙ্গলবার) আংশিক সূর্যগ্রহণ ঘটবে। সূর্যগ্রহণ শুরু হবে দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে আর শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে। আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে দেশের ৮টি বিভাগ থেকেই।আবহাওয়া অধিদপ্তরের বিবরণী মতে, আকাশ পরিষ্কার থাকলে সূর্যাস্ত পর্যন্ত আংশিকভাবে সূর্যগ্রহণ দেখা যাবে।সূর্যগ্রহণ ঢাকায় ৪টা ৪৯ মিনিটি ৩০ সেকেন্ডে শুরু হবে, আর শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে; ময়মনসিংহে শুরু হবে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে এবং চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২০ সেকেন্ডে।এছাড়া সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে; খুলনায় শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে; বরিশালে শুরু হবে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে; রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে এবং রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, আর শেষ হবে ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে।সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা মাত্র। সুতরাং এগুলো নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কারে কান না দিতে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
নিজস্ব প্রতিবেদক । ২৬ অক্টোবর ২০২২
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মধ্যমপাড়া গ্রামে স্ত্রীর ওপর অভিমান করে আব্দুর রব নিরব (১৬) নামের এক কিশোর স্বামী নিজ ঘরের ডাবের গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকালে ৭ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরবের লাশ উদ্ধার করেছে।স্বানীয় সূত্রে জানা যায়, দুই মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন নিরব। বিয়ের পর থেকে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত শুক্রবার তার স্ত্রী বাবার বাড়িতে যায়। এতেই রাগে ক্ষোভে আজ রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন নিরব। তিনি মকিমপুর গ্রামের মিন্টু আলীর ছেলে।নিরবের বাবা মিন্টু আলী বলেন,আমার ছেলের পছন্দে দুই পরিবার মিলে তাদের বিবাহ বন্ধন করাই। কিন্তু বিয়ের পরে তাদের বনিবনা হচ্ছিল না। মাঝে মধ্য তাদের খুনসুটি লেগেই থাকতো। আমরা এটাকে সাবাভিক মনে করে ছিলাম।সামান্য এই ঘটনায় আমার ছেলে আত্নহত্যা করবে এটা মানতে পারছি না। কথা বলতে বলতে প্রলেপ করতে থাকে।এ বিষয়টিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ২৫ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর এর উড্ডয়ন কার্যক্রম আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।’এর আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার বিকেল ৩টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।এদিকে সম্পূর্ণ শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। এটি অতিদ্রুত উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মধ্যরাতে উপকূল অতিক্রম করেছে। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছে।
নিজস্ব প্রতিবেদক । ২৫ অক্টোবর ২০২২
ঘুর্ণিঝড় সিত্রাং দেশের উপকূলীয় ১৯টি জেলায় একযোগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘এখন যে পূর্বাভাস আছে ১৯টি (উপকূলীয়) জেলাই ঝুঁকিপূর্ণ। গত ৩ বছরে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে তার চেয়ে এটির আঘাত হানার এরিয়া অনেক বেশি।’সচিবালয়ে রোববার (২৩ অক্টোবর) ঘুর্ণিঝড় সিত্রাং ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।তিনি বলেন, ‘সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এর অবস্থান হলো ৮৮. ৫ দ্রাঘিমাংশ এবং ১৬ অক্ষাংশ। পূর্বাভাসে বলা হয়েছে, এটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংশ এবং ১৭ ডিগ্রি অক্ষাংশের সংযোগস্থলে পৌঁছার পর সরাসরি উত্তর-পূর্ব দিকে টার্ন নিতে পারে। যদি উত্তর-পূর্ব দিকে টার্ন করে তাহলে যে গতিপথ দেখানো হয়েছে এটি একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা- উপকূলের সব (১৯টি) জেলায় আঘাত হানতে পারে।’আর যদি এখন যে ডিরেকশন আছে, উত্তর-পশ্চিম দিকে যাচ্ছে, তাহলে এটি ভারতের ভুবনেশ্বর ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে। এখন পর্যন্ত এটাই আমাদের শেষ আপডেট, বলেন মন্ত্রী।এনামুর রহমান বলেন, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনো বলছে, সন্ধ্যায় (রোববার) এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং আঘাত হানার সম্ভাব্য সময় বলছে ২৫ অক্টোবর (মঙ্গলবার)। ২৪ অক্টোবর (সোমবার) দিবাগত রাতের পর থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে আমাদের উপকূলে আঘাত হানতে পারে।’তিনি বলেন, ‘যেভাবে ম্যাপিং করা হয়েছে একেবারে কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত আমাদের ৭৩০ কিলোমিটার উপকূল সম্পূর্ণরূপে আক্রান্ত হবে।’ এটা সুপার সাইক্লোন হবে না জানিয়ে তিনি বলেন, ‘এটা সিভিআর সাইক্লোন পর্যন্ত হবে। গতিবেগ হবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার।’তিনি বলেন, ‘এটা এখনো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি, সন্ধ্যায় হবে। রূপান্তরিত হলে তখন এর নামকরণ করা হবে সিত্রাং। এখন পর্যন্ত নামকরণ করা হয়নি।’ঝুঁকিতে থাকা দেশের উপকূলীয় ১৯ জেলা১. খুলনা ২. সাতক্ষীরা ৩. বাগেরহাট ৪. পটুয়াখালী ৫. বরগুনা ৬. ভােলা ৭. পিরােজপুর ৮. বরিশাল ৯. ঝালকাঠি ১০. নােয়াখালী ১১. লক্ষ্মীপুর ১২. ফেনী ১৩. চাঁদপুর ১৪. চট্টগ্রাম ১৫. কক্সবাজার ১৬. ফরিদপুর ১৭. মাদারীপুর ১৮. গােপালগঞ্জ ১৯. শরীয়তপুর।
নিজস্ব প্রতিবেদক । ২৪ অক্টোবর ২০২২
বিআরটিসি'র ছাদ খোলা বাসে করে ৪০ জন পথ শিশু আজ মঙ্গলবার স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ করে। শেখ রাসেল দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আজ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।সকালে মতিঝিলস্থ বিটিআরসি'র বাস ডিপোতে প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর অতিরিক্ত সচিব নীলিমা আক্তার-এর উপস্থিতিতে এ ভ্রমণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর নেতৃত্বে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ বিভাগে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে আজ সন্ধ্যায় তেজগাওস্থ সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।উল্লেখ্য সুবিধাবঞ্চিত ৪০ জন শিশুকে নিয়ে সকাল দশটায় মতিঝিল বিটিআরসি’র বাস ডিপো থেকে ভ্রমণ কর্মসূচি শুরু হয় এবং পদ্মা সেতুর জাজিরা প্রান্ত হয়ে শিশুরা পরবর্তীতে জাতীয় সংসদ ভবন এলাকায় পরিভ্রমণ করে।ভ্রমণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক । ১৯ অক্টোবর ২০২২
বিশ্বে খাদ্যপ্রাপ্তির সমস্যা দেখা দিচ্ছে। এ সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। সেজন্য দেশবাসীকে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, সারাবিশ্বে যে দুর্যোগের ঘনঘটা তা থেকে বাংলাদেশকে সুরক্ষিত করতে হবে। যে যার অবস্থান থেকে অধিক খাদ্য উৎপাদনের চেষ্টা করুন। যার যে জমি আছে সবাই সেখানে কিছু উৎপাদনের চেষ্টা করুন।সোমবার (১৭ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তাগিদ দেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।শেখ হাসিনা বলেন, আমাদের অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জায়গা আছে। সেগুলোতে আমরা উৎপাদনের দিকে নজর দেই। খাদ্য গ্রহণেও সাশ্রয়ী হই। যে যা পারি উৎপাদন করি। তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। বিশ্বব্যাপী যদি দুর্ভিক্ষ হয়ও, বাংলাদেশ যেন খাদ্যের যোগান দিতে পারে আমাদের এখন সে ব্যবস্থা করতে হবে।তিনি বলেন, পাশাপাশি আমাদের খাদ্যের সাশ্রয় করতে হবে। আবার যেসব খাদ্য এখন বেঁচে যায়, সেগুলো সঠিক সংরক্ষণ করতে হবে। আমরা উৎপাদন করে যাচ্ছি, কিন্তু সেগুলো যথাযথভাবে সংরক্ষণ না করতে পারলে অযথাই নষ্ট হবে। সেদিকে এখন নজর দিতে হবে।শেখ হাসিনা বলেন, এছাড়া দুর্ভিক্ষ ঠেকাতে আমরা যে সব পণ্য আমদানি করি, সে সব পণ্য ব্যবহারে মনোযোগী হতে হবে। সেগুলোর উৎপাদন কীভাবে বাড়ানো যায় সে চেষ্টা করতে হবে। আমি মনে করি সেটা খুব একটা কঠিন হবে না। আমাদের পেঁয়াজের ঘাটতি ছিল, এখন আমরা পেঁয়াজ উৎপাদন করে চাহিদা মেটাচ্ছি। এসময় তেলজাতীয় ফসলে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ করার জন্য নির্দেশনা দেন সরকারপ্রধান।কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।জানা গেছে, ১৬ অক্টোবর ছিল বিশ্ব খাদ্য দিবস। এ উপলক্ষে ১৭অক্টোবর অনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে খাদ্য নিয়ে একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। ‘কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ এ প্রতিপাদ্যে এবারের বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক । ১৭ অক্টোবর ২০২২
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।'আজ রোববার জেলা পরিষদ নির্বাচনের মনিটরিং সেল পর্যবেক্ষণের পর নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।নির্বাচন ভবনের মনিটরিং সেল থেকেই সিসিটিভি ক্যামেরায় মাঠের ভোট পর্যবেক্ষণ করে কমিশন। গত ১২ অক্টোবরেও এখান থেকে ভোট পর্যবেক্ষণে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় প্রথমে ৫১ কেন্দ্র, পরে পুরো নির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন। এরপর ক্ষমতাসীন দলের সমালোচনার মুখেও পড়তে হয় কমিশনকে।এ নিয়ে কোনো চাপ আছে কি না, জানতে চাইলে কাজী হাবিবুল আউয়াল বলেন, 'আমরা কোনো চাপ অনুভব করছি না।'সিইসি বলেন, 'সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক। আমরা এর মাধ্যমে এখান থেকো নির্বাচন মনিটরিং করতে পারি। এটা একটা ভালো দিক।'তিনি আরও বলেন, 'আমাদের তো কোনো পক্ষ নেই। আমরা চাই ভোটাররা যেন ভোট দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা সিসিটিভির ব্যবহার করছি।'সংসদ নির্বাচনে কীভাবে এতগুলো কেন্দ্র সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে— জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, 'তখন ৪০ বা ৪২ হাজার ভোটকেন্দ্রের ৪ লাখ ভোটকেন্দ্র থাকবে। আমাদের কারিগরি টিম জানিয়েছে, সেখানে সিসিটিভি ব্যবহার করা যাবে। তখন শুধু আমরা ৫ নির্বাচন কমিশনার না, আরও লোকবল মনিটরিংয়ের জন্য নিয়োগ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও এ কাজে নিয়োজিত থাকবেন।'অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, 'গাইবান্ধার নির্বাচনের মতোই আগামীকালের জেলা পরিষদ নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে।'
নিজস্ব প্রতিবেদক । ১৭ অক্টোবর ২০২২
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বা অন্য কোনো কারণে বাংলাদেশ যাতে কখনো দুর্ভিক্ষ কিংবা খাদ্যের অপ্রতুলতার মতো পরিস্থিতির মুখোমুখি না হয় সেজন্য দেশবাসীকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আমাদের মাটি ও মানুষ আছে। তাই এখন থেকেই আমাদের উদ্যোগ নিতে হবে, প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশ যাতে কখনো দুর্ভিক্ষ বা খাদ্য সংকটে না পড়ে। আমরা আমাদের খাদ্য উৎপাদন বাড়াব।বুধবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ ও ১৪২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় এনে উৎপাদন বাড়ানোয় তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি এবং পরিবহন ব্যয় অস্বাভাবিক বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি আমদানি-নির্ভরতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি না যে যুদ্ধ এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কারণ, অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ চালিয়ে রাখতে পারলে কিছু দেশ লাভবান হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।স্বাগত বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শারমিন আক্তার তার অনুভূতি ব্যক্ত করেন।অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কৃষি খাতের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ প্রদান করা হয়। এর মধ্যে তিনটি ছিল স্বর্ণপদক, ২৫টি ব্রোঞ্জ পদক এবং ১৬টি ছিল রৌপ্য পদক।প্রধানমন্ত্রীর পক্ষে কৃষিমন্ত্রী সবার হাতে পদক তুলে দেন। বাংলা ১৪২৫ সনের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৪২৬ সনের জন্য ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।স্বর্ণপদক বিজয়ীদের প্রত্যেকে পেয়েছেন ২৫ গ্রাম ওজনের ১৮-ক্যারেট স্বর্ণের পদকসহ ১ লাখ টাকা। রৌপ্য পদক বিজয়ীরা পেয়েছেন ৫০ হাজার টাকা ও ২৫ গ্রাম রুপার পদক। আর ব্রোঞ্জ পদক বিজয়ীরা পদকসহ ২৫ হাজার টাকা পেয়েছেন।১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি খাতে এ পুরস্কার প্রবর্তন করেন।
নিজস্ব প্রতিবেদক । ১২ অক্টোবর ২০২২
গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) উপনির্বাচনে ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বুধবার (১২ অক্টোবর) নির্বাচন ভবন থেকে গাইবান্ধার ভোট পরিস্থিতি সিসি ক্যামেরা ফুটেজে দেখার পর প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা জানান।নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে এরই মধ্যে ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ ছাড়া অন্যসব প্রার্থী ভোট বর্জন করেছেন বলে জানা গেছে।সিইসি বলেন, ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা স্বচক্ষে গোপন কক্ষে অবৈধভাবে প্রবেশ করে ভোট দিয়ে দিতে দেখেছি। তাই ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল অ্যাকশন হিসেবে আমরা কেন্দ্র বন্ধ করেছি। এখন চাকরি বিধি অনুযায়ী বা অন্য বিধি অনুযায়ী কী অ্যাকশন নেব তা পরে দেখবো। আমরা টেলিফোনে এসপি, ডিসি, রিটার্নিং অফিসারকে বলেছি যে আমরা এখান থেকে সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি। তাই সঙ্গে সঙ্গে কেন্দ্র বন্ধ করে দিয়েছি।’কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ‘কমিশন যদি মনে করি নির্বাচন সঠিকভাবে হচ্ছে না তাহলে কমিশন নির্বাচন বন্ধ করতে পারে। আমরা সেই আলোকে নিদ্ধান্ত নিচ্ছি এবং চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেব, তখন জানাবো।’তিনি বলেন, ‘নিয়ন্ত্রণের বাইরে কেন চলে গেল তা আমরা বলতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অনেকটাই। আপনারাও দেখতে পেয়েছেন যে গোপন কক্ষে কী হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে হচ্ছে না। কেন হচ্ছে এখন তা চটজলদি বলতে পারবো না।’সিইসি বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমত কাজ করছে কি না, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। ইভিএমেরও কোনো ত্রুটি দেখতে পাচ্ছি না। ওই যে মানবিক আচরন, আরেকজন ঢুকে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে। আবার অনেকেই দেখছি গেঞ্জি পরে, শাড়ি পরে যেখানে প্রতীক আছে দেখিয়ে দিচ্ছে। তারা আচরণ বিধি লঙ্ঘন করেছে এবং এটা সুশৃঙ্খল নির্বাচনের পরিপন্থি। এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত। যারাই আইন মানছেন না তাদেরই আমরা ডাকাত-দুর্বৃত্ত বলতে পারি। কারণ আইনের প্রতি সবার শ্রদ্ধা করতে হবে। সবাই যদি আইন না মানি নির্বাচন কমিশন এখানে বসে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে না।’
নিজস্ব প্রতিবেদক । ১২ অক্টোবর ২০২২